মানুষ দূর থেকেই সুন্দর কাছ থেকে না😰
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়াকরিতে পারিনি চিৎকারবুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্তকত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্তকত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্যনির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ আজও কানে বাজে সেই কথাগুলোকে জানে যে হবে শেষ কথা আজও কানে ভাসে সেই কথাগুলোকে জানে যে হবে শেষ কথানিয়তির ডাকে দিলি যে সাড়াফেলে গেলি শুধু নীরবতাযার চলে যায় সেই বোঝে যে হায়বিচ্ছেদে কি যন্ত্রণাযার চলে যায় সেই বোঝে যে হায়বিচ্ছেদে কি যন্ত্রণাঅবুঝ শিশুর অবুঝ প্রশ্নকি দিয়ে দেব সান্ত্বনা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়াকরিতে পারিনি চিৎকার
তোমার ফেলে যাওয়া স্মৃতিগুলো প্রতি মুহূর্তে ক্ষত বিক্ষত করছে আমায়। তবুও কেন যে আমি ভুলতে পারছি না তোমায়…❤️
বিচ্ছেদ জানেনা ভালোবাসা কতটা বাকি❤️
এখন আর আমি একা নই, তুমি চলে গেছো তাতে কি হয়েছে? তোমার দেওয়া কষ্টগুলো এখন আমার ঘুমহীন রাতের সঙ্গী…💔🥀
কাউকে বাধ্য করোনাকথা বলার জন্য!তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাওতাদের ছাড়া তুমিও থাকতে পারো!!!!💔🥀
হে আল্লাহ কোন একটা রমজান মাসে আমাদের মৃত্যু নসিব করিও😰😰
একটা মানুষ তখনই কাঁদে ,যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়।ভাগ্যের কাছে আমি হার মানি নাইহেরে গেছি শুধু বিশ্বাসের কাছে ।
“সত্য অল্প সময়ের জন্য কষ্ট দেয়, কিন্তু মিথ্যা আজীবন কষ্ট দেয়।”
. “কখনও কখনও তুমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করো সেই ব্যক্তি তোমায় হয়তো সবচেয়ে কম বিশ্বাস করে!” @followers #followers
“🙂 সবসময় হাসতে থাকো করুন কেউ দেখতে পাবে না যে তুমি ভিতরে কতটা 💔 ভেঙে পড়েছো 😢।” @followers #friends #followers
মনে রাখবে, এমনকি তোমার পরিচিত, সবচেয়ে সুখী ব্যক্তির জীবনেও এমন একটি দিন হয়তো ঘটেচে যাতে সে নিরুৎসাহিত, দুঃখিত বা হতাশাগ্রস্ত বোধ করছে। সুতরাং তুমি এক নও! #followers #friends #emotional