Prity’s lifestyle in Paris

Prity’s lifestyle in Paris Assalam walaikum this page is about vlogging,cooking,travelling,story of my kids❤️ and much more……..
(11)

11/05/2024
আজকের কথা গুলো তাদের জন্য,, যারা কথায় কথায় আমাকে বলেন এতো আদিক্ষেতা কেনো করি ছেলে অথবা মেয়ে তার বাবা মা ছাড়া করো কাছেই...
30/04/2024

আজকের কথা গুলো তাদের জন্য,, যারা কথায় কথায় আমাকে বলেন এতো আদিক্ষেতা কেনো করি ছেলে অথবা মেয়ে তার বাবা মা ছাড়া করো কাছেই নিরাপদ না আর যে ফিতনার যুগ চলতেসে এখন শুধু মেয়েরা না ছেলেদের ও অনেক আগলে রাখতে হয় মানুষের মনুষত্ব হারিয়ে যাচ্ছে ,একটা ৬ বছরের বাচ্চা কি বুঝে?

ছেলে/মেয়েকে সব সময় নিজের কাছে কেনো বেধে রাখো,,?
আমার ঘরে কি বাচ্চা নাই,,আমি দেখে রাখবো?
আমি তো মামা,চাচা,নানা, এটা ওটা হই ইত্যাদি দিলে কি হয়?
বাচ্চা নিয়ে এতো আদিক্ষেতা ক্যান করো?
ছেলে/মেয়ে তো এখনো ছোট্ট কি হবে একটু এর সাথে ওর সাথে যেতে দিলে?
পাশের বাড়ি,পাশের বিল্ডিং এ একটু খেলতে দিলে কি বা হবে?
ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি।

এই টাইপের কথা গুলো যারা বলেন তাদের কাছে কি এই ছবি টা বিশ্লেষণ করার ক্ষমতা আছে? থাকলে বলবেন আমাকে 🥺যে বাবা-মা য়ের বুক খালি হয় একমাত্র সে বাবা-মা ই বলতে পারবে এই কষ্ট টা কি🥺
তাই নিজের সন্তান কে নিজের চোখের আরাল না করা ভালো। এর জন্য যে যা বলে বলুক।
🥹

30/04/2024

কেমন আছো সবাই 😊

17/04/2024

আলহামদুলিল্লাহ পরিবারের সবাই একসাথে বড় মামার বাসায় ঈদ করলাম❤️
আপনজনদের সাথে একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করলে যে প্রশান্তি পাওয়া যায় সেটা আর কোথাও পাওয়া যায় না
বিদেশে থেকেও পরিবারের সাথে ঈদ করতে পারাটা আসলেই ভাগ্যের ব্যাপার ঈদ এর দিন অনেক মজা করলাম পুরো ভিডিও না দেখলে মিস করবেন কিন্ত্ব😊

13/04/2024

আলহামদুলিল্লাহ ঈদের আনন্দ শেষে প্যারিস চলে যাচ্ছি যাওয়ার পথে দৃশ্য গুলো অনেক সুন্দর তাই সবার সাথে শেয়ার করলাম ৫/৬ ঘণ্টার পথ তারপর ও খুব ভালো লাগে ❤️

27/03/2024

আমার পরিচিত কিছু মানুষের ছুলকানির প্রবলেম আছে
ওদের কে পিসকিশন লিখে দেয়ার জন্য কী কোনো দকতর আমার পেজ এ আছে ঘাইস 🤔থাকলে এক্টু পিসকিশন লিখে দিলে মেলা উপকার হইত 😂

11/03/2024

রমাদান মাসের জন্য চূড়ান্ত রুটিন!!

সম্ভব হলে এখন থেকেই নিয়মিত রুটিন টা ফলো করতে পারলে আল্লাহর অশেষ রহমতের ভাগিদার হতে পারবো আমরা সবাই!

🕕প্রথম কথা, যাই ইবাদত করবেন অবশ্যই মনোযোগ সহকারে সময় নিয়ে ধীরে-সুস্থে করবেন, তাড়াহুড়া করবেন না, অর্থবুঝে নামাজ ও জিকির করবেন!

🕕অবশ্যই দিনে পাঁচবার আযানের জবাব দিবেন, আযানের পর বেশি বেশি দোয়া করবেন!

🕕সারাদিন কাজের ফাকে অনবরত জিকির-ইস্তেগফার তাসবীহ তাহলীল দরুদ পাঠ করবেন!

🕕গীবত! পরনিন্দা! হিংসা! শিরক! এগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকবেন! বেশি একাকি অবস্থান করা,খুব কম কথা বলবেন।

🕕সামর্থ্য অনুযায়ী দান-সদকা করা।প্রতি দিন নূন্যতম ১০ টাকা।আমাদের রাসূল (সাঃ) এতটা দানবীর ছিলেন রমজান মাস আসলে বেশি বেশি দান করতেন!

🕕অবশ্যই পর্দা মেন্টেইন করতে হবে! কারণ, দাইয়্যুস এর কোনো আমল আল্লাহর আরশে আজিমে পৌছাই না।নিচেও নামে না মধ্যবর্তী অবস্থানে ঝুলন্ত থাকে।

🕕রমাদান এর আগেই সব কাজ কর্ম শেষ করে নিন।রমাদান হচ্ছে আমলের মাস ইবাদতের মাস। রমাদান আসে আত্মশুদ্ধি করার জন্য।ইবাদত করার জন্য।ইফতারে হরেক রকমের আইটেম করার জন্য নয়!
🕕পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন আওয়াল ওয়াক্তে।
🕕অযু করে অবশ্যই তাহিয়্যাতুল অযুর নামাজ পড়তে ভুলবেন না।
🕕ফজরের নামাজ, কোরআন তিলাওয়াত, ইস্তেগফার, তাসবীহ, তাহলীল!
🕕ইশরাকের নামাজ।
🕕কোরআন তিলাওয়াত (অর্থ বুঝে পড়বেন।
🕕যোহর নামাজ সুন্নত সহ পড়া।
🕕কোরআন তিলাওয়াত ১-২ পারা যত বেশি পড়া যায়।কেননা বিভিন্ন কারণে পিছিয়ে যাবেন!তাই যত বেশি পড়ে রাখা যায়।
🕕নফল নামাজ।
🕕বেশি থেকে বেশি ইস্তেগফার ও দোয়া!
ইনশাআল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রুটিন মাফিক চলার তৌফিক দান করুন। আমিন।

মাশাআল্লাহ আজ আমার কলিজটার ১ বছর পূর্ণ হলো আমার জন্মদিনের গিফ্ট হিসেবে আল্লাহ তোকে দিয়েছে আমার আর আমার ছেলের জন্মদিন এক...
25/02/2024

মাশাআল্লাহ আজ আমার কলিজটার ১ বছর পূর্ণ হলো আমার জন্মদিনের গিফ্ট হিসেবে আল্লাহ তোকে দিয়েছে আমার আর আমার ছেলের জন্মদিন একি দিনে এই কথা ভাবতেই কী খুশি লাগে এর চাইতে বড় কোনো গিফ্ট হতেই পারেনা আমার জন্য😍আল্লাহ নেক হায়াত দিক সুস্থ রাখুক তোকে লাভ ইউ বাবা❤️

যেখান থেকে আমাকে বিয়োগ দেওয়া হয়, সেখানে আর নিজেকে যোগ করার চেষ্টা করি না। 😊
18/02/2024

যেখান থেকে আমাকে বিয়োগ দেওয়া হয়, সেখানে আর নিজেকে যোগ করার চেষ্টা করি না। 😊

সম্পর্কে টান থাকতে হয় টেনে নিয়ে যেতে হয় না😊
17/02/2024

সম্পর্কে টান থাকতে হয় টেনে নিয়ে যেতে হয় না😊

যেদিকে দেখি ফুল আর চকলেটের ছড়াছড়ি আজকে নাকি ভালোবাসা দিবস🤔 কার কার জামাই ফুল আর চকলেটস দিয়ে ভালোবাসা প্রকাশ করলো দেখি...
14/02/2024

যেদিকে দেখি ফুল আর চকলেটের ছড়াছড়ি আজকে নাকি ভালোবাসা দিবস🤔
কার কার জামাই ফুল আর চকলেটস দিয়ে ভালোবাসা প্রকাশ করলো দেখি হাত তুলো
আমি জানি জামাইর কাছ থেকে ফুল না পাওয়ার মেয়েদের সংখ্যাই বেশি 😂
আমার মতো যাদের প্রতিদিনই ভালোবাসাদিবস যাদের হাসব্যান্ড আলাদা করে শুধু ভালোবাসা দিবস এর অপেক্ষা করে না ফুল দেয়ার জন্য তারাও কমেন্ট করে জানাতে পারো🥴😊

বাবা মায়ের প্রথম সন্তান হচ্ছে চমৎকার একটি জীবন্ত খেলনা। এই খেলনার সবই ভালো। খেলনা যখন হাসে বাবা-মা ও হাসে। খেলনা যখন কাঁ...
10/02/2024

বাবা মায়ের প্রথম সন্তান হচ্ছে চমৎকার একটি জীবন্ত খেলনা। এই খেলনার সবই ভালো। খেলনা যখন হাসে বাবা-মা ও হাসে। খেলনা যখন কাঁদে বাবা-মায়ের মুখ অন্ধকার হয়ে যায়।

- হুমায়ুন আহমেদ

মনে হচ্ছে পটে আকাঁ ছবি তাই না?ছবি টা কোনো শিল্পীর আকাঁ নয়।এই তীব্র শীতে আমাদের দুনিয়ারই আরেক প্রান্তে থাকা আরেক নগরী গা ...
03/02/2024

মনে হচ্ছে পটে আকাঁ ছবি তাই না?
ছবি টা কোনো শিল্পীর আকাঁ নয়।
এই তীব্র শীতে আমাদের দুনিয়ারই আরেক প্রান্তে থাকা আরেক নগরী গা জার ছবি এটি।
রাতে ঘুমাতে গেলে আমরা আমাদের বাচ্চাদের গায়ে আরেকটা কম্বল তুলে দেই।
জানালার গ্লাসটা ঠিক মতো আটকানো আছে নাকি দুইবার উঠে গিয়ে চেক করি।
বাচ্চার গায়ে যেন একটু কুয়াশা না লাগে।
আচ্ছা এই ঠান্ডায়, তীব্র শীতের বৃষ্টিতে এই শিশু গুলোর কেমন লাগছে?
ওদের কি এই কাদামাটির ভেজা বিছানায় থাকার কথা ছিল?
এই পৃথিবী যেন নীরব দর্শক!
প্রচন্ড শক্ত একটা মন নিয়ে সবাই মিলে একখানা হৃদয়বিদারক ক্রমশ চলন্ত সিনেমা দেখছি।

Cp

01/02/2024

ফ্রান্সে প্রতি সপ্তাহে ৩ বার এমন খোলা বাজার বসে (marché de la ferme)

পুরুষ থেকে পিতা হতে কোনো কষ্ট হয়না সব কষ্ট মায়েদের সহ্য করতে হয়। কিন্তু বিশ্বাস করেন পিতা থেকে দ্বায়িত্বশীল পিতা হবার ক...
29/01/2024

পুরুষ থেকে পিতা হতে কোনো কষ্ট হয়না সব কষ্ট মায়েদের সহ্য করতে হয়। কিন্তু বিশ্বাস করেন পিতা থেকে দ্বায়িত্বশীল পিতা হবার কষ্ট একজন পিতাই বোঝে। সে সব সন্তানরা অনেক ভাগ্য নিয়ে এই পৃথিবীতে আসে যাদের ভাগ্যে তোমার মতো বাবা জোটে ,সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতা হয়তো প্রকাশ করতে পারে না,তবে দায়িত্ববান পিতা কখনোই সন্তানের প্রতি দ্বায়িত্ব পালনে বিচ্যুত হয় না। সত্যি বলতে আমি তোমাকে যত দেখি অবাক হই বাবা হিসেবে তুমি অসাধারণ , প্রতিদিন এতো ব্যস্ততার মাঝেও বাচ্চাদের সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটানো ,শত ক্লান্তির মাঝেও কখনও বাচ্চাদের উপর বিরক্ত হতে দেখিনি সত্যি সবাই পরে না তুমি আমার দেখা শ্রেষ্ঠ বাবা আজকে কেনো যে এই কথা গুলো লিখেত ইচ্ছে করলো তোমাকে নিয়ে তাই লিখে ফেলা ❤️
সবাই বলো দেখি কোনটা আফরাজ আর কোনটা আরহাম🤔


26/01/2024

The Power Of " সূরা মূলক
" মনে করুন , আপনি মারা গেছেন ! আপনার জানাজার নামাজ শেষ ! আপনাকে কবরে রাখা হলো ! আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেশতার জন্য ! কিন্তু , তাঁরা আসছে না ! অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি ! একটু পরেই– কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো ! আপনি ভাবলেন , এ কেমন কথা ! প্রশ্ন - উত্তর কই !? তখন আপনার মনে পড়ল— ' প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই ! কবর আজাবেরও কোনো চান্স নাই ! অতঃপর , রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন- · ' আলহামদুলিল্লাহ ' !
( তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে )।

24/01/2024

Arham’s school party 🎈

Adresse

Paris

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Prity’s lifestyle in Paris publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Prity’s lifestyle in Paris:

Vidéos

Partager