Ahamed Topi

Ahamed Topi হাত বাড়িয়ে ছুঁইনা তোকে মন বাড়িয়ে ছুঁই,
দুইকে আমি এক করি না,এককে করি দুই!

~ Topi

09/04/2024

যদি শেষটা-সুন্দর হয়, তবে অপেক্ষা করাটাও মন্দ নয় 🖤

04/04/2024

কতখানি একা হবার পর আমিও নিজেকে গুটিয়ে নিতে শিখে গেলাম!
অথচ- ওরা দূরুত্ব দেখেছিল, দেখেনি ভেজা চোখ।❤️‍🩹

01/04/2024

গরীবের সুইজারল্যান্ড খ্যাত
স্বপ্নের মনপুরা দ্বীপ 😍
আমার প্রানের বাংলাদেশ ❤️

25/03/2024

আমি বলছিনা ভালো বাসতেই হবে....
আমি চাই
কেউ একজন আমার জন্যে অপেক্ষা করুক
শুধু ঘরের ভিতর থেকেই অপেক্ষা করুক আনার জন্য

14/03/2024

দেখা হয় না কথা হয় না তবুও সাথেই থাকো তুমি আমার কুথাও না কুথাও স্রিতিতে দুঃসৃপ্নে অসম্ভব যন্ত্রনায় মন খারাপ করা প্রতিটি গানের লাইনে মাঝরাতেবুকের ব্যাথায় Topi তুমি আছ আমার

19/02/2024


সত্য বলে বিচ্ছেদ তবুও অনেক ভালো হয়তো মানুষ টা কষ্ট পায় কিন্তু হয়তো ঠকে না। মিথ্যে বলে অফুরন্ত ভালবাসার কোন প্রয়োজনীতায় নাই এতটা ঠকানো মেনে নেওয়া বড় দায়।

18/02/2024

আমি আপনাকে সত্যি ভালোবেসে ছিলাম, আমৃত্যু কাল পাশে রেখে দেওয়ার জন্য।
কিন্তু আপনার হাজারো শুভাকাঙ্ক্ষীর মাঝে আপনি আমার ভালোবাসা কখনোই বুঝতে পারেন নাই!!

~Topi

13/02/2024

এই যে বিশাল আকাশের নীলাভ মেঘের ভেলা, শৈত্য প্রবাহের দিনে শীতল হাওয়া, মন খারাপের রাতে একাকিত্বের বাড়াবাড়ি আর ভাল্লাগে না!

কতদিন হয় এ মনে বসন্তের আনাগোনা নেই!
ঠিক তোমার মতো কাউকে পাইনি বললে বলাটা ভুলই হবে বৈকি। আসলে কাউকে চাইনি আমি।

তোমাকে ভালোবেসে যে যন্ত্রণা পেয়েছি হৃদয়ে, আমার যে ভালোবাসার সখটাই ম*রে গেছে! আর কাকে ভালোবাসবো? কে আমায় কখনো দুঃখ দিবে না?

এই যে একাকিত্ব, বিষাদ, মন খারাপ আর মাইগ্রেনের ব্যথা নিয়ে দুচোখ বন্ধ করে থাকি। কই? কেউ তো চুমু খায় না এ কপালে– চোখে, ঠোঁটে! কেউ তো বলে না, “ এভাবে নিজেকে তীলে তীলে শেষ করো না। আমার জন্য হলেও একটু ভালো থাকার চেষ্টা করো। ”

এই বিশাল জনস্রোতে যেন কেউ নেই আমার!
তুমি আছো, অথচ দেখো, আমি বড্ড একা।

এই যে এমন নিজেকে নিজের কাছে ভালো না লাগা, ভেতরে ভেতরে তীব্র হাহাকার, আমাকে ভালো থাকতে দিচ্ছে কই?

কতকাল আমি উন্মাদ হয়ে আছি, অথচ তুমি দিব্যি দূরে গিয়ে ভালোই আছো। ধরাছোঁয়ার বাইরে গিয়ে তুমি তো ভালোই আছো, কিন্তু আমি যে হতাশায় হাতড়াই!

পৃথিবীর জাগতিক সবকিছু কেমন বিশ্রী লাগে!
এ পৃথিবীতে তুমি ছাড়া ভালো লাগা অনুভূতিরাও বড্ড খামখেয়ালি! মনের অজান্তে তুমি কতটা জুড়ে আছো, তা আমি টের পেলেও তোমার সুবোধ কখনোই জন্মাবে না– আদৌ কখনোই জন্মায়নি!

Tooi লেখায়:-সৃতির পাতা

01/02/2024

হাত বাড়িয়ে ছুঁইনা তোকে মন বাড়িয়ে ছুঁই,
দুইকে আমি এক করি না,এককে করি দুই!

~ Topi

31/01/2024

হারাইতে দিয়েন না। যেমনেই হোক রাইখা দেওয়ার চেষ্টা করিয়েন। আজ থেইকা অনেক বছর পর যদি অন্য কারো লগে দেখেন তখন ভালো লাগবো না। খুব কষ্ট লাগবো!🖤

31/01/2024

আমি আপনাকে সত্যি ভালোবেসে ছিলাম, আমৃত্যু কাল পাশে রেখে দেওয়ার জন্য।
কিন্তু আপনার হাজারো শুভাকাঙ্ক্ষীর মাঝে আপনি আমার ভালোবাসা কখনোই বুঝতে পারেন নাই!!

30/01/2024

আমার লাইফে আপনি নামক শব্দটির যখন বিশেষ প্রয়োজন ছিলো,তখন অবহেলায় আমাকে দূরে সরিয়েছেন।
এখন আপনি নামক শব্দটি ছাড়াই দিব্বি কেটে যাচ্ছে সময়!!

30/01/2024

আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম,
এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি।

30/01/2024

কেউ ঠকায়নি আমায়, আমি নিজেই ঠকেছি আমার বিশ্বাসের কাছে!

30/01/2024

আমার এই সাদা কালো জীবনের রঙিন বলতে শুধু তুমিই ছিলে!

24/01/2024

তোমার শব্দহীন বিদায় আমার দুয়ারে নিয়ে এলো এক বিভৎস রাত

Adresse

Paris

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Ahamed Topi publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Ahamed Topi:

Vidéos

Partager