Couple vlogger in PARIS

শিল্প,সংস্কৃতি,ঐতিহ্য আর সৌন্দর্যের দেশ ফ্রান্স, প্রাত্যহিক জীবনে অনেক সংগ্রামের দেশও বটে।এখানে সুখ আসে, আসে বিষাদ। সর্বোপরি জীবনের গতিময়তায় কিছু আনন্দ বেদনার মুহুর্ত সবার সাথে শেয়ার করার উদ্দেশ্যেই মূলত ব্লগ করার প্রয়াশ।সাপোর্ট পেলে আগামীতে আরো নতুন কিছু নিয়ে আসবো।থাকবে মাতৃভুমি বাংলাদেশের প্রতিচ্ছবিও।

১ ডিগ্রী শীতের সকালে এককাপ চা☕️,চায়ের কাপে চুমুক মানেই প্রশান্তি।কর্মব্যাস্ত জীবনে ভোর হওয়ার আগেই গতানুগতিক এককাপ ভালো ম...
19/01/2025

১ ডিগ্রী শীতের সকালে এককাপ চা☕️,
চায়ের কাপে চুমুক মানেই প্রশান্তি।

কর্মব্যাস্ত জীবনে ভোর হওয়ার আগেই গতানুগতিক এককাপ ভালো মানের কড়া ব্ল্যাক কফি পান করে ভোরের প্রথম গাড়িটি ধরে কাজে যোগ দেয়ার জন্য বের হয়ে যাই।
চা পান করার সুযোগ তেমন একটা হয়ে উঠেনা,
অথচ চা টাই আমার সবসময় পছন্দ।

অনেকদিন পর আজকের ছুটির দিনের সকালে এককাপ ভালো মানের চা পান করলাম❤️

#চা

 #শুভ_জন্মদিন আমার ছোট্ট পরী   🎉😍 ।খালামনি তোমাকে অনেক ভালোবাসি ❤️।আল্লাহ তোমাকে সুস্থ‍্যতার সাথে নেক হায়াৎ দান করুক। আম...
19/01/2025

#শুভ_জন্মদিন আমার ছোট্ট পরী 🎉😍 ।
খালামনি তোমাকে অনেক ভালোবাসি ❤️।
আল্লাহ তোমাকে সুস্থ‍্যতার সাথে নেক হায়াৎ দান করুক। আমিন 🤲।

শুভ সকাল ☁️🌧️
15/01/2025

শুভ সকাল ☁️🌧️

মাইনাস -৪ ডিগ্রি তাপমাত্রায় সামারের ছবি দেখে দেখে গরম অনুভব করি 😁।
14/01/2025

মাইনাস -৪ ডিগ্রি তাপমাত্রায় সামারের ছবি দেখে দেখে গরম অনুভব করি 😁।

আমার ছেলের কালকে দুইটা দাঁত পড়ছে ।ডাক্তার কাছে বলে সে দাঁত দুইটা নিয়ে আসছে বাসায় ।বালিশের নিচে রাখবে,তারপর ইঁদুর এসে অনে...
08/01/2025

আমার ছেলের কালকে দুইটা দাঁত পড়ছে ।ডাক্তার কাছে বলে সে দাঁত দুইটা নিয়ে আসছে বাসায় ।বালিশের নিচে রাখবে,তারপর ইঁদুর এসে অনেকগুলা পয়সা দিয়ে তার দাঁত নিয়ে যাবে 😁।এটা তার বিশ্বাস 🙂।যেমনটা আমরা মনে করতাম ছোটবেলায় ,ইঁদুরের গর্তে দাঁত রাখলে ইঁদুরের মতো ছোট ছোট দাঁত হবে,আরোও কত কি 😜!!
দেশ আর বিদেশ !! আমাদের শৈশবের গল্পগুলো সবার এক-ই 😍। শৈশবের প্রতিটি মুহূর্তেই কিছুটা জাদু লুকিয়ে থাকে, কখনো তা সরল আনন্দে, কখনো অপ্রত্যাশিত আবিষ্কারে।
fans

31/12/2024

বাংলাদেশ থেকে আসলো হরেক রকম মজাদার খাবার ❤️

একবার বাবা-মা হয়ে গেলে নিজের ভালো লাগা,খারাপ লাগা আর নিজের কাছে থাকে না ।কিছুটা রূপকথার গল্পরের মতো !!আমাদের জান থাকে টি...
10/12/2024

একবার বাবা-মা হয়ে গেলে নিজের ভালো লাগা,খারাপ লাগা আর নিজের কাছে থাকে না ।কিছুটা রূপকথার গল্পরের মতো !!আমাদের জান থাকে টিয়া পাখি মানে আমাদের সন্তানদের ভিতরে ।দুই দিন ধরে আমার আয়াশের অনেক জ্বর 😭।বাসার সবাই দিন রাত ওরে নিয়েই যুদ্ধ ।
এর মাঝে আমার আব্বু বার বার বলতাছে তোমার নিজের ও তো শরীর ভালো না ।
আমাদের বয়স যতই বারুক প্রেত্যেক রূপেই আমরা আমাদের বাবা মা'র কাছে প্রিয় ❤️

🤲

মা ছেলে’রা মিলে আজকে বিকালের নাস্তা বানাইছি 😊।আমার  ছেলেরা খাওয়ার চেয়ে মা’র সাথে রান্না ঘরে সময় কাটাতে বেশি পছন্দ করে 😁।...
08/12/2024

মা ছেলে’রা মিলে আজকে বিকালের নাস্তা বানাইছি 😊।
আমার ছেলেরা খাওয়ার চেয়ে মা’র সাথে রান্না ঘরে সময় কাটাতে বেশি পছন্দ করে 😁।

#পেটিস #কেক

আয়াশ স্কুল ছুটির পর একদৌড়ে তুষারের ❄️ মধ্যে খেলতে নেমে গেলো। এখানকার বাচ্চাদের তুষার নিয়ে খেলা করা খুবই পছন্দের।ওরা শুভ...
21/11/2024

আয়াশ স্কুল ছুটির পর একদৌড়ে তুষারের ❄️ মধ্যে খেলতে নেমে গেলো। এখানকার বাচ্চাদের তুষার নিয়ে খেলা করা খুবই পছন্দের।
ওরা শুভ্র বরফগুলোকে জড়ো করে বড় বল, শেতভাল্লুক তৈরী সহ নানান খেলায় মেতে উঠে ❄️❄️

21/11/2024

আমাদের কলিজার টুকরা " #আয়াশ" ৬ বছরে পদার্পন করলো আলহামদুলিল্লাহ ❤️👑🎂 ।এইতো যেন কদিন আগেই  আমাদের কোলজুড়ে এসেছে আমাদের প...
15/11/2024

আমাদের কলিজার টুকরা " #আয়াশ" ৬ বছরে পদার্পন করলো আলহামদুলিল্লাহ ❤️👑🎂 ।

এইতো যেন কদিন আগেই আমাদের কোলজুড়ে এসেছে আমাদের প্রথম সন্তান। প্রথম বাবা-মা হওয়ার খুশি এখনো আমাদের কাছে স্বপ্নের মতই মনে হয়।চোখের পলকে হেঁসে খেলে একটু একটু করে বড় হচ্ছে আমাদের নয়নের মনি।
বাবা-মা এবং পরিবারের সবার ভালোবাসা এবং দোয়া তোমার জন্য।
অনেক বড় হও, মানুষের মত মানুষ হও #বাপজান আমার ❤️

fans

15/11/2024

মিছে এই মানুষের বন্ধন,
মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন।
মরণ একদিন মুছে দেবে,সকল রঙ্গিন পরিচয় ।

14/11/2024

আমার নানা মারা গেছে আজকে ৪ দিন ।
এবার দেশে যাওয়ার পর নানা আগে পিছে ঘুরতাছে নানা’র বাড়িতে থাকার জন্য ।বার বার বলতাসে “আইয়ো না বইন ! কয়েকদিন থাকো নানার বাড়ীতে ,পরের বার আসলে তোর মামারে বলমু আইপিএস লাগাইতে আর তুই তোর মামার রুমে থাকিস ঐখানে নেটওয়ার্ক পাওয়া যায়” ।
কত তিড়িং বিড়িং যে করলাম!! অবশেষে রাজি হইছে এক শর্তে অতিরিক্ত খাবারের অত্যাচার করা যাবে না ,আমরা যা খেতে চাই তা খাওয়াবে শুধু। ভর্তা খাইতে চাইছি ২/৩ রকমের। ছোট মামী আয়োজন করছে ১৭/১৮ রকমের আর পরের দিন বড় মামী এমন কোনো তরকারি বাকি নাই যে সে করে নাই তারপর ও নানা’র কি চিল্লাচিল্লি ! ঠিকমতো নাকি কিছু হচ্ছে না তাই ।

এখন নানার বাড়িতে নেটওয়ার্ক প্রব্লেম নাই ( যেই কারণে আমরা যেতে চাইতামনা ) ওয়াইফাই চলে । কিন্তু ঘরটায় ঢুকতেই নানা’র রুমে আর নানা কে দেখবো না 😭😭😭।

11/11/2024

কালকে এমন সময় আমার নানা হাসপাতালে ছিল,আর আজকে এমন সময় অন্ধকার কবরে 😭।আল্লাহ তুমি আমার নানা’র সকল ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো ।আমিন 🤲।

সুপারশপে কেনাকাটা করতে গিয়ে চোখ আটকে গেলো এই নারিকেলের খোলের উপর (যেটাকে আমরা নারিকেল বা নাইয়লের মালা বলি) । ছোট বেলায় এ...
09/11/2024

সুপারশপে কেনাকাটা করতে গিয়ে চোখ আটকে গেলো এই নারিকেলের খোলের উপর (যেটাকে আমরা নারিকেল বা নাইয়লের মালা বলি) । ছোট বেলায় এমন নারিকেলের মালা দিয়ে আমরা মালার ঠোলা নামক খেলা খেলতাম, কিংবা গৃহস্থালীর কাজেও এর ব্যাবহার ছিলো।
গ্রামাঞ্চলে মাটির চুলার ছাঁই তুলার জন্য এমন খোলসের সাথে একটি কাঠি যুক্ত করে ব্যাবহার করা হতো, কখনোবা ভাত বাড়ার চামচের বিকল্প ছিলো এটি।
দেশগ্রামে এসব এখন বিলুপ্ত।
আমাদের দেশে যত্রতত্র ময়লার মধ্যে যা পড়ে থাকতে দেখা যায়, ইউরোপের বাজারে এসে সেটা মূল্যবান হয়েছে।

#প্রশ্ন

এই ছবিতে শেখার কি আছে বলুন?

Family time ❤️
01/11/2024

Family time ❤️

𝐃𝐢𝐟𝐟𝐞𝐫𝐞𝐧𝐭 𝐜𝐨𝐥𝐨𝐫𝐬 𝐨𝐟 𝐦𝐚𝐩𝐥𝐞 𝐥𝐞𝐚𝐯𝐞𝐬 🍁😍🍃-ঝরা পাতা ঝরে গিয়ে বুঝিয়ে দেয়__🍃       🍂পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়'🖤🌸 #𝐍𝐚𝐭𝐮𝐫𝐞𝐇𝐨...
29/10/2024

𝐃𝐢𝐟𝐟𝐞𝐫𝐞𝐧𝐭 𝐜𝐨𝐥𝐨𝐫𝐬 𝐨𝐟 𝐦𝐚𝐩𝐥𝐞 𝐥𝐞𝐚𝐯𝐞𝐬 🍁😍

🍃-ঝরা পাতা ঝরে গিয়ে বুঝিয়ে দেয়__🍃
🍂পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়'🖤🌸
#𝐍𝐚𝐭𝐮𝐫𝐞𝐇𝐨𝐥𝐢𝐜 fans

ঝরা পাতা দেখতে কত সুন্দর 😍।গাছের পাতা সবুজ থেকে ক্রমে হলুদ হয় এরপর ধীরে ধীরে লালচে রং ধারণ করে ।এই শুকনো পাতা গাছে থাকা...
26/10/2024

ঝরা পাতা দেখতে কত সুন্দর 😍।গাছের পাতা সবুজ থেকে ক্রমে হলুদ হয় এরপর ধীরে ধীরে লালচে রং ধারণ করে ।
এই শুকনো পাতা গাছে থাকাকালীন যেমন গাছটির সৌন্দর্য্য বৃদ্ধি করে,তেমনই ঝরে পড়ে গিয়ে রাস্তার পাশ সাজিয়ে রাখে ।
যা দেখতে খুব ভালো লাগে।

#শুভসকাল #প্যারিস

Adresse

Bobigny

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Couple vlogger in PARIS publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Couple vlogger in PARIS:

Vidéos

Partager