16/12/2023
আমরা মুখে যতই দেশের বদনাম করি না কেন, দিন শেষে এই গরিব দেশটাকে আমরা সকলেই ভালোবাসি। যত যাই হোক, দূর্নীতি, অন্যায়, অপমান-অপবাদ আর অনিয়মে জর্জরিত এই দেশটাই দিন শেষে আমার আপন। আমার দেশের মাটি, শিশিরে ভেজা সবুজ ঘাস আর বাতাসে ভেসে আসা স্নিগ্ধ এক ঘ্রাণ। আহ! কতদিন সেই ঘ্রাণ নাকে আসেনি। আমার মা আর মাটির মত আপন পৃথিবীতে আর কেউ নেই। দেশপ্রেম যে কি সেটা দেশে থেকে বুঝা মুশকিল। দেশের বাইরে বের হোন, তারপর বুঝবেন, দেশের প্রতি আপনার কি আবেগ, কি টান, কি ভালোবাসা।
আমরাও চাই গরীব এই দেশটা বিশ্বের মানচিত্রে আরো সবুজ হোক। ২২ বছরের টগবগে যুবকের মত মাথাচাড়া দিয়ে উঠুক বিশ্বের মানচিত্রে। আমেরিকা থেকে ইউরোপ, আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া সকলেই জানুক ছোট্ট এই দেশের ইতিহাস।
আসুন দেশকে ভালোবাসি। অন্যায়, অনিয়ম থেকে দেশকে বাঁচাই। সকলে মিলে রবী ঠাকুরের সেই ' আমার সোনার বাংলা' গড়ে তুলি। বিজয় দিবসে এটাই হোক আমাদের প্রতিজ্ঞা।
৭হাজার ৯৯০ কিলোমিটার দূর থেকে বড্ড মিস করছি তোমায়। তোমার আলিঙ্গনের অপেক্ষায় যেন আমি তীর্থের কাক 💔
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা❤️