তারুন্যের উৎসব ২০২৫ (চার- ০৪)
তারুন্যের উৎসব ২০২৫ ( তিন -০৩)
তারুন্যের উৎসব ২০২৫ ( দুই-০২)
বাংলাদেশ দূতাবাস ইন স্পেন এর উদ্যোগে, তারুন্যের উৎসব উদযাপনকে কেন্দ্র করে, অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট:
স্হান: কাম্পো দে স্টেলা, দোসে দে অক্টুবরে।
( এক -০১)
🔵শুধু একটু আন্তরিকতা থাকলে ,যেকোন কাজে পাশে দাঁড়ানো যায় "🔳অবহেলিত এলাকার মানুষের জন্য কিছু করা যায় |
স্পেন প্রবাসী ইউসুফ আলীর উদ্যাগে শরীফপুর ইউনিয়নের ইসলামপুরের দীর্ঘদিনের কাঙ্ঘিত কাঠের ব্রিজ উদ্ভোধন
গোলাপগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের ইসলামপুর ওয়ার্ডে জুড়ি নদীতে সংযোগ হয়েছে ঘিলাছড়া ,জুড়ি ,বড়লেখার সাথে নতুন এই কাঠের ব্রিজ |
সম্পূর্ণ স্পেন প্রবাসীদের অর্থায়নে কাজের বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ে সার্বক্ষণিক তদারকিতে ছিলেন
এবং সরাসরি কাজে যুক্ত ছিলেন ব্রিজের অন্যতম দাতা ইউসুফ আলী এবংসার্বিক সহযোগিতায় স্পেন প্রবাসী অন্যান্য যারা ছিলেন,রিপন আহমদ ,স্পেন প্রবাসী বিলাল আহমদ,স্পেন প্রবাসী শুক্কুর আলী ,স্পেন প্রবাসী সায়েদ আহমেদ, স্পেন প্রবাসী এমাল আহমেদ, স্পেন প্রবাসী ছোট ইকবাল ,স্পেন প্রবাসী ময়না ওরফে আলামিন (দুবাই প্রবাসী) এই কাজের জন্য অক্লান্ত
কানাডা বিএনপি নেতা আলী হুসেন ,সম্প্রতি স্পেন সহ ইউরোপে সফর এবং বাংলাদেশ সফরের মূল উদ্দেশ্য জানালেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে
প্রবাসী রেস্টুরেন্টএ কানাডা যুবদলের অন্যতম শীর্ষ নেতা আলী হুসেন ভাইয়ের স্পেন আগমন উপলক্ষে চা চক্র
ভিয়েনায় আইএইএ এবং ইউনিডো-এর সদর দপ্তরের সামনে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশে ইউনূস সরকার কর্তৃক সংখ্যালঘু ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন, হত্যাকাণ্ড, বাড়িঘরে লুটপাট-অগ্নিসংযোগ-ভাংচুর এবং জননেত্রী শেখ হাসিনাসহ লাখ লাখ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো)-এর সদর দপ্তরের সামনে সোমবার (৬ জানুয়ারি ২০২৫) স্থানীয় সময় বেলা ১২:০০টায় বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উদ্দোগে ও অস্ট্রিয়া আওয়ামী লীগের সহযোগিতায় অনুষ্ঠিত এই সমাবেশে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন
মাদ্রিদ বাংলাদেশী কমিউনিটির বর্তমান আলোচিত ইস্যু নিয়ে কথা বলেছেন,আল আমিন সাধারণ সম্পাদক বায়তুল মোকারম জামে মসজিদ কমিটি ,মাদ্রিদ
মাদ্রিদ বাংলাদেশী কমিউনিটির বর্তমান আলোচিত ইস্যু নিয়ে কথা বলেছেন ,আল মামুন, সভাপতি বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন۔۔
আয়ারল্যান্ড ওয়াটারফোর্ড প্রবাসীদের বর্ষবরণ ও মিলন মেলা
রিপোর্ট :আরশাদ সুমন