Spain Bangla News24

Spain Bangla News24 Online Bangla Media
(9)

07/09/2024

পাসপোর্ট নিয়ে কোন সমস্যায় পড়লে সরাসরি দূতাবাসে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
বর্তমানে দূতাবাসে দালালদের উপদ্রব বেড়ে গেছে জানিয়েছে দূতাবাস।দালাল হইতে প্রবাসীদের সাবধান থাকার পরামর্শ

প্রবাসীদের পাসপোর্ট বিষয়ে দূতাবাসের এই মেসেজটি সকল প্রবাসীদের জন্য জরুরীঃপাসপোর্ট সংশোধনের বিষয়ে পাসপোর্ট অধিদপ্তর গত ৬ ...
06/09/2024

প্রবাসীদের পাসপোর্ট বিষয়ে দূতাবাসের এই মেসেজটি সকল প্রবাসীদের জন্য জরুরীঃ

পাসপোর্ট সংশোধনের বিষয়ে পাসপোর্ট অধিদপ্তর গত ৬ আগস্ট একটি পরিপত্র ইস্যু করে। পরিপত্রটির ৫ টি পাতা এখানে আপলোড করা হলো। এর পরিপত্রের ৩ নং পেইজ এ (ঙ) তে নাম সম্পূর্ণ সংশোধনের বিষয়ে নীতিমালা দেয়া হয়েছে। তবে মনে রাখতে হবে, স্পেনিশ কর্তৃপক্ষ সম্পূর্ণ পরিচয় বদলে ফেলার বিষয়টিতে আপত্তি দেয়ায় দূতাবাস থেকে আর মিসমা সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে না।

দূতাবাস বর্ণিত নীতিমালার বাইরে পাসপোর্ট বিষয়ে কিছু করতে পারে না। আর ব্যক্তিগত ভাবে কেউ যদি অন্যের পরিচয়ে এদেশে কাগজ করে থাকেন বা অতীতে ভিন্ন আরো জটিলতা থেকে থাকে , তবে বিষয়গুলো সমাধানের ক্ষেত্রে দূতাবাস আইনের আলোকেই সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে দূতাবাসকে বাংলাদেশের আইন ও স্পেনের আইন দূ দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হয়। পাশাপাশি স্পেনে বর্তমানে কাগজবিহীন যারা রয়েছেন তাদের যেন কোন প্রকার ক্ষতি ভবিষ্যতে না হয়, সে বিষয়টিও বিবেচনায় নেবে।

তবে প্রবাসীদের স্বার্থে মান্যবর রাষ্ট্রদূত খুব শীঘ্রই পাসপোর্টের যাবতীয় সমস্যা বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদপ্তরে আধা সরকারি পত্রের মাধ্যমে অবহিত করবেন।

আলহামদুলিল্লাহ বার্সেলোনায় বাংলাদেশী দ্বারা পরিচালিত নতুন মসজিদ নুমান বিন ছাবিত এর শুভ উদ্বোধন হলো।এটি বার্সেলোনায় বাংলা...
05/09/2024

আলহামদুলিল্লাহ বার্সেলোনায় বাংলাদেশী দ্বারা পরিচালিত নতুন মসজিদ নুমান বিন ছাবিত এর শুভ উদ্বোধন হলো।
এটি বার্সেলোনায় বাংলাদেশী দ্বারা পরিচালিত ৫তম জামে মসজিদ।

05/09/2024

বার্সেলোনায় বাংলাদেশী দ্বারা পরিচালিত নতুন মসজিদ নুমান বিন ছাবিত এর শুভ উদ্বোধন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ,চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি।
04/09/2024

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ,চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি।

সহীহ কুরআন শিক্ষা কোর্স -২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দোয়া মাহফিল। আয়োজকঃ শাহ জালাল জামে মসজিদ বার্সেলোনা,স্পেন।
01/09/2024

সহীহ কুরআন শিক্ষা কোর্স -২০২৪ এর
পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দোয়া মাহফিল।
আয়োজকঃ শাহ জালাল জামে মসজিদ বার্সেলোনা,স্পেন।

01/09/2024
01/09/2024

সহীহ কুরআন শিক্ষা কোর্স -২০২৪ এর
পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দোয়া মাহফিল।
অয়োজকঃ শাহ জালাল জামে মসজিদ বার্সেলোনা,স্পেন।

01/09/2024

মুরুব্বি মুরুব্বি উহুহ্ উহুহ্।🤣

বাক্যটি ইংরেজি অথবা স্প্যানিশ ভাষায় অনুবাদ কে করতে পারবেন?🤩🤩

পাসপোর্ট সংক্রান্ত বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিঃদূতাবাসে পাসপোর্টের সকল কার্যক্রম হয় পাসপোর্ট অধিদপ্তরের নীতিমালা অনুযায়...
31/08/2024

পাসপোর্ট সংক্রান্ত বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিঃ

দূতাবাসে পাসপোর্টের সকল কার্যক্রম হয় পাসপোর্ট অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী, পাসপোর্ট দেয়া , না দেয়া, সংশোধন, এপ্রুভাল, সব কিছুই তাদের হাতে। দুতাবাস শুধুমাত্র আবেদন গ্রহণ ও পাসপোর্ট ডেলিভারির কাজে জড়িত। আর পাসপোর্ট অধিদপ্তর থেকে কোন অতিরিক্ত কাগজ চাওয়া হলে সেটি আবেদনকারীকে জানিয়ে দেয়। দূতাবাস পাসপোর্ট অধিদপ্তরের নীতিমালা জনগনকে জানায় এবং নীতিমালা অনুযায়ী পাসপোর্ট পেতে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করে থাকে।

পাসপোর্ট বিষয়ে দূতাবাসের সীমিত ভূমিকা সকলের জ্ঞাতার্থে এতদ্বারা স্পষ্ট করা হলো।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! রাজধানীর হাতিরঝিল লেক থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির (জিটিভি) সাংবাদি...
28/08/2024

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
রাজধানীর হাতিরঝিল লেক থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির (জিটিভি) সাংবাদিক রাহনুমা সারাহর (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত রাহনুমা গাজী টিভিতে নিউজরুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন।
মৃত রাহনুমা গাজী টিভিতে নিউজরুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি.....।

বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনীর জরুরী নম্বর সমূহ ১। মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, রাজনগর, কমলগঞ্জ, মৌলভীবাজার জেলা: ০১৭৬৯১৭...
22/08/2024

বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনীর জরুরী নম্বর সমূহ

১। মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, রাজনগর, কমলগঞ্জ, মৌলভীবাজার জেলা:

০১৭৬৯১৭৫৬৮০
০১৭৬৯১৭২৪০০

২। কুলাউড়া, জুরি, বড়লেখা, মৌলভীবাজার জেলা :
০১৭৬৩৯০১৬৯৮

৩। হবিগঞ্জ জেলা:
০১৭৬৯১৭২৫৯৬
০১৭৬৯১৭২৬৩৪

৪। ফেনী জেলা:
০১৭৬৯৩৩৫৪৬১
০১৭৬৯৩৩৫৪৩৪
০১৬১৪৪০৯৫৬৫
০১৯১৯৭৭৪৮৪০
টেলিফোন: ০২৩৩৭৭৩৪১১০

৫। চট্টগ্রাম মেট্রোপলিটন: ০১৭৬৯-২৪৪০১২

৬। সীতাকুন্ড-মীরসরাই, চট্টগ্রাম জেলা:
০১৭২৮-২০২৬৭৭ ০১৭৬৯-২৪২১৩২ ০১৭৬৯-২৪২১২৮

৭। ফটিকছড়ি, চট্টগ্রাম জেলা: ০১৭৬৯-২৭২৩৪২ ০১৭৬৯-২৭২৩৩৬

৮। খাগড়াছড়ি জেলা: ০১৭৬৯-৩০২৩৪২ ০১৭৬৯-৩০২৩৩৬

বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের বিজ্ঞপ্তিঃপাসপোর্ট অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক দূতাবাসে  MRP পাসপোর্ট কার্যক্রম সীমিত করা হব...
22/08/2024

বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের বিজ্ঞপ্তিঃ

পাসপোর্ট অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক দূতাবাসে MRP পাসপোর্ট কার্যক্রম সীমিত করা হবে। ছিতা গ্রহণ করে ই পাসপোর্টের আবেদন করুন। যাদের অতীতে ভিন্ন ভিন্ন নামে ডিজিটাল পাসপোর্ট ছিল, তাদের এনআইডি সহ ই-পাসপোর্টের আবেদন করতে হবে।
যাদের সব সময় একই নামে পাসপোর্ট ছিল তারা এনআইডি অথবা জন্মনিবন্ধন দিয়ে ই- পাসপোর্ট করতে পারবেন।

বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের জরুরী বার্তা
20/08/2024

বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের জরুরী বার্তা

18/08/2024
15/08/2024

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা।
আয়োজকঃ বাংলাদেশ আওয়ামীলীগ কাতালোনীয়া (বার্সেলোনা ),স্পেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এক আদেশ বলে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল ঘোষণা করেছে। তবে স...
14/08/2024

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এক আদেশ বলে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল ঘোষণা করেছে।

তবে স্পেনের সরকারি ছুটির তালিকা অনুযায়ী আগামীকাল ১৫ আগস্ট, ২০২৪ ' Assumption of the Virgin Mary´´ দিবসের কারণে দূতাবাসের সামগ্রিক কার্যক্রম বন্ধ থাকবে।

13/08/2024

বার্সেলোনায় কৃষি চাষ

11/08/2024

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান বার্সেলোনা স্পেন।

11/08/2024

জানাজার নামাজের বিজ্ঞপ্তি:
--------------------------------------
ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন,
জনাব নিজাম উদ্দিন সাহেবর স্ত্রীর জানাজার নামাজ,
আজ ১১ আগস্ট রবিবার।
সময়: বাদ যোহর (যোহরের নামাজ ২:৩০ মিনিটে)

স্থান: শাহজালাল জামে মসজিদ বার্সেলোনা,স্পেন।

উল্লেখ্য: বার্সেলোনা স্পেন বসবাসরত,সিলেটের জকিগঞ্জ উপজেলা নিবাসী,জনাব নিজাম উদ্দীন ভাইয়ের স্ত্রী (মরহুমা সুলতানা আক্তার) ৯ আগস্ট বৃহস্পতিবার, দুপুর ১২ঃ২০ মিনিটের সময় বার্সোলনায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় ইন্তেকাল করেছেন।
আল্লাহ তায়ালা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন,এবং পরিবারের সবাইকে সবরে জামিল দান করেন।আমিন

09/08/2024

কখনো ভালোবাসনি করেছো শুধু অভিনয়।
কণ্ঠ শিল্পী আসিফ আকবর।

বার্সেলোনা,বাংলার মেলা ২০২৪ ইংরেজি।।

ইউরো বাংলা ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি ও কমিউনিটির সাথে মতবিনিময় সভায় আপনারা সবাই আমন্ত্রিত।
03/08/2024

ইউরো বাংলা ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি ও কমিউনিটির সাথে মতবিনিময় সভায় আপনারা সবাই আমন্ত্রিত।

Dirección

Barcelona
08015BARCELONA

Teléfono

+34631616876

Notificaciones

Sé el primero en enterarse y déjanos enviarle un correo electrónico cuando Spain Bangla News24 publique noticias y promociones. Su dirección de correo electrónico no se utilizará para ningún otro fin, y puede darse de baja en cualquier momento.

Contato La Empresa

Enviar un mensaje a Spain Bangla News24:

Videos

Compartir

Compañías De Medios cercanos


Otros Sitio web de noticias y medios de comunicación en Barcelona

Mostrar Todas

También te puede interesar