Spain Bangla News24

Spain Bangla News24 Online Bangla Media

27/12/2024

সচিবালয়ে কেউ ঢুকেছেন? এত সোজা না। চুরি করে দিনের বেলাতো দূরে থাক রাতে ঢুকতে চেষ্টা করলে গুলি খাবেন নিশ্চিতভাবে।

চারপাশে পুলিশ, আনসার, আর্মি ঘিরে রাখে , দেয়ালের চারদিকে। কিছুদূর পর পর ছোট ছোট অস্থায়ী নিরাপত্তা চৌকি।

চারদিকে হাই রেজুলেশনের ক্যামেরা, যেইগুলা ঘুরে, দামি ওইগুলা আরকি।

কোনভাবেই লুকাইয়া ঢুকার সুযোগ নাই।

এইবার আসি আগুন দেওয়ার বিষয়ে, যেইভাবে নির্দিষ্ট ফ্লোরে আগুন লাগছে এক দুইজন দিয়া এইরকম আগুন লাগানো সম্ভব না।

একটা গ্রুপ কাজ করছে লম্বা সময় ধরে, ধরেন রাত ১১ টা থেকে শুরু করছে, দুইটাই গিয়া আগুন দিছে, লোক ছিল কমপক্ষে ৮-১০ জন। বাইরের একটা টিম ছিল যেইটা ভিতরের টিমের সাথে যোগাযোগ রাখতেছিল! নিরাপত্তার দায়িত্বে যারা ছিল তারাও হেল্প করতে পারে, না করলে ধরে ফেলত বা ঢুকতেই দিত না।

সচিবালয়ে আগুন দেওয়া মানে অনেক বড় বিষয়, আর কি বাকি থাকে! এই ঘটনার ১০০ ভাগ প্রমাণসহ ব্যাখ্যা দিতে হবে। তারপর অন্য হিসাব। এই ঘটনা থেকেই অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে৷

সিসিটিভি ফুটেজ না আসলে, আটক না হইলে, চিহ্নিত না হইলে ধরে নিবেন ডাল মে কুচ কালা হ্যায়!

26/12/2024

বিজয় দিবস উপলক্ষে কিংস ক্রিকেট ক্লাব বার্সেলোনা আয়োজিত সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

25/12/2024

বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব বার্সেলোনা আয়োজিত সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ ইংরেজি বার্সেলোনা।

সরাসরি খেলা......

23/12/2024

বিজয় মেলা বার্সেলোনায় দিবার কণ্ঠে সুন্দরী কমলা গানে নাচলেন দর্শকরাও।

21/12/2024

বিজয় মেলা ২০২৪ইং বার্সেলোনা ,রাম্বলা রাভাল।।

fans Spain Bangla News24

21/12/2024
21/12/2024
বিজয় মেলার প্রস্তুতি সম্পন্ন। দেখা হবে আজ বিকেল ৪টায় রাম্বলা রাভাল বার্সেলোনা।
21/12/2024

বিজয় মেলার প্রস্তুতি সম্পন্ন।
দেখা হবে আজ বিকেল ৪টায় রাম্বলা রাভাল বার্সেলোনা।

20/12/2024

বিজয় মেলা ২০২৪ইং বার্সেলোনা।

আগামীকাল ২১শে ডিসেম্বর রোজ শনিবার ২০২৪ ইংরেজি, মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশি সবাই আমন্ত্রিত।

আমন্ত্রণেঃ বার্সেলোনা বাংলাদেশি কমিউনিটি।

#স্থানঃ রামলা রাভাল বার্সেলোনা।
#সময়ঃ সকাল বিকেল ৪ঃ০০টা হইতে রাত ১০টা পর্যন্ত।
থাকাবে বিভিন্ন ধরনের বাংলাদেশি খাবারের স্টল এছাড়াও স্থানীয় শিল্পীদের নিয়ে নাচ,গান ও নৃত‍্য।

খাবারের দোকানের জন‍্য বুকিং দিতে যোগাযোগ করুন এখনই,যোগাযোগ মোবাইলঃ
+34631218273,+34673026208,+34631616876

20/12/2024

সামুদ্রিক চিংড়ী গুলো কতবড় হয় দেখেন।

Dirección

Barcelona
08015BARCELONA

Teléfono

+34631616876

Notificaciones

Sé el primero en enterarse y déjanos enviarle un correo electrónico cuando Spain Bangla News24 publique noticias y promociones. Su dirección de correo electrónico no se utilizará para ningún otro fin, y puede darse de baja en cualquier momento.

Contato La Empresa

Enviar un mensaje a Spain Bangla News24:

Videos

Compartir