Mufti Ashraf Billah Al-Azhari

Mufti Ashraf Billah Al-Azhari সব কিছুর মুল লক্ষ্য যেন রবের সন্তুষ্টির জন্য হয় ।
(2)

14/12/2024

মুজে কুফা ওয়ালো...
জামিয়া হোসাইনিয়া আরাবিয়া সুন্নিয়া মাদ্রাসার ছাত্রের কন্ঠে শুনুন আশা করি ভালো লাগবে।

13/12/2024

জামিয়া হোসাইনিয়া আরাবিয়া সুন্নিয়া মাদ্রাসার হলরুমের চতুর্দিকের দৃশ্যটি কেমন লাগছে ?

তিনবেলা স্বাস্থ্যসম্মত খাবার, মানসম্মত থাকার ব্যবস্থা, ২৪ঘন্টা সি.সি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ, গ্রামিন পরিবেশে শহরের আধুনিকতার ছোঁয়ায় সুবিশাল ক্যাম্পাসে আন্তর্জাতিকমানের উস্তাদদের স্বান্নিধ্যে এক জান্নাতি পরিবেশে কুরআনের স্বাদ আস্বাদনের এক অপূর্ব প্রতিষ্ঠান।

12/12/2024

আমাদের জামিয়া হোসাইনিয়া আরাবিয়া সুন্নিয়া মাদ্রাসার ছাত্রদের অ্যাসেম্বলির মনোরম দৃশ্য!

কেমন হয়েছে জানাবেন!

আপনার সন্তানের আস্থার ঠিকানা
01876969694
01994-269559

#ভয়েস_দিয়েছেন_রসুলপুরী_হুজুর

গতকাল আমাদের জামিয়া হোসাইনিয়া আরাবিয়া সুন্নিয়া মাদ্রাসায় মেহমান হয়ে আসছিলেন ইয়েমেনের দারুল মোস্তফার ফারেগ মাওলানা...
09/12/2024

গতকাল আমাদের জামিয়া হোসাইনিয়া আরাবিয়া সুন্নিয়া মাদ্রাসায় মেহমান হয়ে আসছিলেন ইয়েমেনের দারুল মোস্তফার ফারেগ মাওলানা মুহিবুল্লাহ সিদ্দিকী ইয়ামেনি।।

আপনাকেও স্বাগতম!

08/12/2024

চলছে জামিয়া হোসাইনিয়ার নাত সন্ধ্যা!

08/12/2024

সরাসরি মাদ্রাসা থেকে নাত সন্ধ্যা

06/12/2024

আমাদের পুকুর !!!
মাছকে খাওয়ানোর দৃশ্য!

২০০৮ সালে হিফজ সম্পন্ন করার পর বিদায়ী আনুষ্ঠানে পাগড়ি পড়িয়ে দিয়েছিলেন এতো ছোট ছিলাম যে কোন আলেম পড়িয়েছিলেন সেটাও ...
06/12/2024

২০০৮ সালে হিফজ সম্পন্ন করার পর বিদায়ী আনুষ্ঠানে পাগড়ি পড়িয়ে দিয়েছিলেন এতো ছোট ছিলাম যে কোন আলেম পড়িয়েছিলেন সেটাও ভুলে গেছি, এরপর আর পাগড়ি পড়া হয় নি।

প্রায় ১৬বছর পর গতকাল মাহফিলে যাওয়ার প্রাক্কালে প্রিয় স্নেহাশিস ছাত্র হাফেজ গোলাম মুরসালিন অনেকটা জোর করেই পাগড়ি পড়িয়ে বলল পাগড়িতে নাকি সুন্দর লাগছে। এই প্রথম পাগড়ি পড়েই গতকালের বয়ান করেছিলাম ।

পাগড়িতে কেমন লাগছে? জানাবেন

05/12/2024

হিফজ বিভাগের ছাত্রদের প্রতি মাদ্রাসার ব্যাপারে যে অভিব্যক্তি পেশ করলেন মুফতি মাওলানা মাসুদুর রহমান হামিদী।

ভিডিওটি যদিও অপরিকল্পিতভাবে অগোছালো অবস্থায় করা ঐদিকে না তাকিয়ে মূল কথাগুলো শুনুন।

04/12/2024

জামিয়া হোসাইনিয়া আরাবিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে!!!!

04/12/2024

জামিয়া হোসাইনিয়া আরাবিয়া সুন্নিয়া মাদ্রাসার এসেম্বলির মনোরম দৃশ্য!

অধিকাংশ মাদ্রাসা, দরবার, খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠান সমুহ অযোগ্য অদক্ষ অথর্ব লোকদের হাতে জিম্মি হয়ে আছে!!! (আমার অভিজ্ঞত...
02/12/2024

অধিকাংশ মাদ্রাসা, দরবার, খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠান সমুহ
অযোগ্য অদক্ষ অথর্ব লোকদের হাতে জিম্মি হয়ে আছে!!! (আমার অভিজ্ঞতা থেকে বলছি)

দক্ষ, আমলি, আমানতদার ও বিশ্বস্থ প্রিন্সিপাল/ টিচার/ ও‌ স্টাফের যে কি অভাব সেটার খবর আমার চেয়ে বেশি হয়তো কেউ জানে না। গত ২বছরে আমার কাছে ফাইল জমা পড়েছে অন্তত ৫০টি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের যাতে ঐ প্রতিষ্ঠানগুলো আমি আমার প্রতিষ্ঠানের আদলে চালু করি। কিন্তু শাহস করতে পারছি না। বরং কখনো কখনো চলমান প্রতিষ্ঠানগুলোই চালিয়ে নেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে।

সুন্দর সুন্দর প্রতিষ্ঠান অথচ দিন দিন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, মাদ্রাসা গুলো ইলিম ও দরবার গুলো আমল শুন্য হয়ে যাচ্ছে। (যোগ্য লোকের অভাবে) এখানে সবচেয়ে বড় যেই সমস্যাটা কাজ করছে সেটা হলো (প্রয়োজন ছিলো) আমাদের আলেমরা যেভাবে ইলিমে দক্ষ হবে ঠিক সেভাবে হিলম তথা সমাজের নেতৃত্ব, মানুষ পরিচালনার দক্ষতা, মানুষের সাথে মিশতে পারার গুনাগুণ আবার এই মানুষকেই কন্ট্রোল করার জন্য কন্ট্রোলিং পাওয়ার থাকা অতিব জরুরি ।

অথচ আমাদের আলেমরা সবছেড়ে শুধু কিতাবে/ওয়াজে/ইমামতিতে/তোষামদিতে মগ্ন, আর পীর সাহেবরা সব ছেড়ে জিকিরে মগ্ন ঐদিক থেকে বাতিলরা খানকাগুলো পর্যন্ত দখল করে নিয়ে যাচ্ছে।

(আমার হাতে যদি সময় আর সুযোগ থাকতো তাহলে কিভাবে প্রতিষ্ঠান পরিচালনা করতে হয় তা শিখাইতাম)

আর্তমানবতার সেবার নামে বানিজ্য চলছে।
(লোভ আজ পুরো জাতিকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে)

আলিমরা আজ আধ্যাত্মিক সাধনা থেকে যোজন যোজন মাইল দুরে অবস্থান করছে। আর পীর সাহেবগন ইলিমের চর্চা ছেড়ে মূর্খ কিছু ভক্ত আর বক্তা নিয়ে বাজার মিলানোর চেষ্টা করছেন। (দুটি ব্যাপার বেশি ভয়ানক)

৯৫% পীর আধ্যাত্মিক সাধনার ছায়ের-সুলুক, উরুজ-নুজুল, মাকাম-মঞ্জিল সম্পর্কে জানেই না।
আর মোরাকাবা-মোশাহাদা, জিকির-আজকার, তা'লিম-তরবিয়ত সম্পর্কে জানলেও এর ভিতর গত যে রুহ সে সম্পর্কে কোন ধারনাই নাই।
(এইভাবেই চলছে বর্তমান অনেক দরবার আল্লাহর দরবারে পানাহ চাওয়া ছাড়া বিকল্প পথ নেই।)

মহান আল্লাহ তায়ালা যদি কোনদিন খেদমতের জন্য সময় ও সুযোগ তৈরি করে দেন তবে এই জাতীর জন্য কিছু করে যাবো ইনশাআল্লাহ।

✍️ মুফতি আশরাফুল ইসলাম আল আজহারী 🌹

01/12/2024

মাদ্রাসা দেখে যে অভিমত পেশ করলেন মুফতি মাওলানা মাসুদুর রহমান হামিদী!!!

আমাদের জামিয়া হোসাইনিয়া মাদ্রাসায় মেহমান হয়ে এসেছেন মুফতি মাওলানা মাসুদুর রহমান হামিদী সাহেব।মাদ্রাসার উন্নতি, অগ্রগ...
30/11/2024

আমাদের জামিয়া হোসাইনিয়া মাদ্রাসায় মেহমান হয়ে এসেছেন মুফতি মাওলানা মাসুদুর রহমান হামিদী সাহেব।

মাদ্রাসার উন্নতি, অগ্রগতি, টিচারদের দক্ষতা ছাত্রদের আদব-শিষ্টাচার, শৃঙ্খলা সর্বোপরি সবকিছুর উপরই মুগ্ধতা প্রকাশ করেছেন।

এই ইলমি মারকাজে আপনাকেও স্বাগতম!!!

30/11/2024

জামিয়া হোসাইনিয়া আরাবিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে মাদ্রাসা সম্পর্কে সরাসরি কথা বলছেন মুফতি মাসুদুর রহমান হামিদী সাহেব।

27/11/2024

কাফেলা চলমান!!!

চুয়াডাঙ্গা, যশোর, খুলনা শেষ করে আজকে পিরোজপুরে।
25/11/2024

চুয়াডাঙ্গা, যশোর, খুলনা শেষ করে আজকে পিরোজপুরে।

22/11/2024

সরাসরি মুফতি আশরাফ বিল্লাহ আজহারী, চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে মাঠে।

Address

Darrasah, Gamaliyya
Cairo
11633

Alerts

Be the first to know and let us send you an email when Mufti Ashraf Billah Al-Azhari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category