18/07/2024
আসসালামু আলাইকুম। আমি আমার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এর সকল প্রবাসী বড় ভাই এবং বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমাদের সিলেট বিভাগের সাস্ট (শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এ অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থী ভাই ও বোনদের পাশে দাড়ানোর জন্য আর্থিক সাহায্য চাচ্ছি। সামর্থ অনোযায়ী যে যত টাকা পারেন দিতে পারেন। কোন বাধ্য বাধকতা নেই।
কেউ ইচ্ছুক থাকলে +33751196612 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।
সায়ীদ ইবনে ইয়াসার (রহঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি হালাল উপায়ে অর্জিত মাল সদকা করে, আল্লাহ তা’আলা হালাল অর্থাৎ পবিত্রকেই কবুল করেন – তাহা হইলে উক্ত সদকা সে আল্লাহর হাতে দিল। আল্লাহ্ পাক তাহাকে এইভাবে লালন-পালন করেন, যেইভাবে তোমরা ঘোড়ার বাচ্চা কিংবা উটের বাচ্চা লালন-পালন কর। শেষ পর্যন্ত সেই সদকা (বর্ধিত হইয়া) পর্বতসমান হইয়া যায়।