Handicrafts Flourish

Handicrafts Flourish আমরা যদি মোনাজাতে চেয়েও কাউকে না পাই, তাহলে বুঝতে হবে আমাদেরও কেউ মোনাজাতে চাচ্ছে। যার প্রার্থনা আরও গভীর আর জোরালো।

থার্টি ফাস্ট নাইট বা নববর্ষের দিন এমন কিছু করা নিষিদ্ধ যা এই দিনের আগ বা পরে করা হয় না। ইমাম আবু জাফর কাবীর রহ. থেকে বর্...
31/12/2024

থার্টি ফাস্ট নাইট বা নববর্ষের দিন এমন কিছু
করা নিষিদ্ধ যা এই দিনের আগ বা পরে করা হয় না।

ইমাম আবু জাফর কাবীর রহ. থেকে বর্ণিত—

যদি কোনো মুসলিম পঞ্চাশ বছর আল্লাহর ইবাদতে ডুবে থেকে নববর্ষের প্রতি সম্মান দেখিয়ে কোনো অমুসলিমকে একটি ডিমও উপহার দেয়, তার সব ইবাদত বাতিল হয়ে যাবে। সে কা*ফের হয়ে যাবে।’

[ফাতাওয়ায়ে কাযীখান: ৩/৩৬২]

নফস বড্ড বেইমান হয়ে গেছে,, 😭💔  এখন আর নামাজ কাযা হলেও অন্তর কাঁদে না,,,    বারবার কেমন হেদায়েত পেয়েও হারিয়ে ফেলি,,অন্তর ...
28/12/2024

নফস বড্ড বেইমান হয়ে গেছে,, 😭💔

এখন আর নামাজ কাযা হলেও অন্তর কাঁদে না,,,
বারবার কেমন হেদায়েত পেয়েও হারিয়ে ফেলি,,
অন্তর আজ বড্ড বেইমান,,হেদায়েত আজকাল চেয়েও পাওয়া যায় না,,নফসের দূরগন্ধে আত্তা ক্লান্ত,,
তবুও সেই হেদায়েত হারিয়ে যায়,,,
আল্লাহুম্মাগফিরলি
সময় যে কীভাবে ফুরিয়ে যায়- কী রকম অপচয় হয় কোনো কাজেই লাগাতে পারছি না,, আফসোস,, 😭😭 যদি হেদায়েত হারিয়ে ফেলা অবস্থায় মৃত্যু হয়ে যায়,, আস্তাগফিরুল্লাহ,,

ইয়া রব আমাকে এমন হেদায়েত দিন যাতে পাপ আমাকে দেখলে ভয়ে পালিয়ে যায়,,,

ছুম্মা আমিন,,😭😭🤲

💖💖ঈদ মোবারক💖💖  তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম -  আল্লাহ তায়ালা আমাদের এবং আপনাদের নেক আমল গুলো কবুল করে নিন- আমিন
10/04/2024

💖💖ঈদ মোবারক💖💖
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম -
আল্লাহ তায়ালা আমাদের এবং আপনাদের নেক আমল গুলো কবুল করে নিন- আমিন

মুহাম্মদ (সাঃ) এর জীবনের শেষ মূহুর্ত মাত্র ২ টা মিনিট চাচ্ছি সবার কাছেএড়িয়ে যাবেননা,)মুহাম্মদ (সাঃ) এর জীবনের শেষ মূহুর্...
02/04/2024

মুহাম্মদ (সাঃ) এর জীবনের শেষ মূহুর্ত মাত্র ২ টা মিনিট চাচ্ছি সবার কাছে

এড়িয়ে যাবেননা,)
মুহাম্মদ (সাঃ) এর জীবনের শেষ মূহুর্ত চলছে।' হঠাৎ সেখানে একজন লোক এসে
বললেন, সালাম' আমি কি ভিতরে আসতে পারি।
ফাতিমা (রাঃ) বললেন,

দুঃখিত আমার পিতা খুবই অসুস্ত। ফাতিমা (রঃ) দরজা বন্ধকরে রাসূলের কাছে গেলেন।
মুহাম্মদ (সাঃ) বললেন,

কে সেই লোক?

ফাতিমা বললেন,
এই প্রথম আমি তাকে দেখেছি। আমি তাকে চিনি না।
-শুনো ফাতিমা,
সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী
ফেরেশতা আজরাইল।
এটা শুনে ফাতিমার অবস্থা তখন, ক্রন্দনরত, বোবার মতো হয়ে গিয়েছে।
-রাসূল (সাঃ) বললেন,
হে জিবরাঈল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাতের কি হবে?
জিবরাঈল (আঃ) বললেন,

হে রাসুল: আপনি চিন্তা করবেন না, আল্লাহ ওয়াদা করেছেন আপনার, উম্মতের নাজাতের জন্যে।
-মৃত্যুর ফেরেশতা ধীরে ধীরে রাসূলের
কাছে এলেন, জান কবজ করার জন্যে।
মালাইকাত মউত আজরাইল, আরো কাছে এসে ধীরে ধীরে, রাসুলের জান কবজ করতে থাকলেন। পাশে দাঁড়িয়ে থাকা জিব্রিলকে রাসূল

বললেন ঘোঙানির সাথে, ওহ জিবরাঈল এটা কেমন বেদনা, দায়ক জান কবজ করা।
-ফাতিমা (রাঃ) তার চোখ বন্ধ করে
ফেললেন, আলী (রাঃ) তার দিকে উপুড় হয়ে
বসলেন, জিবরাঈল তার মুখটা উল্টা দিকে
ফিরিয়ে নিলেন।-রাসুল (সঃ) বললেন,
হে জিবরাঈল তুমি মুখটা উল্টা দিকে
ঘুরালে কেন, আমার প্রতি তুমি বিরক্ত?
জিবরাঈল বললেন, হে রাসূলুল্লাহ
সাকারাতুল মউতের অবস্থায়
আমি আপনাকে কিভাবে দেখে
সহ্য করতে পারি।-ভয়াবহ ব্যাথায় রাসূল ছোট্ট একটা
গোঙানি দিলেন। রাসূলুল্লাহ বললেন, হে আল্লাহ সাকারাতুল মউতটা (জানকবজের সময়) যতই

ভয়াবহ

হোক, সমস্যা নেই, আমাকে সকল ব্যথা দাও আমি
বরণ করবো, কিন্তু আমার উম্মাহকে
ব্যথা দিওনা। রাসূলের শরিরটা ধীরে ধীরে ঠান্ডা
হয়ে আসতে লাগলো। তার পা, বুক কিছুই নড়ছে না
এখন আর। রাসূলের চোখের পানির সাথে
তার ঠোঁটটা কম্পিত ছিলো, তিনি কিছু বলবেন মনে হয়।-আলি (রাঃ) তার কানটা রাসূলের
মুখের কাছে নিয়ে গেলো।
রাসূল বললেন, নামাজ কায়েম করো এবং, তোমাদের মাঝে থাকা দূর্বলদের
যত্ন নাও।-রাসূলের ঘরের বাইরে চলছে কান্নার
আওয়াজ, সাহাবীরা একজন আরেক জনকে
জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্নারত। আলী (রাঃ) আবার তার কানটা, রাসূলের মুখের কাছে
ধরলো, রাসুল
চোখ ভেজা অবস্থায় বলতে
থাকলেন, ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি
ইয়া উম্মাতি,
আল্লাহ্ আমাদের সবার মাঝে বুঝ, দান করুন!
আমীন ছুম্মা আমীন 🤲🤲

কোনো একটা গ্রুপে একটা মেয়ে লিখেছে, "কারো বাসায় পার্মানেন্ট বুয়া লাগবে? থাকতে আর দুই বেলা খেতে দিলেই হবে। শশুড়বাড়ি থেকে র...
04/08/2023

কোনো একটা গ্রুপে একটা মেয়ে লিখেছে, "কারো বাসায় পার্মানেন্ট বুয়া লাগবে? থাকতে আর দুই বেলা খেতে দিলেই হবে। শশুড়বাড়ি থেকে রাখবে না আর বাবার বাড়ি আর তুলবে না। কিছুদিন হলো ডেলিভারি হয়েছে। যাওয়ার কোনো জায়গাও নাই।"

আসলে মেয়েদের নিজের বাড়িটা কোথায়?
কোন বাড়িটা তার?
কি আছে আসলে তার নিজের?

আদরের রাজকন্যাও পর হয়ে যায়, প্রেয়সীকেও তিক্ত লাগে।

©️Tanjila ষাওওন

মেয়েদের আপন ও নিজস্বতা বলতে কিছুই নেই,,,

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা রইল  ঈদ মোবারক
21/04/2023

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা রইল
ঈদ মোবারক

05/03/2023

জান্নাতের সবচেয়ে বড় পাওয়া হবে,,,,,,
জান্নাতিদের 'আল্লাহ রাব্বুল আলামীন' নিজে সালাম দিবেন -সুবহানাল্লাহ-
💝[সূরা-ইয়াসিনঃ৫৮]💝

কথা গুলো একদম বাস্তবিক ও সত্য কথা,,,,,,       কিন্তু আমরা সব সময় আফসোস করে যায় কেন উমুকের মত হলাম না, তার অবস্থা এত ভাল ...
27/02/2023

কথা গুলো একদম বাস্তবিক ও সত্য কথা,,,,,,

কিন্তু আমরা সব সময় আফসোস করে যায় কেন উমুকের মত হলাম না, তার অবস্থা এত ভাল আমার কেন হচ্ছে না।
আর এইসব চিন্তা করে আমাদের মধ্যে হতাশা, হ্মোভ, আহ্মেপ,হিংসা সৃষ্টি হয় যা পরবর্তীতে আমাদের জীবন বিষিয়ে তুলে। মন থেকে মানসিক শান্তিটায় নষ্ট হয়ে যায়।
যারজন্য কখনো ভাবিও না আমাদের যেই অবস্থান আছে অনেকের কাছে সেটাও স্বপ্ন।
আমাদের থেকেও খারাপ অবস্থান নিয়ে কত কত মানুষ জীবনে বেচে থাকার জন্য লড়াই করে যাচ্ছে। কিন্তু আমরা অল্পতেই হাহাকার করি, ভেঙে পরি।
তাই যেইভাবে আছি, যেই পরিস্থিতিতে আছি সব সময় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করতে হবে।

সব কিছুর জন্য বলতে হবে "আলহামদুলিল্লাহ"

কথা ১০০% সত্য❤️❤️
12/02/2023

কথা ১০০% সত্য❤️❤️

11/02/2023

হারামের টাকায় আরাম হয়
সুখ হয় না
সুখ তো আল্লাহ প্রদত্ত
যা সবার ভাগ্যে থাকে না
🥀🥀🥀

09/02/2023

l have a গভীর প্রশ্ন,,,,
কে কে বলতে পারবেন
দুই আর দুই যোগ করলে কখন পাঁচ হয়?
🤔🤔🤔🤔

সুবাহান-আল্লাহ
26/01/2023

সুবাহান-আল্লাহ

09/01/2023

আজ পবিত্র কোরআন নাজিলের ১৪৪৬ বছর পূর্ন হলো!
আলহামদুলিল্লাহ্!

পাশের বাসার নাহিদের গায়ে হলুদ। সাউন্ড বক্সে গান বাজতেছে-আইজ কইন্যার গায়ে হলুদ কাইল কইন্যার বিয়া!        ভাবা যায় এগল্লা🤔...
08/01/2023

পাশের বাসার নাহিদের গায়ে হলুদ।
সাউন্ড বক্সে গান বাজতেছে-

আইজ কইন্যার গায়ে হলুদ কাইল কইন্যার বিয়া!
ভাবা যায় এগল্লা🤔🤔🤔

হঠাৎ কানে        আওয়াজ ভেসে আসলো 🥰☺️৭০০ টাকায় সারা জিবন বসে খান,,,,,           🏃‍দৌড়ে গিয়ে দেখি 🏃‍♂️🏃‍♂️  চেয়ার  বিক্রি ...
03/01/2023

হঠাৎ কানে
আওয়াজ ভেসে আসলো 🥰
☺️৭০০ টাকায় সারা জিবন
বসে খান,,,,,

🏃‍দৌড়ে গিয়ে দেখি 🏃‍♂️🏃‍♂️
চেয়ার বিক্রি করছে 😑
কেমনডা লাগে😏😒

কাউকে ঠকিয়ে, কষ্ট দিয়ে কেউ কখনো সুখে থাকতে পারে না। আর এটা প্রকৃতি প্রদত্ব।       আজ আপনি যাকে ঠকাচ্ছেন, কষ্ট দিচ্ছেন সম...
30/12/2022

কাউকে ঠকিয়ে, কষ্ট দিয়ে কেউ কখনো সুখে থাকতে পারে না। আর এটা প্রকৃতি প্রদত্ব।
আজ আপনি যাকে ঠকাচ্ছেন, কষ্ট দিচ্ছেন সময়ের ব্যবধানে সেই কষ্ট গুলো আপনার কাছে ঠিক ফিরে আসবে।

❤️নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ন ও ন্যায় বিচারক ❤️

30/12/2022

- আজ বছরের শেষ জুম্মা..
আল্লাহ রাব্বুল আলামিন
জুম্মার এই পবিত্র দিনের উছিলায়
আমাদের জীবনের সকল গুনাহ মাপ করে দিন,,,,আমিন

Adresse

København K

Telefon

+8801843869063

Internet side

Underretninger

Vær den første til at vide, og lad os sende dig en email, når Handicrafts Flourish sender nyheder og tilbud. Din e-mail-adresse vil ikke blive brugt til andre formål, og du kan til enhver tid afmelde dig.

Kontakt Virksomheden

Send en besked til Handicrafts Flourish:

Videoer

Del