Ahir in Germany

Ahir in Germany Roaming through Deutschland and the EU!

13/01/2025

যখন ই ফেসবুকে আসি, দেখি তাহসানের বউ ভাত খাচ্ছে!

21/12/2024

এখন আবার 'সর্দি' দের দাবি কি!
তারা নাক বন্ধ করে দিয়েছে কেনো?

Christmas decorations in Worms, Germany.
15/12/2024

Christmas decorations in Worms, Germany.

ক্লাসের পর 🤍
04/11/2024

ক্লাসের পর 🤍

04/11/2024

র‍্যাকেট খেলায় IELTS করা বন্ধু চাপকে স্মেশ বলছে। ওর হয়ে যাবে মনে হচ্ছে।

22/10/2024

পদত্যাগ পত্র খুঁজে পাওয়া যাইতেছে না!

তাড়াতাড়ি ফেসবুক থেকে সব পোস্ট ডিলেট করেন সবাই, সম্যসা হবে 🥺

এটা একটা রাস্তা!
22/10/2024

এটা একটা রাস্তা!

17/10/2024

এইত দুই মাস বা তার একটু আগের সময়ে দেশের খাদ্যদ্রব্য মূল্য তালিকা:

চাল : ১৫ টাকা কেজি।
ডিম : ৩০ টাকা হালি।
মসুর ডাল : ৩০ টাকা কেজি।
চিনি : ৩২ টাকা কেজি।
মাছ : মাছ ভেদে কেজিপ্রতি ৭০ টাকা থেকে শুরু সর্বচ্চ ১০২টাকা।
গরুর মাংস : ৩৫০ টাকা কেজি।
খাসি : ৪০০ টাকা কেজি।
ব্রয়লার মুরগি : ৫৫ টাকা কেজি।
7up এবং কোকাকোলা :একটু স্লগান দিলেই ফ্রী।
শাকসবজি : বিনামূল্যে পাওয়া যেত খোলাবাজারে।

ওহ, ১ ডলার ছিলো ৬৫ টাকাকরে, এই গত কাল শুনলাম ১২২ টাকা নাকি ডলার, বলেন দেখি, কি এক অবস্থা!
অন্যান্য অনেক জিনিসপত্রের দামও ছিল খুবই কম।

Apple 16 pro max 😛
11/10/2024

Apple 16 pro max 😛

22/09/2024

বেঁচে থাকতে যাকে ক্ষুধা নিয়ে দিন পার করতে হতো, তার মৃ;ত্যুর পর তাকে নিয়ে নাটক সিনেমা তৈরীর পরিকল্পনা করে মানুষ। অথচ চল্লিশ টাকার ডিম ভাত খাওয়ানোর মানুষের অভাব ছিলো তোফাজ্জল ভাই বেঁচে থাকতে।

21/09/2024

সীমান্তে বিজিবির প্রয়োজন নাই, পাহাড়ে সেনাবাহিনীর প্রয়োজন নাই।আমরা শাহবাগের মোমবাতির আলো দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করব। 🙃

19/09/2024

লিওনেল মেসির বার্সেলোনার বাড়ির দাম ১.৮ মিলিয়ন ডলার।

পিএসজিতে খেলার সময়ে প্যারিসে ভাড়া থাকতেন মাসিক ১৮,০০০ ইউরোতে।

এরপর আমেরিকাতে বাড়ি কেনে ৫ আর ৯.৫ মিলিয়ন ডলারে।

সব মিলিয়ে ৩-৪ টা বাড়ি, মূল্য ২০ মিলিয়ন ডলারের কম।

মেসি আর্গুয়েবলি ইতিহাসের শ্রেষ্ঠতম ফুটবলার। এবং সবচেয়ে ধনী স্পোর্টসপার্সনদের অন্যতম। আমরা তাদের বিলাসবহুল জীবনযাপন দেখে বেড়ে উঠি। স্বপ্নের মতো মনে হয়।

শুনলাম ৫০ টাকা দরে আলু বিক্রি হওয়া প্রায় ১৫-২০% মূল্যস্ফীতির দেশের এক সাবেক মন্ত্রীর নাকি শুধু যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ি। সম্পত্তির মূল্য ৭০০ মিলিয়ন ডলার!

15/09/2024

আমার মতে হাফ লিটার পানি ১০ টাকা এবং ১ লিটার পানি ১৫ টাকা হওয়া উচিত।
এরা লুট করছে!

13/09/2024

Hercules, Kassel 🎄

05/09/2024

৫ আগস্ট হাসিনা না পালাইলে, আমার পালিয়ে যাওয়ার এক মাস হইতো 😒

আঙুর ও গোলাপ।
31/08/2024

আঙুর ও গোলাপ।

30/08/2024

আজ যদি ছাত্ররা হেরে যেতো তাহলে হয়তো, এই মহান কিছু শিক্ষকরাই প্রশাসনের হাতে ছাত্রদের লিস্ট জমা দিতো!

29/08/2024

বেশি চাইলে
ভোক্তা অধিকার আইনে মামলা করুন 😒

Adresse

Bebelstraße 22
Worms
67549

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Ahir in Germany erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Ahir in Germany senden:

Videos

Teilen

Kategorie