Rizvi's Daily Dose

Rizvi's Daily Dose Welcome to Rizvi's Daily Dose! Join Tanveer Rizvi for daily reflections, cultural insights, and personal growth. Let's embark on this enriching journey together!

Explore inspiration and wisdom from a Bangladeshi student in Germany.

Fluid Form ❤️
18/10/2024

Fluid Form ❤️

15/10/2024

ইউরোপ-যেখানে ফেয়ারওয়েল ডিনার, পার্টিতে কেও পানি পান করে না কিন্তু আলহামদুলিলাহ আমি মুসলিম।

09/10/2024

- যারা জার্মানিতে আসতে চান -

জার্মানিতে জার্মানদের সঙ্গে মিলেমিশে থাকতে হলে যে কটি জিনিস সবসময় মনে রাখবেন :

খোলো খোলো খোলো গো দুয়ার !!!!
রবিবার সাধারণত জার্মানিতে সব দুয়ার বন্ধ।

বাংলাদেশে শুক্রবার ছুটির দিন । হঠাৎ করে অতিথি এসে পড়লে আপনার ফ্রিজে বা রান্নাঘরে যদি কিছু নাও থাকে কোনো চিন্তা নেই কোথাও না কোথাও মাছ মাংস ও বাসমতি চাল পাওয়া যাবে, তাই না।

এবার দেখুন জার্মানির অবস্থা । রবিবার আমাদের এখানে ছুটির দিন । সব দোকানপাট বন্ধ ।
শুধু গাড়ির পেট্রোল যেখানে বিক্রি হয় ওটাই খোলা থাকে। হঠাৎ আপনার বাসায় অতিথি এলো ।
এবার বুঝুন মজাটা। কোথায় যাবেন ওই গ্যাস স্টেশনে ? ওখানে তো আর মাছ মাংস নেই । কোকা কোলা আর মদের বোতল আছে ।

এখন কী করবেন ?

টিনের খাবার বের করলেন। টিন কাটতে গিয়ে আঙুল কেটে গেল। এখন কোন ফার্মেসিতে যাবেন?
রবিবারে শহরে সব ফার্মেসি বন্ধ, শুধু কয়েকটি ইমারজেন্সি ফার্মেসি ছাড়া।
সব ডাক্তারের চেম্বার বন্ধ শুধু গুটিকয় ইমারজেন্সি ডাক্তার আর হাসপাতাল ছাড়া।
এবার বুঝতে পেরেছেন আমরা কীভাবে থাকি ?
সুতরাং শনিবারেই সব কিছু কিনে নিয়ে আসবেন কেমন।

২। আমেরিকাতে যেমন ইচ্ছে মত আপনি ক্রেডিট কার্ড ব্যবহার
করতে পারেন জার্মানিতে তা নয় । ছোট ছোট KIOSK বা রুটির বেকারী ক্রেডিট কার্ড একসেপ্ট করবে না । আপনাকে সব সময় কিছু ক্যাশ নিয়ে চলতেই হবে।

৩। গাড়ি চালানো :
বাংলাদেশে বা ইংল্যান্ডে আপনি গাড়ী চালান রাস্তার বাঁ দিকে, আমরা চালাই ডানদিকে। আমাদের ড্রাইভারের সীট বাঁ দিকে থাকে।

ফলে যারা বাংলাদেশে গাড়ী চালাতে অভস্ত্য প্রথম প্রথম একটু অসুবিধা হবে তবুও আমি বলি যারা জার্মানীতে পড়াশোনা করতে চান কিম্বা এখানে থেকে যেতে চান তারা বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে আসবেন ।

লাইসেন্স থাকলে কিছু বাড়তি সুবিধা পাবেন। যদিও এখানে এসে আপনাকে আবার পরীক্ষা দিয়ে জার্মানির লাইসেন্স নিতে হবে।

বাই দি ওয়ে, জার্মানিতে গাড়ী চালাতে খুব মজা।

সামনের আর পেছনের গাড়ী বেশ একটি দূরত্ব নিয়ে থাকে। যে কোনো অন্ধও গাড়ী চালাতে পারবে।

ছুটিতে ঢাকায় গিয়ে আমার কখনো গাড়ী চালানোর সখ হয়নি। সামনের গাড়ী আর পেছনের গাড়ীর দূরত্ব মাত্র ১ সেন্টিমিটার।

জার্মানির Autobahn (Highway ) এ গাড়ী চালাতে আরও বেশী মজা।
কোনো কোনো জায়গায় আপনি যদি ৫০০ কিলোমিটার স্পিডেও গাড়ী চালান কেউ কিছু বলবে না।

এখানে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে বাংলাদেশের টাকায় মিনিমাম দু লক্ষ টাকা লাগবে ।

৪। গরমের দিনে গরমে অতিষ্ঠ হয়ে ঢুকলেন কোন এক জার্মান রেস্তোরাঁতে । ওয়েটার কখনই ফ্রিতে পানি নিয়ে আসবে না। এখানে সবসময়ই পানি কিনতে হয়। দুই একটি ব্যতিক্রম ছাড়া।

৫। আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি। আমেরিকাতে গিয়ে যখন Walmart এ জিনিসপত্র কিনলাম দেখলাম ক্যাশের পেছনে এক ভদ্রলোক গুছিয়ে আমার জিনিসগুলো একটি ব্যাগের মধ্যে তুলে দিচ্ছেন ।
এত সুন্দর আতিথেয়তা আমি কখনো দেখিনি জার্মানিতে । যে দেশে যেমন রীতি আরকি।

৬। জার্মানিতে পাবলিক টয়লেটগুলি বেশ পরিচ্ছন্ন।

মার্ক জাকারবার্গের ফেইসবুকের চেয়ে অনেক সুন্দর।

তবে একটা জিনিস মনে রাখবেন এখানে বেশীর ভাগ পাবলিক টয়লেটে পে করতে হয় সুতরাং হাতে সব সময় কিছু কয়েন রাখবেন।

আপনাদের ভালো লাগলে আরো লিখবো, আমার কলমে
এখনো প্রচুর কালি আছে।

Tarique Huq

জার্মানির অপরচুনিটি কার্ড ভিসা: একটি সংক্ষিপ্ত গাইড✒️ জার্মানি দক্ষ কর্মী আনার জন্য নতুন "অপরচুনিটি কার্ড" বা Chancenkar...
08/10/2024

জার্মানির অপরচুনিটি কার্ড ভিসা: একটি সংক্ষিপ্ত গাইড

✒️ জার্মানি দক্ষ কর্মী আনার জন্য নতুন "অপরচুনিটি কার্ড" বা Chancenkarte চালু করেছে, যা প্রবাসীদের সহজে কাজ খুঁজে পেতে এবং সেখানে বসবাস করার সুযোগ দিচ্ছে। এটি মূলত একটি পয়েন্ট-ভিত্তিক সিস্টেমের উপর ভিত্তি করে। দক্ষ পেশাজীবী, যেমন—প্রোগ্রামার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইটি বিশেষজ্ঞ ইত্যাদি পেশার লোকদের জন্য এটি একটি বড় সুযোগ।

💧 পয়েন্ট সিস্টেম:
আপনার শর্ত অনুযায়ী ৬ পয়েন্ট অর্জন করতে হবে, যা নিম্নলিখিত ক্যাটাগরির উপর নির্ভর করে:

1. শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় ডিগ্রি বা পেশাগত প্রশিক্ষণ।
2. কর্মজীবনের অভিজ্ঞতা: গত ৭ বছরে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে ৩ পয়েন্ট, ২ বছরের অভিজ্ঞতা থাকলে ২ পয়েন্ট।
3. ভাষাগত দক্ষতা: B2 স্তরের জার্মান জানলে ৩ পয়েন্ট, B1 স্তর জানলে ২ পয়েন্ট, A2 স্তর জানলে ১ পয়েন্ট।
4. বয়স: ৩৫ বছরের কম বয়স হলে ২ পয়েন্ট, ৪০ বছরের কম হলে ১ পয়েন্ট।
5. অতিরিক্ত পয়েন্ট: জার্মানিতে ৬ মাস থাকা থাকলে, বা সঙ্গী সহ আবেদন করলে ১ অতিরিক্ত পয়েন্ট।

💧 ভিসার বৈশিষ্ট্য:
- এটি প্রাথমিকভাবে ১ বছরের জন্য বৈধ থাকে এবং ২ বছর পর্যন্ত বাড়ানো যায়।
- চাকরি খুঁজতে গেলে অর্থনৈতিক নিরাপত্তা দেখাতে হবে, অর্থাৎ বছরে প্রায় €১২,৩২৪ ব্লকড অ্যাকাউন্টে রাখতে হবে।
- চাকরি খোঁজার সময়ে ২০ ঘণ্টা পর্যন্ত পার্ট-টাইম কাজের সুযোগ আছে।

💧 চাকরির সুযোগ ও সীমাবদ্ধতা:
অপরচুনিটি কার্ড আপনাকে সরাসরি জার্মানিতে প্রবেশ করে চাকরি খোঁজার সুযোগ দেবে। তবে চাকরি পাওয়ার পরই আপনি দীর্ঘমেয়াদী বসবাসের অনুমতি পাবেন।

💧 যে কাজের জন্য উপযুক্ত:
ডেটা সায়েন্স, আইটি, প্রকৌশল, চিকিৎসা ও গবেষণা ইত্যাদি উচ্চ চাহিদা সম্পন্ন ক্ষেত্রগুলিতে দক্ষ পেশাজীবীদের জন্য এটি বিশেষভাবে কার্যকর। তবে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে, যেমন—যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতা।

এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে, এখানে দেখুন:
- WEPSA https://www.wepsa.de
- Talents2Germany https://www.talents2germany.de
- Handbook Germany https://www.handbookgermany.de

এটি বিশেষ করে দক্ষ কর্মীদের জন্য একটি সুবর্ণ সুযোগ যারা জার্মানিতে কাজ এবং ভবিষ্যৎ গড়তে ইচ্ছুক।



08/10/2024

Day 2 - Study Tour - Germany 🇩🇪

07/10/2024

Day 1 - Study Tour - Germany 🇩🇪

07/10/2024

What GenZ think about health tourism??

06/10/2024

ইউরোপে আসলেই কী ছেলে-মেয়ে খারাপ হয়ে যায়??

📍 Dortmund, Germany 🇩🇪
05/10/2024

📍 Dortmund, Germany 🇩🇪

Jumma Mubarak ❤️
04/10/2024

Jumma Mubarak ❤️

📍 Austria 🇦🇹
03/10/2024

📍 Austria 🇦🇹

📍 Netherlands 🇳🇱 
02/10/2024

📍 Netherlands 🇳🇱 

📍 Rhinefalls, Switzerland 🇨🇭 
01/10/2024

📍 Rhinefalls, Switzerland 🇨🇭 

📍 Heidelberg, Germany 🇩🇪 
01/10/2024

📍 Heidelberg, Germany 🇩🇪 

❤️
20/08/2024

❤️

Adresse

Munich
84347

Telefon

+491785150097

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Rizvi's Daily Dose erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Rizvi's Daily Dose senden:

Videos

Teilen

Kategorie