Khadizatul Kobra Sonya

Khadizatul Kobra Sonya Hey! Wanna hear a story?

22/12/2024

এই ওয়েবসাইট থেকে আপনি ফ্রি জার্মান শিখতে পারবেন।

20/12/2024

বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে Taptap Send ব্যবহার করে দেখতে পারেন।

19/12/2024

The story behind When Things Don't Go Your Way by Haemin Sunim

আপনার প্রিয় বই কোনটা?
13/12/2024

আপনার প্রিয় বই কোনটা?

09/12/2024

ঘরে বসেই জার্মান শিখুন!

30/11/2024

যেকোনো ভাষার 'ফ্লুয়েন্সির' জন্য সবচেয়ে সহজ ও কার্যকরি মাধ্যম!

06/09/2024

To my audience...!

Fall of an Autocrat!
05/08/2024

Fall of an Autocrat!

আপডেট: আতিকের জামিন হয়েছে।
03/08/2024

আপডেট: আতিকের জামিন হয়েছে।

আপডেট: আতিকের জামিন হয়েছে।ছবির এই ছেলেটা আমার ক্যাম্পাসের জুনিয়র। ওর নাম মো: আতিকুর রহমান। আতিকের মায়ের ভাষ্যমতে গত ২৫ জ...
02/08/2024

আপডেট: আতিকের জামিন হয়েছে।
ছবির এই ছেলেটা আমার ক্যাম্পাসের জুনিয়র। ওর নাম মো: আতিকুর রহমান। আতিকের মায়ের ভাষ্যমতে গত ২৫ জুলাই বিকাল চারটা নাগাদ প্রায় দেড় ঘণ্টা ধরে ওর ফোন চেক করার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত কোনো এক পোস্টকে কেন্দ্র করে পুলিশ ওকে নিজ বাসা থেকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে ওর নামে কেরানীগঞ্জ থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের মিথ্যে মামলা দিয়ে দেয়া হয়।

আতিক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপলাইড কেমেস্ট্রি এন্ড ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তেরতম (ACCE-13) ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে থিসিসের কাজে ঢাকায় অবস্থিত BCSIR-এ গবেষণারত থাকায় ও ঢাকাতেই অবস্থান করছিল।

আমি আতিককে ব্যক্তিগতভাবে চিনি না। ওর সহপাঠী এবং পরিবারের সাথে কথা বলে বুঝলাম আতিক অত্যন্ত বিনয়ী এবং পরোপকারী একজন মানুষ। ভাঙ্গচুর এবং অগ্নিসংযোগের যে মামলা ওর নামে ওর নামে দেয়া হয়েছে সেগুলোর সাথে কখনোই ওর কোনো সম্পর্ক ছিল না। অবশ্য এগুলো বলার আর অপেক্ষাও রাখে না। পুরো দেশব্যাপীই এখন বিনা অপরাধে ধরপাকড় চলছে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, আগামী রবিবার (০৪.০৮.২৪) আতিককে কোর্টে তোলা হবে। বিনা অপরাধে আটক এবং মিথ্যে মামলার নাটকের দিন শেষ হোক। আতিকসহ দেশব্যাপী আটককৃত নিরপরাধ সকল শিক্ষার্থীদেরকে নিঃশর্ত মুক্তি দেয়া হোক।


আপডেট: জুবায়েরের জামিন হয়েছে।আমার ক্যাম্পাসের ছোট ভাই জুবায়ের আল ইয়াসিনকে গত ২১ জুলাই, সন্ধ্যা ৭টায় লক্ষ্মীপুরে ওর নিজ ব...
01/08/2024

আপডেট: জুবায়েরের জামিন হয়েছে।
আমার ক্যাম্পাসের ছোট ভাই জুবায়ের আল ইয়াসিনকে গত ২১ জুলাই, সন্ধ্যা ৭টায় লক্ষ্মীপুরে ওর নিজ বাসা থেকে পুলিশ ধরে নিয়ে যায়। ও মাগরিবের নামাজ পড়ে ঘরে আসে এবং ডিবি পরিচয়ে 'কেবল কথা বলে ছেড়ে দিব' সূচক আশ্বাস দিয়ে তুলে নেয়ার পরে লক্ষ্মীপুর থানায় ওর নামে নাশকতার মামলা দিয়ে দেয়া হয়।

জুবায়ের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পনেরতম ( CSTE-15) ব্যাচের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত থাকায় ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে ওকে ওর নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং সেই ২১ তারিখ থেকে আজ পর্যন্ত পরিবারের অক্লান্ত চেষ্টার পরেও ওকে ছাড়িয়ে আনা সম্ভব হয়নি।

এ ব্যাপারে সরাসরি ওর মায়ের সাথে যোগাযোগ করলে তিনি জানান, 'আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। অকারণে ওকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ওর নামে গত ১.১১.২০২৩ সালে রায়পুরের কোনো এক নাশকতার মামলা দেয়া হয়েছে। অথচ ও তখন ক্যাম্পাসে ছিল। ওর শিক্ষকরা, ওর সহপাঠীরাতো এটা বলতে পারবে! আগামী রবিবার ওকে কোর্টে তুলবে। ওর সহপাঠীরা, সব শিক্ষকরা যদি লিখিত দিত যে ওই দিন (১.১১.২০২৩) ও ক্যাম্পাসে ছিল তাহলে বোধহয় আমার ছেলেটাকে ছাড়িয়ে আনতে পারতাম!'

জুবায়েরর সাহায্য প্রয়োজন। বিশেষ করে ওর সহপাঠী এবং শিক্ষকদের কাছ থেকে। নোবিপ্রবির প্রশাসনকে ওর দরকার এখন। নোবিপ্রবির একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমি নোবিপ্রবি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

জুবায়েরকে ছাড়িয়ে আনার জন্য প্রক্টরসহ বিভাগীয় অন্যান্য শিক্ষক এবং সহপাঠীরা অনুগ্রহপূর্বক একটু এগিয়ে আসুন। শনিবারের মধ্যে (০৩.০৮.২০২৪) ওর পরিবারের কাছে সাহায্যটুকু পৌঁছে দিন।

জুবায়েরসহ নোবিপ্রবি এবং দেশব্যাপী গ্রেফতার হওয়া নিরপরাধ সকল ছাত্র-ছাত্রীদের নিঃশর্ত মুক্তি চাই।

Bloody July!
30/07/2024

Bloody July!

28/07/2024
18/07/2024

30/06/2024

কেমন হতো যদি আমরা হাজার জনম বাঁচতে পারতাম!

28/06/2024

জার্মানিতে বাসা ভাড়া কেমন? |
ফ্র্যাঙ্কফুর্টে বাসা খুঁজছেন?

20/06/2024

ইদ শপিং...!

ইদ মোবারাক, প্রিয় সবাই!
16/06/2024

ইদ মোবারাক, প্রিয় সবাই!

Adresse

Kassel

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Khadizatul Kobra Sonya erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Videos

Teilen

Kategorie