Sabuj Ahmed Bhuiyan

Sabuj Ahmed Bhuiyan Kontaktinformationen, Karte und Wegbeschreibungen, Kontaktformulare, Öffnungszeiten, Dienstleistungen, Bewertungen, Fotos, Videos und Ankündigungen von Sabuj Ahmed Bhuiyan, Digital Creator, Hamm.

21/10/2024

কিছুদিন আগে একটা লেখা পড়ছিলাম।
আল্লাহ দিতে দেরি করেন না, তাড়াতাড়িও করেন না। আল্লাহ সঠিক সময় দেন। অনেক সময় অনেক কিছু খুব করে চেয়েও ও পাইনা। তখন এই লেখাটা আমাকে প্রচন্ড অনুপ্রেরণা দেয়। আল্লাহ হয়তো একদিন দিবেন। সঠিক সময়ে দিবেন।
ইনশাআল্লাহ (⁠✿⁠^⁠‿⁠^⁠)❤️

13/10/2024

হাঁটতে চাইনা কারো আন্দময় শহরে!!নিঁখোজ হয়ে থাকতে চাই নিজের একাকিত্ব শহরে!! 💔💘

06/10/2024

চিনির স্বাদ বুঝা যায় মুখে নিলে...
আর....
"কুরআনের" স্বাদ বুঝা যায় অর্থ বুঝে কুরআন পাঠ করলে...❤❤

01/10/2024

- চুপচাপ হারিয়ে যাবো একদিন
- কারো প্রতিই ।
-কোনো অভিযোগ রাখবো না।

16/08/2024

ভালোবাসাটা কি এমনই হয়.......????
তোমার Block list ই আমি।
আর আমার Gallery জুড়ে শুধুই তুমি......!💝

10/08/2024

জবাব টা কে দিবে 🤔 কার কাছে এই জবাব পাওয়া যাবে 😂আমার ভাইয়ের পাছা লাল কেন?🥲

24/07/2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচী৷

প্রেস বিজ্ঞপ্তি

তারিখ:- ২৪ জুলাই ২০২৪
দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫২ সমন্বয়কের যৌথ বিবৃতি

৯ দফা এখন ছাত্রজনতার গণদাবী

প্রিয় দেশবাসী,
আপনারা জানেন, দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে প্রায় তিন শতাধিক ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। কয়েকজন সমন্বয়ককে গুম করে ফেলা হয়েছে। অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদকে গত ৫ দিন ইনজেকশন দিয়ে সেন্সলেস অবস্থায় গুম করে নির্যাতন করা হয়েছে এবং আজকে চোখ বাধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। জানালার পাশে পড়ার সময় কোমলমতি শিশু সামিরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্মরণকালের সবচেয়ে বড় বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এমনকি স্কুল ও কলেজের কোমলমতি শিক্ষার্থীদের উপর নেক্কারজনক হামলা চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত ও শহীদ করা হয়েছে। এই অবস্থায় আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই শুধুমাত্র আদালতের রায় ও প্রজ্ঞাপন দিয়ে কোটা ব্যবস্থার সংস্কার করে সরকার দেশব্যাপী চালানো গণহত্যার দায় এড়াতে পারে না। আমাদের ৯ দফা দাবী এখন গণমানুষের দাবীতে পরিণত হয়ছে। এটি এখন গোটা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ৷

৯ দফা দাবী আদায়ে আমাদের আমাদের নতুন কর্মসূচী

তারিখ : ২৫/০৭/২০২৪
দেশব্যাপী গণসংযোগ

নিম্নোক্ত ৯ দফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ছাত্রসমাজের আন্দোলন চলমান থাকবে:

১। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ।

২। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ছাত্র হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইনমন্ত্রী আনিসুল হক -কে মন্ত্রীপরিষদ এবং দল থেকে পদত্যাগ করতে হবে।

৩। ঢাকাসহ যত জায়গায় শহিদ হয়েছে সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে।

৪। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরদের পদত্যাগ করতে হবে।

৫। যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে, ছাত্রলীগ-যুবলীগসহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং পরিচালনার নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে এবং হত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার দেখাতে হবে।

৬। দেশব্যাপী যে সকল শিক্ষার্থী ও নাগরিক শহিদ ও আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদাণ করতে হবে ।

৭। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠনসহ সকল দলীয় লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে ছাত্রসংসদকে কার্যকর করতে হবে।

৮। অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও হলসমূহ খুলে দিতে হবে।

৯। কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোন ধরনের হয়রানি করা হবে না মর্মে অঙ্গীকার করতে হবে।

বার্তা প্রেরক
আব্দুল হান্নান মাসুদ
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

19/07/2024






#কোটা_সংস্কারচাই✅
#বাংলাদেশ_কোটাআন্দোলন ✅
#কোটাআন্দোলন২০২৪✅


✅ ✅


✅ ✅ ✅
✅ ✅
✅ ✅ ✅
✅ ✅ ✅ ✅
✅ ✅

19/07/2024

আমি একটা জিনিস বুঝলাম না... যেখানে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সাথে ইন্টারনেটের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সেখানে আপনারা যারা হ্যাশ ট্যাগ দিয়ে ভরাই ফেলতেছেন, বুঝে দিচ্ছেনতো ...? এটা কোনোই কাজের না এই মুহূর্তে। স্টারলিঙ্ক সেটালাইট ইন্টারনেটে ব্যবহার করতে হলে এর রিসিভার ডিভাইস লাগবে, অনেক টা ডিস এন্টেনার মতো (মিনি পোর্টেবল ভার্সন ও আছে), যেটা বাংলাদেশের বাজারে বর্তমানে সরবরাহ নেই, যেটা বাংলাদেশের বাজারে আসবে ২০২৫ সালে। তো আপনারা এই হ্যাশ ট্যাগ দিয়ে আসলে কিভাবে ইন্টারনেট ব্যবহার করবেন ? ফ্রিকোয়েন্সি রিসিভ করবেন কি দিয়ে ? একটু থামেন প্লিজ, এমনি টেনশনে ঘুমাইতে পারছিনা, তার মধ্যে এগুলা দেখে মেজাজ খারাপ হচ্ছে। তার চেয়ে ভাল হয় ইন্টারন্যাশনাল মিডিয়ার হ্যাশট্যাগ নেন। কমপক্ষে কভারেজ বাড়বে... আর আল্লাহর কাছে দোয়া করেন কেননা, "আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনা কারী"

Adresse

Hamm

Telefon

+491787540588

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Sabuj Ahmed Bhuiyan erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Sabuj Ahmed Bhuiyan senden:

Teilen

Kategorie