05/08/2024
এই বিষয়টায় দেখতেসি এখনও অনেকে ক্লিয়ার না।
বিকল্প মানে সিস্টেমের পরিবর্তন, দেশের Skeleton এর পরিবর্তন। কোন ব্যক্তি বা দলের পরিবর্তন না
আপনি আমি কিছু লিখতে গেলে যেন আর ব্যাকস্পেস চাপতে না হয়, সেই পরিবর্তন।
আপনি ভোট কেন্দ্রে যাওয়ার আগেই যেন শোনা না লাগে "আপনার ভোট হয়ে গেছে", সেই পরিবর্তন।
আপনি তেল আর পেঁয়াজ কেনার আগেই যেন ৫০০ টাকা শেষ না হয়ে যায়, সেই পরিবর্তন।
আপনার যেন একটা লিগ্যাল ফাইল সাইন করাইতে লাখ টাকা ঘুষ না দিতে হয়, সেই পরিবর্তন।
সংখ্যালঘুদের যেনো মুখ চেপে ঘুরতে না হয় আর, সেই পরিবর্তন।
আপনার যেন আর মিথ্যা মামলার ভয়ে সত্য লুকাইতে না হয়, সেই পরিবর্তন।
আপনি যেন পরিবার নিয়ে শান্তিতে রাতে ঘুমাইতে পারেন, সেই পরিবর্তন। এইবার বলেন, বিকল্প চাই কী চাই না?
আরও বুঝতে চাইলে এই হ্যাশট্যাগে চাপেন
©️
অতএব আজই দানবের পতন অনিবার্য।
❤️🇧🇩❤️