Cherry flowers at night রাতের দৃশ্যপটে চেরি ফুল
চেরি ফুল একটি জাপানিজ ফুল।চেরি ফুলকে আবার সাকুরা নামেও ডাকা হয়। সারা বিশ্বেও এই ফুলের অনেক কদর কারণ, এটা দেখতে এতটাই সুন্দর যে কেউ বিমোহিত না হয়ে পারে না।
জাপানি চেরি ফুলের বৈজ্ঞানিক নাম Prunus serrulata । জাপানিরা আদর করে ডাকেন ‘সাকুরা’ বলে। চেরি ফুল ফুটলে জাপানে ‘হানামি’ উৎসব পালন করা হয়।
বর্তমানে চেরি ফুল সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে যেমন- ইউরোপ; জার্মানী।
এই কয়লা চালিত ট্রেনটি জার্মানিতে পর্যটকদের জন্য রাখা হয়েছে। পুরাতন ঐতিহ্য এবং সংস্কৃতি ধরে রাখতে এবং এই পর্যটকদের আকৃষ্ট করতে, এই পুরাতন কয়লা চালিত ট্রেনগুলা রাখা। এই ছোট্ট ভিডিওটা জার্মানির রুগেন শহরে করা। প্রতিনিয়ত কয়লা চালিত ট্রেন চড়ার জন্য পর্যটকদের ভিড় পরে।
ভিয়েনা শহরে ঘোড়ার গাড়ি
ভিয়েনা শহরে ঘোড়ার গাড়ির দৃশ্য। আপনারা যদি ভিয়েনা শহরে ঘুরতে যান অব্যশই ঘোড়ার গাড়ি চড়তে ভুলবেন না।
খুব কাছ থেকে দেখা টিউলিপ ফুল
মন কেবলি ছুয়ে যায় রঙের আল্পনায়,
ক্ষণিকের তরে হারিয়ে যাই অজনায়,
আকাশের রংধনু বুঝি আজ মেলেছে পাখা,
রঙের আবেশে ধরনী যেন পড়েছে ঢাকা।
যেদিকে তাকাই টিউলিপের মায়ায় পড়ে যাই,
এই মুগ্ধতার, এই মায়ার যেন কোনো শেষ নাই।
Finding our luck
In Germany, there is a mystical belief where individuals associate their luck with burning a piece of metal, letting it drop into water, and interpreting the resulting shape it forms.
Hodophile: Travel Dreamer