13/01/2024
মালটার এক অসাধারণ শহর এই টাস- স্লিমা। গত চারদিন ধরে এই শহরের এক হোটেলে আছি। রুমের বারান্দা থেকে সমুদ্র দেখার মজাই আলাদা। মাল্টার এই চমৎকার আবহাওয়ায় রৌদ্রজ্জ্বল সকালে বসে কিছু কথা বলেই ফেললাম। যখন অনেক বয়স হবে বুড়া হয়ে যাব তখন এই ভিডিওটা দেখে মালটায় কাটানো সুন্দর স্মৃতিগুলো মনে করব।