Life of Himaloy

Life of Himaloy Life is beautiful.

13/01/2024

মালটার এক অসাধারণ শহর এই টাস- স্লিমা। গত চারদিন ধরে এই শহরের এক হোটেলে আছি। রুমের বারান্দা থেকে সমুদ্র দেখার মজাই আলাদা। মাল্টার এই চমৎকার আবহাওয়ায় রৌদ্রজ্জ্বল সকালে বসে কিছু কথা বলেই ফেললাম। যখন অনেক বয়স হবে বুড়া হয়ে যাব তখন এই ভিডিওটা দেখে মালটায় কাটানো সুন্দর স্মৃতিগুলো মনে করব।

01/09/2023

The Little Mermaid statue was inspired by Hans Christian Andersen’s famous fairytale about a mermaid who gives up everything to be united with a young, handsome prince on land. It was unveiled on 23 August 1913, The Little Mermaid was a gift from Danish brewer Carl Jacobsen to the City of Copenhagen. The sculpture is made of bronze and granite and sits in the water at Langelinie Pier.
Every morning and evening she swims to the surface from the bottom of the sea and, perched on her rock in the water, she stares longingly towards the shore hoping to catch a glimpse of her beloved prince.

14/09/2022

This is the only and last video which i am able to retrieve from my stolen phone by using free storage icloud.

18/07/2022

Bulgaria is famous for its capital city, Sofia. The city is a center of culture, business, and tourism.A blend of past, present, and future can be seen in Sofia’s architecture and ambiance. It has a lively art scene, vibrant nightlife, and a variety of trendy restaurants and cafes.
Balanced by an abundance of green spaces, there is something for everyone in this city. Bulgaria is one of the world’s top lavender producers. Their ideal climate and rich soil create one of the most high-quality lavender plants internationally.

18/03/2022

গিয়েছিলাম এলাকার ছোট ভাই :p জগৎবিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও সাহেবের বাসা পিসা শহরে, যেখানে উনি ১৫৬৪ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলন। ঐতিহ্যবাহী এবং প্রাচীন এই পিসা নগরীতেই রয়েছে একটি বিখ্যাত টাওয়ার যেটা আরেক ছোট ভাই প্রখ্যাত ছাত্র** নেতা :p এবং এক জন প্রকৌশলী টমাসো পিসানোর ভুল নকশায় :D ১১৭৩ সালে কাজ শুরু করে শেষ করা হয়েছিলো ১৩৭২ সালে এবং তার পর থেকেই এটা হেলতে শুরু করে এবং আমেরিকা আবিষ্কার হওয়ার আগে থেকেই এটা হেলতেছে, গত ৭০০- ৮০০ বছরে যমুনায় অনেক পানি বয়ে গেছে কিন্তু এই বেচারার হেলে পরা থামেনি, প্রায় ৪০ সেন্টিমিটারেরও বেশী হেলে যাওয়ার পর আধুনিক প্রকৌশলীরা অনেক টানাটানি করে মুটামুটি একটু সুজা করছে এখন এটা আপাতত আগামী ২০০ বছরের জন্য স্থিতিশীল।কিছু কিছু জায়গাতে একটু মজা করে লিখেছি কেউ আবার কিছু মনে কইরেন না।

৩- ৪ মিনিটের ভিডিওতে পিসা আর হেলানো টাওয়ারের ইতিহাস তুলে ধরা অসম্ভব একটা ব্যাপার। চেষ্টা করেছি শুধু বিখ্যাত কিছু ঘটনা তুলে ধরার জন্য, আশা করি ভালো লাগবে তাই সময় আর মোবাইলে ডাটা থাকল দেখতে পারেন।

এই ভিডিও তে আমি কিছু ড্রোন শট ব্যাবহার করেছি তার সব গুলো Mirosław Dąbrowski থেকে নেয়া।

01/01/2022

চিন্তা করা যায় এই মুখোশ এক সময় কচ কচ করে মিথ্যা বাদী মহিলাদের হাত কামড়িয়ে কেটে নিত! জী, প্রায় দুই হাজার বছর পুরাতন এই মুখোশ এক সময় তাই করতো বলে প্রচলিত আছে। কিংবদন্তি অনুসারে, এটাকে "সত্যের মুখ" বলা হয়, মুখোশটি মিথ্যা শনাক্তকারী হিসাবে কাজ করতো। প্রায় দুই হাজার বছরের পুরাতন রহস্য চার পাঁচ মিনিটের ভিডিওতে তুলে ধরা সম্ভবনা তাও আমি চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে।

24/12/2021

I've Captured this video from a small city in Germany called Hanstedt, it is a municipality in the district of Harburg, in Lower Saxony, Germany, situated approximately 35 km south of Hamburg, and 25 km west of Lüneburg.

Adresse

Dortmund
44135

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Life of Himaloy erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Life of Himaloy senden:

Videos

Teilen

Kategorie