Natallia & Habib

Natallia & Habib An in*******al couple living in Germany shares love, fun, and positivity of life to inspire others.

জার্মানিতে বসবাস বেলারুশের নাতালিয়া ও বাংলাদেশি হাবিবের, সাথে আছে রাজকন্যা নাদিয়া (৩.৫ বছর) ও রাজপুত্র নিভান (১ মাস), এই মিশ্র দম্পতির জীবন ডায়েরি, পরিবারে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা, ভ্রমন, হাসি কান্না রাগ অভিমান, সব মিলে একটি পজিটিভ জীবনধারা দেখতে ফলো করুন নাতালিয়া এন্ড হাবিব পেইজ

22/01/2025

কোন পরিস্থিতিতে কেন এই পোস্ট?
ওই দিন, ৪ আগস্ট ২০০ উপরে মায়ের বুক খালি হয়েছিল, দুঃখে কলিজা ফেটে যাচ্ছিল, তখন ও বুঝি নাই, এখন ধারণা করছি তখন তিনি ব্যাগ গুচ্ছাচ্ছিলেন।
দেশের ভালো যেই করবে, তার সাপোর্ট পাবে আমার লিখনি, ব্যক্তিগত ভাবে বাংলাদেশ থেকে কিছুই চাইনা, ইউরোপের সেরা দেশ জার্মানি তে আলহামদুলিল্লাহ ভালো আছি, পরিবার নিয়ে। স্বৈরশাসকের সমর্থকরা একটু আমার উপর রাগ, একদিন আশা করি সেটা ভেঙে যাবে, কারণ আমার দ্বারা দেশের কখনো অপকার হয় নাই, আগামীতে তো প্রশ্নেই আসে না

22/01/2025

একটি সুন্দর রবিবার পরিবারের সাথে, ধন্যবাদ আল্লা"হ পাক কে || A happy family time on Sunday

কালকে রাত ৩ টা থেকে  থেকে নাদিয়ার আবারো বুমি, পাতলা পায়খানা ও অল্প জ্বর, সবাই বাংলাদেশী মেয়েটার জন্য অন্তর থেকে দোয়া করব...
22/01/2025

কালকে রাত ৩ টা থেকে থেকে নাদিয়ার আবারো বুমি, পাতলা পায়খানা ও অল্প জ্বর, সবাই বাংলাদেশী মেয়েটার জন্য অন্তর থেকে দোয়া করবেন, জীবনের চেয়ে প্রিয় সন্তান অসুস্থ থাকলে মনটা অটোমেটিক খারাপ থাকে, আল্লা" হ পাক তুমি আমার সন্তানের সব কষ্ট আমাকে দাও😭 তাড়াতাড়ি নাদিয়া মামনিকে সুস্থ করে দাও

German Chancellor Olaf Scholz ’s assurance to support Bangladesh’s democratic transition highlights the strong bond betw...
21/01/2025

German Chancellor Olaf Scholz ’s assurance to support Bangladesh’s democratic transition highlights the strong bond between the two nations. Chief Adviser GOB Professor Muhammad Yunus’s efforts to promote reforms and build consensus reflect Bangladesh’s commitment to democracy. Greater cooperation in trade, renewable energy, and regional stability can strengthen this partnership for a brighter future.
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সমর্থনের আশ্বাস দুই দেশের মধ্যে দৃঢ় বন্ধনকে তুলে ধরে। সংস্কার প্রচার এবং ঐক্যমত্য তৈরিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রচেষ্টা গণতন্ত্রের প্রতি বাংলাদেশের অঙ্গীকারকে প্রতিফলিত করে। বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানি এবং আঞ্চলিক স্থিতিশীলতায় বৃহত্তর সহযোগিতা উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই অংশীদারিত্বকে শক্তিশালী করতে পারে।

হিজাবে নাতালিয়াকে অন্যরকম সুন্দর লাগছে, মাশাআল্লাহ। Collections from Apsara by Antara
21/01/2025

হিজাবে নাতালিয়াকে অন্যরকম সুন্দর লাগছে, মাশাআল্লাহ।
Collections from Apsara by Antara

এই বছরের প্রথম ১৮ দিনে প্রবাসী আয় এলো ১৪ হাজার ৭২৪ কোটি টাকা। যেটা দিয়ে দেশের মানুষের পেট চলে। অথচ এই প্রবাসীদের দেশে কত...
20/01/2025

এই বছরের প্রথম ১৮ দিনে প্রবাসী আয় এলো ১৪ হাজার ৭২৪ কোটি টাকা। যেটা দিয়ে দেশের মানুষের পেট চলে।
অথচ এই প্রবাসীদের দেশে কত খারাপ চোখে দেখে, আর এয়ারপোর্টে রীতিমতো হয়রানির ত শেষই নেই কিন্তু সবাই এইটা ভুলে গেছে যে, দেশের আর্থিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অপরিসীম।
অনেক দিনই তো হল, এইবার না হয় এয়াপোর্টের ব্যবস্থাপনা আন্তর্জাতিক কোন কোম্পানিকে দেয়া হউক, এতে করে যদি সমস্যা সমাধান হয়। আর একটা প্রবাসীদের হেনস্তা দেখতে চাই না সোশ্যাল মিডিয়ায়, এটা আমাদের লাস্ট ওয়ার্নিং।
প্রবাসীরা আপনাদের মতামত চাই।

আজ বুঝতে পারলাম কেন বিদেশিদের ফুসফুস এতো ক্লিয়ার। প্রত্যেকটি শহরের পাশেই আছে অনেক জঙ্গল, যেখানে প্রচুর ফ্রেস  অক্সিজেন, ...
20/01/2025

আজ বুঝতে পারলাম কেন বিদেশিদের ফুসফুস এতো ক্লিয়ার।
প্রত্যেকটি শহরের পাশেই আছে অনেক জঙ্গল, যেখানে প্রচুর ফ্রেস অক্সিজেন, প্রতি রবিবার তারা পরিবার সহ ঘন্টা দুইয়েক হাঁটে এই জঙ্গলে, আমরাও পরিবার নিয়ে গেলাম, খুবই ভালো একটি সময় কাঁটালাম, আসার পর মনটা ফুরফুরা হয়ে উঠেছে।
বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরের বায়ু দূষণ নিয়ে বিশেষজ্ঞ ও নীতিনির্ধারক দের বিষয়দৃষ্টি আকর্ষণ করছি, বায়ু দূষণের কারণে অনেক প্রাণ হানি হচ্ছে, তার সংখ্যা হয়তো আমাদের কল্পনার ও বাহিরে। সবাই দূষণ দেখলেই মাস্ক ব্যবহার করবেন।

“আরেকবার সুযোগ দেন প্লিজটেলিভিশিনে সপ্তাহে একবারের বেশি দেখবেন না”
19/01/2025

“আরেকবার সুযোগ দেন প্লিজ
টেলিভিশিনে সপ্তাহে একবারের বেশি দেখবেন না”

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অগ্রভাগে ছিলেন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তবে তাদের পাশে সমানভাবে ছিলেন বেসরকারি বি...
19/01/2025

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অগ্রভাগে ছিলেন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তবে তাদের পাশে সমানভাবে ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ছাত্ররা, পরে সকল সাধারণ জনতা সহ সব রাজনৈতিক দল। আজকের অর্জনটি সবার।
এই ঐক্যই প্রমাণ করে, যখন ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সময় আসে, তখন শিক্ষা ও প্রতিষ্ঠানের, রাজনৈতিক মতাদর্শের পার্থক্য গুরুত্বপূর্ণ হয় না; গুরুত্বপূর্ণ হয় দেশপ্রেম, নৈতিক সাহস এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার মানসিকতা। সেই মানসিকতা ধরে রাখুন, দেখবেন আর কখনো দেশে স্বৈরশাসক ফিরতে পারবে না।
তাই যে যাই বুঝাক, কান পেতে শুনুন, গণতন্ত্রে সবার কথা শুনতে হয়, করবেন ঠিক আপনার বিবেক যা বলে তাই।
তবে সংবিধান সংস্কার না করে আবারো নির্বাচন হল, ঘুনে ধরা দেয়ালে পরিষ্কার না করে প্লাস্টার করলে যেমন প্রথম প্রথম ভালোই লাগে, কিছুদিন পর সেই প্লাস্টার ঝরে ঝরে পড়ে, তেমনি হবে দেশের অবস্হা।

একটি মানুষের বাহ্যিক সৌন্দর্য্যের চেয়ে মনের সৌন্দর্য্য দীর্ঘস্থায়ী। বাংলাদেশী বউ তার দুই দিকের সৌন্দর্য্য দিয়েই বাংলার ম...
19/01/2025

একটি মানুষের বাহ্যিক সৌন্দর্য্যের চেয়ে মনের সৌন্দর্য্য দীর্ঘস্থায়ী।
বাংলাদেশী বউ তার দুই দিকের সৌন্দর্য্য দিয়েই বাংলার মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা জয় করে নিয়েছে। বাঙালি যে মানুষকে মন ভরে ভালোবাসতে পারে, সেটা এই একটি উদাহরণ থেকেই বুঝা যায়।
একটি সুখী পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা, নিজেদের সম্পর্ক ঝালিয়ে নিতে সব সময় অবসরে বউকে এক্সট্রা সময় দিবেন, একটি মেয়ে পরিবার ছেড়ে সারাদিন আপনার সেবায় আসে, তাই তাকে আগলে রাখার দায়িত্বও আপনার। “লাভ ইজ পাওয়ার” লাভ ইজ এভরিথিং"

"১৯৭২ সংবিধান চলবে না"- প্রকৌশলী হাবিবুর রহমান, জার্মানিবাংলাদেশে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের সাম্প্রতিক পতন গণতন্ত্...
18/01/2025

"১৯৭২ সংবিধান চলবে না"- প্রকৌশলী হাবিবুর রহমান, জার্মানি

বাংলাদেশে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের সাম্প্রতিক পতন গণতন্ত্র রক্ষার জন্য একটি শক্তিশালী সংবিধানের প্রয়োজনীয়তার উপর জোর দেয়। পরবর্তী নির্বাচন পরিচালনার আগে, জনাব মোহাম্মদ ইউনূসের Chief Adviser GOB নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত সংবিধান সংশোধন। গণভোটের মাধ্যমে সংশোধিত সংবিধান নিশ্চিত করা যেতে পারে, যা তাদের ভবিষ্যত শাসনব্যবস্থা গঠনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবে।

একটি দুর্বল সংবিধান সরকারকে ক্ষমতা কেন্দ্রীভূত করতে, নিয়ন্ত্রণ ও ভারসাম্যকে অগ্রাহ্য করতে এবং নাগরিকদের অধিকার রক্ষার জন্য নির্ধারিত প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করতে দেয়। বাংলাদেশে, নির্বাহী শাখায় ক্ষমতার কেন্দ্রীকরণ, বিচার বিভাগীয় স্বাধীনতার ক্ষয় এবং নির্বাচনী প্রক্রিয়ার হেরফের কর্তৃত্ববাদের জন্য উর্বর ভূমি তৈরি করে, যার ফলে নাগরিকদের সীমিত উপায়ে আশ্রয় দেওয়া হয়।

একটি শক্তিশালী সংবিধান গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি সরকারি ক্ষমতার উপর স্পষ্ট সীমা নির্ধারণ করে, জবাবদিহিতা নিশ্চিত করে এবং মৌলিক অধিকার রক্ষা করে। এটি একটি স্বাধীন বিচার বিভাগ, মুক্ত গণমাধ্যম এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে নজরদারিকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করার জন্য ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে। গণতান্ত্রিক শাসনব্যবস্থা বজায় রাখার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন, ক্ষমতা পৃথকীকরণ এবং নির্বাহী ক্ষমতার অপব্যবহার রোধের ব্যবস্থা অপরিহার্য।

বাংলাদেশের অভিজ্ঞতা স্বচ্ছতা বৃদ্ধি, কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ এবং আইনের শাসন সমুন্নত রাখার জন্য সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেয়। জনগণের দ্বারা অনুমোদিত একটি সংবিধান আস্থা বৃদ্ধি করবে, জবাবদিহিতা নিশ্চিত করবে এবং ভবিষ্যতের স্বৈরাচারী শাসন প্রতিরোধ করবে, যা একটি স্থিতিশীল ও ন্যায়সঙ্গত সমাজের ভিত্তি স্থাপন করবে।
লেখক: প্রকৌশলী হাবিবুর রহমান, জার্মানি
আপনাদের মূল্যবান মতামত দিয়ে বাধিত করবেন!

ধন্যবাদ বাংলাদেশের পানি উন্নয়নভালো একটি উদ্যোগ। বিস্তারিত কমেন্ট বক্সে....
18/01/2025

ধন্যবাদ বাংলাদেশের পানি উন্নয়ন
ভালো একটি উদ্যোগ।
বিস্তারিত কমেন্ট বক্সে....

সারা সপ্তাহ অপেক্ষা করি প্রথম ছুটির দিন শনিবার সকালের জন্য। ঘুম থেকে উঠে নাদিয়া নিভানের সাথে বিছানায় ঘন্টা খানিক গড়াগড়ি,...
18/01/2025

সারা সপ্তাহ অপেক্ষা করি প্রথম ছুটির দিন শনিবার সকালের জন্য। ঘুম থেকে উঠে নাদিয়া নিভানের সাথে বিছানায় ঘন্টা খানিক গড়াগড়ি, কম্বলের নিচে তাবু খেলা, তাদের সাথে কাটানো সময় গুলো আমার জীবনের সেরা সময়। Happy weekend everyone.
নাদিয়া নিভানের মা গেছে অফিসে, মাসে এক শনিবার তাকে অফিস করতে হয়, বস্তুত আমরা আরো মজায় আছি, বকা দেয়ার কেউ নাই 😃

17/01/2025

বাংলাদেশ Chief Adviser GOB প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফরে স্বৈরাচারের দোসর রা ডিস্টার্ব করার বিশাল প্রস্তুতি নিচ্ছে, তাই Dr. Asif Nazrul মতো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশা করি পর্যাপ্ত নিরাপত্তা থাকবে

বাবা সাথে ঘুরতে গেলেই নানা আবদার, বাবা কেএফসি খাবো, মায়ের সাথে একা থাকলে বুঝে এইসব অস্বাস্থকর খাবার খাওয়াবে না। আপনাদের ...
17/01/2025

বাবা সাথে ঘুরতে গেলেই নানা আবদার, বাবা কেএফসি খাবো, মায়ের সাথে একা থাকলে বুঝে এইসব অস্বাস্থকর খাবার খাওয়াবে না।
আপনাদের পরিবারেও কি একই কাহিনী🤣

প্রয়োজনে ইউরোপের সবচেয়ে বড় সংবিধান প্রণেতা ও রাষ্ট্র বিজ্ঞানী নিয়ে আসবো।স্বাধীন বাংলাদেশের সংবিধান হবে জনগণের অধিকার রক্...
17/01/2025

প্রয়োজনে ইউরোপের সবচেয়ে বড় সংবিধান প্রণেতা ও রাষ্ট্র বিজ্ঞানী নিয়ে আসবো।
স্বাধীন বাংলাদেশের সংবিধান হবে জনগণের অধিকার রক্ষায় হাতিয়ার।
যে ১৯৭২ সংবিধান মাধ্যমে ৫৪ বছরে বার বার স্বৈরশাসক সৃষ্টি হয়েছে, তাকে সংস্কার করতেই হবে, দেখি কে আসে বাঁধা দিতে ! 
২০২৪ ছাত্র জনতার আত্মত্যাগের সাথে বেইমানি করা যাবে না 🇧🇩❤️
Attention: Chief Adviser GOB & Dr. Asif Nazrul

আজ দেখলাম আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বুশ এখন ফুলের ছবি এঁকে দিন কাঁটায়। জার্মানির সাবেক চেন্সেলর আঙ্গেলা মের্কেল বই লিখে...
16/01/2025

আজ দেখলাম আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বুশ এখন ফুলের ছবি এঁকে দিন কাঁটায়। জার্মানির সাবেক চেন্সেলর আঙ্গেলা মের্কেল বই লিখে দিন কাটান। পশ্চিমা বিশ্বের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রা জীবনে একটা সময় অবসরে যেয়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে।
আমাদের দেশে আমৃত্য ক্ষমতা ধরে রেখে অন্যদলের বদনাম করতে থাকে, সারাদিন সত্য মিথ্যা চর্চা করতে করতে মানসিক অসুস্থ হয়ে গেছে। এই অতি ভক্তি দেশকে ভালোবাসা নয়, ইহা হল ক্ষমতার মেডনেস, তাই বলি খেমা দেন। দুইবারের কেউ আগামীতে প্রধানমন্ত্রী হওয়া যাবে না।
দেশকে গড়ার দায়িত্ব সবারই পাওয়া উচিত, কোন দলের বিশেষ পরিবারের পূজা বন্ধ করতে হবে। ইহাই গণতন্ত্রের চর্চায় সবচেয়ে বড় বাঁধা। আপনাদের মন্তব্য কি এ ব্যাপারে।

ইতিহাস নাকি বিদায় বলে না বলে পরে দেখা হবে তাই বলে ২৬৮ বছর পরবাংলার শেষ নবাবের পর খালার কারণে কেউ বিপদে পড়লো ঘসেটি বেগম আ...
16/01/2025

ইতিহাস নাকি বিদায় বলে না
বলে পরে দেখা হবে
তাই বলে ২৬৮ বছর পর
বাংলার শেষ নবাবের পর খালার কারণে
কেউ বিপদে পড়লো
ঘসেটি বেগম আল্ট্রা প্রো ম্যাক্স🥱

Adresse

Chemnitz

Telefon

+8801676163205

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Natallia & Habib erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Natallia & Habib senden:

Videos

Teilen

Kategorie