18/11/2024
দ্রব্যমূল্য যদি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে না পারেন,
ছাত্র জনতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সকল অর্জন পানিতে যাবে। যত দ্রুত সম্ভব সব সিন্ডিকেট সনাক্ত করে, গডফাদারদের জেলে ঠুকান। প্রয়োজনে প্রযুক্তি ও গোয়েন্দা দের সাহায্য নিন।
স্থানীয় পণ্য উৎপাদন থেকে গ্রাহকের হাত পর্যন্ত আসতে মিডেল ম্যান যারা আছে, তাদের চোখে চোখে রাখেন, অতিরিক্ত লাভ করতে দিবেন না, দেখবেন যে বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই দেখছি, তখন সাধারণ খেঁটে খাওয়া মানুষ গুলোর সমর্থনও পাবেন আপনারা।
বি দ্র: জার্মানিতে আজকে থেকে তুষারপাত শুরু হল।