Natallia & Habib

Natallia & Habib An in*******al couple living in Germany shares love, fun, and positivity of life to inspire others.

জার্মানিতে বসবাস বেলারুশের নাতালিয়া ও বাংলাদেশি হাবিবের, সাথে আছে রাজকন্যা নাদিয়া (৩.৫ বছর) ও রাজপুত্র নিভান (১ মাস), এই মিশ্র দম্পতির জীবন ডায়েরি, পরিবারে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা, ভ্রমন, হাসি কান্না রাগ অভিমান, সব মিলে একটি পজিটিভ জীবনধারা দেখতে ফলো করুন নাতালিয়া এন্ড হাবিব পেইজ

দ্রব্যমূল্য যদি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে না পারেন,ছাত্র জনতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সকল অর্জন পানিতে যাবে। যত...
18/11/2024

দ্রব্যমূল্য যদি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে না পারেন,
ছাত্র জনতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সকল অর্জন পানিতে যাবে। যত দ্রুত সম্ভব সব সিন্ডিকেট সনাক্ত করে, গডফাদারদের জেলে ঠুকান। প্রয়োজনে প্রযুক্তি ও গোয়েন্দা দের সাহায্য নিন।
স্থানীয় পণ্য উৎপাদন থেকে গ্রাহকের হাত পর্যন্ত আসতে মিডেল ম্যান যারা আছে, তাদের চোখে চোখে রাখেন, অতিরিক্ত লাভ করতে দিবেন না, দেখবেন যে বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই দেখছি, তখন সাধারণ খেঁটে খাওয়া মানুষ গুলোর সমর্থনও পাবেন আপনারা।
বি দ্র: জার্মানিতে আজকে থেকে তুষারপাত শুরু হল।

১৮ জুলাই পোস্ট ফ্রান্স থেকে করা, যখন কেউ ধারণাই করতে পারে নাইস্বৈরশাসকের পতন এতো নিকটে, নিজের বিপদ হতে পারে জেনেও সব সময়...
17/11/2024

১৮ জুলাই পোস্ট ফ্রান্স থেকে করা,
যখন কেউ ধারণাই করতে পারে নাই
স্বৈরশাসকের পতন এতো নিকটে,
নিজের বিপদ হতে পারে জেনেও
সব সময় তোমাদের অনুপ্রেরণা দিয়ে গিয়েছি,
যে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন তোমরা এখন দেখছো
সেই স্বপ্ন আরো ১২ বছর দেখেছিলাম
সিস্টেমের দুর্নীতির সাথে না টিকতে পেরে প্রবাস পাড়ি দিলাম
আজ তোমাদের দেখলে গর্ব হয়।

"অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই নির্বাচন, ততদিন ধৈর্য ধরুন" প্রধান উপদেষ্টা Chief Adviser GOB অধ্যাপক মোহাম্মদ ইউনুস ...
17/11/2024

"অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই নির্বাচন, ততদিন ধৈর্য ধরুন" প্রধান উপদেষ্টা Chief Adviser GOB অধ্যাপক মোহাম্মদ ইউনুস আহ্ববান যুক্তিযুক্ত। আপনাদের মতামত কি জানান?

16/11/2024

রংপুরে কোটা আন্দোলনের সমন্বয়ক ১৬ জুলাই, ২০২৪ আবু সাইদ শহীদ হওয়ার পর লাইভে এসে ক্ষোভ জানালাম।

16/11/2024

চারদিকে সবাই এতো হারপিক, হঠাৎ হারপিকের এতো বিজ্ঞাপন কেন? ঘটনাটি আমার অজানা !!

বাঙ্গালী জামাইয়ের ইহা যদি হয় ডিনার রাতের খাবারতাহার সাথে ঘর করা তো কঠিন হয়ে যাচ্ছে। মনটা চায় বনবাসে চলে যাই 😭😭খাবার টি ক...
16/11/2024

বাঙ্গালী জামাইয়ের ইহা যদি হয় ডিনার রাতের খাবার
তাহার সাথে ঘর করা তো কঠিন হয়ে যাচ্ছে।
মনটা চায় বনবাসে চলে যাই 😭😭
খাবার টি কি হয়ে পারে আপনারা মনে করেন?

"যখন সারা দেশ ভয়ে কাঁপছিল, তখন এমন পোস্ট দিতে কলিজা লাগে"১৬ জুলাই শহীদ আবু সাঈদের মৃত্যুর পর জাতি যখন শোকাহত, তখন এইভাবে...
15/11/2024

"যখন সারা দেশ ভয়ে কাঁপছিল, তখন এমন পোস্ট দিতে কলিজা লাগে"
১৬ জুলাই শহীদ আবু সাঈদের মৃত্যুর পর জাতি যখন শোকাহত, তখন এইভাবে সবাইকে বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটরদের অনুপ্রেণীত করেছিলাম, ছাত্রদের পক্ষে আওয়াজ তোলার জন্য। তখন ও কেউ ভাবতেই পারে নাই, এইভাবে তাসের ঘরের মতো ১৬ বছর দুঃশাসন গুড়িয়ে যাবে। এই পোস্টের পর থেকেই নানা হুমকি ধামকি, কিন্তু সব সময় ছাত্র জনতার সাথেই ছিলাম।আমার পোস্টার পর অনেকে ছাত্র জনতার পক্ষে আওয়াজ তোলা শুরু করেছে। আল্লাহ পাকের কাছে শুকরিয়া, আমাকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেয়ার সুবুদ্ধি দিয়েছিলেন।

আমার এই ছোট্ট জীবনে এই ৩ জন মানুষেরকে ছাড়া স্বর্গে যেতে চাই না। দিন শেষে আমি চেষ্টা করি একজন বিশস্ত স্বামী হতে, একজন আদর...
15/11/2024

আমার এই ছোট্ট জীবনে এই ৩ জন মানুষেরকে ছাড়া স্বর্গে যেতে চাই না। দিন শেষে আমি চেষ্টা করি একজন বিশস্ত স্বামী হতে, একজন আদর্শ বাবা হতে, সেটাই আমার কাছে সবচেয়ে বড়ো সম্পদ। সবাই আমাদের সুখী পরিবারের জন্য দোয়া করবেন। আমিন।

15/11/2024

লাইভে এসে কিছু গুরত্বপূর্ন কথা

বাংলাদেশের কোন সরকার প্রধানকে এতো সম্মানের সাথে আমি আজ পর্যন্ত কোন বিশ্বের সম্মেলনে দেখি নাই, বাংলাদেশকে  ডঃ মোহাম্মদ ইউ...
15/11/2024

বাংলাদেশের কোন সরকার প্রধানকে এতো সম্মানের সাথে আমি আজ পর্যন্ত কোন বিশ্বের সম্মেলনে দেখি নাই, বাংলাদেশকে ডঃ মোহাম্মদ ইউনুস Chief Adviser GOB মাধ্যমে বিশ্ব সম্মান দেখিয়েছে।
29th session of the Conference of the Parties (COP29) সম্মেলনে বিশ্ব নেতারা ও বিজ্ঞানীদের সামনে ডঃ মোহাম্মদ ইউনুসকে যারা দেখেছেন, বেশিরভাগ সময় তিনি কোন স্ক্রিফট ছাড়া অনর্গল ইংরেজিতে কথা বলেছেন, সবাই অবাক হয়ে তার কথা শুনছেন, বিগত দিন গুলোতে কুটিয়ে কুটিয়ে ইংরেজি বা দোভাষী নিয়ে ঘুরতেন আমাদের সরকার প্রধানরা।
অথচ আমাদের কিছু সংকীর্ণ মনা মানুষ গুলো এতো বছর এই যোগ্য মানুষটিকে দমিয়ে রেখেছিল, সুদখোর বলে খোঁচা দিত, নানাভাবে অবজ্ঞা করেছিল, এইরকম অনেক যোগ্যলোক দেশ ত্যাগে বাধ্য হয়েছে।
সবাইকে বলবো ধৈর্য ধরুন, ৫৩ বছরে রাজনীতিবিদের সৃষ্ট এই জঞ্জাল, পরিষ্কার করতে একটু সময় তো লাগবেই, নিজের কাজটি সঠিক ভাবে ও সৎ ভাবে করুন, আইনের ও সরকারের প্রতি Dr. Asif Nazrul প্রতি সম্মান ও আস্থা রাখুন। এটা আমাদের সেকেন্ড চান্স।
একদিন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, বাংলাদেশের উন্নয়ন টেকসই হইবে, বিশ্বের বুকে আমরা সম্পূর্ণ ভিন্ন ভাবে আত্মপ্রকাশ করবো।
- ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, জার্মানি

যারা বাঁধ বাঁধ করছেন, বাঁধের আপডেট কি? তাদের উদ্দেশ্য বলছি: বাঁধের কাজের  ফিজিবিলিটি স্ট্যাডি চলছে। মজার ব্যাপার হল যারা...
15/11/2024

যারা বাঁধ বাঁধ করছেন, বাঁধের আপডেট কি?
তাদের উদ্দেশ্য বলছি: বাঁধের কাজের ফিজিবিলিটি স্ট্যাডি চলছে।
মজার ব্যাপার হল যারা বাঁধ বাঁধ বলে ট্রল করছেন, প্রোফাইল দেখে বুঝলাম তাদের ম্যাক্সিমামই পালিয়ে যাওয়া স্বৈরশাসকের দোসর ( So i don’t care, আই ডোন্ট কেয়ার )
সবাই দোয়া করবেন, একদিন প্রতিবেশীদের সাথে বৈঠক করে একটি সমাধান ইনশাল্লাহ আমরা করবো, আমাদের অধিকার আমরা ফিরে পাবো।

এক দল শোধ নেয় আরেক দল এসে প্রতিশোধ নেয়, এই চলছে গত ৫৩ টি বছর!! এই কামরূপ কামাখ্যা গোলক থেকে জাতি কি মুক্ত হবে না। আমরা ত...
14/11/2024

এক দল শোধ নেয় আরেক দল এসে প্রতিশোধ নেয়, এই চলছে গত ৫৩ টি বছর!!
এই কামরূপ কামাখ্যা গোলক থেকে জাতি কি মুক্ত হবে না। আমরা তো সুখে থাকতে চাই পরিবার নিয়ে, এই শোধ প্রতিশোধ থেকে একজন সাধারণ খেঁটে খাওয়া মানুষের কিছুই পাওয়ার নেই।
কেউ সাধারণ মানুষের চাওয়া নিয়ে ভাবে না, সারাদিনই প্লানিং প্লটিং। আসুন নতুন বাংলাদেশে প্রকৃত অপরাধীদের শাস্তি নিস্চিত করে সবাই ঐক্যবদ্ধভাবে দেশ গড়ি।
শিক্ষিত সমাজ তাদের মেধা আর কর্মজীবী শ্রেণী তাদের ঘাম দিয়ে দেশটা গড়ি।
ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, জার্মানি

Dear Chief Adviser GOB & Ministry of Foreign Affairs, Bangladesh 🇧🇩 বহির্বিশ্বে বাংলাদেশ দূতাবাসে ও হাইকমিশন গুলোতে এখনো...
14/11/2024

Dear Chief Adviser GOB & Ministry of Foreign Affairs, Bangladesh 🇧🇩
বহির্বিশ্বে বাংলাদেশ দূতাবাসে ও হাইকমিশন গুলোতে এখনো বিগত সরকারের আশীর্বাদে নিয়োগ প্রাপ্ত অনেকেই আছেন, যাদের অনেকের কারণে রাষ্ট্রীয় অনেক গুরুত্তপুর্ন তথ্য লিক হয়ে যাচ্ছে, এদের কারণেই সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল Dr. Asif Nazrul সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরের সামনে হেনস্তার শিকার হন।
তাই শিগ্রই এদের ঢাকায় ফিরত পাঠিয়ে, পরীক্ষিত দেশপ্রেমিক ও জুলাই আগস্ট আন্দোলনের সাথে একাত্মতা গ্রহণ করা ব্যক্তিদের হাতে তুলে দিতে হবে বহির্বিশ্বে বাংলাদেশ দূতাবাসে ও হাইকমিশন গুলোকে।
তাতে করেই অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকান্ড গুলো গুরুত্বপূর্ণ দেশ গুলোর কাছে পৌঁছে যাবে, দেশের ভাবমূর্তি যারা ক্ষুন্ন করতে মরিয়া সোশ্যাল মিডিয়ায়, তাহা ব্যর্থ হবে।
বি দ্র দেশ নিয়ে মেইন ষড়যন্ত্র গুলো দেশ থেকে নয়, বিদেশ থেকেই হয়, সে গুলো মোকাবেলা ছাত্র জনতার আবেগ বুঝা শক্ত দূতাবাস প্রয়োজন, জনস্বার্থে পোস্টটি শেয়ার করুন
- ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, জার্মানি

জুলাই–আগস্টের আন্দোলনে আহত পঙ্গু হাসপাতালে ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল চিকিৎসাধীন জাতীয় বীরদের যদি সু চি...
13/11/2024

জুলাই–আগস্টের আন্দোলনে আহত পঙ্গু হাসপাতালে ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল চিকিৎসাধীন জাতীয় বীরদের যদি সু চিকিৎসা না পায়, তা এই সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতা। অতি শিগ্রই সকল আহত বীর ব্যক্তিদের ঘোষিত এক লাখ টাকা দেয়ার দাবি জানাচ্ছি।

13/11/2024

বাংলাদেশের আইসিটি মন্ত্রী হয় নাটোর কলেজের পলক, অথচ দেশের অনেক ইঞ্জিনিয়ার গুগল নাসা তে চাকুরী, তাদের কেউ যদি মন্ত্রী হতো, ভাবুন! এ রকম সব সেক্টরেই আন্তর্জাতিক মানের পাবেন, শুধু সম্মানের সাথে আমন্ত্রণ জানান, দেশ পাল্টে যাবে অল্প দিনেই

সম্প্রতি জার্মানির কোম্পানিতে প্রমোশন পেলাম এটা নতুন অফিস রুম, ইউরোপের উন্নত দেশ জার্মানী, বাংলাদেশি ইঞ্জিনিয়ার হাবিবকে ...
13/11/2024

সম্প্রতি জার্মানির কোম্পানিতে প্রমোশন পেলাম এটা নতুন অফিস রুম, ইউরোপের উন্নত দেশ জার্মানী, বাংলাদেশি ইঞ্জিনিয়ার হাবিবকে শতভাগ ব্যবহার করছে ।
যদি আমি মনে প্রাণে বাংলাদেশকে নিজের সবটুকু দিতে প্রস্তুত
শুধু দেশ ও দেশের মানুষ সম্মানের সাথে আমন্ত্রণ এর অপেক্ষায় ।

দেশটাকে নানা তত্ত্ব ও হযবরল ভাষণ দিয়ে বিভক্ত করবেন না। স্বাধীনতার পর এই প্রথম দেশ একসাথে ঐক্যবদ্ধ হয়ে একটি সংগ্রাম করে জ...
13/11/2024

দেশটাকে নানা তত্ত্ব ও হযবরল ভাষণ দিয়ে বিভক্ত করবেন না।
স্বাধীনতার পর এই প্রথম দেশ একসাথে ঐক্যবদ্ধ হয়ে একটি সংগ্রাম করে জয়ী হয়েছে, অবশই পরাজিত শক্তি সব সময় ষড়যন্ত্র লিপ্ত থাকবেই, সেটা মেনে নিয়েই ঐক্যবদ্ধ এই জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ডঃ মোহাম্মদ ইউনুস Chief Adviser GOB।
বর্তমানে তিনি এমন এক কনফারেন্সে আছেন, যেটা নিয়ে বেশিরভাগ মানুষের হয়তো ধারণাই নাই, 29th session of the Conference of the Parties (COP29), ইহা আগামী দিনের পরিবেশ বিষয়ক গবেষণা ফোরাম, বিশ্ব নেতা ও বিজ্ঞানীরা ডঃ মোহাম্মদ ইউনুসকে দেখে সবাই ফরমালি হ্যান্ডশেক করে না, ওনাকে বুকে টেনে নেয়, তারা জানে এই মানুষ শুধু বাংলাদেশ নয়, বিশ্বকে দিক নির্দেশনা দেয়ার জ্ঞান রাখেন।
অথচ আমাদের কিছু সংকীর্ণ মনা মানুষ গুলো এতো বছর তাকে সুদখোর বলে খোঁচা দিত, নানাভাবে অবজ্ঞা করেছিল।
সবাইকে বলবো রাজনীতিবিদের সৃষ্ট ১৮ বছরের এই জঞ্জাল, পরিষ্কার করতে একটু সময় তো লাগবেই, ধৈর্য ধরুন, নিজের কাজটি সঠিক ভাবে ও সৎ ভাবে করুন, আইনের Dr. Asif Nazrul প্রতি সম্মান রাখুন।
একদিন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, বাংলাদেশের উন্নয়ন টেকসই হইবে।
ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, জার্মানি

Adresse

Chemnitz

Telefon

+8801676163205

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Natallia & Habib erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Natallia & Habib senden:

Videos

Teilen

Kategorie