Natallia & Habib

Natallia & Habib An in*******al couple living in Germany shares love, fun, and positivity of life to inspire others.
(1045)

জার্মানিতে বসবাস বেলারুশের নাতালিয়া ও বাংলাদেশি হাবিবের, সাথে আছে রাজকন্যা নাদিয়া (৩.৫ বছর) ও রাজপুত্র নিভান (১ মাস), এই মিশ্র দম্পতির জীবন ডায়েরি, পরিবারে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা, ভ্রমন, হাসি কান্না রাগ অভিমান, সব মিলে একটি পজিটিভ জীবনধারা দেখতে ফলো করুন নাতালিয়া এন্ড হাবিব পেইজ

Happy New Year 2025
31/12/2024

Happy New Year 2025

31/12/2024

নাতালিয়া হাবিবের সাথে Happy New year 2025 Celebration

মাত্র ৩ মাস বিশ্ব বিখ্যাত ব্যালেট ডেন্স ট্রেনিং পর আপনাদের সবার বাংলাদেশি মেয়ে নাদিয়া, প্রথম জার্মানির মাটিতে স্টেজে পার...
31/12/2024

মাত্র ৩ মাস বিশ্ব বিখ্যাত ব্যালেট ডেন্স ট্রেনিং পর আপনাদের সবার বাংলাদেশি মেয়ে নাদিয়া, প্রথম জার্মানির মাটিতে স্টেজে পারফর্ম করলো।
বাবা মা হিসাবে ৫ বছরের ছোট্ট নাদিয়া এই পারফর্মেন্স আমরা অনেক গর্বিত, অনেক এক্সসাইটেড ছিলাম।
সেই দিনের সুন্দর মুহূর্তের কিছু ছবি আপনাদের জন্য শেয়ার করলাম, নাদিয়াকে ভালোবাসার মানুষ গুলো নিশ্চয়ই আমাদের মতো গর্ব বোধ করবেন।

নারায়ণগঞ্জের মিজানুর রহমান ভাই পেশায় জার্মানিতে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, একমাত্র মেয়ে এমিকে নিয়ে থাকেন আমারদের থেকে ৬০ ...
30/12/2024

নারায়ণগঞ্জের মিজানুর রহমান ভাই পেশায় জার্মানিতে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, একমাত্র মেয়ে এমিকে নিয়ে থাকেন আমারদের থেকে ৬০ কিলোমিটার দূরের শহর আল্টেনবুর্গ। ছোট্ট শহরে আল্টেনবুর্গ দীর্ঘদিন তিনি একাই বাংলাদেশী হিসাবে ছিলেন, ৩৫০০০ হাজার বাসিন্দার সেই শহরে সবাই বাংলাদেশকে চিনে তার মাধ্যমেই।
আমাদের দীর্ঘদিনের সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স, আমাদের ভিডিও বড় ভক্ত তিনি, তাই আমাদের দাওয়াত করলেন। ওনার আন্তরিকতায় নাতালিয়া মুগ্ধ, নাদিয়া নিভানকে ঠিক আপন চাচার মতো আদর ও খেলা করলো।
২৬ বছরের প্রবাস জীবনে কোটি কোটি টাকা রেমিটেন্স পাঠিয়েছেন সোনার বাংলাদেশে, নিজের এলাকায় করছেন নানা উন্নয়নমূলক কাজ। একজন প্রবাসী ভাই হিসাবে সাহায্য করেছেন বাংলাদেশ অনেক দেশের মানুষদের, তার নিজের রেস্টুরেন্টে কাজ দিয়েছেন।
আমরা মিজান ভাই ও তার মেয়ের জন্য শুভ কামনা করছি, তার পরিবারকে আমাদের বাসায় দাওয়াত করে বিদায় নি এই বারের মতো, অনেক দিন পর একটি সুন্দর সন্ধ্যা কাটালাম।
- হাবিব, জার্মানি

29/12/2024

আহা.. আগের টাই তো ভালো ছিলো 🤣 গ্রাফিতি 🤣
❝Proclamation of July Revolution❞
31st December Shaheed Minar- 3:00 pm

নাহিদ চাচ্চুকে পেয়ে নাদিয়া নিভান অনেক মজা করলোনাদিয়া নিভান বাংলাদেশী কোন মানুষ পেলেই তাদের সাথে খুব ভালো মিশে যায়, ব্যাপ...
29/12/2024

নাহিদ চাচ্চুকে পেয়ে নাদিয়া নিভান অনেক মজা করলো
নাদিয়া নিভান বাংলাদেশী কোন মানুষ পেলেই তাদের সাথে খুব ভালো মিশে যায়, ব্যাপারটি আমাকে খুব আনন্দ দেয়, তাদের শিকড়ের মানুষ গুলোকে আপন করে নেয়, আর নাহিদ তো পরিবারের, তাকে পেয়ে পরিবারে এক্সট্রা আনন্দ।

নাতালিয়া ও আমার বাসায় রক্তের সম্পর্কের প্রথম কোন আত্মীয় আসলো, আমার ২২ দিনের ছোট খালাতো ভাই ও বেস্ট বন্ধু নাহিদ, তার বাসা...
28/12/2024

নাতালিয়া ও আমার বাসায় রক্তের সম্পর্কের প্রথম কোন আত্মীয় আসলো, আমার ২২ দিনের ছোট খালাতো ভাই ও বেস্ট বন্ধু নাহিদ, তার বাসায় আসায় নাদিয়া নাতালিয়ার তাকে আপ্পায়ন করতে নানা আয়োজন। একটি সুন্দর পারিবারিক সময় কাটাচ্ছি।

যে মা" ছে কাঁটা বেশি, সেই মা" ছ খেতে ও সময় লাগে, কিন্তু সেই মা" ছের স্বাদ সবচেয়ে বেশি। যে মানুষ সৎ বেশি, তার জীবনে সফল হ...
27/12/2024

যে মা" ছে কাঁটা বেশি, সেই মা" ছ খেতে ও সময় লাগে,
কিন্তু সেই মা" ছের স্বাদ সবচেয়ে বেশি।
যে মানুষ সৎ বেশি, তার জীবনে সফল হতে সময় বেশি লাগে,
কিন্তু সফলতার স্বাদ সবচেয়ে বেশি।
আলহামদুল্লিলাহ

Attention: Chief Adviser GOB, Dr. Asif Nazrul & Asif Mahmud Shojib Bhuyain & other Advisers,অন্তর্বর্তিনকালীন সরকারের উপ...
27/12/2024

Attention: Chief Adviser GOB, Dr. Asif Nazrul & Asif Mahmud Shojib Bhuyain & other Advisers,
অন্তর্বর্তিনকালীন সরকারের উপদেষ্টা পরিষদ যতগুলো মন্ত্রণালয় আছে, উপদেষ্টা পরিষদ ও ঠিক ততগুলি হওয়া উচিত, সে সাথে জেলা ভিত্তিক সহাকরী উপদেষ্টা নিয়োগ করে, দ্রুত দেশের আইন শৃঙ্খলা সহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে না পারলে জনগণ হাঁফিয়ে উঠবে।
পেটের ক্ষুদা ও নিরাপত্তা হীনতা, সাধারণ খেঁটে খাওয়া মানুষদের মানুষের ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে দিতে পারে, জুলাই আগস্টের আন্দোলনের শহীদদের রক্তের মর্যাদা হানী হইতে পারে।
অন্তর্বর্তিনকালীন সরকারের টিমটি বড় করে, সামগ্রিক নিয়ন্ত্রণ আনা এখন সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ, সঠিক সংস্কার করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হইবে, শতভাগ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি ও রাজনৈতিক দলগুলো দলীয় কাঠামোর ভিতরেও যদি গণতান্ত্রিক চর্চা না করতে পারলে সামনে আবারো যেকোন দল এসে সেই স্বৈরশাসকই হয়ে উঠবে।
এই একটি কঠিন চ্যালেঞ্জ, তাই মুক্তিযুদ্ধ ও জুলাই আগস্টের আন্দোলনের চেতনা ধারণ করা একটি শক্তিশালী ও কার্যকরী অন্তর্বর্তিনকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৃদ্ধি এখন অতীব জরুরি।
আপনাদের সবার কাছে গঠনমূলক মতামত চাই ?
- ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান
জার্মানি

৪ বছরে ৭০ লক্ষ মানে ৭ মিলিয়ন ফলোয়ার্সঅনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা সবাইকে। ফলোয়ার্স শুধু একটা সংখ্যা, আমি বিশ্বাস করি,নাতালিয়...
26/12/2024

৪ বছরে ৭০ লক্ষ মানে ৭ মিলিয়ন ফলোয়ার্স
অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা সবাইকে।
ফলোয়ার্স শুধু একটা সংখ্যা, আমি বিশ্বাস করি,
নাতালিয়া হাবিবের পরিবারকে ভালোবাসার মানুষের সংখ্যা,
আরো অনেক অনেক বেশি। ঠিক এই ভাবেই ভালোবেসে যাবেন আমাদের।
আমাদের ভুল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপন ভাই ভাবীর মতো বুঝিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন।
ইনশাআল্লাহ আমরা একদিন ১ কোটির পরিবার হবো, আপনাদের সবাইকে সাথে নিয়ে।

প্রথমবার আমার আপন খালাতো ভাই ও বেস্ট ফ্রেন্ড তাজুল ইসলাম নাহিদ পোল্যান্ড থেকে আমাদের জার্মানি বাসায় বেড়াতে এসেছে, রক্তের...
26/12/2024

প্রথমবার আমার আপন খালাতো ভাই ও বেস্ট ফ্রেন্ড তাজুল ইসলাম নাহিদ পোল্যান্ড থেকে আমাদের জার্মানি বাসায় বেড়াতে এসেছে, রক্তের সম্পর্কের কেউ যখন বাসায় আসে, ভিতরে অন্য রকম খুশি লাগে, বিশেষ করে নাদিয়া নিভান সারাদিনই আংকেল আংকেল করে, নাহিদের সাথে নানা খেলা। ক্রিসমাসের প্রথমদিনে আমরা সবাই মিলে একটি সুন্দর পারিবারিক সময় কাটালাম। ছবিগুলো স্মৃতির পাতায় রেখে দিলাম।

হ্যাপি ফেস্টিভাল টাইম ❤️নাদিয়া নিভানের অনেক আনন্দ পেল ❤️রাশিয়ান সংস্কৃতির মানুষদের সাথে আনন্দ ভাগাভাগি❤️
25/12/2024

হ্যাপি ফেস্টিভাল টাইম ❤️
নাদিয়া নিভানের অনেক আনন্দ পেল ❤️
রাশিয়ান সংস্কৃতির মানুষদের সাথে আনন্দ ভাগাভাগি❤️

২০২৪ টা তো ভালোয় ভালোয় কাটিয়ে দিলাম, আল্লাহ জানে ২০২৫ কপালে যে কি আছে, তাই একটু টেনশানে আছি। I spent 2024 very well, God...
23/12/2024

২০২৪ টা তো ভালোয় ভালোয় কাটিয়ে দিলাম,
আল্লাহ জানে ২০২৫ কপালে যে কি আছে,
তাই একটু টেনশানে আছি।
I spent 2024 very well,
God knows what will happen in 2025.
So I am a little tensed.

23/12/2024

বাচ্চা দুইটাকে ফেলে বউ গেছে অফিস, বাবা পড়লো বিপাকে

আমাকে এই লাভার বয় চশমায় কেমন লাগছে 🥰🥰
22/12/2024

আমাকে এই লাভার বয় চশমায় কেমন লাগছে 🥰🥰

20/12/2024

বিদেশিনী নাতালিয়ার প্রথম বাংলাদেশের শ্বশুরবাড়িতে কান্নাজড়িত আবেগঘন আগমন

20/12/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ভূমি মন্ত্রণালয়, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের দান করুন। আমিন

ফাইনালি ছেলে মেয়ে আমাদের কষ্ট বুঝতে পারলো, নাদিয়া বলে পাপা মামা তোমরা নানা নানী হয়ে গেছো 🤣🤣
19/12/2024

ফাইনালি ছেলে মেয়ে আমাদের কষ্ট বুঝতে পারলো, নাদিয়া বলে পাপা মামা তোমরা নানা নানী হয়ে গেছো 🤣🤣

Adresse

Chemnitz

Telefon

+8801676163205

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Natallia & Habib erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Natallia & Habib senden:

Videos

Teilen

Kategorie