20/09/2024
স্বাধীনতা চাওয়াতে অন্যায় কিছু নেই।.................................................
স্বাধীনতা চাওয়াতে অন্যায় কিছু নেই। যেকোন জাতি তাদের নিজভূমির জন্য স্বাধীনতা চাইতেই পারেন। ১৯৭১ এ আমরা স্বাধীনতা চেয়েছি। আসাম, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয় এবং নাগাল্যান্ড - ভারতের সেভেন সিস্টার্সের স্বাধীনতা চায়। আমাদের দেশের বহুলোক এর সাথে একমত। পাঞ্জাবের একটি দল পাঞ্জাবকে খালিস্তান বানানোর স্বপ্ন দেখে। রোহিঙ্গারা আরাকানের স্বাধীনতা চায়। বেলুচিস্তানের জনগণ বহুযুগ ধরে স্বাধীন বেলুচিস্তান প্রতিষ্ঠা করতে চায়। ভূস্বর্গ কাশ্মীর এর জনগণ স্বাধীনতা চায়। ফিলিস্তিনের জনগণ স্বাধীনতার জন্য অকাতরে বিলিয়ে দিচ্ছে প্রাণ। তাইওয়ান, হংকং, কুর্দিস্তান, ওয়েস্টার্ন সাহারা তাদের স্বাধীনতার জন্য সংগ্রাম করে চলেছে। এছাড়া আফগানিস্তানের পশতুন ও হাজারা জনগোষ্ঠী তালিবানদের থেকে মুক্ত হবার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন জনগোষ্ঠী তাদের ভাষা, সংস্কৃতিকে সমুন্নত রাখতে, তাদের মানবিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকারকে সুরক্ষিত রাখতে প্রজন্ম থেকে প্রজন্ম যুগযুগ ধরে সংগঠিত হয়ে সংগ্রাম করে যাচ্ছে। ঢেলে দিচ্ছে বুকের রক্ত, মায়ের অশ্রু। পরাধীনতার শেকলে কে বাধাঁ পরে থাকতে চায়? মানুষের জন্মই হয়েছে পরাধীনতার শেকল কে দুমড়ে মুচড়ে ফেলে স্বাধীন হয়ে মুক্ত বিহঙ্গের মতো উড়ে চলার। তাই, স্বাধীনতা চাওয়ার মাঝে কোন অন্যায় নেই। স্বাধীনতা চাওয়ার মাঝে কোন পাপ নেই।
*** বিপ্লব দীর্ঘজীবী হোক!
( সুবীর মোদক-কেমনিটজ, জার্মানি- ২০/০৯/২০২৪)