Gowithmodak

Gowithmodak অমৃত মেঘের বারি মুখের কথায় কি মেলে, চাতক স্বভাব না হলে!
🇧🇩🇲🇾🇸🇬🇮🇩🇩🇪🇦🇹🇸🇰🇨🇿🇪🇸🇫🇷🇭🇷 I am a Software Engineer.
(2)

Currently studying Masters Automotive Software Engineering in TU Chemnitz.

স্বাধীনতা চাওয়াতে অন্যায় কিছু নেই।.................................................স্বাধীনতা চাওয়াতে অন্যায় কিছু নেই। যে...
20/09/2024

স্বাধীনতা চাওয়াতে অন্যায় কিছু নেই।.................................................
স্বাধীনতা চাওয়াতে অন্যায় কিছু নেই। যেকোন জাতি তাদের নিজভূমির জন্য স্বাধীনতা চাইতেই পারেন। ১৯৭১ এ আমরা স্বাধীনতা চেয়েছি। আসাম, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয় এবং নাগাল্যান্ড - ভারতের সেভেন সিস্টার্সের স্বাধীনতা চায়। আমাদের দেশের বহুলোক এর সাথে একমত। পাঞ্জাবের একটি দল পাঞ্জাবকে খালিস্তান বানানোর স্বপ্ন দেখে। রোহিঙ্গারা আরাকানের স্বাধীনতা চায়। বেলুচিস্তানের জনগণ বহুযুগ ধরে স্বাধীন বেলুচিস্তান প্রতিষ্ঠা করতে চায়। ভূস্বর্গ কাশ্মীর এর জনগণ স্বাধীনতা চায়। ফিলিস্তিনের জনগণ স্বাধীনতার জন্য অকাতরে বিলিয়ে দিচ্ছে প্রাণ। তাইওয়ান, হংকং, কুর্দিস্তান, ওয়েস্টার্ন সাহারা তাদের স্বাধীনতার জন্য সংগ্রাম করে চলেছে। এছাড়া আফগানিস্তানের পশতুন ও হাজারা জনগোষ্ঠী তালিবানদের থেকে মুক্ত হবার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন জনগোষ্ঠী তাদের ভাষা, সংস্কৃতিকে সমুন্নত রাখতে, তাদের মানবিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকারকে সুরক্ষিত রাখতে প্রজন্ম থেকে প্রজন্ম যুগযুগ ধরে সংগঠিত হয়ে সংগ্রাম করে যাচ্ছে। ঢেলে দিচ্ছে বুকের রক্ত, মায়ের অশ্রু। পরাধীনতার শেকলে কে বাধাঁ পরে থাকতে চায়? মানুষের জন্মই হয়েছে পরাধীনতার শেকল কে দুমড়ে মুচড়ে ফেলে স্বাধীন হয়ে মুক্ত বিহঙ্গের মতো উড়ে চলার। তাই, স্বাধীনতা চাওয়ার মাঝে কোন অন্যায় নেই। স্বাধীনতা চাওয়ার মাঝে কোন পাপ নেই।
*** বিপ্লব দীর্ঘজীবী হোক!
( সুবীর মোদক-কেমনিটজ, জার্মানি- ২০/০৯/২০২৪)

আদিবাসীদের উপর নিপীড়ন বন্ধ কর।
20/09/2024

আদিবাসীদের উপর নিপীড়ন বন্ধ কর।

দুর্গাপূজায় নিরাপত্তার জন্য প্রতিটি মন্দিরে ও আশেপাশে সেনাবাহিনী মোতায়েনের জন্য বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই।
19/09/2024

দুর্গাপূজায় নিরাপত্তার জন্য প্রতিটি মন্দিরে ও আশেপাশে সেনাবাহিনী মোতায়েনের জন্য বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই।

Madame Tussaud’s Prague 🇨🇿
14/09/2024

Madame Tussaud’s Prague 🇨🇿

এ যাত্রায় উৎসব মন্ডল বেঁচে আছে...
09/09/2024

এ যাত্রায় উৎসব মন্ডল বেঁচে আছে...

06/09/2024

খবরে দেখলাম সাবেক ভূমিমন্ত্রীর পুত্রকে গ্রেপ্তার করা হয়েছে অস্ত্র ও মাদকসহ। তারপর তার বিরুদ্ধে করা হত্যা মামলায় তাকে জেলহাজতে নিয়ে যাওয়া হচ্ছে। ছাত্র আন্দোলনে হত্যার মদদদাতা তিনি। ভালো কথা। আসামি গ্রেপ্তার হয়েছে।
কিন্তু নাটকগুলো পুরোনো। বেনজির-হারুনদের মতোই সাজানো। আগেও অস্ত্র ও মাদকসহই গ্রেপ্তার করা হতো। এইসব আসামিরা যেন সবসময় মাদক খেয়ে নেশাগ্রস্থ হয়ে থাকে! যখন কিনা পালানোর রাস্তা নেই, তখনও নেশায় বুদ্ হয়ে থাকে! অদ্ভুত না?
***সঠিকভাবে, সঠিক মামলায় গ্রেপ্তার করা না হলে এরা আইনের ফাক গলে বের হয়ে যাবে। RAB ওই আগের মতোই নাটক করছে। পুলিশও তাই। তাই আমিও বলি- নাটক কম কর পিও।

04/09/2024

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি

জার্মানিতে শখের কৃষিকাজ…
01/09/2024

জার্মানিতে শখের কৃষিকাজ…

Congratulation LKD for the brilliant hundred! Outstanding performance in Rawalpindi. What an innings! Litton Kumer Das
01/09/2024

Congratulation LKD for the brilliant hundred! Outstanding performance in Rawalpindi. What an innings!
Litton Kumer Das

চরণও ধরিতে দিও গো আমারে…
26/08/2024

চরণও ধরিতে দিও গো আমারে…

06/08/2024

Recently I saw an interim government list proposed by the coordinator of 'Baishamya Birodhi Chatro Andolon'. The list seems to be a USA prescribed list. Looks like the USA and its Indo-Pacific Alliance is now successful in establishing its base and taking control of the Indo-Pacific Region.
If it really happened, it would be a shame to me and would be injustice to the revolutionary people of Bangladesh.

***Long Live Revolution

06/08/2024

ছাত্রদের দেয়া অর্ন্তবর্তীকালীন সরকারের রুপরেখা:

১. ড. মুহাম্মদ ইউনুস, প্রধান উপদেষ্টা।
২. ড. বদিউল আলম মজুমদার।
৩. মতিউর রহমান চৌধুরী (মানবজমিন)।
৪. ড. আসিফ নজরুল।
৫. ড. সলিমুলিলাহ খান।
৬. ব্রি. জেনারেল ড. সাখাওয়াত হোসেন।
৭. মেজর জেনারেল মুনিরুজজামান।
৮. আলোকচিত্র শিল্পী শহিদুল আলম।
৯. সৈয়দা রেজওয়ানা হাসান।
১০. ⁠ডা: পিনাকী ভট্টাচার্য।
১১. ⁠ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
১২. প্রজেশ চাকমা।

- সরকারের মেয়াদ ৩-৬ বছর (সর্বোচ্চ)।
- মেয়াদ শেষের ৩ মাস আগে নির্বাচনের ব্যবস্থা করা।
- পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে আজ ৬ আগস্ট বিকালের মধ্যেই সরকার গঠন।
- প্রধান বিচারপতির অপসারণ/পদত্যাগ এবং দলবাজ বিচারপতিদের অপসারণ।
- আইনশৃঙ্খলাবাহিনীর বিভিন্ন প্রধানদের অবসরে পাঠানো (তিন বাহিনী বাদে)।
- নির্বাচন কমিশন পুনর্গঠন।
- সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাপনা বাতিল।
- সরকারের সকল চুক্তিভিক্তিক নিয়োগ বাতিল।
- ছাত্র-নাগরিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, নিহত ও আহত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান।
- জুলাই মাসকে জাতীয় শোকের মাস ঘোষণা।
- বিগত ১৫ বছরের দুর্নীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনা, শ্বেতপত্র প্রকাশ।
- দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন।

04/08/2024

সেনাবাহিনী, বিএনপি, আওয়ামীলীগ, ইউনুস(দৃক ও ইন্দো-প্যাসিফিক অ্যালায়েন্স) - সরকার গঠনে এদের কাউকেই চাইনা।
* দেশ পরিচালনায় সেনাবাহিনী ও বিএনপি-আওয়ামীলীগের অভিজ্ঞতা আমাদের জানা।
* ইউনুস (দৃক ও ইন্দো-প্যাসিফিক অ্যালায়েন্স) শুধুমাত্র মার্কিন স্বার্থ হাসিল করতে বদ্ধপরিকর।
বাংলাদেশ রাস্ট্রের জন্ম যেসব স্তম্ভের উপর, সংবিধানের চার মূলনীতি- গনতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বাঙালী জাতিয়তাবাদের ভিত্তিতে দেশ চলতে হবে। দেশটা হতে হবে কৃষক-শ্রমিক-মজুরের। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা, বীর শহীদেরা, বীর মুক্তিযোদ্ধারা সেই উদ্দেশ্যেই দেশটি স্বাধীন করেছিলেন। এজন্যই দেশটির নাম বাঙলাদেশ। এই দেশ কোন রাজাকার-আলবদরের গাড়িতে জাতীয় পতাকা উড়তে দেয়ার দেশ হতে পারেনা। এই দেশ কোন রক্ষীবাহিনী উৎপাদনের কারখানা হতে পারেনা। এই দেশ কোন কালো চশমার খুনি ও তার দোসরদের ‘হ্যা-না’ ভোটের দেশ হতে পারেনা। এই দেশ কোন বিশ্ববেহায়া স্বৈরাচারের দেশ হতে পারেনা। এই দেশ কোন কওমীজননী উৎপাদনের দেশ হতে পারেনা। এই দেশ বিনাভোটের ও রাতের ভোটের স্বৈরাচারী দুঃশাসনের দেশ হতে পারেনা। এই দেশ ইন্ডিয়া-পাকিস্তান-আমেরিকা-চিন এইসব দেশের গোলামির দেশ হতে পারেনা।
বাঙলাদেশ, বিশ্বের বুকে জ্বলজ্বল করতে থাকা ৫৩ বছরের এক তরুণ স্বাধীন সার্বভৌম ভূখন্ড। বাঙলাদেশ, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পৃথিবীর বুকে মাথা উঁচু করে থাকা শ্যামল ভূমি। এই দেশ ক্ষুদিরাম-মাস্টারদা-প্রীতিলতার আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত। এই দেশ ‘৭১ এর ১৪ ডিসেম্বর শিক্ষক-বুদ্ধিজীবিদের আত্মত্যাগের দেশ। এই দেশ হাজারও বিপ্লবী বন্দির রক্তের বিনিময়ে অর্জিত। তাই যতোক্ষণ পর্যন্ত এই মাতৃভূমি সকলধরণের বন্দিদশা থেকে মুক্ত না হবে ততোক্ষণ পর্যন্ত লড়াই জারি রাখতে হবে।
পরিশেষে, সোনার বাঙলা যারা আজও শ্মশানে পরিনত করার ঘৃণ্য প্রয়াসে মত্ত, তাদের বুকে এই তরুণ প্রজন্ম, এই ছাত্রসমাজ শেষ শেলটি নিক্ষেপ করবেই। বৈষম্যবিরোধী রাস্ট্র বিনির্মাণ আজ সময়ের দাবি। সকল লুটেরা, ফরিয়া মহাজন, ঘুষখোর-দূর্নীতিবাজ, কাউয়া-চাটুকার-চামচা, স্বৈরাচার-রাজাকার, সাম্রাজ্যবাদ- এদের কবর রচনা করার এটাই উত্তম সময়।
জয় হোক মেহনতী মানুষের। জয় হোক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। জয় হোক কৃষক-শ্রমিক-জনতার। জয় হোক বাঙলাদেশের।
বাঙলাদেশ অনন্ত অক্ষত মূর্তি জাগে।

03/08/2024

আমরা চাই, আজাদী। স্বৈরাচার, খুনি, লুটপাট, দুর্নীতি, মৌলবাদ, সন্ত্রাস থেকে আজাদী।

জাতীয় শহীদ মিনার এলাকা, ৩ আগস্ট, ২০২৪।

Adresse

Zschopaur Platz 14
Chemnitz
09126

Telefon

+4917677865020

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Gowithmodak erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Gowithmodak senden:

Videos

Teilen

Kategorie