Labon roy

Labon roy Jony Roy

21/07/2023

বিয়ের বারিতে কিন্তু মুহুর্তে ডান্স এর ভিডিও

Happy freelancing
03/07/2023

Happy freelancing

03/05/2023

যারা ফ্রিল্যানন্সিং শিখে অর্থ উপার্জন করে পরিবারের হাল ধরতে চান শুধু তারাই যোগাযোগ করুন। আমি আপনাদের সহয়তা করবো। হয়তো টাকা দিয়ে হেলপ করতে পারবো না তবে আপনি যাতে ভবিষ্যতে মাথা উচু করে চলতে পরিবারের অর্থনৈতিক সমস্যা দূর করতে সেরকম ভালো একটা পথ দেখিয়ে দিতে পারবো। inbox

ফ্রিল্যান্সিং  করতে কোন বয়স লাগেনা ইচ্ছা  থাকলে লাখ টাকা ইনকাম  করা সম্ভব
17/03/2023

ফ্রিল্যান্সিং করতে কোন বয়স লাগেনা ইচ্ছা থাকলে লাখ টাকা ইনকাম করা সম্ভব

14/11/2022

আজকে বেকারত্ব দূর করার জন্য তরুণ প্রজন্মের আরেকটা আশার আলো আউটসোর্সিং,ফ্রিল্যান্সিং।

শুধু মাত্র ছেলেরাই নয় মেয়েরাও আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এ অনেকটা বেশি এগিয়ে আছে।

কোন কিছুই অর্জন করা সহজ নয়, সময়,ধৈর্য এবং পরিশ্রম করতে হয়। 💛💛💛


📱মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়.??আপনারা যারা গেম, ফেসবুক, মেসেন্জার, ইউটিউব চালিয়ে টাইম পাস করছেন ঠিক আপনার মতো কিছু...
13/11/2022

📱মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়.??

আপনারা যারা গেম, ফেসবুক, মেসেন্জার, ইউটিউব চালিয়ে টাইম পাস করছেন ঠিক আপনার মতো কিছু ছেলে মেয়ে ঐ ফেসবুক, ইউটিউবকে কাজে লাগিয়ে অনলাইনে টাকা ইনকাম করছে, যেহেতু এটা মূলত স্বাধীন পেশা এবং এইখানেও স্পন্সর নেয়ার মাধ্যমে ক্লাইন্টের কাজ করা হয় তাই একেও ফ্রিল্যান্সিং বলা যায় 🙂

আর আপনারা শুধু অযুহাত আছে অনেক,

📣আমার কি কম্পিউটার আছে.?

📣আমি কি ইংলিশ পারি.?

📣আমার নেট ভালো পায় না,

📣আমি যে গ্রামে থাকি,আমি কি পারবো.?

চেষ্টা করলে সব কাজেই সহজ হয়। আপনিও পাড়বেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে আজ থেকেই কোন কিছু শুরু করে দেন।

আপনিও ভালো কিছু করতে পারবেন✌️।

ছাত্র জীবনে  ফ্রিল্যান্সিং  শেখার অন্যতম একটি সময়। 🥦সেই সময় টা  অবসর বসে না থেকে ,আড্ডা পরিহার করে, খেলাধুলায় সময় না...
11/11/2022

ছাত্র জীবনে ফ্রিল্যান্সিং শেখার অন্যতম একটি সময়।
🥦সেই সময় টা অবসর বসে না থেকে ,আড্ডা পরিহার করে, খেলাধুলায় সময় না দিয়ে , # PUBG খেলায় সময় না দিয়ে।
💻 ফেসবুক এবং ইউটিউব কে কাজে লাগিয়ে আয় করতে পারি।🥰
✡️ ফ্রিল্যান্সিংয়ে 💻 হয়ে নিজের ক্যারিয়ার গড়তে পারি।✡️
🌹পরিবারের পাশে দাঁড়ানোর একটি মাত্র মাধ্যম! সেটি হলো ফ্রিল্যান্সিং 🖥️
🖥️ফ্রিল্যান্সিং শেখার মাধ্যমে , নিজের Skillup করে ঘরে বসে ইনকাম করা যায়।
🥀হয়তো একটিমাত্র উদ্যোগ আপনার জীবন কে পাল্টে ফেলতে পারে।
🌳তাহলে কেন আমরা বেকার বসে থাকবো? কেন আমরা পরিবারের বোঝা হয়ে থাকবো?
নিজের প্রতি ও তো লজ্জা থাকা উচিত!
🌵যে মানুষটা দিনরাত পরিশ্রম করে, আমাদের মুখে আহার তুলে দিচ্ছে, সেই মানুষটি আর কেউ না নিজের বাবা।
💐একবারও কি ইচ্ছা করে না বাবার পাশে দাঁড়াতে ? সময় তো চলে যাচ্ছে নিজেকে পরিবর্তন করতে পারছি না কেন এখনো।❤️
💥আমরা চাইলেই 🖥️ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজের 💥ক্যারিয়ার গড়তে পারি।
আমাদের দ্বারায় সম্ভব ।
# happy freelencing 🥰❤️

পড়াশোনার পাশাপাশি(( ফ্রিলান্সিং)) 🎉🥰((ফ্রিলান্সিং)) করতে কি করতে কি কম্পিউটার লেপটপ লাগে? 🤔 আমি তো ফোন দিয়েই করি।। 🎉🥰সম্...
11/11/2022

পড়াশোনার পাশাপাশি(( ফ্রিলান্সিং)) 🎉🥰

((ফ্রিলান্সিং)) করতে কি করতে কি কম্পিউটার লেপটপ লাগে?
🤔 আমি তো ফোন দিয়েই করি।। 🎉🥰
সম্পুর্ন সরকারি আওতাভুক্ত।

সুযোগ আছে।
অনলাইন / অফলাইন😊

#সিলেবাস প্রনয়ন !
#পরীক্ষা নিয়ন্ত্রন !
#সার্টিফিকেট প্রদান !
প্রভৃতি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত !।।🥀





🥰🥀 জানতে আগ্রহী থাকলে ইনবক্স করুন।

07/11/2022

Akta sothik sidhanto apnar jibon k bodle dite pare.
Jibone sofolota paoyar jonno nijekei lorte hoy.
Freelancing amn akta madhon jeta diye apni apnar sopno gula puron korte parben.
Dhorjo sara kono safollo paoya somvob nah.
Nijer monobol e pare nijek sothik isthane niye jete.
Keu freelancing korte chaile inbox koren.

07/11/2022

আপনি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন?
প্রথমতঃ
আগে আপনার লক্ষ্য স্থির করুন।
দ্বিতীয়তঃ
নিজেকে প্রশ্ন করুন?
আপনার ফ্রিল্যান্সিং শেখার মত ধৈর্য আছে কিনা? প্রতিদিন ৩-৪ ঘন্টা সময় দিতে পারবেন কিনা? আপনার হাতে ৬মাস -১ বছর সময় আছে কিনা?

আমি আপনাকে বলব না আপনি সফল হতে পারবেন।এমনকি ১-২ মাসের মধ্যে ইনকামের গ্যারান্টিও দিতে পারবো না।
কারণ ফ্রিল্যান্সিং হল স্কিল নির্ভর কাজ। যেখানে স্কিল এর উপর ভিত্তি করে কাজ করতে হয়। পাশাপাশি ধৈর্য.পরিশ্রম এবং সময় অত্যন্ত প্রয়োজন।
এখন আপনাকেই Decision নিতে হবে আপনি ধৈর্য,পরিশ্রম এবং সময় এগুলো invest করতে পারবেন কিনা?

এবং সব থেকে বড় বিষয় , আপনি নিজের উপরে নিজে কনফিডেন্ট কিনা, যে আপনি পারবেন।

যদি উত্তর হ্যাঁ হয়।
তাহলে আমি বলব ফ্রিল্যান্সিং আপনার জন্য।
যদি উত্তর না হয়।
ফ্রিল্যান্সিং আপনার জন্য নয়।

নারীদের জন্য সবচেয়ে নিরাপদ প্রফেশন হলো --- ফ্রিল্যান্সিং তাহলে চলুন জেনে নিই ফ্রিল্যান্সিং এর মানেটা কি....!ফ্রিল্যান্স...
06/11/2022

নারীদের জন্য সবচেয়ে নিরাপদ প্রফেশন হলো --- ফ্রিল্যান্সিং

তাহলে চলুন জেনে নিই ফ্রিল্যান্সিং এর মানেটা কি....!

ফ্রিল্যান্সিং মূলত হচ্ছে মুক্ত পেশা। অনলাইন ভিত্তিক কাজে নিজের স্কিল
ডেভেলপমেন্ট করে আপনি চাইলে ঘরে বসেই বিশ্বের বিভিন্ন দেশের, বিভিন্ন প্রজেক্টে কাজ করে নিজের ইচ্ছেমত ইনকাম করতে পারবেন।

যেহুতু ঘরে বসে কাজ করে আয় করা যায় সে ক্ষেত্রে অবশ্যই মেয়েদের জন্য এই প্রফেশনটা সবচেয়ে বেশি নিরাপদ কারণ থাকে কাজ করার জন্য বাহিরে যেতে হচ্ছে না।

আমি খুব গর্ববোধ করি এই প্রফেশনে এসে। ফ্রিল্যান্সিং করার মাধ্যমে আস্তে আস্তে করে পুরো দেশে ভ্রমন করার সুযোগ পাচ্ছি কারণ এইখানে কাজের কোনো প্রেসার নেই সেই সাথে সারা বাংলাদেশে অনেকগুলো ভাই বোনের সাথে কানেক্ট হয়ে কাজ করার সুযোগ পেয়েছি।

তাই যারা নিজেদের ক্যারিয়ার নিয়ে চিন্তিত তাহলে আপনি আজ থেকেই শুরু করতে পারেন ফ্রিল্যান্সিং।

31/10/2022

""মানুষ চাইলে সব পারে শুধু ইচ্ছশক্তি ও সঠিক সিদ্ধান্ত নিতে পারতে হয় ""
একজন ভাইয়া বনে বসে যেখানে কারেন্ট সমস্যা,নেট দূর্বল তাও ওনি সেখানে থেকেই ফ্রিল্যান্সিং করে মাসে হাজার হাজার ডলার ইনকাম করছে --তাহলে আপনি আমি কেন পারবো যেখানে আমাদের সকল সুযোগ আছে!!
তাই যারা এখনো ভাবছেন যে করবো কিনা তারা আজ শুরু করেন!!
::কথায় আছে _সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না::

...

31/10/2022

১০০% বৃত্তিতে ফ্রিল্যান্সিং আইটি কোর্স করুন ।
কোর্স শেষে পাবেন ওয়ার্ল্ড ভেরিফাইড সার্টিফিকেট ।

বাংলাদেশের অন্যতম স্বনামধন্য তথ্যপ্রযুক্তি ও প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ড্রিমল্যান্ড আইটি এন্ড সফটওয়্যার দক্ষ জনবল তৈরী করছে ।

নিচে উল্লেখিত আইটি ট্রেনিং এবং ফ্রিলান্সিং কোর্সে সীমিত সংখ্যক আসনে মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি চলছে ।

দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি ও প্রফেশনাল প্রতিষ্ঠাণ ড্রিমল্যান্ড আইটি এন্ড সফটওয়্যার উদ্যোগে পরিচালিত।

কোর্সগুলি হলোঃ
Digital Marketing & SEO
Web Design & Development
Digital Marketing & SEO

শুধুমাত্র গত ৫ বছরে প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ড্রিমল্যান্ড আইটি এন্ড সফটওয়্যার ৩৫ হাজার শিক্ষার্থীদের সফলতার সাথে প্রশিক্ষণ করিয়ে দক্ষ করে গড়ে তুলেছে ।

ড্রিমল্যান্ড আইটি এন্ড সফটওয়্যার
অফিস ঠিকানাঃ
৬৮-৬৯ কনসেপ্ট টাওয়ার, ৬ষ্ঠ তলা (লিফটের ৫) পান্থপথ, ঢাকা, ১২০৫
(পান্থপাথ সিগন্যাল এর সাথে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশের বিল্ডিং )

21/10/2022
ফ্রিলান্সার হওয়া খুব কঠিন?আপনিও ভাবছেন ফ্রিল্যান্সিং করবেন কিন্তু ভয়ে করতে পারছেন না? ইনবক্সে যোগাযোগ করুন, ১ মাসে ৫০হাজ...
21/10/2022

ফ্রিলান্সার হওয়া খুব কঠিন?
আপনিও ভাবছেন ফ্রিল্যান্সিং করবেন কিন্তু ভয়ে করতে পারছেন না? ইনবক্সে যোগাযোগ করুন, ১ মাসে ৫০হাজার ইনকাম।🤣🤣

এমন বিজ্ঞাপন দেখে বিব্রত হবেন না। ফ্রিল্যান্সিং করা এতটাও কঠিন না যতটা আপনি ভাবছেন। কিন্তু এতোটাও সহজ না যে ১ মাসে ৫০ হাজার ইনকাম করে ফেলবেন!

প্রফেশনাল ফ্রিলান্সার হতে গেলে অবশ্যই যে জিনিস গুলো আপনার থাকা প্রয়োজন তা হলো,
১. Mind Set.
২. কম্পিউটার বা অন্তত ভালো একটা মোবাইল।
৩. ভালো একটা নেটওয়ার্ক।
৪. যে বিষয়ে ফ্রিল্যান্সিং করবেন সেই বিষয়ে দক্ষ হওয়া।
৫. অবশ্যই একজন পথ প্রদর্শক থাকা,যে সবসময় আপনাকে সাহায্য করবে।
৬. হাল না ছাড়া।

এই বিষয় গুলো থাকলে অবশ্যই একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা সম্ভব 🥰

Adresa

Praha

Otevírací doba

Pondělí 09:00 - 21:00
Úterý 09:00 - 21:00
Středa 09:00 - 21:00
Čtvrtek 09:00 - 21:00
Pátek 09:00 - 21:00
Sobota 09:00 - 21:00
Neděle 09:00 - 21:00

Telefon

+8801304837800

Internetová stránka

Upozornění

Buďte informováni jako první, zašleme vám e-mail, když Labon roy zveřejní novinky a akce. Vaše emailová adresa nebude použita pro žádný jiný účel a kdykoliv se můžete odhlásit.

Kontaktujte Společnost

Pošlete zprávu Labon roy:

Videa

Sdílet

Mediálních Společností v blízkosti


Ostatní Digitální tvůrce ve měste Praha

Ukázat Vše