KamranZon

KamranZon আসসালামু আলাইকুম

I have reached 500 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
31/03/2023

I have reached 500 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

01/01/2023

Happy new year

07/12/2022

26/11/2022

কি অদ্ভুত হাতের কারিগরি।

12/11/2022

রাতের কিছু দৃশ্য।

18/10/2022

সাইপ্রাসের লার্নাকা শহরের বৃষ্টি ভেজা রাস্তায়।
সাথে আমি আছি Kamran Adnan

14/09/2022
মাঠের উত্তাপ বা ফ্যান্সদের মধ্যে যতই সোশাল মিডিয়ায় মারামারি হোক, কিন্তু সোনালী অতীত কখনই ভোলার মতন না।ভারত পাকিস্তান আমা...
11/09/2022

মাঠের উত্তাপ বা ফ্যান্সদের মধ্যে যতই সোশাল মিডিয়ায় মারামারি হোক, কিন্তু সোনালী অতীত কখনই ভোলার মতন না।

ভারত পাকিস্তান আমাদের টেস্ট স্ট্যাটাস দেবার সাপোর্ট দিয়েই সব দায়িত্ব শেষ ভেবে নিয়েছিলো। তারপর ১৭ বছর লেগেছে ভারতের মাটিতে দাওয়াত পেতে, আর পাকিস্তান!!! একের পর এক অযুহাত দিয়ে ন্যায্য সফরগুলা মেরে খাইসে। এমনকি আরব আমিরাতে সফর খেলার অফার দিলেও খেলতে চায় নাই তারা।

ব্যাতিক্রম ছিলো শ্রীলংকা। টেস্ট স্ট্যাটাস পাবার ৩ মাসের মধ্যেই শ্রীলংকা আমাদের দাওয়াত দিয়েছে। বহুবার তারা এসেছে বাংলাদেশে সফর করতে। আমরাও প্রায়ই গিয়েছিলাম সেখানে। ট্রাইনেশন হোক বা দ্বিপাক্ষিক সফর।

শুধু এতটুকুই না, আমাদের সেরা কোচদের অনেকেই শ্রীলংকান। হোক সেটা একসময়ের বোলিং কোচ চম্পাকা রামানায়েকে কিংবা আন্ডার ১৯ জেতা দলের নাভিদ নেওয়াজ। আর ডেভ হোয়াটমোর এবং চান্ডিকা হাথুরুতো আজও মনে গাথা।

যখন অনেক দল তাদের ২য় সারির দল আমাদের সাথে খেলাতো তখনও সাঙ্গা-মাহেলারা আমাদের সাথে খেলতো। মুরলির স্পিন ক্যাম্পে যেতো আমাদের রফিক ভাই। এসব কম কিসের?

জিম্বাবুয়ের পর টেস্ট পরবর্তী সময় আমাদের সবচাইতে বেশী কেউ যদি সাহায্য করে তবে সেটা শ্রীলংকাই।

অভিনন্দন শ্রীলংকা।❤️❤️❤️❤️❤️

সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সৈয়দা সাজেদা চৌধুরী ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি...
11/09/2022

সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সৈয়দা সাজেদা চৌধুরী ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

৩০ জুলাই,২০২২খ্রি.শনিবার, বিয়ানীবাজার উপজেলা এবং ৩১ জুলাই,২০২২ খ্রি.রবিবার,গোলাপগঞ্জ উপজেলা গণমিলনায়তনে সকাল ১০-০০ ঘটি...
23/07/2022

৩০ জুলাই,২০২২খ্রি.শনিবার, বিয়ানীবাজার উপজেলা এবং ৩১ জুলাই,২০২২ খ্রি.রবিবার,গোলাপগঞ্জ উপজেলা গণমিলনায়তনে সকাল ১০-০০ ঘটিকায় সাবেক সফল শিক্ষামন্ত্রী, জননেতা নুরুল ইসলাম নাহিদ এম.পি মহোদয়ের গণসাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত সংশ্লিষ্ঠ উপজেলার যেকোনো অধিবাসী যেকোনো বিষয়, সমস্যা, দাবি, বা পরামর্শ দিতে পারেন। সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ সকলের বক্তব্য শুনবেন এবং করণীয় সম্পর্কে আলোচনা করবেন।
গণসাক্ষাৎ অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত।

বিয়েসহ সব অনুষ্ঠান শেষ করতে হবে সন্ধ্যা ৭টার মধ্যে, অফিসে এসি চালাতে হবে ২৫ ডিগ্রির উপরে_____________প্রধানমন্ত্রীর জ্বা...
07/07/2022

বিয়েসহ সব অনুষ্ঠান শেষ করতে হবে সন্ধ্যা ৭টার মধ্যে, অফিসে এসি চালাতে হবে ২৫ ডিগ্রির উপরে_____________

প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, সেপ্টেম্বরের আগে বিদ্যুৎ সংকট কমছে না। অফিসে ২৫ ডিগ্রির নিচে এসি চালানো যাবে না। বিয়েসহ সব অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে।

বৃহস্পতিবার (৭ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি বিভাগ এবং উৎপাদন, বিতরণ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা এসব কথা বলেন।

ওয়ার্ক ফর্ম হোমেরও চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বর্তমান পরিস্থিতিকে যুদ্ধ উল্লেখ করে তিনি বলেছেন, এই যুদ্ধ মোকাবেলায় সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, এই সংকট কাটাতে পুরনো গ্যাস ফিল্ডগুলো থেকে কী পরিমাণে গ্যাস পাওয়া যায় সে বিষয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অবৈধ বিদ্যুৎ ও গ্যাসলাইন সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।

বিয়ানীবাজার উপজেলা'র ১০টি(দশ)  প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ায় বাংলাদেশের শিক্ষা বিপ্লবের অগ্রদূত,  সাবেক সফল শিক্ষামন্ত্রী,...
06/07/2022

বিয়ানীবাজার উপজেলা'র ১০টি(দশ) প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ায় বাংলাদেশের শিক্ষা বিপ্লবের অগ্রদূত, সাবেক সফল শিক্ষামন্ত্রী, জননেতা নুরুল ইসলাম নাহিদ এম.পি মহোদয়-কে
বিয়ানীবাজার বাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

প্রতিষ্ঠানসমূহের নাম নিম্নরূপ ঃ

১। দুবাগ স্কুল এন্ড কলেজ ( কলেজ শাখা) ।
২। বিয়ানীবাজার সিনিয়র কামিল মাদ্রাসা ( কামিল স্তর) ।
৩। বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়।
৪। এসএফএইচ (পঞ্চগ্রাম) উচ্চ বিদ্যালয়।
৫।শালেশ্বর উচ্চ বিদ্যালয়।
৬।বিবিরাই নিম্নমাধ্যমিক বিদ্যালয়।
৭। বিয়ানীবাজার জামেয়া ইসলামিয়া।
৮। তহিরুন নেছা চৌধুরী একাডেমি।
৯। হাজী ফয়জুর রহমান একাডেমি।
১০। সারপার হাফিজিয়া দাখিল মাদ্রাসা।

_____________ব্রেকিং নিউজ_____________০৭ থেকে ১৩ জুলাই মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধ।
03/07/2022

_____________ব্রেকিং নিউজ_____________
০৭ থেকে ১৩ জুলাই মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধ।

পদ্মা সেতুর পর ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিষিদ্ধ করার কথা ভাবছে সড়ক ও জনপথ বিভাগ (আরএইচডি)।আজ (২৯ জ...
29/06/2022

পদ্মা সেতুর পর ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিষিদ্ধ করার কথা ভাবছে সড়ক ও জনপথ বিভাগ (আরএইচডি)।

আজ (২৯ জুন) একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন বলেন, আমরা ইতোমধ্যেই (ঢাকা-মাওয়া-ভাঙ্গা) এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিষিদ্ধ করার প্রস্তাব পাঠিয়েছি। তবে সার্ভিস লেনগুলোতে মোটরসাইকেল চালানোর অনুমতি দেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।


জাতির গৌরবের প্রতীক ‘পদ্মা সেতু’র উদ্বোধন উপলক্ষে মুদ্রিত।আগামী ২৫ জুন, ২০২২ তারিখ জাতির গৌরবের প্রতীক ‘পদ্মা সেতুর' উদ্...
24/06/2022

জাতির গৌরবের প্রতীক ‘পদ্মা সেতু’র উদ্বোধন উপলক্ষে মুদ্রিত।

আগামী ২৫ জুন, ২০২২ তারিখ জাতির গৌরবের প্রতীক ‘পদ্মা সেতুর' উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ১০০ টাকা মূল্যমান স্মারক নোট
মুদ্রণ করেছে। আগামী ২৬ জুন, ২০২২ তারিখ হতে উক্ত স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে অন্যান্য শাখা
অফিসে পাওয়া যাবে।

কারো বড় নৌকা প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেনরিয়াজ ভাই-০১৭১১১৪৬২১৮(ছাতক,দোয়ারাবাজার)ছালিম ভাই-০১৮৭৫৩২৪৬২৬(জাফলং) হাসিম ভাই...
21/06/2022

কারো বড় নৌকা প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন
রিয়াজ ভাই-০১৭১১১৪৬২১৮(ছাতক,দোয়ারাবাজার)
ছালিম ভাই-০১৮৭৫৩২৪৬২৬(জাফলং)
হাসিম ভাই-০১৭২৩০০৪৩০৩(জাফলং, বিছনাকান্দি)
আফসর-০১৭৯৮৫২২১১৭(সুনামগঞ্জ)
লোকমান ভাই-০১৭৩৬৮৩৫১১৯(জাফলং)
শামসুদ্দিন চাচা-০১৩১৬২৩৩৯৫৭(জাফলং)
মোমিন-০১৭৫৮২২৮২৩১(কানাইঘাট আছে)
কালাম ভাই-০১৭৪৭৮৩৪৬১৫( ছোট নৌকা কানাইঘাট আছে)
তাজুল মামা-০১৭১৫৮৬১০৫৪(ছোট নৌকা কানাইঘাট আছে)
বদরুল ভাই-01758496041( কানাইঘাট থেকে যেকোনো ধরনের নৌকা ব্যবস্থা করে দিবেন)

অনেকের মোবাইলে নেটওয়ার্ক নাই,অনেকবার চেষ্টা করলে কল ঢুকে।

"ব্যারিস্টার সুমন" ৭০ লক্ষ"নাসির উদ্দীন" ৫ লক্ষ"ফারাজ করিম" চৌধুরী ২০ লক্ষ"তাশরিফ খান" ১৬ লক্ষ"অনন্ত জলিল" ৩০ লক্ষ"মহিউদ...
21/06/2022

"ব্যারিস্টার সুমন" ৭০ লক্ষ
"নাসির উদ্দীন" ৫ লক্ষ
"ফারাজ করিম" চৌধুরী ২০ লক্ষ
"তাশরিফ খান" ১৬ লক্ষ
"অনন্ত জলিল" ৩০ লক্ষ
"মহিউদ্দন তানবির মোস্তফা রহিম আল-আজহারি" ১৫ লক্ষ
"সৈয়দ হাসান আল-আজহারি" ১৩ লক্ষ
"তৌহিদ উদ্দিন আফ্রিদি" ১৫ হাজার মানুষের খাবার।
"মোহাম্মদ বিন ইয়ামিন" ২৫ হাজার
"আব্দুর রাজ্জাক বিন ইউসুফ" ৫০ লক্ষ
"খেলাফত মজলিস" ১ কোটি
"We Are Bangladeshi (wab)" fb group - ৫ লক্ষ
"বাংলাদেশ জামাত ই ইসলামি" ৫০ লক্ষ পরে ৬০ লক্ষ= ১ কোটি ১০ লক্ষ

এছাড়াও - ফ্রি মোশন, হৃদয় আহমেদ শান্ত, মুফতি রিজওয়ান রফিকি, মুস্তফা আজহারি, জামসেদ মজুমদার, আবু রায়হান, গন অধিকার পরিষদ, আস সুন্নাহ ফাউন্ডেশন, ইসলামি আন্দোলন বাংলাদেশ সহ অনেকেই ত্রাণ দিচ্ছেন তাদের তহবিলের অঙ্ক সঠিক জানা যায় নি।

এবং অফলাইনেও দেখলাম নামাজ শেষে মসজিদের গেটে কোন স্বেচ্ছাসেবক টিম টাকা কালেক্ট করছে বন্যা দূর্গত এলাকায় ত্রাণ দেওয়ার জন্য।
আমার আমাদের সকলের দানের হাত বাড়িয়ে দেই আল্লাহ আমাদের সবার দানকে কবুল করুন।

শোক সংবাদ। সাবেক সফল অর্থমন্ত্রী,সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য ,দেশবরেণ্য অর্থনীতিবিদ ও ভাষা সৈনিক,জনাব আবুল মাল আবদুল ...
29/04/2022

শোক সংবাদ।

সাবেক সফল অর্থমন্ত্রী,সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য ,দেশবরেণ্য অর্থনীতিবিদ ও ভাষা সৈনিক,জনাব আবুল মাল আবদুল মুহিত আজ রাত ১২-৫৫ মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ রাব্বুল আ'লামিন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল শিক্ষামন্ত্রী, সিলেট- ৬ (গোলাপগঞ্জ - বিয়ানীবাজার ) থেকে নির্বাচিত জা...
15/04/2022

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল শিক্ষামন্ত্রী, সিলেট- ৬ (গোলাপগঞ্জ - বিয়ানীবাজার ) থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, জননেতা নুরুল ইসলাম নাহিদ এম.পি মহোদয় আগামীকাল ১৫ এপ্রিল থেকে ২২ এপ্রিল ২০২২খ্রি. পর্যন্ত গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সফর করবেন।

বিয়ানীবাজার উপজেলায় তাঁর সফরসূচি নিম্নরূপ ;

১৯ এপ্রিল ২০২২ খ্রি. মঙ্গলবার ।
--------------------------------------------
(১) সকাল ১১-০০ ঘটিকায় চারখাই উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান।
স্থান - বিদ্যালয় প্রাঙ্গন।

(২) বেলা ০১-৪৫ ঘটিকায় জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান।
স্থান - বিদ্যালয় প্রাঙ্গন।

(৩) বিকাল ০৩-০০ ঘটিকায় তহিরুন নেছা চৌধুরী একাডেমির ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান।
স্থান - বিদ্যালয় প্রাঙ্গন।

২০ এপ্রিল ২০২২ খ্রি. বুধবার ।
-----------------------------------------
(১) সকাল ১১-০০ ঘটিকায় পুরুষপাল ওয়াসিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান।
স্থান - বিদ্যালয় প্রাঙ্গন।

(২) দুপুর ১২-৩০ ঘটিকায় মাথিউরা - দোয়াখা - বেজগ্রাম রাস্তা পাকাকরন কাজের শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান।

(৩) বেলা ০১-৪৫ ঘটিকায় মিনারাই কমিউনিটি ক্লিনিক এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান।
স্থান - ক্লিনিক প্রাঙ্গণ ।

২১ এপ্রিল ২০২২ খ্রি. বৃহস্পতিবার।
-------------------------------------------------

(১) সকাল ১১-০০ ঘটিকায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান বীজের বীজ ও সার বিতরণ এবং ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান।
স্থান - উপজেলা পরিষদ প্রাঙ্গণ।

(২) দুপুর ১২-৪৫ ঘটিকায় দাসউরা আলিম মাদ্রাসার নতুন চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান।
স্থান - মাদ্রাসা প্রাঙ্গণ।

(৩) বেলা ০২-০০ ঘটিকায় দাসউরা - সানেশ্বর - উলুউরি - বিবিরাই বাজার রাস্তা পাকাকরণ কাজের শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান।

জয় বাংলা                                   জয় বঙ্গবন্ধুবাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল শিক্ষামন্ত্রী,...
03/03/2022

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল শিক্ষামন্ত্রী, সিলেট- ৬ (গোলাপগঞ্জ - বিয়ানীবাজার ) থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, জননেতা নুরুল ইসলাম নাহিদ এম.পি মহোদয় আগামীকাল ০৪ মার্চ থেকে ০৭ মার্চ ২০২২খ্রি. পর্যন্ত গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সফর করবেন।

বিয়ানীবাজার উপজেলায় তাঁর সফরসূচি নিম্নরূপ ;

০৬ মার্চ ২০২২ খ্রি. রবিবার।
--------------------------------------

(১) সকাল ১১-০০ ঘটিকায় বিয়ানীবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান।
স্থান ; প্রতিষ্ঠান প্রাঙ্গণ, খাসা দিঘীরপাড়।

(২) দুপুর ১২-০০ ঘটিকায় বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান।
স্থান ; বিদ্যালয় প্রাঙ্গণ।

(৩) বেলা ০১-৩০ ঘটিকায় বিয়ানীবাজার - সারপার রাস্তা প্রশস্তকরণ ও সংস্কার কাজের শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান।
স্থান ; খাসাড়ীপাড়া।

(৪) বেলা ০২-০০ ঘটিকায় বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সদ্যপ্রয়াত সভাপতি, হাজী সামসুল হক স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান।
স্থান ; মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স।

(৫) বিকাল ০৪-০০ ঘটিকায় মেয়র সাহিত্য-সংস্কৃতি ও নাট্য উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান।
স্থান ; পিএইচ জি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ।

০৭ মার্চ ২০২২ খ্রি. সোমবার।
----------------------------------------

(১) সকাল ১০-০০ ঘটিকায় বাংলাদেশ আওয়ামী লীগ বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।
স্থান ; মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স।

(২) সকাল ১১-০০ ঘটিকায় বৈরাগী বাজার আইডিয়াল কলেজের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান। স্থান ; কলেজ প্রাঙ্গণ।

(৩) বেলা ০১-৩০ ঘটিকায় দুবাগ স্কুল এন্ড কলেজের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত ভবনের শুভ উদ্বোধন ও নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান।
স্থান ; দুবাগ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ।

(৪) বেলা ০৩-০০ ঘটিকায় চরিয়া (পশ্চিম) শেওলা টুক - ইলাম রাস্তায় এইচবিবি দ্বারা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান।

(৫) বেলা ০৩-৩০ ঘটিকায় দিগলবাক - ঢেউনগর রাস্তা পাকাকরণ কাজের শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান।

নিচে উল্লেখিত কেন্দ্রে আগামীকাল ৩ মার্চ ২০০২২ ইং থেকে বিয়ানীবাজারের ১২ থেকে ১৭ বছরের সকল ছেলে ও মেয়েরা টিকা দিতে পারবেন।...
03/03/2022

নিচে উল্লেখিত কেন্দ্রে আগামীকাল ৩ মার্চ ২০০২২ ইং থেকে বিয়ানীবাজারের ১২ থেকে ১৭ বছরের সকল ছেলে ও মেয়েরা টিকা দিতে পারবেন। শিক্ষার্থী না হলেও এই বয়সের যে কেউ টিকা গ্রহণ করতে পারবে।

চিত্রনায়ক রিয়াজের শশুর লাইভে এসে আত্মহত্যা করেছেন। কিছুক্ষণ দেখার পর ভয় হচ্ছিল, সাহস হারিয়ে ফেলেছিলাম। এটা তো আর সিনেম...
03/02/2022

চিত্রনায়ক রিয়াজের শশুর লাইভে এসে আত্মহত্যা করেছেন। কিছুক্ষণ দেখার পর ভয় হচ্ছিল, সাহস হারিয়ে ফেলেছিলাম। এটা তো আর সিনেমার শুটিং না যে ভিলেন নায়ক/নায়িকার বাবাকে বাধ্য করেছেন আত্মহত্যা করতে।।
সন্তানদের অবহেলা ও আত্মীয়স্বজনের প্রতারণা-ই তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। তার কথাতে থেকে এটা স্পষ্ট। ‘আমি যদি মরে যাই সাত দিনেও কেউ জানবে না’ যা একেবারেই সত্যি। ঢাকার এই যান্ত্রিক জীবন থেকে এটাই দেখছি। এখানে সব সম্পর্ক ফিকে আর লোক দেখানো। আপনি মরে সাত দিন পড়ে থাকলেও খুঁজ নিতে কেউ আসবে না। যারা সন্তান সন্তান করে অবৈধ টাকার পাহাড় গড়েন তারা নিশ্চিত একদিন সেই পাহাড়ের নিচেই বোবা কান্না কাঁদবেন। সন্তানকে নৈতিক শিক্ষা না দিয়ে মর্ডান বানাবেন, বিদেশে পড়তে পাঠাবেন, জীবনের সব স্বপ্ন বিসর্জন দিয়ে তাদের ভোগবিলাসের সুযোগ করে দেবেন তারা নিশ্চিত থাকতে পারেন আপনার মরদেহ সৎকারের জন্য‌ও খুঁজে পাবেন না।
রিয়াজ আপনার হিরো হতে পারে কিন্তু ওনার শশুরের কাছে একেবারেই মূল্যহীন। আপনাকে বা মিডিয়াকে দেখানোর জন্য রিয়াজ যা কিছুই করেন না কেন শশুরকে দশ মিনিট সময় দেওয়ার প্রয়োজন টুকুও তার নেই।
এটাই বাস্তব। আমরা এতোটাই সোশাল হয়ে গেছি যে আমার পাশে বসা মানুষটার সাথে চোখে চোখ রেখে কথা বলার সময় নেই, চোখ আটকে থাকে ৩"/৬" মোবাইল স্ক্রীনে।
দুই সন্তানের পিতা রিয়াজের শশুর আবু মহসিন খান নিঃসঙ্গ ছিলেন। এই নিঃসঙ্গতা ও আত্মীয়স্বজনের প্রতারণা তিনি মেনে নিতে পারেননি।
পৃথিবীর অধিকাংশ পুরুষ জীবনের কোনো না কোনো সময় এই পরিস্থিতি ফেস করেন। বিশেষ করে সংসারে একজন পুরুষ যখন কোনো কিছু দিতে পারে না তখন পরিবারের সবার কাছে বোঝা হয়ে যায়। এমনকি স্ত্রী ও সন্তানের কাছেও!
এই আত্মহত্যার দায় তার দুই সন্তান কোনো ভাবেই এড়াতে পারেন না। লাইভ শুরু করার ১৫ মিনিট পর তিনি মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেছেন অথচ এই দীর্ঘ সময়ের মধ্যে কেউ তাকে ফোন করেননি। আমি সবচেয়ে অবাক হয়েছি তার পরিবারের সদস্যরা লাইভটি দেখছিলেন, কমেন্ট‌ও করছিলেন কিন্তু কেউ তাকে ফোন করে থামানোর চেষ্টা করেননি। ফোনটি এসেছে ঠিক গুলি করার পর মূহুর্তে।
সত্যিই এটা পঁচে যাওয়া, ঘুনে ধরা সমাজের প্রতিচ্ছবি। আমরা অনেক বেশিই সোশাল মিডিয়ায় এক্টিভ হয়ে গেছি।
যার কারণে কাছের মানুষের জন্য আমাদের সময় নেই,
সম্পর্কগুলো ফিকে হয়ে গেছে,, তাদেরকে অবহেলায় রাখতে রাখতে আমাদের মন থেকেও অনেক দূরে সরিয়ে দিচ্ছি প্রতি নিয়ত।
চাকচিক্য জীবনের আড়ালে আমাদের ব্যাক্তিগত জীবনই ধোয়াশার চাদরে মুড়ে গেছে।
এখান থেকে উত্তরণের কোন উপায় কি কারো জানা নেই!!!

...................আসসালামু আলাইকুম..................-----------------------------------আসছে আগামী ৪ফেব্রুয়ারি রোজ শুক্র...
26/01/2022

...................আসসালামু আলাইকুম..................
-----------------------------------
আসছে আগামী ৪ফেব্রুয়ারি রোজ শুক্রবার জমকালোভাবে শুরু হতে যাচ্ছে ২য় চারখাই নাইট মিনি ফুটসাল টুর্ণামেন্ট-২০২২ইং। উক্ত টুর্ণামেন্টে আপনারা সবাই আমন্ত্রিত।

 #ধুমপায়ীদের_এড়িয়ে_চলুন, নিজে সুস্থ থাকুন।। ★ সিগারেটের গায়ে লেখা থাকে "ধুমপান মৃত্যু ঘটায়"।- আল্লাহ পাক বলেন,"তোমরা ন...
29/12/2021

#ধুমপায়ীদের_এড়িয়ে_চলুন,
নিজে সুস্থ থাকুন।।

★ সিগারেটের গায়ে লেখা থাকে "ধুমপান মৃত্যু ঘটায়"।
- আল্লাহ পাক বলেন,
"তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না।" [বাকারা-১৯৫]

★ সিগারেট নেশাজাতীয় জিনিস।
- নবী করিম (সাঃ) বলেছেন,
"প্রত্যেক নেশার বস্তুই মাদক (খামার) আর প্রত্যেক নেশার জিনিসই হারাম।" [মুসলিম-২০০৩]

★ কেউ একসাথে ১০টি সিগারেট খেলে তার নেশা হতে বাধ্য।
- রাসূল (সাঃ) বলেছেন:-
“যা অধিক সেবন করলে নেশার সৃষ্টি হয় তা কম সেবন করাও হারাম।" [তিরমিযি-১৮৬৫, আবু দাঊদ-৩৬৮১]

★ সিগারেট অপবিত্র জিনিস।
- আল্লাহ পাক বলেন, "তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল ও অপবিত্র বস্তু হারাম করা হয়েছে।" [আরাফ-১৫৭]

★ সিগারেটে অপব্যয় ছাড়া অন্য কিছু নয়।
- আল্লাহ পাক বলেন, "নিশ্চয়ই অপব্যায়কারী শয়তানের ভাই।" [সূরা ইসরা-২৭]

★ সিগারেটের ধোঁয়ায় মানুষ চরম কষ্ট পায়।
- রাসূল (সাঃ) বলেন,
"যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়।" [বুখারী]

★ সিগারেট পুষ্টিকর কিংবা ক্ষুধা নিবারণ মূলকও কিছুই নয়।
- জাহান্নামীদের খাবার প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, “এটা তাদের পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না।" [গাশিয়াহ-৭]

এবার আপনিই সিদ্ধান্ত নিন-
এই ধুমপান করবেন, নাকি ছাড়বেন?

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নের যারা বিজয়ী হয়েছেন।নিউজ ডেক্সঃ১নং আলীনগর-আহবাবুর রহমান শিশু (...
26/12/2021

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নের যারা বিজয়ী হয়েছেন।

নিউজ ডেক্সঃ
১নং আলীনগর-আহবাবুর রহমান শিশু (আওয়ামীলীগ) নৌকা।
২নং চারখাই-হোসেন মুরাদ চৌধুরী,(সতন্ত্র) আনারস।
৩নং দুবাগ,জালাল উদ্দীন (সতন্ত্র)
৪নং শেওলা,জহুর উদ্দিন (আওয়ামীলীগ) নৌকা।
৫নং কুড়ারবাজার-তুতিউর রহমান তুতা (আওয়ামী বিদ্রোহী)
৭নং মাথিউরা, আমান উদ্দিন (আওয়ামীলীগ) নৌকা।
৮নং তিলপারা,মাহবুব আহমদ (বিএনপি) চশমা।
৯নং মুল্লাপুর,মোঃ আব্দুল মান্নান (বিএনপি) আনারস।
১০নং মুড়িয়া,ফরিদ আল মামুন (জামায়াত) চশমা।
১১নং লাউতা, দেলোয়ার হোসেন (জামায়াত)ঘোড়া।

সবার প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।

26/12/2021

চারখাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান এবং সকল মেম্বারদের অভিনন্দন।

বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে দিনটি ব...
15/12/2021

বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদ্‌যাপন করা হয় এবং সরকারীভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়।
৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।
এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।

ছবিতে যা দেখা যাচ্ছে এর চেয়ে লজ্জাজনক বিষয় একটি রাষ্ট্রের জন্য আর কি হতে পারে। একটি দেশের প্রবেশ মুখ বিমানবন্দরে যদি সাম...
15/12/2021

ছবিতে যা দেখা যাচ্ছে এর চেয়ে লজ্জাজনক বিষয় একটি রাষ্ট্রের জন্য আর কি হতে পারে। একটি দেশের প্রবেশ মুখ বিমানবন্দরে যদি সামান্য ট্রলি না পাওয়া যায় এই লজ্জা রাষ্ট্র কোথায় রাখবে? বিমানবন্দরের অত্যাধুনিক ৩য় টার্মিনালের বানিয়ে কি হবে যদি, এই সামন্য ট্রলির ব্যাবস্থা না করতে পারে। বিমানবন্দরে অনেক হয়রানির কথা শুনি আলহামদুলিল্লাহ ব্যাক্তিগতভাবে আমি কখনও হয়রানির শিকার হইনি, শুধুএকবার ট্রলির সমস্যা ছাড়া। সেবার মাত্র ১৫ মিনিটে ইমিগ্রেশন ও লাগেজ হাতে পেয়ে যে আনন্দ পেয়েছিলাম মূহুর্তেই সব আনন্দ নিরানন্দে পরিনত হয়ে যায় ট্রলি না পেয়ে। বিমান বন্দরে কর্মরত দুজনকে জিজ্ঞেসা করলে উত্তরে বলে এদায় তাদের নয়। এ প্রান্ত থেকে ও প্রান্ত গেলাম কোথাও ট্রলি পেলাম না। কর্তব্যরত আরেকজনকে বললে জানায় এ দায় নাকি এয়ারলাইন্সের, যে ফ্লাইটে এসেছি সেই ফ্লাইটের কর্তৃপক্ষকে বলতে হবে।
আসলে এ দায় কার, এগুলো দেখার যেন কেউ নেই??
যে খাত থেকে রাষ্ট্র সর্বাধিক আয় করে সেই খাতে যদি সামান্য এই সেবা গুলি না দিতে পারে তাহলে কেমনে কি?
বিমান বন্দরে পর্যাপ্ত পরিমাণ নিষ্ঠাবান কিছু কর্মি দরকার যারা সমস্ত প্রবাসীদের খেয়াল রাখবে কার কি দরকার। ৩ য় টার্মিনাল নির্মানের আগে এসব বিষয় আগে উন্নত করার দরকার।
ছবিঃসংগৃহীত
🖋️মনিরুজ্জামান।

Address

Nicosia
6045

Website

Alerts

Be the first to know and let us send you an email when KamranZon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies

  • Kibris Gerçek

    Kibris Gerçek

    Tanzimat sokak. ibrahim paşa mahmutpaşa kapalı otoparkı dış kapı no:3 lefkoşa, Lefkosa