China Diary- চায়না ডায়েরি

China Diary- চায়না ডায়েরি Exploring China.

চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খাওয়ার সময় হঠাৎ মাথায় আসলো যে এই চা চীনা শব্দ। আবার বিস্কুট ফরাসি শব্দ। বিস্কুটের সাথে থাকা চা...
04/12/2024

চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খাওয়ার সময় হঠাৎ মাথায় আসলো যে এই চা চীনা শব্দ। আবার বিস্কুট ফরাসি শব্দ। বিস্কুটের সাথে থাকা চানাচুর হিন্দি। চায়ে যে চিনি ও পানি থাকে সেখানে চিনি চীনা অথচ পানি হিন্দি শব্দ। আবার চা ভর্তি পেয়ালাটা ফারসি কিন্তু কাপটা ইংরেজি শব্দ। এদিকে ইংরেজি শব্দটাই আবার পর্তুগিজ।😫🤪

চা চীনা হলেও কফি কিন্তু তুর্কি শব্দ। আবার কেক পাউরুটির কেক ইংরেজি, পাউরুটি পর্তুগীজ। 😃😄

একটু দামী খানাপিনায় যাই। আগেই বলে রাখি, খানাপিনা হিন্দী আর দাম গ্রীক। রেস্তোরাঁ বা ব্যুফেতে গিয়ে পিৎজা, বার্গার বা চকোলেট অর্ডার দেয়ার সময় কখনো কি খেয়াল করেছেন, রেস্তোরা আর ব্যুফে দুইটাই ফরাসী ভাষার, সাথে পিৎজাও। পিৎজাতে দেয়া মশলাটা আরবি। মশলাতে দেয়া মরিচটা ফারসি! 😵😖

বার্গার কিংবা চপ দুটোই আবার ইংরেজি। কিন্তু চকোলেট আবার মেক্সিকান শব্দ। অর্ডারটা ইংরেজি। যে মেন্যু থেকে অর্ডার করছেন সেটা আবার ফরাসী।
ম্যানেজারকে নগদে টাকা দেয়ার সময় মাথায় রাখবেন, নগদ আরবি, আর ম্যানেজার ইতালিয়ান।
আর যদি দারোয়ান কে বকশিস দেন, দারোয়ান ও তার বকশিস দুটোই ফারসি।
😂🤓
এবার চলুন বাজারে, সবজি ফলমূল কিনতে। বাজারটা ফারসি, সবজিও। যে রাস্তা দিয়ে চলছেন সেটাও ফারসি। ফলমূলে আনারস পর্তুগিজ, আতা কিংবা বাতাবিলেবুও। লিচুটা আবার চীনা, তরমুজটা ফারসি, লেবুটা তুর্কী। পেয়ারা-কামরাঙা দুইটাই পর্তুগীজ। পেয়ারার রঙ সবুজটা কিন্তু ফারসি। 😃😛

ওজন করে আসল দাম দেয়ার সময় মাথায় রাখবেন ওজনটা আরবি, আসল শব্দটাও আসলে আরবি। তবে দাম কিন্তু গ্রীক, আগেই বলেছি।🤣😂

ধর্মকর্মেও একই অবস্থা। মসজিদ আরবি দরগাহ/ঈদগাহ ফারসি। গীর্জা কিন্তু পর্তুগীজ, সাথে গীর্জার পাদ্রীও। যিশু নিজেই পর্তুগীজ। কেয়াং এদিকে বর্মিজ, সাথে প্যাগোডা শব্দটা জাপানি। আর, মন্দিরের ঠাকুর হলেন তুর্কী। 😲😵

আর কি বাকি আছে? ও হ্যাঁ। কর্মস্থল! অফিস আদালতে বাবা, স্কুল কলেজে কিন্ডারগার্টেনে সন্তান। বাবা নিজে কিন্তু তুর্কী, যে অফিসে বসে আছেন সেটা ইংরেজি, তবে আদালত আরবি, আদালতের আইন ফারসি, তবে উকিল আরবি।🤩😃

ছেলে যে স্কুলে বা কলেজে পড়ে সেটা ইংরেজি, কিন্তু কিন্ডারগার্টেন আবার জার্মান! 🤠😃

স্কুলে পড়ানো বই কেতাব দুইটাই আরবি শব্দ। যে কাগজে এত পড়াশোনা সেটা ফারসি। তবে কলমটা আবার আরবি। রাবার পেনসিল কিন্তু আবার ইংরেজি!😲🤪

পুরোটা মনে না থাকলে অন্তত এটা মনে রাখবেন যে মন শব্দটা আরবি।🙏 ❤

শব্দের কেচ্ছা-কাহিনী এখানেই খতম। তবে কেচ্ছাটা আরবি, কাহিনীটা হিন্দি, উভয়ের খতমটা আরবিতে। মাফ চাইলাম না বা সরি বললাম না, কারণ মাফটা আরবি আর সরিটা ইংরেজি।

(সংগৃহীত)

02/12/2024

Qingliangshan Forest Park
Chang'an, Xi'an, China 🇨🇳

29/11/2024
উনি কে এবং কি চাই??
27/11/2024

উনি কে এবং কি চাই??

Discussion with Shaanxi province financial Authorities about finance for new Startup.
24/11/2024

Discussion with Shaanxi province financial Authorities about finance for new Startup.

10/11/2024

Roadside night view of Dayanta , China 🇨🇳

05/09/2024

আমরা মৌলিক জায়গা থেকে সরে অহেতুক বিষয় নিয়ে আলোচনা করছি!!
বিপ্লবের বিজয়ের পথে এইটি সবচেয়ে বড় বাধা!!

চীনের বিদেশ নীতি সম্পর্কে আমাদের গণমাধ্যম, বিশেষ করে সোস্যাল মিডিয়ার কতিপয় অর্ধ শিক্ষিত লোক নেতিবাচক প্রচার করে আসছে!! অ...
02/09/2024

চীনের বিদেশ নীতি সম্পর্কে আমাদের গণমাধ্যম, বিশেষ করে সোস্যাল মিডিয়ার কতিপয় অর্ধ শিক্ষিত লোক নেতিবাচক প্রচার করে আসছে!! অথচ চীন এবং চীনের নাগরিক বাংলাদেশকে বন্ধু রাস্ট্র হিসেবে সব সময় বিবেচিত করেন। দীর্ঘদিন চীনে বসবাস করার সুবাদে চীনের নাগরিকদের বিভিন্ন দেশ সম্পর্কে তাদের মোটিভ জানার চেষ্টা করি তার মধ্যে বাংলাদেশের প্রতি তাদের বন্ধুত্বমূলক মনোভাব আমাদের এদেশে বসবাসকে আরও সহজ করে তোলেছে। আমি এ দেশের রাজনৈতিক এবং সরকারি শীর্ষ পর্যায়ের অনেক ব্যাক্তির সাথে একসাথে বিভিন্ন বিষয়ে আলোচনার সুযোগ পেয়েছি তাদের অধিকাংশই বাংলাদেশ সম্পর্কে খুবই ভাল ধারণা পোষণ করেন।
আর বৈদেশিক নীতি, স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা, দ্বিপাক্ষিক মিসোয়্যাল বেনিফিট সম্পর্কিত বিষয়গুলো সরকারি উপর মহলের দরকষাকষির দক্ষতার উপর নির্ভর করে। তবে একটি রাষ্ট্র যখন আরেকটি রাষ্ট্রকে বন্ধু রাষ্ট্র মনে করে সেখানে দুর্বল রাষ্ট্রটি সব সময় বিশেষ সুবিধা পেয়ে থাকে, এর জন্য প্রয়োজন যথাযথ পররাষ্ট্র নীতি এবং কূটনৈতিক দক্ষতা।
সময়ের এই পরিক্রমায় বাংলাদেশ চীনের গভীর সম্পর্কে কোন বিকল্প নেই। ভারতের উপনিবেশিক অত্যাচার থেকে রেহাই পেতে এবং ভবিষ্যৎ অর্থনৈতিক মুক্তির প্রয়াসে চীনের আমাদের সবচেয়ে বড় সমাধান। দেশের শতকরা ৮০% এরও বেশি আমদানি বাণিজ্য এদেশের সাথে আমাদের অতএব এই রাষ্ট্রের জন্য আমাদের বিশেষ নীতি এখন সময়ের দাবি।
#চীন-বাংলাদেশ সম্পর্ক দীর্ঘজীবি হউক!!

01/09/2024

দেশ গঠন পরে করিয়েন-
আগে যারা শহীদ হয়েছে তাদের পুর্নাঙ্গ তালিকা প্রকাশ করুন জনতার সামনে!!! তাদের পরিবারের জন্য বিশেষ ক্ষতিপূরণের ব্যাবস্থা করুন।
তারপর আহতদের তালিকা করে যার যেরকম চিকিৎসা প্রয়োজন তাদের জন্য রাষ্ট্র থেকে অতি দ্রুত ব্যাবস্থা গ্রহণ করে জনগণের সামনে প্রকাশ করেন!!
যারা আজীবন পঙ্গুত্ব বরণ করেছেন তাদের জন্য এককালীন এবং মাসিক আজীবন পেনশনের ব্যাবস্থা করুন।
যেসকল শিক্ষার্থীরা, তরুণরা জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলনে সামিল হয়েছেন তাদের স্বচ্ছ তালিকা করে সংরক্ষণ করুন। তাদের এই কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রীয় বীর খেতাব দিয়ে সকলকে সমহারে সার্টিফিকেট প্রদান করুন।
মনে রাখবেন জাতির এই বিজয়ে যাদের অসামান্য অবদান তাদের যথাযথ স্বীকৃতি না দিলে এই বিজয় ব্যার্থ হবে এবং আগামী যেকোনো বিপ্লবে তরুণরা নিরুৎসাহিত হবে!!

01/09/2024

এইসব দেখার পর কোন সুস্থ মস্তিষ্কের লোক শেখ হাসিনাকে সাপোর্ট করতে পারে বলে আমার মনে হয়না!!😢😢😢

Nothing to say!!!
25/06/2024

Nothing to say!!!

Eid Mubarak
09/04/2024

Eid Mubarak

Address

Xi'an

Website

Alerts

Be the first to know and let us send you an email when China Diary- চায়না ডায়েরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to China Diary- চায়না ডায়েরি:

Videos

Share

Category