H M Toriqul Islam

H M Toriqul Islam H M Toriqul Islam official page

17/01/2024
আলহামদুলিল্লাহ প্রথম শ্রেণীতে সূরাতু ইয়াসিন লেখা চলছে।
04/04/2023

আলহামদুলিল্লাহ প্রথম শ্রেণীতে সূরাতু ইয়াসিন লেখা চলছে।

একজন বুদ্ধিমান শিক্ষক একবার তার স্কুলে অনেকগুলো বেলুন এনেছিলেন, তার ছাত্রদের তিনি সেসব বেলুনে নিজেদের নাম লিখে তা ওপরে ন...
30/03/2023

একজন বুদ্ধিমান শিক্ষক একবার তার স্কুলে অনেকগুলো বেলুন এনেছিলেন, তার ছাত্রদের তিনি সেসব বেলুনে নিজেদের নাম লিখে তা ওপরে নিক্ষেপ করতে বললেন। বাচ্চারা হলের মধ্যে তাদের বেলুনগুলি ছুঁড়ে ফেলার পরে, শিক্ষক সমস্ত বেলুন এলোমেলো করে মিশ্রিত করে হলের মাঝে ফেলে রাখলেন।

বাচ্চাদের তাদের নাম সহ বেলুনটি খুঁজে পেতে পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল, তবে তারা নিখুঁতভাবে অনুসন্ধান করলেও তাদের নিজস্ব বেলুনটি কেউ খুঁজে পায়নি।

তারপরে শিক্ষক তাদের বলেছিলেন যে বেলুনটি তাদের নিকটতম সেটিই হাতে নিতে এবং যার নাম সেখানে লিখা রয়েছে তার কাছে এটি দিতে । দুই মিনিটেরও কম সময়ে, প্রত্যেকেই নিজের নামের বেলুনটি হাতে পেয়ে গেল।

শিক্ষক শিশুদের বললেন, “এই বেলুনগুলি সুখের মতো। যখন আমরা কেবল আমাদের নিজস্ব সুখ অনুসন্ধান করি তখন আমরা এটি খুঁজে পাই না। তবে আমরা যদি অন্য কারও সুখের বিষয়ে চিন্তা করি ... এটি শেষ পর্যন্ত আমাদের নিজের সুখটাই আবিষ্কার করতে সহায়তা করবে। " ভালোবাসা না খুঁজে সবাইকে ভালোবাসুন। সবার জন্য ভাল করার চেষ্টা করুন। আপনার ভালোটা নিজেই আপনাকে খুঁজে নেবে।
(সংগৃহীত)

আমার বন্ধুবান্ধবদের প্রতি অনুরোধ রইল । এই গল্পটি পড়ে চিন্তা করবেন । তার পাশাপাশি যারা আমার ফলোয়ার আছে এই পোস্টটি যাদের...
27/03/2023

আমার বন্ধুবান্ধবদের প্রতি অনুরোধ রইল । এই গল্পটি পড়ে চিন্তা করবেন । তার পাশাপাশি যারা আমার ফলোয়ার আছে এই পোস্টটি যাদের কাছে যাবে সবার প্রতি গল্পটি পড়ার অনুরোধ রইল।

এক লোক ট্রেন থেকে নামলো,, আরেক ট্রেনে উঠবে ২০মিনিট পর।এর মাঝখানে সে ওয়েটিং রুমে অপেক্ষা করার জন্য বসল।
ওয়েটিং রুমে ঢুকে তার চোখ পড়ল রুমের লাইট টি নষ্ট। তাই সে একটি এনার্জি বাল্ব কিনে লাগালো। তারপর খেয়াল করলো রুমের ফ্লোরে ময়লা,তাই একটি ঝাড়ু কিনলো তখন সে রুম ঝাড়ু দিলো। তারপর সে খেয়াল করলো রুমের বসার চেয়ারগুলো বেশি একটা আরাম দায়ক নয়, তাই সে একটি আরাম দায়ক চেয়ার কিনলো।এখন সে রুমটি সাজানোর জন্য কিছু জিনিস কিনে রুমটি সাজালো।
এখন সে অনেক ক্লান্ত হয়ে গেল এবং তার আরাম দায়ক চেয়ারে বসতে যাচ্ছে এই মূহুর্তে হঠাৎ করেই ট্রেনের হর্ন শুনতে পেল এবং সে ট্রেনে উঠার জন্য রুম থেকে চলে গেল এবং ট্রেনে বসে তার গন্তব্য স্থানে চলে গেল.......আপনি ভাবছেন এই লোকের চেয়ে বোকা লোক আর পৃথিবীতে নেই।
কিন্ত আপনি কি জানেন এই লোকটি কে?
এই লোক টি আর কেউ নয়
আপনি - আমি!!!
অবাক হলে ও এটাই সত্য আমরাও দুনিয়াতে এসেছি সামান্য সময়ের জন্য।
১ম ট্রেন আমাদের জন্ম..........
২য় ট্রেন আমাদের মৃত্যু এবং আমাদের গন্তব্য (জান্নাত অথবা জাহান্নাম)।।
আর দুনিয়ার জীবন হচ্ছে ওয়েটিং রুম।।
যেখানে আমরা মাত্র কয়েকটা মিনিট থাকবো।
অথচ এই দুনিয়ার জীবনকেই এমন ভাবে সাজাচ্ছি।
যে আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু খুব সন্নিকটে এবং আমাদের এই সাজানো গোছানো দুনিয়ার সব কিছু ছেড়ে মৃত্যু নামক ট্রেনে চড়ে চলে যেতে হবে।
আমরা এই ওয়েটিং রুমটি সাজিয়ে কয় মিনিট ভোগ করতে পারবো.........!!!!
আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মোহ কাটিয়ে আখিরাতের খোরাক যোগাড় করার তৌফিক দান করুন ......আমিন!

মাহে রমজান উপলক্ষে আমি যাদের প্রতি কষ্ট পেয়েছিলাম সবাইকে মাফ করে দিলাম। এবং আমার বন্ধু আত্মীয়-স্বজন পরিচিত সবাইকে বলছি...
24/03/2023

মাহে রমজান উপলক্ষে আমি যাদের প্রতি কষ্ট পেয়েছিলাম সবাইকে মাফ করে দিলাম। এবং আমার বন্ধু আত্মীয়-স্বজন পরিচিত সবাইকে বলছি আপনার সবাই সবাইকে মাফ করে দিবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নাহ।

23/03/2023

الحمدلله আজ ২০২৩ সালের রমজান মাসের প্রথম তারাবি পড়ব ইন শা আল্লাহ। সবাই দোয়া করবেন যেন ৩০ দিনের তারাবি এবং ত্রিশটা রোজা সুস্থভাবে আদায় করতে পারি।

উপহার
10/03/2023

উপহার

আলহামদু লিল্লাহ ক্লাস ওয়ান এ সূরা ফাতিহা চলছে।
01/03/2023

আলহামদু লিল্লাহ ক্লাস ওয়ান এ সূরা ফাতিহা চলছে।

16/02/2023

কোরআন মাজীদ ক্লাস চলছে।

১৪ই ফেব্রুয়ারি আমরা প্রতিবছর ১৪ই ফেব্রুয়ারি যে ভালোবাসা দিবস পালন করে থাকি তার পিছনে রয়ছে দীর্ঘ এক সমৃদ্ধ ইতিহাস। আজকের...
14/02/2023

১৪ই ফেব্রুয়ারি
আমরা প্রতিবছর ১৪ই ফেব্রুয়ারি যে ভালোবাসা দিবস পালন করে থাকি তার পিছনে রয়ছে দীর্ঘ এক সমৃদ্ধ ইতিহাস। আজকের দিনে যে ভালোবাসা দিবস দেখছি আসলে এটা তার মূল ধারায় এমন ছিলোনা। সময়ের পরিবর্তনের সাথে সাথে এই সমৃদ্ধ উৎসবে এসেছে ভিন্নতা। আজ আমরা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেই ভ্যালেন্টাইন-ডের ইতিহাস খোঁজার চেষ্টা করবো।

নামের উৎপত্তিঃ
ভ্যালেন্টাইনস ডে অথবা সেইন্ট ভ্যালেন্টাইনস ডে নামের মধ্যেই রয়েছে বিশাল এক রক্তাক্ত ইতিহাস। ১৪ই ফেব্রুয়ারির ভ্যালেন্টাইনস ডে’র সাথে জড়িত আছে অনেক জীবনদানকারীর নাম। প্রতিটিই একেকটি মিথের মতো। কিন্তু সবচেয়ে খৃস্টীয় তৃতীয় শতাব্দীর অতীতে থেকে আমরা যেটি জানতে পারি তা হলো রোমের সেইন্ট ভ্যালেন্টাইনের কথা। যিনি কিনা একজন পুরোহিত ছিলেন। রোমান সম্রাট দ্বিতীয় ক্যালুডিয়াসের সময় তিনি তার সৈনিকদের মধ্যে বিবাহ বন্ধ করে দেন যাতে তার সৈনিকরা বেশি শক্তিশালী ও যুদ্ধোন্মাদ হয়। কিন্তু এই অনৈতিক নিয়মকে পুরোহিত সেইন্ট মেনে নিতে পারেননি। ফলে তিনি গোপনে অনেক রোমান সৈন্যদের বিবাহ পড়াতেন যাদের কিনা বিবাহ করা নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু সম্রাট একসময় এ কথা জেনে যান এবং ক্ষিপ্ত হয়ে সেইন্টকে বন্দী করেন। বন্দী আবস্থায় তিনি কারারক্ষী মেয়ে অস্টারিয়াসকে জীবনের অন্তিম বিদায়ক্ষণে চিঠিতে লেখেন “From Your Valentine” এখান থেকেই সেইন্ট ভ্যালেন্টাইনের সাহসিকতার গল্প চারদিকে ছড়িয়ে যায় এবং পরবর্তীতে খৃস্টান ক্যাথলিক চার্চ কর্তৃক ধর্মীয় উৎসব হিসেবে স্বীকৃতি পায়। সুতরাং এটা খৃস্টানদের ধর্মীয় উৎসব, যা আমাদের পালন করা যাবে না।

09/02/2023

দাজ্জালকে নিয়ে ইসলামী গান

09/02/2023

সোট সোনামনিদের কণ্ঠে অসাধারণ একটি গান।

আমার ছাত্রদের সাইকেল আঁকা শিখালাম
06/02/2023

আমার ছাত্রদের সাইকেল আঁকা শিখালাম

03/02/2023

আল্লাহর দেয়া নেয়ামত যা বয়ে আনে মনের প্রশান্তি।

Address

天津
Tianjin
300000

Alerts

Be the first to know and let us send you an email when H M Toriqul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to H M Toriqul Islam:

Videos

Share

Category