Hk hridoy khan

Hk hridoy khan রাসূল আমার নেতা✊

হে যুবক তোমার শরীরের পত্যেক ফোটা রক্ত আল্লাহর দেয়া আমানত, চলো তা আল্লাহর পথে ব্যয় করি।

09/12/2024

মাত্র ৪ টা ফলোয়ার হলে লাইভ করতে পারব

ইসলামিক অনুষ্ঠান দেখতে পেইজি ফলো করুন।

29/11/2023

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণিত। তিনি বলেনঃ

যখন তোমরা ইকামত শুনতে পাবে, তখন সালাতের দিকে চলে আসবে। তোমাদের উচিত ধীরস্থিরতা ও গাম্ভীর্য বজায় রাখা। তাড়াহুড়া করবে না। ইমামের সাথে যতটুকু পাও তা আদায় করবে, আর যা ছুটে যায় তা পুরা করে নিবে।

রেফারেন্সঃ
সহিহ বুখারী ৬০৮
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

পাদটীকাঃ
জামায়াতে অংশ নেয়ার জন্য তাড়াহুড়া করে দৌঁড়ে মসজিদে যাওয়া নিষেধ। নামাজ শুরু হয়ে গেলে কিংবা রাকাত ছুটে যাওয়ার উপক্রম হলেও স্বাভাবিকভাবে হেঁটেই আসবেন।

29/11/2023

সবকিছুর অনিষ্ট থেকে নিরাপদ থাকার দোয়া

যে ব্যক্তি সকালে তিনবার ও বিকালে তিনবার এই দুআ পড়বে, কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না।

بِسْمِ اللّٰهِ الَّذِيْ لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِيْ الْأَرْضِ وَلاَ فِيْ السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ

আল্লাহ্‌র নামে; যাঁর নামের সাথে আসমান ও যমীনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। আর তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী।”

(আবূ দাউদ, নং ৫০৮৮; তিরমিযী, নং ৩৩৮৮; ইবন মাজাহ, নং ৩৮৬৯)

28/11/2023

জাহান্নামের আগুণ থেকে মুক্তির দুআ

যদি কেউ মাগরিবের নামাজের পর সাত বার নিচের দুআটি পড়ে, এরপর ঐ রাতে মারা যায় তবে তার জন্যে জাহান্নাম থেকে মুক্তি লেখা হবে। একইভাবে ফজরের নামাজ শেষে দুআটি সাতবার পড়ে ঐ দিন মারা গেলেও তার জন্যে জাহান্নাম থেকে মুক্তি লেখা হবে। দুআটি হলো :

اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ

হে আল্লাহ্‌! আমাকে জাহান্নাম হতে রক্ষা করো।

(সুনানে আবু দাঊদ ৫০৭৯)

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Hk hridoy khan publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Vidéos

Partager

Type