![ধনী হতে হয়, ধনী দেখাতে হয়না। বিল গেটস, যিনি $৮২.৪ বিলিয়ন সম্পদের মালিক, সিয়াটেলের ডিক্স বার্গারে লাইন দিয়ে বার্গার, ফ...](https://img4.medioq.com/064/088/122107139960640884.jpg)
03/12/2024
ধনী হতে হয়, ধনী দেখাতে হয়না।
বিল গেটস, যিনি $৮২.৪ বিলিয়ন সম্পদের মালিক, সিয়াটেলের ডিক্স বার্গারে লাইন দিয়ে বার্গার, ফ্রাই এবং কোক কিনছেন। সবচেয়ে বড় দাতব্য সংস্থা পরিচালনা করার পরও তিনি সাধারণ মানুষের মতোই লাইন ধরে অপেক্ষা করেন। সত্যিকারের বিজয়ীরা এভাবেই আচরণ করেন।