Robiul Islam

Robiul Islam - পৃথিবীর সবচেয়ে বড় অভিশাপ মধ্যবিত্ত!

05/08/2024

পালিয়েছেন শেখ হাসিনা, জনতার দখলে গণভবন!
জেনারেশন চিনতে ভুল করেছিলা আপা!

05/08/2024

Bangladesh 2.0🇧🇩💙💚

05/08/2024

আজ বিজয়ের দিন! 🇧🇩
"৩৬ জুলাই , ২০২৪"
টাইমলাইনে রেখে দিলাম,প্রতি বছর স্মরণ করবো! ❤️

28/02/2024

আমি ম্যাসেজের পর ম্যাসেজ পাঠিয়েই যাই,
আমার বিরক্ত লাগে না, আমার ক্লান্তি আসে না।
আমার পাঠানো ম্যাসেজের সংখ্যা পঞ্চাশ পেড়িয়ে যায়, সে দেখে না!
কিংবা দেখে এড়িয়ে যায়!
আমি বুঝি তার আর আমাকে ভালোই লাগে না!

সে অনলাইনে আসে!
আমার বুকের ধুকপুকানি বেড়ে যায়!
'এই বুঝি ম্যাসেজ সীন করবে',

'এই বুঝি বলে ফেলবে কিছু একটা!'
আমি আশায় থাকি,
সে আমাকে অবহেলা করতে ব্যস্ত থাকে!

আমি তার ইনবক্সে পড়েই থাকি!
মেসেজ পাঠাই,রিফ্রেশ করি।
সবুজ বাতি জ্বলে কিন্তু ম্যাসেজ আসে না!

অনেক গুলা মেসেজ পাঠানো হয়ে যায়।
Seen লেখা উঠলো অবশেষে!
আমার কাঁপাকাঁপি বেড়ে গেলো!
অনেকগুলা ম্যাসেজ দেখে এবার বকা দিবে বোধ হয়!! তার আর দোষ কি?
আমি ই তো তাকে 'বিরক্ত' করি ম্যাসেজ দিয়ে!

সে কয়েক লাইনের একটা ম্যাসেজ পাঠায়।
কিংবা বলে বিজি আছে।
আমি বিলিভ করি।
আমার বিলিভ করতে হয়।
তাকে ছাড়তেও পারিনা, ধরে রাখতেও পারিনা!

আমাকে অনেকেই বলে "সে ভালোবাসেনা আর!"
এতো এতো লোকের কথায় আমি কান দেই না।
কেন আমার তাকেই বিশ্বাস করতে ভালো লাগে।
তার কাছে 'বেহায়া' সাজতে ভাল্লাগে।

সে আমার একশো টা ম্যাসেজের বিপরীতে দুইটা মেসেজ পাঠায়!
তাতেই আমার ভাল লাগে, মনে হয় যেন অনেক কিছু পেয়ে গেছি।

খুব ব্যস্ত থাকে বোধ হয়!
তাই একটা টেক্সট দিতে সময় পায়না!!
আমার কি দোষ?

"তাকে অনেক বেশি ভালোবাসি"
এটা দোষ আমার?
নাকি তাকে অন্ধের মতো বিশ্বাস করাটা দোষ?

আইডি টা তে সবুজ বাতি জ্বলছে বা জ্বলতে থাকে,
একটা ম্যাসেজ আসবে বলে অপেক্ষার প্রহর গুনতে থাকি আমি।

ম্যাসেজ পাঠিয়েই যাই আমি।
সীন করেনি এখনো!
ধরে নেই ব্যস্ত বোধ হয়!
হয়তো আমাকে অবহেলা করতে ব্যস্ত কিংবা অন্য কারো ইনবক্সে, কারো পোস্ট পড়াতে বা কাউকে কমেন্ট করাতে ব্যস্ত!

বড্ড বেশি ভালবাসা গুলো এমন অবহেলাতেই হারিয়ে যায় কোন এক সময়।
যখন বিপরীতের মানুষ টা বুঝতে পারেযে যাকে সে এত অবহেলা করেছে তার ভালবাসাটার কাছে অন্যের ভালবাসাটা তুচ্ছ!!

তখন অবহেলিত মানুষটা নিজেকে শক্ত করে ফেলে,
নিজেকে তার থেকে দূরে সরিয়ে ফোনের গেমস,
ইউ টিউবের ফিল্ম বা নাটক দেখাতে ব্যস্ত হয়ে পড়ে।
কারো ম্যাসেজের জন্য তখন সে আর অপেক্ষা করেনা।
কিন্তু ভালবাসাটা সেইম থাকে কিন্তু চাপা পড়ে যায়।
যা সে কখনো বুঝবে না বা বুঝেনা।।।

26/02/2024

❝তার কথা মনে হলে বুকের ভেতর আচমকা ভাঙচুর শুরু হয়ে যায়" অজানায় কত চোখের জল ঝড়েছে আর ঝড়তেছে, ঝড়ে'ই যাবে"🙃

— কখনো সে জানবে না কতটা নিখুঁত ভাবে তাকে চেয়েছিলাম"!😅💔

23/02/2024

- সম্পর্ক খুব যত্নের জিনিস সবাই ধইরা রাখতে পারে না!❤️

29/12/2023

- আপনি বরং ফুলের মতো হোন, কেউ আপনাকে আঘাত করলেও আপনি তাকে সুবাস প্রদান করুন!🌸

Just one hug and say,"তুমি আর তো কারো নও, শুধু আমার, আমারই This is enough for me.🖤🌸
25/11/2023

Just one hug and say,
"তুমি আর তো কারো নও, শুধু আমার, আমারই This is enough for me.🖤🌸

09/10/2023

ঘুমাও! তুমি যার জন্য জেগে আছো সে অন্য জনের ইনবক্সে ডাক্তা'রি করতেসে. 😒

14/09/2023

আহারে! আমার শখের বয়সটার লাইগা খুব মায়া লাগে! সুখেও নাই দুঃখেও নাই! মনের আনন্দ গুলো মইরা গেছে! জীবনের রঙ গুলো মুইছা গেছে! এখন আর কোন কিছুতেই তেমন আনন্দ খুইজা পাই না! সব যেনো একঘেয়ে আর একরঙা!💔

08/09/2023

Doctor : এতো কিসের টেনশন করো ? ব্রেইন কে এতো চাপ কেন দাও ? কি সমস্যা ? 👀

Inner me : আল্লাহ ছাড়া ভিতরের খবর টা কাউকে বোঝাতে পারছি না । আমিই জানি আমার ঘুম হয় না , দমবন্ধ লাগে , moরে যাবার মতো অনুভূতি হয় । মাথার ভিতরে কথারা কিলবিল করে । নানা চিন্তায় মাথাব্যথায় ফেটে যায় কোনো কাজে আমল করার পরেও শান্তি পাই না । 😅💔

22/08/2023

💔

22/08/2023

🥰

আমরা সবাই-ই কোন দিক না কোন দিক দিয়ে শেষ হয়েই যাচ্ছি!Credit’s - বায়স্কোপ
31/07/2023

আমরা সবাই-ই কোন দিক না কোন দিক দিয়ে শেষ হয়েই যাচ্ছি!

Credit’s - বায়স্কোপ

হোক,,,,💔
31/07/2023

হোক,,,,💔

08/07/2023

🥀

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Robiul Islam publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Robiul Islam:

Vidéos

Partager

Entreprises De Médias á proximité