09/10/2024
নারী কীসে আটকায়?
এই যে মাথার উপরে একটা ভরসার হাত দেখতে পাচ্ছে- সে হাতের লোভের আটকায়।
যে হাত ছাঁয়া দেয়,
সম্মান দেয়,
মানসিক শান্তি দেয়,
সাপোর্ট দেয়।
যে হাত নারীকে আটকাতে চায়না,
যে হাত নারীকে প্রায়োরিটি দেয়না,
যে হাত থেকে নারী সুরক্ষা পায়না,সম্মান পায়না -
সে হাত নারী চায়না।
মেয়েটা ভীষণ পরিশ্রমী,
তার কথা, তার কাজ কে আমি যথেষ্ট সম্মান করি।
ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন না দেখে,
পরিশ্রম করা শিখুন,লাখ টাকা দুয়ারে এসে যাবে।
চিরদিন কেউ পাশে থাকার প্রতিজ্ঞা নিয়ে জীবনে আসেনা।
আজ বা কাল যে কোন মূহুর্তে যে কোন কিছু ঘটে যেতে পারে।
সব রকম পরিস্থিতি সামলে নিজেকে যেন অবিচল রাখতে পারে,
ভাইয়ার এমন পরিস্থিতি তে যেন নিজেকে শক্ত রাখতে পারে,
তাদের দুজনের জন্য দোয়া।
Copy Post