Md.Moktar Hosen

Md.Moktar Hosen মোঃমোক্তার হোসেন,মনোহরদী,নরসিংদী।

15/12/2024

.

ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলার যুবাদের আন্তরিক অভিনন্দন ❤️❤️❤️
08/12/2024

ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলার যুবাদের আন্তরিক অভিনন্দন ❤️❤️❤️

29/11/2024

আসসালামু আলাইকুম।

"বিদ্যুৎ বন্ধের নোটিশ"

আগামীকাল ৩০.১১.২০২৪ খ্রিঃ তারিখ রোজ শনিবার সড়ক ও জনপথের রাস্তা সম্প্রসারন কাজের জন্য বৈদ্যুতিক লাইন স্থানান্তর করা হবে বিধায় মনোহরদী পৌরসভা, চন্দনবাড়ি, লেবুতলা, শেখেরবাজার,হাফিজপুর ইউনিয়নে সকাল ৯:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বন্ধের বিষয়টি সম্মানিত গ্রাহকগণকে মাইকিং এর মাধ্যমে জানানো হয়েছে। কাজ শেষ হলে নির্ধারিত সময়ের পূর্বেই লাইন চালু হতে পারে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দু:খিত।

ডিজিএম
মনোহরদী পল্লী বিদ্যুৎ অফিস।

লাখো মুসলিমের পরম দুআ ও মমতায় সিক্ত শহীদ সাইফুল ইসলাম আলিফ। ইনশাআল্লাহ, শাহাদাতের এ পবিত্র রক্তে উজ্জীবিত হবে গোটা উম্ম...
27/11/2024

লাখো মুসলিমের পরম দুআ ও মমতায় সিক্ত শহীদ সাইফুল ইসলাম আলিফ। ইনশাআল্লাহ, শাহাদাতের এ পবিত্র রক্তে উজ্জীবিত হবে গোটা উম্মাহ। উগ্রবাদ ও চরমপন্থা মুকাবিলায় আপনার নাযরানা আল্লাহ কবুল করুন। জেনে রাখুন হে শহীদ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়— আপনার পথেই হাঁটবে আগামীর তরুণরা।

মনোহরদী উপজেলার নবাগত নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল জিহান স্যার৷ আমার পেইজের পক্ষ থেকে স্যার কে শুভেচ্ছা ও অভিনন্দন...
24/11/2024

মনোহরদী উপজেলার নবাগত নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল জিহান স্যার৷

আমার পেইজের পক্ষ থেকে স্যার কে শুভেচ্ছা ও অভিনন্দন।

জুম্মা মোবারক।
22/11/2024

জুম্মা মোবারক।

আলহামদুলিল্লাহ  🤲আমাদের নতুন মুসলমান ভাই  ↩️চালাকচর শীল পাড়ার কার্তিক চন্দ্র শীল (সেলুন এর মালিক ) সর্বজন পরিচিত স্বেচ্...
20/11/2024

আলহামদুলিল্লাহ 🤲

আমাদের নতুন মুসলমান ভাই ↩️

চালাকচর শীল পাড়ার কার্তিক চন্দ্র শীল (সেলুন এর মালিক ) সর্বজন পরিচিত স্বেচ্ছায় স্ব-জ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে সে আল্লাহকে পাবার আশায় তার পৈত্রিক ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের জন্য মনোনিবেশ করেছে এবং সকল আইনি প্রক্রিয়া ইতিমধ্যে সম্পূর্ণ করে তার নাম করন করা হলো মোহাম্মদ আব্দুল্লাহ, তারই প্রেক্ষিতে আজকে বাদ এশা বড় মির্জাপুর মাদ্রাসায় ঐতিহ্যবাহী মাহফিলে তার প্রিয় শায়েখ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সাহেবের হাতে আনুষ্ঠানিক বায়াত গ্রহন করবে।
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইসলাম পূর্বের সমস্ত পাপকে মিটিয়ে দেয়,
অর্থাৎ যে ব্যক্তি ইসলাম গ্রহণ করল তার পূর্বের সকল গুনাহ মাফ হয়ে গেল। আমার প্রিয় বন্ধু তোমাকে ইসলামের শান্তিপূর্ণ ছায়াতলে স্বাগতম,আল্লাহপাক তোমাকে নেক এবং দীর্ঘ এবং সুস্থ হায়াত দান করুক। এবং বেশি বেশি দ্বীনের খেদমত ও কেয়ামত পর্যন্ত দ্বীনের সাথে অব্যাহত থাকার তৌফিক দান করুক, আমিন 🤲

আলহামদুলিল্লাহ........... আগামী ১৫,১৬,১৭ নভেম্বর,  জামিয়া ইসালামিয়া হানিফিয়া বাঘিবাড়া, মনোহরদী, নরসিংদী।৩দিন ব্যাপি ইসলা...
12/11/2024

আলহামদুলিল্লাহ...........
আগামী ১৫,১৬,১৭ নভেম্বর, জামিয়া ইসালামিয়া হানিফিয়া বাঘিবাড়া, মনোহরদী, নরসিংদী।৩দিন ব্যাপি ইসলাহী ইজতেমা।

নরসিংদীর মনোহরদীতে আনিকা নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হন তার খালা পাপিয়া আক্তা...
04/11/2024

নরসিংদীর মনোহরদীতে আনিকা নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হন তার খালা পাপিয়া আক্তার।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে মনোহরদী সরকারি কলেজ সংলগ্ন আব্দুস সাত্তার মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আনিকা (১৫) বেলাব উপজেলার পোড়াদিয়া গ্রামের শাহাজাদা নূরে আলমের মেয়ে। সে কৃষ্ণপুর ভোকেশনাল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। আহত পাপিয়া আক্তার (৪৯) মৃত আব্দুস সাত্তার মাস্টারের স্ত্রী। মায়ের নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ে চাকরি করার সুবাদে খালা পাপিয়ার বাড়িতে থেকে পড়াশোনা করত আনিকা।

স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে পাপিয়া আক্তার রক্তাক্ত শরীর নিয়ে বাসা থেকে বের হয়ে চিৎকার করতে থাকে। এ সময় প্রতিবেশীরা তার বাড়িতে ঢুকে তার বোনের মেয়ে আনিকার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে পাপিয়াকে আহত অবস্থায় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয় লোকজন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

মনোহরদী থানার ওসি মোহাম্মদ জুয়েল জানান ঘটনাস্থল থেকে তরুণীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের খালা পাপিয়াকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় রেফার্ড করেছেন চিকিৎসকরা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে রক্তমাখা চাপাতি।

আলহামদুলিল্লাহ তুরস্কের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের,,, হাফেজ মুয়াজ
03/11/2024

আলহামদুলিল্লাহ
তুরস্কের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের,,, হাফেজ মুয়াজ

23/10/2024
22/10/2024

আলোচনা করছেন
ড.আবুল কালাম আজাদ বাশার।

21/10/2024
প্রথমবারের মত মেয়েদের টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড।
21/10/2024

প্রথমবারের মত মেয়েদের টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড।

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Md.Moktar Hosen publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Vidéos

Partager