King of the world

King of the world Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de King of the world, Distributeur de livres et magazines, Democratic Republic of the.

অব‌শে‌ষে সি‌রি‌য়া মুক্ত হ‌লো। ‌আরব বসন্ত তথা তিউনি‌সিয়া, লি‌বিয়া, ইরাক এবং মিশ‌রের পর এবার সি‌রিয়া। ত‌বে তিউনি‌সিয়া, লি...
08/12/2024

অব‌শে‌ষে সি‌রি‌য়া মুক্ত হ‌লো। ‌আরব বসন্ত তথা তিউনি‌সিয়া, লি‌বিয়া, ইরাক এবং মিশ‌রের পর এবার সি‌রিয়া। ত‌বে তিউনি‌সিয়া, লি‌বিয়া, ইরাক, মিশ‌রে মা‌র্কিন দখলদার , আগ্রাসন জয়লাভ ক‌রে‌ছে। কিন্তুু এবার সি‌রিয়া তার উল্টো। কারন সি‌রিয়া এখন মা‌র্কিন দখলদার মুক্ত হ‌য়ে‌ছে। বলা যায় অফগা‌নিস্তা‌নের পর এবার ২য় রাষ্ট্র হি‌সে‌বে সিরিয়া মা‌র্কিন দখলদার মুক্ত হ‌য়ে‌ছে। আল-হামদু‌লিল্লাহ। ইনশাআল্লাহ ইসলা‌মের বিজয় অবশ‌্যম্ভাবী

রাই‌সির মৃত‌্যু দূর্ঘটনা না‌কি হত‌্যাকাণ্ড!
21/05/2024

রাই‌সির মৃত‌্যু দূর্ঘটনা না‌কি হত‌্যাকাণ্ড!

14/05/2024

বি‌য়ের পূ‌র্বে একজন পুরুষ খুব ভা‌লো প্রেমিক হ‌তে পা‌রে, ‌বি‌য়ের পর ঐ প্রেমিক ভা‌লো স্বামী হ‌তে পা‌রেনা।

13/05/2024

GPA 5 না পে‌য়ে আত্মহত‌্যা ক‌রে‌ছে এর মা‌নে কি? GPA 5 এর মূল‌্য কি জীব‌নের মূ‌ল্যের চে‌য়ে বে‌শি হ‌য়ে গে‌লো। গাধার স্ব‌র্গে বসবাস।

13/05/2024

ফজ‌রের দু রাকাত সুন্নত দু‌নিয়া এবং এতে যা কিছু আ‌ছে তার চে‌য়ে উত্তম। আল হা‌দিস।

12/05/2024

আজ‌কে এসএস‌সি রেজা‌ল্টে বে‌শির ভাগ ভা‌গিনায় A+ Golden A+ পাওয়ার সৌভাগ‌্য অর্জন ক‌রে‌ছে।

10/05/2024

আমারও তো মন চায় কেউ আমা‌কে ভা‌লোবাসুক। কা‌রো বু‌কে মাথা রে‌খে আ‌মি ঘুমাই। কেউ আমা‌কে প্রাণ ভ‌রে ভা‌লোবাসুক। রা‌তে কা‌রো জন‌্য আ‌মি অ‌পেক্ষা ক‌রি, সে অ‌ফিস থে‌কে আস‌বে, ফ্রেস হ‌বে, আ‌মি গামছা বা‌ড়ি‌য়ে দে‌বো, তারপর দুজন মি‌লে ভাত খা‌বো। ভাত‌ খে‌য়ে দুজন লাইট অফ ক‌রে শু‌য়ে পড়‌বো। তারপর সে আমা‌কে আদর কর‌বে। আমার সমস্ত শরীর নি‌য়ে খেল‌বে। আমার ঠোঁট ওর ঠোঁটে ঢু‌কে যা‌বে। আমার স্তন গ্রীবা পেট পিঠ না‌ভি সব কিছু তার স্প‌র্শে আ‌মি পাগল হ‌য়ে যা‌বো। দুম‌ড়ে মুচ‌ড়ে যা‌বে আমার শরীর মন। অব‌শে‌ষে বু‌কে মাথা রে‌খে ঘু‌মি‌য়ে পড়‌বো। না আ‌মি আর পার‌ছিনা। নি‌জের পা‌য়ে দাঁড়া‌বো ব‌লে আজ উ‌ঠে দাঁড়া‌তে পার‌ছিনা। প‌রিবার থে‌কে অ‌নেক দূ‌রে ভিন্ন এক শহ‌রে। পা‌শে কেউ নেই। সব আ‌ছে। ভা‌লো চাক‌রি, টাকা ক‌ড়ি, সোনাদানা, কাপড়-‌ছোপড়, দাপট, ক্ষমতা, নেই শুধু সে একজন। মস্ত বড় সরকা‌রি অ‌ফিসার আ‌মি। বয়স ৩৫ ছুঁই ছুঁই। যারা আমাকে ২০ এর মাথায় ভা‌লোবে‌সে জীবন দি‌বে বল‌ছে তারা এখন কেউ আমার খোঁজ নেয়না। কল কর‌লেও রোমা‌ন্টিক কোন কথা ব‌লেনা। তারা সবাই কোন নগ্ন রমণী‌কে নি‌য়ে রাত কাটায়। শুধু আ‌মি রইলাম একা। এই শহ‌রে। এই অা‌লিশান বাসায়। সাজা‌নো গোছা‌নো মানুষহীন সংসা‌রে। খব‌রের পর খবর আ‌মি প‌ড়ি। মোবাই‌লের টা‌চে আমার আঙ্গুলের চাপ প‌ড়ে আ‌ছে। অামার বেলায় সবাই স্বার্থপর হ‌য়ে গে‌ছে। আ‌মি কাউ‌কে আবদার কর‌তে পা‌রিনা। হুকুম দি‌লে কাজ সমাপ্ত হ‌য়ে যায় কিন্তু কেউ আদর ক‌রে ভা‌লো‌বে‌সে কা‌ছে আ‌সেনা। শরী‌রের ঘাম মু‌ছে দেয়না। বাবা অবসর। টাকার অভাব নাই। ভাই‌দের সংসারে আমার মূল‌্য আ‌ছে কিন্তু রাতে ওরাও সবাই দুজন হয়, আ‌মি থা‌কি একা। এ জীবন আ‌মি আর চাইনা। আমার রাস্তায় বের হ‌তে ঘেন্না লা‌গে। পরপুরু‌ষের সা‌থে অ‌ফিস কর‌তে মন চায়না। আমার টাকা লাগ‌বেনা। লাগ‌বেনা উঁচু কোন দালান ঘর। উন্নত মা‌নের সোফা। হাতে দামি আই‌ফোন। চো‌খে র‌ঙ্গিন চশমা। আ‌মি আর কতকাল এভা‌বে একা প‌রে থাক‌বো দা‌মি দা‌মি খ‌া‌টে। টাইল্স করা বাসায়। আ‌মি চাই একটা তু‌মি অথবা সে। না থাকুক তার মহা মূল‌্যবান জব, দা‌মি হাত ঘ‌ড়ি, খাঁ‌টি চামড়ার শু। আ‌মি চাই ফুটপা‌তের শার্ট প‌রি‌হিত ঘা‌মের গন্ধ, ঘ‌ড়িহীন কোন হাত। নগ্ন বুক। লোমযুক্ত শক্ত হা‌তের স্পর্শ। ও‌হে আমা‌কে বাঁচাও। কে আছো? আ‌মি বাঁচ‌তে চাই। বাঁচাও।

Adresse

Democratic Republic Of The
CTG

Téléphone

+8801813210398

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque King of the world publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à King of the world:

Partager