নকলার আশেপাশের খবর

নকলার আশেপাশের খবর আসসালামু আলাইকুম,,,নকলার আশে পাশের খবর পেজে আপনাদের সবাইকে সাগতম,,,সবাই আমার পেজটা ফলো করবেন🥀🥀

নকলায় যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামীসসহ শ্বশুর-শাশুড়ি আটকপ্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, শেরপুর নকলায় যৌতুকের জ...
06/01/2024

নকলায় যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামীসসহ শ্বশুর-শাশুড়ি আটক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪,

শেরপুর নকলায় যৌতুকের জন্য সাজেদা খাতুন (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে উরফা ইউনিয়নের খিচা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সাজেদার স্বামী হামিদুল ইসলাম (২২), শ্বশুর জমির উদ্দিন (৫০) এবং শাশুড়ি হামিদা খাতুনকে (৪৫) আটক করেছে।

মৃত সাজেদা নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের কৈয়াকুড়ি নামাপাড়া গ্রামের দিনমজুর সাজু মিয়ার মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানা গেছে, প্রায় দুই বছর আগে সাজেদার বিয়ে হয় খিচা গ্রামের হামিদুলের সঙ্গে। তাঁদের ৬ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের সময় কথা ছিল সাজেদার বাবা তাঁর মেয়ের জামাতা হামিদুলকে দেড় লাখ টাকা যৌতুক দেবেন। কিন্তু অভাবের সংসারে সাজেদার বাবা যৌতুকের এক লাখ টাকা মেটাতে পারলেও বাকি টাকার জন্য সাজেদার ওপর শুরু হয় স্বামী, শ্বশুর ও শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতন। নির্যাতন সইতে না পেরে সাজেদা মাস তিনেক আগে তার শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যায়।

গতকাল শুক্রবার বিকেলে সাজেদার শ্বশুর জমির সাজেদাদের বাড়িতে গিয়ে সাজেদার বাবা সাজুকে যৌতুকের বাকি ৫০ হাজার টাকার জন্য চাপ দেয়। পরে যৌতুকের টাকা খুব তাড়াতাড়ি পরিশোধ করে দেওয়ার আশ্বাস পেয়ে জমির পুত্রবধূ সাজেদাকে সন্ধ্যায় বাড়িতে নিয়ে যায়।
আজ সকালে শ্বশুর বাড়ি থেকে মোবাইল ফোনে সাজেদার বাবাকে তাঁর মৃত্যু সংবাদ জানানো হয়।

নকলা থানার উপপরিদর্শক (এসআই) হাসিবুল হাসান বলেন, খবর পেয়ে সাজেদার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাজেদার স্বামী হামিদুল, শ্বশুর জমির এবং শাশুড়ি হামিদাকে আটক করা হয়েছে। সুরতহাল রিপোর্ট করার সময় সাজেদার মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

জাতীয় দৈনিক পত্রিকা আমাদের অর্থনীতিতে প্রকাশ নকলার খবর
05/12/2023

জাতীয় দৈনিক পত্রিকা আমাদের অর্থনীতিতে প্রকাশ নকলার খবর

01/12/2023

সবাইকে লাইভটি দেখার জন্য অনুরোধ করা হলো।

25/11/2023

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque নকলার আশেপাশের খবর publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager

Type