Adnan Mohammad Shofiq

Adnan Mohammad Shofiq নিঃসন্দেহে এক আল্লাহ সুবহানওয়াতা'আলার
ইবাদত ও বন্দেগী করুন
শিরক মুক্ত ইবাদত করুন
বেদাতমুক্তআমলকরুন

04/09/2024
13/07/2024

সকল অবস্থায় স্বামীর আনুগত্য করতে হবে

29/06/2024

ভারতের ওপর দিয়ে বাংলাদেশের রেল ট্রানজিটের গল্প ভুয়া?

ভুটানে কোন রেল পথ নাই,এটা আইওয়াশ- বাংলাদেশকে গিলে খাওয়ার পায়তারা ভারতের !

রেলপথে আদৌ নেপাল-ভুটান যাওয়া সম্ভব?

সাড়ে পাঁচশ কিলোমিটার দূর বাংলাদেশ থেকে

29/06/2024

মানুষ নিজের জন্য দোয়া করে

25/06/2024

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পছন্দের খাবার
সহীহ বুখারী হাদিস নাম্বার ৫৩৭৯

23/06/2024

‎حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ كُنَّا نَغْزُو مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلَيْسَ لَنَا شَىْءٌ فَقُلْنَا أَلاَ نَسْتَخْصِي فَنَهَانَا عَنْ ذَلِكَ ثُمَّ رَخَّصَ لَنَا أَنْ نَنْكِحَ الْمَرْأَةَ بِالثَّوْبِ، ثُمَّ قَرَأَ عَلَيْنَا ‏{‏يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تُحَرِّمُوا طَيِّبَاتِ مَا أَحَلَّ اللَّهُ لَكُمْ وَلاَ تَعْتَدُوا إِنَّ اللَّهَ لاَ يُحِبُّ الْمُعْتَدِينَ‏}‏‏.‏

‘আবদুল্লাহ ইব্‌নু মাস’উদ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর সঙ্গে জিহাদে অংশ নিতাম; কিন্তু আমাদের কোন কিছু ছিল না। সুতরাং আমরা রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর কাছে বললাম, আমরা কি খাসি হয়ে যাব? তিনি আমাদেরকে এ থেকে নিষেধ করলেন এবং কোন মহিলার সঙ্গে একটি কাপড়ের বদলে হলেও বিয়ে করার অনুমতি দিলেন এবং আমাদেরকে এই আয়াত পাঠ করে শোনালেনঃ অর্থাৎ, “ওহে ঈমানদারগণ! পবিত্র বস্তুরাজি যা আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছেন সেগুলোকে হারাম করে নিও না আর সীমালঙ্ঘন করো না, অবশ্যই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ভালবাসেন না।” (আল-মায়িদাহ ৫: ৮৭)

সহিহ বুখারী, হাদিস নং ৫০৭৫

22/06/2024

কিভাবে সুখী পরিবার গঠন করা যায়
শায়েখ ডঃ মোহাম্মদ মাঞ্জুরে ইলাহী

19/06/2024

‎حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالاَ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، ح وَحَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، - وَاللَّفْظُ لَهُ - قَالَ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي نَافِعٌ، مَوْلَى ابْنِ عُمَرَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ كَانَ الْمُسْلِمُونَ حِينَ قَدِمُوا الْمَدِينَةَ يَجْتَمِعُونَ فَيَتَحَيَّنُونَ الصَّلَوَاتِ وَلَيْسَ يُنَادِي بِهَا أَحَدٌ فَتَكَلَّمُوا يَوْمًا فِي ذَلِكَ فَقَالَ بَعْضُهُمُ اتَّخِذُوا نَاقُوسًا مِثْلَ نَاقُوسِ النَّصَارَى وَقَالَ بَعْضُهُمْ قَرْنًا مِثْلَ قَرْنِ الْيَهُودِ فَقَالَ عُمَرُ أَوَلاَ تَبْعَثُونَ رَجُلاً يُنَادِي بِالصَّلاَةِ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ يَا بِلاَلُ قُمْ فَنَادِ بِالصَّلاَةِ ‏"‏ ‏.‏

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, মুসলিমরা মাদীনায় আসার পর একত্রিত হয়ে নির্দিষ্ট সময়ে সলাত আদায় করতেন। এজন্যে কেউ আযান দিত না। একদিন ব্যাপারটি নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করল। তাদের একজন বলল, নাসারাদের নাকূসের একটি অনুরূপ একটি নাকূস (ঘন্টা) ব্যবহার কর। তাদের অপরজন বলল, ইয়াহূদীদের শিঙ্গার অনুরূপ একটি শিঙ্গা ব্যবহার করে। ‘উমার (রাঃ) বললেন, তোমরা সলাতের জন্য ডাকতে একটি লোক পাঠাও না কেন? রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ হে বিলাল! উঠো এবং সলাতের জন্যে ডাক।

সহিহ মুসলিম, হাদিস নং ৭২৩

18/06/2024

বিপরীত লিঙ্গের মানুষটির সাথে চ্যাটিং এ বিষয়ে
শায়েখ ডক্টর সোলায়মান আর রুহানি হাফিজুল্লাহ

18/06/2024

ইহুদিদের কাছ থেকে খাদ্য ক্রয় করার ব্যাপারে
শায়েখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিল রাহিমুল্লাহ

17/06/2024

দুনিয়ার জীবনে আনন্দদায়ক ভোগ কি

14/06/2024

বেনামাজি অবস্থায় মারা গেলে তার বিধান

14/06/2024

জাহান্নাম জান্নাতের বিস্তারিত

10/06/2024

ইরাকের কারবালার মাটিতে হযরত হোসাইন মারা যাওয়ার ৪৯ বছর আগে ফাতেমা রাদিয়াল্লাহু তা'আলা আনহু মারা গিয়েছেন
শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

07/06/2024

ব্যক্তিত্ব কাকে বলে
শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ

Adresse

শরীয়তপুর সদর প্রেমতলা
Democratic Republic Of The
8000

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Adnan Mohammad Shofiq publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Vidéos

Partager