Sukla Mondal

Sukla Mondal Hi.I am Sukla Mondal is a vlogger.I have a YouTube channel. please fallow me to get my vedios all time
(1)

আমাদের দেশের মেয়েরা কি সত্যিই স্বাধীন? আমাদের দেশের মেয়েরা কি সত্যিই সুরক্ষিত? তাহলে সন্ধ্যার পরে কেনো তারা বাড়ি থেকে...
15/08/2024

আমাদের দেশের মেয়েরা কি সত্যিই স্বাধীন? আমাদের দেশের মেয়েরা কি সত্যিই সুরক্ষিত? তাহলে সন্ধ্যার পরে কেনো তারা বাড়ি থেকে বের হতে পারে না? না আমদের দেশ এখনো স্বাধীন না । আমরা এখনো স্বাধীন না।
কারণ এখনো মেয়েদর বলা হয় যে
সে কি ধরনের জমা পড়বে
সে লক্ষ্মী হবে নাকি কালী হবে
সে কখন বাড়ি ফিরবে
সে কারাটে শিখবে কি না
সে কতদূর পড়াশুনা করবে
ইত্যাদি ইত্যাদি
যদি সত্যিই আমাদের দেশের মেয়েরা সুরক্ষিত হতো তাহলে একটা নিরীহ প্রাণ (মৌমিতা দেবনাথ)এভাবে শেষ হয়ে যেত না। অনেক তো হলো এবার ছেলেদের পরিবর্তন হতে বলুন।
আমাদের না
নিজেদের ছেলেদের বাবুসোনা না বলে চর মেরে মেয়েদের সম্মান করতে সেখান। একবার ভেবে দেখুন তো যেই নিরীহ প্রাণটা শেষ হয়ে গেল সেই প্রাণ টা শেষ হবার সময় কতটাই না কষ্ট পেয়েছে...
একটা শরীর
18/20 জন পুরুষ
113 টা কামোরের দাগ
2 জন ব্যক্তি মৌমিতার পা দুটো চেপে ধরেছিল তাদের মধ্যে একজন তার কলিগ হ্যাঁ আবারও বলছি তাদের মধ্যে একজন তার কলিগ।
এর থেকেই বোঝা যাচ্ছে যে মেয়েরাই মেয়েদর চরম শত্রু।
তাই আমরা চাই যে আমাদের দেশের মেয়েদের সুরক্ষার ব্যবস্থা করা হোক আর যেই নিরীহ প্রাণটা ( মৌমিতা দেবনাথ) শেষ হয়ে গেল সে যেন সুবিচার পাই এবং তার অপরাধীদের খুব শিগগিরই খুঁজে বের করে কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করা হোক.....
😭😭😭

# We Want Justice For Moumita Debnath
🙏🙏🙏

ওরা আমায় এভাবে কেনো মারল মা??.........মা আমি তো যেমন ডিউটিতে  যাই সেরকমই ডিউটিতে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজ...
15/08/2024

ওরা আমায় এভাবে কেনো মারল মা??.........

মা আমি তো যেমন ডিউটিতে যাই সেরকমই ডিউটিতে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন!! আমি তো আমার জুনিয়র দের সাথে একসাথে কতো গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম, জানো মা অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা,ওটাই আজ খেয়েছিলাম, তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই শেষ খাওয়া , এটাই শেষ গল্প ..... ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা, আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল, একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম, তখনও যদি বুঝতাম মা, সারাজীবনের মতো বিশ্রামে চলে যাবো, তখন ভোররাত আমি ওয়ার্ডে একা তখন, ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদর টা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম শুধু,,, সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে..... ছিঃ!!! মা আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো অনেক অনেক বার আমি বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম " বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও!!" কিন্তু কেউ আমার চিৎকার, আমার আর্তনাদ শুনতে পায়নি জানোতো মা, আর ওরা আরও পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো..... খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা!!! আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো, আমি এটাও বললাম যে " আমাকে ছেড়ে দাও,দয়া করে, ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলব না, আমাকে যেতে দাও..." কিন্তু ওরা আর আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটা দিলো না, দিলো না তোমার কোলে শেষ বারের মতো মাথা রাখতে দিতে, দিলো না শেষবার তোমার হাসি ভরা মুখ টা দেখার সুযোগ , দিলো না বাবার স্বপ্নে তার রাজকন্যার বড়ো ডাক্তার হওয়ার কাহানী কে সত্য করতে !!! আমার গলা টিপে ধরে নিজেদের সর্ব শক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো মা, আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার কিন্তু হয়তো আজ ভগবান ও চায়নি যে আমি হয়তো বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার হাড় ভেঙে যায়...ওরা আমায় ওভাবেই ওখানে ফেলে রেখে চলে যায় ওই বিবস্র ভাবে..... সকালে সবাই আসে ,কিন্তু একি!! আআআ মি কারোর সাথে কথা কেনো বলতে পারছিনা? তোমাকেও দেখতে পাচ্ছি, তোমায় কত করে ডাকছি তুমি শুনতে কেনো পারছোনা মা, আমার ডাক?? ওওও মা, মা গো এইতো দেখো দেখোনা মা, ও মা এইতো আমি, তুমি কাঁদছো কেনো?? কি হয়েছে তোমার?? ও মা!!! দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদছে, লাশটার মুখ দেখতে পেয়ে আআআমি শিউরে উঠি.... এ কিহ!!! এটা যে আমারই নিথর দেহ!!! আমি কি তবে মারা গেছি?? আমিও কাঁদতে শুরু করলাম, সবাই আমার এই মৃত্যু তে শোকাহত.... সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে, সবাই বিদ্রোহ করছে!!! কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম!! আমার শেষটা তো আরো ভালো হতে পারত বলো মা?? দেখো না মা ওরা আমার মুখের, দেহের কী বিচ্ছিরি অবস্থা করেছে দেখো মা!! আমার চিৎকার করতে ইচ্ছে করছে!!! কিন্তু আমার আওয়াজ এখনো কেউ শুনতে পারছে না, আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি,কিন্তু একটা কেউ আমার এই চিৎকার শুনতে পারছে না!! কেউ না........ (সংগৃহীত)
😭😭

❤️💝 Happy Holi ❤️💝
25/03/2024

❤️💝 Happy Holi ❤️💝

জয়পুরের অনুষ্ঠানে সকলে একসাথে ☺️😍🥰
13/03/2024

জয়পুরের অনুষ্ঠানে সকলে একসাথে ☺️😍🥰

19/02/2024

চিত্রাঙ্গদা নৃত্যনাট্য এর কিছু মুহূর্ত।।

ভেঙে পড়াটা জীবন না।             ভেঙে পড়ার পর নিজেকে       নতুভাবে তৈরি করাটাই হলো জীবন।।                       ❤️❤️❤️
28/11/2023

ভেঙে পড়াটা জীবন না।
ভেঙে পড়ার পর নিজেকে
নতুভাবে তৈরি করাটাই হলো জীবন।।
❤️❤️❤️

এটা খুব ভালো একটা গল্পের বই।চাইলে সংগ্রহ করতে পারেন।।            ☺️☺️☺️
18/11/2023

এটা খুব ভালো একটা গল্পের বই।
চাইলে সংগ্রহ করতে পারেন।।
☺️☺️☺️

❤️❤️❤️Filling Neture ❤️❤️❤️
10/10/2023

❤️❤️❤️Filling Neture ❤️❤️❤️

28/09/2023

Funny video 😂😂😂

26/09/2023

বুঝলে প্রিয় ... ❤️❤️🌹🌹

25/09/2023

রবিঠাকুরের একটা কথা আজ খুব মনে পড়ছে ...

21/09/2023

কাউকে ব্লক করার আগে একবার ভেবে দেখো যে সেই মানুষটার ঠিক কি পরিস্থিতি হতে পারে।।

20/09/2023

☺️🤭😜🤘

18/09/2023

প্রিয় তুমি হাসলে মানসিক শান্তি পাওয়া যায় ☺️☺️

17/09/2023

কোনো মা তার সন্তানের ওপর কোনো অভিযোগ করে না...।।

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Sukla Mondal publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Vidéos

Partager

Entreprises De Médias á proximité