ফ্রিল্যান্সিং জগৎটাই এ রকম কোনো বয়সের ভেদাভেদ নেই।
● বয়স তো মাত্র সংখ্যা, ইচ্ছা শক্তি আর সাপোর্ট পেলেই অসম্ভব কেও সম্ভব করা যায়, যদি চাওয়া টা হয় নিখুঁত, তাহলে পাওয়া টা সুনিশ্চিত। 🌸
ফ্রিল্যান্সিং করতে কোনো নির্দিষ্ট বয়স লাগে না।
অতিরিক্ত মেধাবী হওয়া লাগে না।
প্রয়োজন শুধু নিজের দক্ষতা,, নিজের আত্মবিশ্বাস ও পরিশ্রম।।✊
#enterpreneur
#happyfreelancinglife
এবার ঘরে বসে ফ্রিল্যান্সিং শিখে আয় করা হোক ঘরে বসেই! ✅
ফ্রিল্যান্সিং হচ্ছে সমুদ্রে মাছ ধরার মতো।
এটা বাংলাদেশ ভাই এইখানে পড়ালেখার কোনো দাম নাই 🙂।
Bangladesh Fact 😅💔
#happyfreelancinglife
#happaydigitalmarketing
#sohelranafahim07
সামন্য চেষ্টা,
ইনশাআল্লাহ সামনে ভালো কিছু করার প্রত্যাশা 😊💝
আপনার একটা মোবাইল ফোন, ল্যাপটপ অথবা কম্পিউটার আছে..?
- তাহলে এই ফ্রি সেমিনার গুলো আপনার জন্য।
👉 আগ্রহীরা যোগাযোগ করুন 👈
প্রতিটা মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসি, কে না চাই সুখি ও সুন্দর জীবন।
কিন্তু পরিস্থিতি এখন অনেকটা বিপরীত।চাকরী, ব্যাবসা,টিউশন এই নিয়ে ভাবনা আজ দুষ্কর।
প্রশ্ন একটাই কি করবো?
যুগের পরিবর্তনের সাথে সাথে আপনি ঘরে বসেই স্কিল ডেভেলপ করার মধ্যেই দিয়েই ঘরে বসেই হতে পারি চিন্তা মুক্ত।
চিন্তা কে দূর করার জন্য আমরা করতে পারি ফ্রিল্যান্সিং!!
#happyfreelancing
#makemoneyonline
#changelifestyle
ফ্রিল্যান্সাররা কাজ করে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। কিন্তু পেশা হিসেবে এটি এখনো সেভাবে প্রতিষ্ঠিত হয়নি। যার কারণে ফ্রিল্যান্সারদের নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। এবার ফ্রিল্যান্সারদেরকে সরকারিভাবে পরিচয়পত্র প্রদান করা হবে। সেই সঙ্গে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে পে-পাল চালু করা হবে।
- জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।
প্রতিটা মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসি, কে না চাই সুখি ও সুন্দর জীবন।
কিন্তু পরিস্থিতি এখন অনেকটা বিপরীত।চাকরী, ব্যাবসা,টিউশন এই নিয়ে ভাবনা আজ দুষ্কর।
প্রশ্ন একটাই কি করবো?
যুগের পরিবর্তনের সাথে সাথে আপনি ঘরে বসেই স্কিল ডেভেলপ করার মধ্যেই দিয়েই ঘরে বসেই হতে পারি চিন্তা মুক্ত।
চিন্তা কে দূর করার জন্য আমরা করতে পারি ফ্রিল্যান্সিং!!