Freelancer Fahad

Freelancer Fahad I AM A DIGITAL MARKETER

I CAN DO IT

IN SHA ALLAH

NEVER GIVE UP ���

20/07/2023

ফ্রিল্যান্সিং জগৎটাই এ রকম কোনো বয়সের ভেদাভেদ নেই।

● বয়স তো মাত্র সংখ্যা, ইচ্ছা শক্তি আর সাপোর্ট পেলেই অসম্ভব কেও সম্ভব করা যায়, যদি চাওয়া টা হয় নিখুঁত, তাহলে পাওয়া টা সুনিশ্চিত। 🌸

ফ্রিল্যান্সিং করতে কোনো নির্দিষ্ট বয়স লাগে না।
অতিরিক্ত মেধাবী হওয়া লাগে না।
প্রয়োজন শুধু নিজের দক্ষতা,, নিজের আত্মবিশ্বাস ও পরিশ্রম।।✊


♦️বর্তমানে ৮০% মানুষই ফ্রিল্যান্সিং এর সঠিক মানে জানে না। কিন্তু বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পেশা হলো ফ্রিল্যান্সিং।🥰কারন শু...
19/07/2023

♦️বর্তমানে ৮০% মানুষই ফ্রিল্যান্সিং এর সঠিক মানে জানে না।
কিন্তু বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পেশা হলো ফ্রিল্যান্সিং।🥰
কারন শুধু মাত্র এই সেক্টরেই আপনি নিজের স্বাধীনমত কাজ করতে পারবেন আর নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন।😇
তবে অনেকেরই জানা নেই কিভাবে এই সেক্টর এ কাজ শুরু করবে এবং ফ্রিল্যান্সিংটা আসলে কি, তাদের জন্যই আমাদের এই ফ্রী ক্লাস এর আয়োজন, যেখানে-
★ ফ্রিল্যান্সিং কি?
★ কিভাবে শুরু করবেন?
★ কিভাবে ইনকাম হয়?
★ কিভাবে শিখবেন?
কোন বিষয় এ ফ্রিল্যান্সিং করলে সহজে ও কম সময়ে ভালো কাজ পাওয়া যাবে?

প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে আমাদের একটা চমৎকার ফ্রিল্যান্সিং বিষয়ক অনলাইন ফ্রী ক্লাস এর আয়োজন করা হয়েছে😊
অনলাইন ক্লাসে অংশ গ্রহণ করতে শুধু zoom apps থাকতে হবে।
🎆 বিস্তারিত জানতে ইনবক্স এ যোগাযোগ করতে পারেন।
ধন্যবাদ।🥰

🔰🔰★ ডিজিটাল মার্কেটিং কি?🤔🤔✌️✌️≈ ডিজিটাল মার্কেটিং হলো এমন প্রক্রিয়া যার মাধ্যমে কোন ব্যক্তি বা প্রতিষ্টানের পন্য বা সেব...
18/07/2023

🔰🔰★ ডিজিটাল মার্কেটিং কি?🤔🤔

✌️✌️≈ ডিজিটাল মার্কেটিং হলো এমন প্রক্রিয়া যার মাধ্যমে কোন ব্যক্তি বা প্রতিষ্টানের পন্য বা সেবার তথ্য অনলাইনের মাধ্যমে অল্প সময়ে, অল্প খরচে অধিক কাস্টমারের কাছে পৌঁছে দেয়া।🥰🥰

🔰🔰★ ডিজিটাল মার্কেটিং দিয়ে কিভাবে আয় করা যায়?🙄🙄

১. অনলাইন উদ্যোক্তা
২. ফ্রিল্যান্সিং

🔰🔰★ ডিজিটাল মার্কেটিং এর জনপ্রিয় কিছু সেক্টর হলো:

• Social Media Marketing (SMM)
• Search Engine Optimisation (SEO)
• Search Engine Marketing (SEM)
• Email Marketing
• Lead Generation
• Content Marketing
• Affiliate Marketing
• CPA Marketing
• Dropshipping, etc.

উপরোল্লিখিত যেকোন একটি বিষয়ে দক্ষতা অর্জন করতে পারলে আপনি হয়ে উঠতে পারবেন একজন উদ্যোক্তা অথবা একজন ফ্রিল্যান্সার।

13/07/2023

এবার ঘরে বসে ফ্রিল্যান্সিং শিখে আয় করা হোক ঘরে বসেই! ✅

13/07/2023

ফ্রিল্যান্সিং হচ্ছে সমুদ্রে মাছ ধরার মতো।

ফ্রিল্যান্সিং (Freelancing) এর সুবিধা:১.ফ্রিল্যান্সিং এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এখানে স্বাধীনতা রয়েছে। কাজের জন্য কোন...
01/07/2023

ফ্রিল্যান্সিং (Freelancing) এর সুবিধা:

১.ফ্রিল্যান্সিং এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এখানে স্বাধীনতা রয়েছে। কাজের জন্য কোন দায়বদ্ধতা থাকে না ।

২.ঘরে বসে কাজ করা যায়। কোন অফিস এর প্রয়োজন হয় না।

৩.কাজের কোনো লিমিট নেই। যত বেশি কাজ তত বেশি
টাকা।

৪.মাসে একাধিক পেমেন্ট পাওয়া যায়। যেটা কোন অফলাইন চাকরি থেকে পাওয়া সম্ভব নয়।

৫.একটি নরমাল জবের চাইতে অনেক বেশি টাকা আয় করা সম্ভব হয়।

৬.কম সময় ব্যয় করে বেশি টাকা আয় করা সম্ভব হয়।

৭.কোন ধরনের ইনভেসমেন্ট করা লাগে না।

👉প্রথমে শিখতে হবে তারপর আয় করতে হবে_❣️❣️

26/06/2023

এটা বাংলাদেশ ভাই এইখানে পড়ালেখার কোনো দাম নাই 🙂।
Bangladesh Fact 😅💔


কোনো কাজ করার আগে, সে কাজ শিখতে    হয়,,সে বিষয়ে নিজেকে দক্ষ করতে হয়।কিছু মানুষ  আছে যাদের শেখার কোনো আগ্রহ নেই। তারা ...
23/06/2023

কোনো কাজ করার আগে, সে কাজ শিখতে হয়,,সে বিষয়ে নিজেকে দক্ষ করতে হয়।
কিছু মানুষ আছে যাদের শেখার কোনো আগ্রহ নেই। তারা না শিখেই ইনকাম করতে চায়।
কোনো কাজ না শিখে সে কাজ করা যায় না; কাজ না শিখে ইনকাম করা যায় না।
👉আগে কাজ জানতে হয়_জানলে কাজ সহজ হয়👈

🤦‍♀️🤔🤦‍♂️আমি কি ফ্রিল্যান্সিং পারবো?👨‍👨‍👦👨‍👨‍👦আমার ফ্যামিলি তো রাজি হবে না।আমার কাছে তো কোনো টাকা নাই। তাহলে আমি কেমনে ফ...
22/06/2023

🤦‍♀️🤔🤦‍♂️আমি কি ফ্রিল্যান্সিং পারবো?
👨‍👨‍👦👨‍👨‍👦আমার ফ্যামিলি তো রাজি হবে না।আমার কাছে তো কোনো টাকা নাই। তাহলে আমি কেমনে ফ্রিল্যান্সিং করবো💆‍♂️💆‍♂️???

☘️ফ্রিল্যান্সিং করতে লাগে শুধু ধৈর্য্য আর কাজ করার প্রবল ইচ্ছা💪💪💪। যদি আপনার এই ২টা জিনিস থাকে তাহলে আপনি ফ্রিলান্সার হতে পারবেন👨‍💻👨‍💻

☘️আমার তো ফ্যামিলি মানবে না এটাই স্বাভাবিক। কারণ,তাদের এই বিষয়ে কোনো ধারণাই নেই। তাদেরকে ভালো করে বুঝাতে হবে। তাহলে তারা অবশ্যই বুঝবে।

☘️আমার তো টাকা নেই, না থাকাটা স্বাভাবিক। কারণ,টাকা থাকলে তো আর কাজ করতেন না।কষ্ট, শ্রম আর ধৈর্য্য ছাড়া ভালো কিছু করা সম্ভব না। জীবনে Risk নিতে শিখুন। দেখবেন জীবন আপনাকে অনেক ভালো কিছু Feedback দিবে।

☘️নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে সুন্দর একটি ক্যারিয়ার তৈরি করুন


☘️ ধন্যবাদ🥰🥀

20/06/2023

জীবনে উঠে দাঁড়াতে হলে আপনাকে বড় ধাক্কা খাওয়া খুব প্রয়োজন আপনি যদি ধাক্কা খেয়ে উঠে দাঁড়াতে পারেন তাহলেই জীবনের আসল মূল্যটা খুঁজে পাবেন...।

ভাগ্য আপনার হাতে নেই।কিন্তু সিদ্ধান্ত আছে।ভাগ্য কখনই সিদ্ধান্ত নেয় না, তবে সিদ্ধান্তগুলি একদিন আপনার ভাগ্য পরিবর্তন করতে...
18/06/2023

ভাগ্য আপনার হাতে নেই।
কিন্তু সিদ্ধান্ত আছে।
ভাগ্য কখনই সিদ্ধান্ত নেয় না, তবে সিদ্ধান্তগুলি একদিন আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে।😊
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন, আপনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঘরে বসেই আয় করুন।

ফ্রিল্যান্সিং কি..? কেন করবেন..? কিভাবে করবেন..?
জানতে চাইলে প্রতিদিন রাত ৮ টার ফ্রি সেমিনারে অংশগ্রহণ করুন।👍🧡

05/06/2023

সামন্য চেষ্টা,
ইনশাআল্লাহ সামনে ভালো কিছু করার প্রত্যাশা 😊💝

যারা ফ্রিল্যান্সিং শিখতে চান তাদের জন্য কিছু কথা -ফ্রিল্যান্সিং করতে হলে আগে আপনাকে শিখতে হবে কিন্তু সমস্যা হল আমরা না শ...
31/05/2023

যারা ফ্রিল্যান্সিং শিখতে চান তাদের জন্য কিছু কথা -

ফ্রিল্যান্সিং করতে হলে আগে আপনাকে শিখতে হবে কিন্তু সমস্যা হল আমরা না শিখে ইনকাম করতে চাই, আপনি কাজ না শিখলে কিভাবে কাজ করে ইনকাম করবেন?
এই কারনে অনেকে ফ্রিল্যান্সিং সেক্টেরে এসে ২-৩ মাস পর ছেড়ে দেয়।

বর্তমানে বাংলাদেশে মানুষ ১৫-২০ বছর পড়ালেখা করে বেকার বসে আছে। একটা সামন্য চাকরির জন্য ১৫-২০ বছর পড়ালেখা করে লাখ লাখ স্টুডেন্ট চাকরি পাচ্ছে না।

কিন্তু আপনি ফ্রিল্যান্সিং ৩-৪ মাস শিখার মাধ্যমে একটা সুনিশ্চিত ক্যারিয়ার গড়তে পারবেন ইনশাআল্লাহ।🥰

30/05/2023

আপনার একটা মোবাইল ফোন, ল্যাপটপ অথবা কম্পিউটার আছে..?
- তাহলে এই ফ্রি সেমিনার গুলো আপনার জন্য।

👉 আগ্রহীরা যোগাযোগ করুন 👈

আপনি কি   এ ঢুকলে মনের অজান্তেই ঘন্টার পর ঘন্টা সময় পার করে ফেলেন❓ঘুমাতে যাওয়ার আগে ও ঘুম থেকে উঠেই  #ফেইসবুক ব্যবহার কর...
29/05/2023

আপনি কি এ ঢুকলে মনের অজান্তেই ঘন্টার পর ঘন্টা সময় পার করে ফেলেন❓

ঘুমাতে যাওয়ার আগে ও ঘুম থেকে উঠেই #ফেইসবুক ব্যবহার করেন❓

তাহলে আপনাকে বলতে চাই, ❝ফেইসবুক চালানো যদি হয় আপনার নেশা, ফেইসবুক কে বানিয়ো ফেলুন আপনার পেশা❞ তাহলে সময় ও দিবেন আয় ও করবেন।

তাহলে দেরি কেনো শুরু করে দিন আর বিস্তারিত জানতে ইনবক্স করুন ...

27/05/2023

প্রতিটা মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসি, কে না চাই সুখি ও সুন্দর জীবন।
কিন্তু পরিস্থিতি এখন অনেকটা বিপরীত।চাকরী, ব্যাবসা,টিউশন এই নিয়ে ভাবনা আজ দুষ্কর।
প্রশ্ন একটাই কি করবো?
যুগের পরিবর্তনের সাথে সাথে আপনি ঘরে বসেই স্কিল ডেভেলপ করার মধ্যেই দিয়েই ঘরে বসেই হতে পারি চিন্তা মুক্ত।
চিন্তা কে দূর করার জন্য আমরা করতে পারি ফ্রিল্যান্সিং!!



26/05/2023

Adresse

Democratic Republic Of The
3800

Téléphone

+966565277427

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Freelancer Fahad publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Freelancer Fahad:

Vidéos

Partager