
20/02/2025
আমি অল্প অল্প করে নিজেকে সরিয়ে নিচ্ছি সেসব জায়গা থেকে, যেসব জায়গায় আমি নিজের উপস্থিতির মূল্যায়ন পাইনি। আমি গুরুত্বের লোভী। গুরুত্ব না পেলে আমি অস্থিরতায় পড়ে যাই। আর তখন দ্রুত সেসব জায়গা থেকে সরে যাওয়াতে শান্তি অনুভব করি। বন্ধুত্ব, আত্মীয়তা কিংবা পছন্দের মানুষজন সবকিছুই আমি হেসে হেসে ত্যাগ করতে পারি যদি সেখানে গুরুত্ব না পাই। নিজের প্রতি এতটুকু ভালোবাসা থাকা অবশ্যই দোষের কিছু না।।
~ লেখক সাহেব