Sabiha jinnat Sammi

Sabiha jinnat Sammi আমাকে জানতে এসো না

19/06/2024

সাদা চামড়ার মানুষগুলি সব সময় সুখী থাকে 🍂🥰

16/06/2024

পেয়ে হারানোর যন্ত্রণা সম্পর্কে কম-বেশি সবাই শুনেছি অথবা অনেকেরই নিজেস্ব অভিজ্ঞতা রয়েছে।

কিন্তু হারিয়ে ফেলার পরে ফিরে পাওয়ার যেই গল্প তা কিন্তু অসাধারণ হয়।

লাপাতা লেডিস মুভিতে সেই গল্পটাই বলা হয়েছে।
simply good টাইপ of cinema

যদিও হিন্দি সিনেমা কম দেখি। মাস্টার পিস দেখতে মিস করিনা। ফ্রেন্ড লিস্টে যারা ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন করছেন তাদের বলি।

ফুল থেকে কেউ মধু সংগ্রহ করে আর কেহ বিষ। আমি যা কিছু ভালো তাই গ্রহণ করবো।
প্রজাতির মতো বিষ নয় মৌমাছির মতো মধুটাই সংগ্রহ করি।
🍂

নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়…শরীর ছুঁয়েই যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি, সে নির্বোধনারীর হৃদয় ছুঁয়েই তবে দেহ ছুঁতে হয...
25/02/2024

নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়…

শরীর ছুঁয়েই যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি, সে নির্বোধ
নারীর হৃদয় ছুঁয়েই তবে দেহ ছুঁতে হয়
শরীর তো ধর্ষ*কও ছোঁয়।

01/12/2023

ধরুন আজকে আমি মারা গেলাম। কতজন মানুষ আমার মৃত্যুর জন্য আফসোস করবেন? কতজন মানুষ আমার জানাযায় অংশগ্রহণ করবেন? কতজন মানুষ আমার জন্য দোয়া করবেন? কতদিন মানুষ আমাকে স্মরণ রাখবে? এরকম হাজারো প্রশ্ন ঘুরে বেড়ায় মনের মাঝে।

আসলে মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে। অর্থ বা ক্ষমতার মধ্যে নয়।

আপনি অঢেল অর্থের মালিক হতে পারেন , বা অসীম ক্ষমতাবান হতে পারেন কিন্তু সেই অর্থ বা ক্ষমতা কিভাবে ব্যয় করলেন এটাই বিবেচ্য বিষয় ।

অর্থ বা ক্ষমতা নিয়ে অহংকার করে কোন লাভ নাই। আপনার কাজই আপনাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবে।

মৃত্যু আপনাকে অনুসরণ যেমন করছেন ঠিক তেমনি আপনি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। সুতরাং সময় ও সুযোগকে কাজে লাগিয়ে ভাল কাজ করার চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ।🫰❤️

21/11/2023

আমার থেকে যদি কেউ বেটার অথবা বেস্ট পেয়ে ভালো থাকে, সুখে থাকে 🙂তাহলে আমি কখনো কষ্ট পাবো না।আমাকে পেয়ে যদি সে সবসময় আফসোস করে কষ্ট পায়। সব সময় এটা মনে করে ভুল করেছি ভুল মানুষকে চেয়েছি তাহলে এটা হবে আমার কাছে সব থেকে বড় কষ্টের বিষয় বরং আমি কারো আফসোস হতে চাই না । পরিস্থিতি সবসময় আমাদেরকে পরিবর্তন হতে শেখায়। আমরা সবাই পরিস্থিতির শিকার আমরা চাইলেও সবকিছু পারিনা। হয়তো এটা ভাগ্য। পরিবর্তন এবং সবকিছুর সাথে মানিয়ে নেওয়া প্রকৃতির নিয়ম। কখনো কখনো কাউকে জিতিয়ে দেওয়ার জন্য নিজে হেরে যাওয়া ভালো কাউকে ভালো রাখার জন্য তার থেকে দূরে থাকা ভালো।..

07/11/2023

হিসেব দিয়ে ব্যবসা হয়,
ভালোবাসা কখনো হয় না....! 🙂🥀🙂

মুক্তি পেতে চাই এই জীবন থেকেকখনো কি সম্ভব,,??
23/10/2023

মুক্তি পেতে চাই এই জীবন থেকে
কখনো কি সম্ভব,,??

27/08/2023

প্রিয়জনের মৃত্যু হল সবচেয়ে ভয়ানক শোক যা একজন ব্যক্তির হতে পারে।

দিনটা ছিল ২৭/০৮/২০২০

14/08/2023

দীর্ঘ শ্বাস

কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস। আপনি কাউকে ঠকিয়েছেন? কাঁদিয়ে,শ্বাসিয়ে হৃদপিণ্ডে আগুন লাগিয়ে চলে গেছেন?কষ্ট দিয়েছেন? অতিরিক্ত অবহেলা করেছেন.?মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন.?
যে মানুষটা আপনাকে অন্ধের মত বিশ্বাস করত তার বিশ্বাস ভেঙে দিয়েছেন!

মনে রাখবেন, মানুষটা আপনার উপর কোনো প্রতিশোধ না নিলেও সে যতবার আপনার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলবে ততবারই তার আত্মা একটা নালিশ নিয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে। সৃষ্টিকর্তা সব দেখেন।
আপনি যত ভালো মানুষের মুখোশ পড়ে থাকেন না কেন, অথবা কাউকে ঠকিয়ে যতই সুখের সাগরে ভাসেন না কেন, কারো অন্তরে আঘাত দিলে সেটার শাস্তি আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে।
যে মানুষটাকে আপনি ঠকিয়েছেন সে যদি একসময় এসে আপনাকে মাফ করে দেয়, কোন অভিশাপ না দেয়,তবুও শাস্তি আপনাকে ভোগ করতেই হবে।
"রুহের হায়" বলতে একটা কথা আছে। আমরা যেটাকে "Revange of Nature" বলি। প্রস্তুত থাকবেন সর্বদা, মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না.🫰

আপনার উপর আমার এক আকাশ সমান অভিমান। কিন্তু অভিমান করতে নাকি অধিকার লাগে, আমার তো কোন অধিকার নেই। তবে কি অভিমান করা যাবে ...
04/08/2023

আপনার উপর আমার এক আকাশ সমান অভিমান। কিন্তু অভিমান করতে নাকি অধিকার লাগে, আমার তো কোন অধিকার নেই। তবে কি অভিমান করা যাবে না?
হুম যায়, অভিমান সবার উপরে করা যায় কিন্তু প্রকাশ করা যায় না। অভিমান প্রকাশের অধিকার না থাকে প্রিয় মানুষগুলোর উপর অভিমানগুলো যুগের পর যুগ আড়াল থেকে যায়। 🙂

03/08/2023

মাঝে মাঝে পরিস্থিতিতে এমন হয় যেটা মেনে নিতেও তোমার কষ্ট হয় 🙂

সবই মায়া 🫰

28/07/2023

কেউ আমার কোনদিন জড়িয়ে ধরে বলেনি আমার তোমাকে লাগবে, কেউ কোনদিন আমায় খুব বৃষ্টি দিনে মন খারাপ করে বলেনি আমার তোমাকেই লাগবে; কেউ কখনো মাঝ রাতে ফোন দিয়ে বলেনি তুমি আমার কখনো ছেড়ে যেও না। আমার তোমাকে লাগবেই। কেউ কখনো ভালোবাসিনি তা না; ভালোবেসেছে; তবে কেউ কখনো আমাকে আমার মত করে সমুদ্র নিয়ে ভালোবাসি না। ভালো সবাই বাসতে পারে তবে এক বুক সমুদ্র নিয়ে কেউ একতরফা আজীবন ভালবেসে যেতে পারে না।🙂

24/06/2023

অনুভবে তুমি আছো🥰

22/06/2023

সত্যিকারের ভালোবাসার ঘ্রান বিচ্ছেদের পরও এক কোটি বছর থাকে 🍂

21/06/2023

বাসায় যাচ্ছি বাসে হঠাৎ এক বড় ভাইয়ার সাথে দেখা ক্যাম্পাস থেকে ভাই তার প্রেমিকার জন্য বেলী ফুলের মালা নিচ্ছিলো
জিজ্ঞেস করলাম এত পথ যেতে যেতে নষ্ট হবে না🤔
উওরে বললো বেলী ফুল তার খুব পছন্দের আর এটা এলাকায় পাওয়া যায় না🥰

৩০ টাকা দিয়ে একটি বেলী ফুলের মালা আর এক হাত ভর্তি কাচের চুড়ি কিনে নিলো❤️

গাড়িতে বসে ছেলেটি ক্লান্ত থাকা সত্যেও ঘুমোচ্ছে না😊
বার বার দেখছে মালাটি ঠিক আছেতো

তাকে আশ্বস্ত করে বললাম
চিন্তা করোনা কিচ্ছু হবেনা
তার মুখে এক চিলতে হাসি ফুটলো😊

আমি ৩০ টাকার মালার কথা ভাবছিলাম না

মাপার চেষ্ঠা করছিলাম পেছনে থাকা ভালোবাসার গভিরত্ব কতটুকু ❤️

নিশ্চয় তার প্রেমিকা ফুল গুলো দেখে এটা ভাবেনি এর দাম তো ৩০ টাকা
ছেলেটা এতটা পথ পাড়ি দিয়ে তার জন্যে তার পছন্দের জিনিস নিয়ে আসায় সে নিশ্চয় নিজেকে পৃথীবির সবচেয়ে সুখী মানুষদের মধ্যে একজন ভেবেছিলো❤️

আসলেই ভালোবাসা সুন্দর 👌
প্রয়োজন শুধু সঠিক মানুষের🤍

নিজেকে এতোটা পরিবর্তন করো, যাতে তোমায় আ'ঘা'ত দেওয়া মানুষগুলো তোমার চোখে চোখ রেখে কথা বলার সাহস না পায় এবং সেই আ'ঘা'তের জ...
20/06/2023

নিজেকে এতোটা পরিবর্তন করো, যাতে তোমায় আ'ঘা'ত দেওয়া মানুষগুলো তোমার চোখে চোখ রেখে কথা বলার সাহস না পায় এবং সেই আ'ঘা'তের জন্য আফসোস করে।

নিজেকে দু'র্ব'ল ভেবো না। তুমি দু'র্ব'ল নও। তুমি বিজয়ী। তাই সহস্রকোটি শু'ক্রা'নুকে টপকে তোমার জন্ম হয়েছে। তুমি জন্ম থেকেই জয়ী।

কারো কথায় নিজেকে ছো'ট ভাবার কোনো প্রশ্নই আসে না। তুমি তোমার জায়গা থেকে বেস্ট। মনে রাখবে প্রত্যেকটা মানুষই আলাদা। তোমার নিজের দু হাতের শক্তিও কিন্তু এক নয় কিংবা এক হাতের আঙ্গুলও প্রত্যেকটা আলাদা আলাদা! তাই তুমি কার মতো হতে পেরেছো কি পারো নি সেটা ভেবে নিজেকে দো'ষ দিও না।

সব সময় নিজের মনের কথা শুনো। এতে ভু'ল কম হবে এবং হলেও আফসো'স থাকবে না। নিজের ইচ্ছা শক্তি যদি অন্যের উপর চাপিয়ে দাও, নিজের ভালো থাকা যদি তুলে দাও অন্যের হাতে তাহলে সেটাই হবে তোমার জীবনে করা সবচেয়ে বড় ভু'ল। তাই নিজের জন্য বাঁচো, নিজের মতো করে বাঁচো।
দেখবে জীবন আসলেই সুন্দর!💚

18/06/2023

সে মেয়েটার চঞ্চলতার প্রেমে পড়েছিল;
তাকে ভালোবেসে মেয়েটা চুপচাপ হয়ে গেলো!

Adresse

Democratic Republic Of The

Téléphone

+8801567843893

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Sabiha jinnat Sammi publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Vidéos

Partager