Syed Mahmud ভ্রমণ মানুষকে অনেক কিছু শেখায়, চলুন ঘুরে আসি পুরো বাংলাদেশ, জীবনকে উপভোগ করি। আল্লাহ আপনাকে হেফাজত করুক।

28/12/2024
বিসমিল্লাহির রাহমানির রাহিম সৃষ্টিতত্ত্ব ও পান্জাতনঃপর্বঃ  আট"আমি ধরি মুর্শিদ তোমার দুই চরণ!সাধ্য নাই মোর বর্ণিতে পান্জা...
27/12/2024

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সৃষ্টিতত্ত্ব ও পান্জাতনঃ
পর্বঃ আট
"আমি ধরি মুর্শিদ তোমার দুই চরণ!
সাধ্য নাই মোর বর্ণিতে পান্জাতন,
কৃপা করো মোরে গাইতে তাদের শান।"...............................................................
★★★★★ হযরত সুলায়মান আলাইহি ওয়াসাল্লাম এর পাঞ্জাতনের রৌপ্য ফলকঃ
১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত স্থায়ী প্রথম বিশ্বযুদ্ধ পৃথিবীর মানুষের কাছে কিয়ামতস্বরুপ ছিল। সেসময় বায়তুল মোকাদ্দাস হতে কয়েক মাইল দূরে উনাত্রা নামক একটি ছোট্ট গ্রামের টিলা থেকে অন্ধকারে এক আজব আলোকরশ্মি বের হতে দেখল! এই আজব রশ্মি দেখে সৈন্যগণ থমকে দাঁড়াল। কিছু সৈন্য বিষয়টি অনুধাবন করার জন্য আলোকরশ্মির কাছে গেল। তারা দেখতে পেল ঐ আশ্চর্যজনক আলোকরশ্মি মাটি ও টিলার পাথর থেকে বেরুচ্ছে! সৈন্যদল মাটি খুঁড়ে ৪ গজ নিচে একটি রৌপ্যের ফলক আবিষ্কার করল যা থেকে ঐ আশ্চর্যজনক আলোকরশ্মি বের হচ্ছিল। পৌনে এক গজ লম্বা ও আধা গজ চওড়া ফলকটি যখনই তারা হাতে নিল তখনই আলোক বিচ্ছুরণ বন্ধ হয়ে গেল। কিন্তু আলো বন্ধ হওয়ায় সবাই দুঃখিত ও শঙ্কিত হল এবং সেই ফলক উর্ধতন কর্মকর্তার কাছে নিয়ে গেল। তিনি ছিলেন একজন ইংরেজ। তার নাম ছিল জি.এস. গ্রগন্ডেল। তিনি টর্চ লাইটের আলোকে ফলকটি দেখে হতভম্ব হয়ে গেলেন। এর চারিদিকে অত্যন্ত মূল্যবান পাথর দিয়ে বাঁধানো ছিল এবং মাঝখানে স্বর্ণাক্ষরে অত্যন্ত পুরাতন ভাষায় কিছু লেখা ছিল। ঐ লেখা তিনি বুঝতে পারলেন না। অবশেষে বহু অফিসারের হাত বদল হয়ে তাদের সর্বাধিনায়ক লেঃ জেঃ জি, ও গ্লাডস্টোনের হাতে পৌঁছল। তিনি এটা ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদদের হাতে তুলে দিলেন। প্রথম মহাযুদ্ধ শেষে ১৯১৮ খ্রিস্টাব্দে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স ও অন্যান্য দেশের প্রাচীন ভাষার পন্ডিতদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। তারা দীর্ঘ কয়েক মাস কঠিন পরিশ্রম ও গবেষণা করে এর রহস্য উদঘাটন করতে সক্ষম হয়। এতে জানা যায় যে উক্ত রৌপ্য ফলকটি হযরত সুলায়মান আলাইহি ওয়াসাল্লাম এর ছিল এবং এর লেখাগুলো প্রাচীন ইরানী ভাষায়- যে ভাষায় যবুর ও গজলুল সজলাত লেখা।
গবেষণা কমিটির সদস্যগণ ফলকে লেখা হযরত আহমদ, আল বতুল, হাসান ও হুসাইন আলাইহি ওয়াসাল্লাম এর নাম মোবারক পড়ে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তারা একে অন্যের দিকে তাকাতে লাগলেন। অবশেষে উহা ব্রিটিশ রাজকীয় জাদুঘরে সংরক্ষণ করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু লর্ড পাদ্রী এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ১লা মার্চ ১৯২৩ খ্রিস্টাব্দে একটি গোপনীয় নির্দেশ জারি করলেন।
তা নিম্নরূপঃ
যদি এই ফলক কোন জাদুঘরে রাখা হয় অথবা এমন কোন জায়গায় যেখানে জনসাধারণ অবাধে চলাফেরা করে তবে খ্রিস্টান ধর্মের ভিত অত্যন্ত দূর্বল হয়ে পড়বে এবং উহা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং উক্ত ফলককে ইংল্যান্ডের গীর্জায় একান্ত গোপনীয় কক্ষে রাখাই তারা শ্রেয় মনে করলেন। যেখানে জনসাধারণের অবাধ যাতায়াত নেই।
ফলকটি ইব্রানী ভাষায় লিখিত শব্দগুলির বাংলা অনুবাদ প্রদত্ত হলোঃ
আহমাদ (সাঃ) আল্লাহ
বায়তুল আলী
হাসায়ন হাসান
হে আলী (আঃ) আমায় সাহায্য কর
হে আহমদ (স) এস
হে বতুল দৃষ্টি রাখ
হে হাসান করুণা কর
হে হুসাইন আনন্দ কর
আলী আলী আলী
এ সোলায়মান এ পাঁচজনের
কাছে ফরিয়াদ করতেছে
এবং আল্লাহর শক্তি আলী (আঃ)
আজ পর্যন্ত এই ফলকটি ইংল্যান্ডে জাদুঘরে সংরক্ষিত আছে।
দেখুনঃ
১.ওয়ান্ডারফুল স্টোরিস অব ইসলাম লেঃকঃপি,সি, ইমপ্লেলন্ডন, পৃষ্ঠা ২৪৬
২.রিজালে হাকিকতে গারারিয়া, লেঃ আব্দুল হাসান সিরাজী।

মানব দেহের পাঁচটি রুহু  তার বিবরণ দেয়া হলোঃ" সম্পূর্ণ দেহতত্ত্ব 1 / রুহু জামাদাতঃ (বৃক্ষ) যাহা লিঙ্গের নিচেঅবস্থান করে।২...
17/12/2024

মানব দেহের পাঁচটি রুহু
তার বিবরণ দেয়া হলোঃ
" সম্পূর্ণ দেহতত্ত্ব
1 / রুহু জামাদাতঃ (বৃক্ষ) যাহা লিঙ্গের নিচে
অবস্থান করে।
২ / রুহু নাবাদাতঃ (ধাতু) যাহা শরিলের মধ্যে
বীর্য রুপে অবস্থান করে।
3 / রুহু হাইওয়ানী পশু আত্মাঃ (নাভীতে অবস্থান)
4 / রুহু কুদসী বা রুহুল কুদসী ঃ পরম আত্মা (বক্ষস্থলে অবস্থিত)
5 / রুহু ইনছানিয়াতঃ মানব আত্মা (মানব দেহ, মুল চালিকা)
মানব দেহে তেরটি নদী আছেঃ
1. কাম নদী।
২.প্রেম নদী।
3. আসা নদী।
4. মায়া নদী।
5. রুপ নদী।
6. ভাব নদী।
7. প্রসাব নদী।
8. রক্ত ​​নদী।
9. বীর্য নদী।
10. ক্রোধ নদী।
11. মোহ নদী।
1২। হায়াত নদী।
13. ত্যাগ নদী।
পাঁচ জাতের সেফাত সমুহ:
ক্ষিতি: মল, মুত্র, শুক্র, বীর্য, শৈত্য
অব: চেতনা, প্রান, পিপাসা, করনা ও ঘটনা
তেজ: বিশ্ব, ব্রম্ম, অগ্নি, অনল, অগর
মরুৎ: অন্তঃদৃষ্টি, বহিদৃষ্টি, বাকশক্তি, শ্রবনশক্তি, সঞ্চালন
পাঁচ একিন.
1.বেল গায়েব: কান দ্বারা
২.এলেম জ্ঞান দ্বারা
3.আইনুল: চক্ষু দ্বারা
4.হাক্কুল: বিবেক দ্বারা
5.হুওয়াল: মন দ্বারা
চার আলমের ভেদ বা মানব দেহের
অবস্থান
1.আলমে আরওয়াহ: রুহ জগত
২.আলমে খালাক: সৃষ্টিকাল
3.আলমে বার্যাখ: মৃত্যুকাল
4.আলমে আখেরাত: পরকাল
কোরআনের কিছু ভেদ অংশের রহস্য:
1.দুনিয়া: মনের আমিত্ব
২.আখেরাত: নতুন জীবন
3.হামীম: বীর্য পানি
4.হাবিয়া: মাতৃ গর্ভকাল
5.নশ্বর: অশান্তিতে পাড়ি দেওয়া
6.আযাবুন আযীম: দেহের শান্তি
7.আযাযুন আলীম: দেহ ও মনের শান্তি
8.কবর: দেহ অর্থাৎ নারীর পেট।
9.জাহিম: মনের আগুন
10.হুর:. নিজ দেহের পরিশুদ্ধ ও আলোকিত রুপ এবং সাধনা জগতে নিজেকে নারী রপে আত্মপ্রকাশ করার নাম হলো হুর, এবং সাধারন নারীগন ও হুরের মাঝে পরে।
। নফি মানে কিছু অস্বীকার করা, না বলা; ইসবাত – ঐটাকে প্রতিষ্ঠিত করা, হা বলা। তো কালিমার মধ্যেও এই নফি-ইসবাত আছে। লা ইলাহা – নফি। কোন মাবুদ নাই। আল্লাহ শব্দ এখনো আসেনি। লা ইলাহা – কোন উপাস্য নাই। ইল্লাল্লাহ – আল্লাহ ছাড়া। লা ইলাহা নফির অংশ, ইল্লাল্লাহ ইসবাতের অংশ।
বাস্তব জীবনে এমনি সব ইসবাতের সাথেই একটা নফি জড়িত আছে।
1.লাইল্লাহ / নফি = তন বা দেহ
২.ইল্লাল্লাহ / এজবাত = জান বা জীবন
3.আনাল হক / আল্লাহ = আমিই সত্য
4.কালুল্লা = আদম তন বা ছায়া
5.আল্লাহ = কায়া।

হিজল বন।❤️ নেত্রকোনা
15/12/2024

হিজল বন।❤️ নেত্রকোনা

05/12/2024

মাতৃ রুপে ভজ নারী,অনায়াসে দিবি পাড়ি।কাম ছেড়ে তোর দেহ তরী,চলে যাবে ঢেউ কেটে?গুপ্ত দমে উজান চলে রস,কুম্ভকে মদন হবে বশ,দ্বি...
02/12/2024

মাতৃ রুপে ভজ নারী,
অনায়াসে দিবি পাড়ি।
কাম ছেড়ে তোর দেহ তরী,
চলে যাবে ঢেউ কেটে?
গুপ্ত দমে উজান চলে রস,
কুম্ভকে মদন হবে বশ,
দ্বি'দমেতে দেখো তারে,
খুলে তোমার জ্ঞান নয়ন,
দমের খবর জানবি যদি মন,
পিতার - ধনে দুনিয়াই ধনী -
- মায়ে দিলে ধন ওপারে ধনী বুঝলাম না আগে কে জননী।
এখন বসে কান্দি আমি ডুবে ঢেউ তরঙ্গে।
- ফেইসবুকের আলেম উলামাগন আমাকে ফতোয়া মেরে এখন হত্যা করবে - দুঃখ জনক, সাধু সন্ন্যাসীরা যখন ফতোয়া দেন- তখন বুঝতে পাড়ি কতো পাপী ধরেছে বেস- আমার কোন বেস নেই- মহাপাপী নিঃসন্দেহে।

নিঝুম দ্বীপ, নোয়াখালী, হাতিয়া 🖤দক্ষিণে মেঘনার মোহনায় হাতিয়া, নিঝুম দ্বীপ, মনপুরা, চর কুকরি মুকরি, চর পাতিলা, ঢাল চর, সোন...
01/12/2024

নিঝুম দ্বীপ, নোয়াখালী, হাতিয়া 🖤
দক্ষিণে মেঘনার মোহনায় হাতিয়া, নিঝুম দ্বীপ, মনপুরা, চর কুকরি মুকরি, চর পাতিলা, ঢাল চর, সোনার চর, চর মন্তাজ, চর আলেকজান্ডার সহ অসংখ্য চর রয়েছে। যেসব চরের মোহনীয় রূপ আপনাকে যেমন মুগ্ধ করবে, তেমনি অবাকও করবে এর বৈচিত্র্যতা!
"নদীর এপার ভাঙ্গে, ওপার গড়ে
এইতো নদীর খেলা!"
ঘুমক্কর থেকে ডিসেম্বর মাসের ০৫ তারিখ সন্ধ্যার লঞ্চে চাররাত তিনদিনের জন্যে ঘুমক্কর থেকে নিঝুম দ্বীপে ক্যাম্পিং 🏕️ ট্রিপ আয়োজিত হচ্ছে। অদ্ভূত সুন্দর এই ট্রিপটিতে একরাত ক্যাম্পিং করবো নিঝুম দ্বীপের পালকির বীচে। চরের হাঁস ভুনা, নদীর মাছ, খেজুরের রস সবমিলিয়ে খাবার দাবারও বেশ দারুণ হবে ইনশাআল্লাহ!

হাইকু সিঁড়ি, যা স্বর্গের সিঁড়ি নামেও পরিচিত।হাইকু সিঁড়ি, প্রায় ২,৪০০ ফুট উঁচু, প্রায় 4,000টি সিঁড়ি বেয়ে হাওয়াইয়...
01/12/2024

হাইকু সিঁড়ি, যা স্বর্গের সিঁড়ি নামেও পরিচিত।
হাইকু সিঁড়ি, প্রায় ২,৪০০ ফুট উঁচু, প্রায় 4,000টি সিঁড়ি বেয়ে হাওয়াইয়ের কুলাউ পর্বতমালার সর্বোচ্চ চূড়ায় উঠতে ব্যবহৃত হত ।
এই সিঁড়িতে ওঠা সম্পূর্ণ ভাবে বেআইনি। কিন্তু কে মানে সে কথা? প্রত্যেক বছর এই সিঁড়ি দেখতে ৪ হাজারেও বেশি পর্যটক ভিড় জমান। রেডিও স্টেশন অ্যাক্সেস করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রাথমিকভাবে নির্মিত হয়েছিল এই সিঁড়ি।
এই সিঁড়ি বেয়ে উঠলে মনে হবে মেঘের মাঝে পৌঁছে গেছেন, এজন্য একে 'স্বর্গের সিঁড়ি' বলা হয়।
Syed Mahmud

সীতাকুণ্ড চন্দ্র নাথ পাহাড়ের মাঝের রাস্তা
30/11/2024

সীতাকুণ্ড চন্দ্র নাথ পাহাড়ের মাঝের রাস্তা

১০টি ভিন্নস্বাদের পুরি 😋রেসিপি গুলো প্রত্যেক ছবির ক্যাপশনে দেওয়া আছে👍
26/11/2024

১০টি ভিন্নস্বাদের পুরি 😋
রেসিপি গুলো প্রত্যেক ছবির ক্যাপশনে দেওয়া আছে👍

শরতের সূর্যাস্ত
25/11/2024

শরতের সূর্যাস্ত

**বিশ্বের দীর্ঘতম ট্রেন জার্নি**এটা বর্তমানে বিশ্বের দীর্ঘতম ট্রেন যাত্রা,  প্রায় ২১ দিন স্থায়ী এই যাত্রা।শুরু হয় ইউরো...
24/11/2024

**বিশ্বের দীর্ঘতম ট্রেন জার্নি**
এটা বর্তমানে বিশ্বের দীর্ঘতম ট্রেন যাত্রা,
প্রায় ২১ দিন স্থায়ী এই যাত্রা।
শুরু হয় ইউরোপের পর্তুগাল থেকে এবং শেষ হয় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালোয়শিয়ায়।
জীবনে যদি কখনো সুযোগ আসে তবে একদিন এই ট্রেন জার্নি করতে চাই ইনশাআল্লাহ।
পর্তুগালে শুরু হওয়া এই যাত্রা, স্পেন, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, বেলারুশ, রাশিয়া, মঙ্গোলিয়া, চীন, লাওস, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় শেষ হয়।
সব মিলিয়ে ১৩ টি দেশ অতিক্রম করতে হয়। এটা একক কোন ট্রেন যাত্রা না।
ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করার জন্য আপনাকে থামতে হবে।
এই দীর্ঘ যাত্রায় আপনি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য উপভোগের পাশাপাশি বিশ্বের অনেকগুলো দর্শনীয় স্থান দেখতে পাবেন।
বিশ্ব সংস্কৃতি জানার জন্য এমন সুন্দর সুযোগ আর দ্বিতীয়টি নেই।
কাজেই কখনো সুযোগ আসলে ২১ দিনের এই ট্রেন ভ্রমণ সবার শেষ করা উচিৎ।
ধন্যবাদ

24/11/2024

📌 জলসিড়ি সেন্ট্রাল পার্ক, রূপগঞ্জ, নারায়নগঞ্জ।
24/11/2024

📌 জলসিড়ি সেন্ট্রাল পার্ক, রূপগঞ্জ, নারায়নগঞ্জ।

24/11/2024

23/11/2024

Marine drive cox's bazar

Adresse

Democratic Republic Of The

Téléphone

+8801787986040

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Syed Mahmud publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Syed Mahmud:

Vidéos

Partager