SAJU MIA Social media Advertising and Facebook Ads Expert

11/01/2025

ইস দুনিয়া কা সাবছে বাড়া ইয়োদ্ধা মা হোতি হ্যায়

এমন মানুষের সাথে কখনো সম্পর্ক ছিন্ন করো না,যার মনে তোমার জন্য চিন্তা, সম্মান ও ভালোবাসা আছে।হযরত আলী (রাঃ)
21/12/2024

এমন মানুষের সাথে কখনো সম্পর্ক ছিন্ন করো না,

যার মনে তোমার জন্য চিন্তা, সম্মান ও ভালোবাসা আছে।

হযরত আলী (রাঃ)

15/12/2024

বেশি শিক্ষিত, ইগো ওয়ালা, বেশী ফ্যাশনেবল,
টাকার গরম দেখানো, উচ্চবিত্ত মানুষদের থেকে
নিজেকে দূরে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করি ! ♥️

Excessive expectations will not bring happiness in your life but misery.
08/12/2024

Excessive expectations will not bring happiness in your life but misery.

06/12/2024

Money is always ultimate

05/12/2024

রিসেন্টলি ফেসবুকের টেকনিক্যাল আপডেট জনিত সমস্যার কারণে বেশিরভাগ পেইজ রিকোমেন্ডশন (Suspended) দেখাচ্ছে অথচ পেইজে কোনো ভায়োলেন্স নেই, এটি কতৃপক্ষের কোনো টেকনিক্যাল ত্রুটি হতে পারে আশা করছি সমধান হয়ে যাবে।

19/11/2024

আপনি কি ফেসবুক বুস্ট করেও আগের মতো আর সেল পাচ্ছেন না? ফেসবুক পিক্সেল থাকতে চিন্তার কোন কারণ নেই। ফেসবুকে বিজ্ঞাপন বুস্ট করেই আমরা চুপ করে থাকি। কিন্তু এতে যে সফলতা আসে তার থেকেও আরও বহুগুণ সফলতা বাড়িয়ে দেয় ফেসবুক পিক্সেল এর ব্যবহার। কারণ ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমরা ফেসবুকের ক্যাম্পেইন গুলো কে আরও বেশি কার্যকর করতে পারি। চলুন তাহলে ফেসবুক পিক্সেল কি এবং এটি কিভাবে কাজ করে তা পড়ে আসা যাক।

ফেসবুক পিক্সেল কি?>
ফেসবুক পিক্সেল হলো একটি টুলস। এটি ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইট এ ভিজিটররা কি করছে তা ট্র‍্যাক করে একটি এনালাইটিক্স রিপোর্ট জেনারেট করতে পারবেন। আপনার গুগল এনালাইটিক্স সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকলে ফেসবুক পিক্সেল খুব সহজেই বুঝতে পারবেন। গুগল এনালাইটিক্স একটি ফ্রি টুলস যা দিয়ে আপনি জানতে পারবেন আপনার ওয়েবসাইট এ কতজন ভিজিটর ভিজিট করেছে, তারা কোন এরিয়া তে থাকে এবং তাদের বয়স কত। কিন্তু কেবল এইটুকু তথ্য দ্বারা বিজনেসটা কে সামনের দিকে এগিয়ে নেওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু ফেসবুক পিক্সেল এর মাধ্যমে আমরা অনেক বিস্তারিত ধারণা পেয়ে থাকি।

আপনার ওয়েবসাইট এ কতজন ভিজিটর ভিজিট করতে আসছে, তারা ওয়েবসাইট এ ঢুকে কি প্রোডাক্ট দেখছে, তারা কি কি প্রোডাক্ট ক্র‍য় করছে, তাদের বয়স অনুযায়ী চাহিদা কেমন, তাদের কোন প্রোডাক্টটির প্রতি চাহিদা বেশি এই সমস্ত বিষয় রিপোর্ট এনালাইটিক্স আকারে ফেসবুক পিক্সেল আপনার কাছে উপস্থাপন করবে। আপনি হয়তো জানেন, বড় ধরনের মার্কেটারদের বিজ্ঞাপনে সফলতা পাওয়ার অন্যতম গোপন রহস্য হলো এই ফেসবুক পিক্সেল। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, এটি ব্যবহার এর ফলে আপনার ব্যবসা আরও লাভজনক হবে। আপনি ফেসবুকে বিজ্ঞাপন বুস্ট করে pixel এর মাধ্যমে এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারবেন। আপনি হয়তো শুনে থাকবেন অনলাইন জগতে Data driven এর বিকল্প নেই কিন্তু এর একটি অন্যতম হাতিয়ার হলো ফেসবুক পিক্সেল। কিন্তু ফেসবুকের এই চমৎকার আপডেট টা সম্পর্কে এখানো অনেকেই জানে না।

ফেসবুক পিক্সেল কি কি কাজ করে?>
> এতক্ষণে এর কাজ কি তা হয়তো একটু হলেও জানতে পেরেছেন। এবার বিস্তারিত আলোচনা করা যাক।

১> ফেসবুক পিক্সেলের মাধ্যমে ফেসবুকে দেওয়া বিজ্ঞাপন ক্যাম্পেইনগুলো কে আরও বেশি কার্যকর করা যায়।

২> এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার বুটিক শপ থেকে কারা বেশি ক্রয় করছে, এবং কোন সময়ে ক্রয় করছে।

৩> আপনি জানতে পারবেন আপনার বিজ্ঞাপন টি কয়জনের কাছে পৌঁছে ছিল এবং তাদের ভেতর কয় জন আপনার প্রোডাক্ট টি ক্রয় করেছে।

৪> আপনি এটাও জানতে পারবেন আপনার বিজ্ঞাপনগুলো ছেলে নাকি মেয়েরা বেশি দেখছে।

৫> এই সমস্ত তথ্য জানার ফলে আপনি আপনার টার্গেটেড কাস্টমার নির্ধারণ করতে পারবেন অতি সহজেই। এবং শুধুমাত্র আপনার টার্গেটেড কাস্টমার এর কাছে বিজ্ঞাপন পৌঁছানোর মাধ্যমে আপনার খরচ বেঁচে যাবে।

৬> এই ক্যাম্পেইন হতে যে তথ্যগুলো আপনি পাবেন তা পরবর্তীতে ও কাজে লাগাতে পারবেন।

৭> এটির আরও অনেক কাজ রয়েছে। এই সমস্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে স্মার্টলি বড় করতে পারবেন। আপনার আগের চেয়ে খরচ কমবে এবং বিক্রয় অনেক বেড়ে যাবে।

পরিশেষেঃ> বিক্রয় বাড়াতে ফেইসবুক এডভারটাইজিং এবং এর সাথে ফেসবুক পিক্সেল এর ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ। এটি আপনার বিজনেস এর খরচ কমিয়ে টার্গেটেড কাস্টমার চিহ্নিত করবে এবং বিক্রয় বাড়াবে। সুতারাং আপনি যদি আপনার বিজনেস থেকে বেশী Sales Generate করতে চান, তাহলে আপনার Website এর সাথে Pixel Setup করা Mandatory.

10/11/2024

যে সবার সাথেই ভালো সম্পর্ক রাখে, সে বিপদ জনক লোক

06/11/2024

এক্সের যে স্বভাব ভালোনা সেটা আবারো প্রমান করে দিলো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X) "টুইটার"।
ফেসবুকে কাওকে ব্লক করে দিলে, সে আপনার পোস্ট বা আপনাকেই খুঁজে পায়না কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে X (টুইটার) প্লাটফর্মে কাওকে ব্লক দিলেও, সে ব্লক খাওয়া ব্যক্তি আপনার পাবলিক পোস্ট দেখতে পাবে!! 🤯
তাইলে ব্লক দিয়ে লাভ টা কি??😒🤔

06/11/2024

অনেকের অনুপস্থিতিতে আমাদের খারাপ লাগলেও।আমাদের অনুপস্থিতিতে তাদের কিছুই যায় আসেনা।

06/11/2024

স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু.!
ভালো থাকবেন ততক্ষণ, দিতে পারবেন যতক্ষণ.!🖤

06/11/2024

বাপের হোটেলে খেয়ে স্টোরি দাও রাতে ঘুম আসে না,, কর্মজীবনে একবার ব্যস্ত হয়ে দেখো,, কখন যে ঘুম আসবে
তুমি বুঝতেও পারবা না ☺️

02/11/2024

রাত জেগে আছেন। অনেকক্ষন হোমপেইজ ঘুরে বিরক্ত! ইউটিউবে ও দেখার মতো কিছু নেই! আপনার হুট করে মন চাইলো ফ্রেন্ডলিস্টের কারো সাথে একটু কথা বলবেন। লিস্ট ঘেটে আবিষ্কার করলে রাত বিরাতে নক দিয়ে কথা বলার মতো পরিচিত কেউ নাই আপনার!

আপনি আসলেই অনেক একা!

02/11/2024

বিশ্বাস করুন টাকা ছাড়া জীবন ভয়ংকর রকমের অসুন্দর। টাকা ছাড়া ভালোবাসা দেখানো যায় না, আন্তরিকতা প্রকাশ করা যায় না,সম্পর্ক টিকিয়ে রাখা যায় না,আপন হওয়া যায় না।

টাকা ছাড়া পৃথিবীতে আদৌ ও কিচ্ছুটি হয় না। টাকার অভাব বড় অভাব।

28/10/2024

ঘৃণা করতেই হবে এমন কোন কথা নেই। তবে মাঝেমাঝে মানুষ মন থেকে উঠে যায়, সে যেই হোক বন্ধু কিংবা কাছের মানুষ। আগের মতো তাদের প্রতি আর আগ্রহ থাকে না। তাদের জন্য আর কোনো মায়া লাগে না। চোখের সামনে ছারখার হতে দেখলেও বলতে ইচ্ছে করে না যে তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে?

ঘৃণার চাইতেও আগ্রহ হারানো বেশি ভয়ংকর।

28/10/2024

বোকা মানুষ সব্বাইকে আপন ভাবে 😰🙏

25/10/2024

ফেসবুক পেইজ , একাউন্ট কিংবা ইনস্টাগ্রামের নিরাপত্তার স্বার্থে একাউন্ট গুলোর User Id (যেমন: 10007363563) সংগ্রহ করে রাখুন। 🤯
কারন-
~ কোনো একাউন্ট ডিজেবল হলে, বেশিরভাগ ক্ষেত্রেই ১ বছর পর সেটির ইউজারনেইম (যেমন: sajumia2.000) ও যুক্ত থাকা ইমেইল মুছে যায় ফেসবুকের ডাটালিস্ট থেকে। যখন যেকেও চাইলে ওই ইউজারনেইম ক্লেইম করে ফেলতে পারে। এবং ইমেইল দিয়েও সার্চ করলে আইডি না আসায়, রিকভারি করা কষ্টসাধ্য হয়। (ফেসবুক পেইজ/ ইনস্টাগ্রামের ক্ষেত্রেও সেইম)। সেক্ষেত্রে ইউজারনেইম থাকলে প্যারামুক্ত হয়ে সমাধান সম্ভব।

~ ফেসবুক পেইজ বা ইন্সটাগ্রাম রিকভারি এর জন্য মেটা সাপোর্ট টিমকে ইউজারনেইম না দিয়ে ইউজার আইডি দিলে সেটা দ্রুত কাজ করে।

~ ইউজারনেইম পরিবর্তনশীল কিন্তু ইউজার আইডি অপরিবর্তনশীল হওয়ায়, যেকোনো সমস্যায় একই আইডি নাম্বার দেওয়া যায়।

কিভাবে ইউজারনেইম পাবো?
ব্যাসিক উপায় বলে দেই, তাও না পারলে পরবর্তীতে ভিডিও দিয়ে দিবো।
- ফেসবুক একাউন্ট এর ক্ষেত্রে ইউজারনেইম সেট-আপ না করলে একাউন্ট এর লিংক কপি করলে facebook.com/(এখানের বাকি অংশতে যে নাম্বারটা দেখায় সেটাই ইউজার আইডি)
- ফেসবুকে ইউজারনেইম সেট থাকলে, ফেসবুক একাউন্ট এর যেকোনো পোস্ট ফেসবুক লাইট এ্যাপ দিয়ে কপি করলে (পোস্টের লিংকে 100 দিয়ে শুরু যে নাম্বার পাওয়া যায় সেটাই ইউজার আইডি হয় অথবা পোস্টের লিংকে "id =.... " যেই নাম্বার পাওয়া যায় সেটাই ইউজার আইডি।
- ফেসবুক পেইজের About -এ গেলেই পেইজ আইডি দেখা যায়
- Instagram এর ক্ষেত্রে Third Prty Website এর মাধ্যমে Instagram User ID Finder লিখে সার্চ করে, ইউজারনেইম দিয়ে ইউজার আইডি বের করা যায়।
ধন্যবাদ

Adresse

Ghoraghat, Dinajpur
Democratic Republic Of The

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque SAJU MIA publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Vidéos

Partager