Rawnak Zahan 2004

Rawnak Zahan 2004 Rawnak Zahan 2004 is ready to give you full computer skill and freelancing service.

06/15/2023

Hello everyone,

Welcome to the world of digital creativity!
Let's create and inspire together!

♦️পিডিএফ কি? PDF হলো একটি ফরমেট মাত্র, পিডিএফ এর পূর্নরূপ হলো Portable Document Format. ১৯৯০ এর দশকে চিত্রসহ ডকুমেন্ট উপ...
06/15/2023

♦️পিডিএফ কি?

PDF হলো একটি ফরমেট মাত্র, পিডিএফ এর পূর্নরূপ হলো Portable Document Format. ১৯৯০ এর দশকে চিত্রসহ ডকুমেন্ট উপস্থাপনের জন্য এই PDF তৈরি করা হয়েছিলো।

এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হার্ডওয়্যার এবং অপোরেটিং সিস্টেমের তুলনায় স্বয়ংসম্পর্ন ভাবে স্বতন্ত্র। এটাকে PDF অ্যাডোব সিস্টেম গুলি দ্বারা বিকাশিত করা হয়।

♦️পিডিএফ এর কাজ কি?

PDF হলো এক ধরনের বিশেষ ফাইল ফরম্যাট যার মাধ্যমে টেক্সট, ছবি, গ্রাফিক্স গুলো সংরক্ষণ করা হয়। এগুলোকে যখন ইচ্ছা এডিট এবং প্রিন্ট করতে পারবেন।

এটাকে মূলত বিভিন্ন বই, ডকুমেন্ট বা নোটিশ ভার্চুয়াল ফরম্যাট হিসাবে আপানারা ব্যবহার করতে পারবেন।

মনে রাখবেন, PDF তৈরি করার অসংখ্য পদ্ধতি রয়েছে। আপনি চাইলে যে কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন দিয়ে এটাকে তৈরি করতে পারবেন, যা সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনার নিজের উপর।

আমরা যখন কোনো সাধারণ বই বা ডকুমেন্ট তৈরি করি কম্পিউটার দিয়ে, তখন MS Word ব্যবহার করি। আবার আপনি যদি মনে করেন মোবাইল দিয়ে তৈরি করবেন, তাহালে Google Docs অ্যাপ এর সাহায্যে পিডিএফ তৈরি করতে পারবেন।

♦️লিডারশিপ স্কিল =লিডারশিপ স্কিল বা নেতৃত্ব দানের যোগ্যটা হল যখন একজন ব্যাক্তি অনেকগুলি মানুষকে একসাথে সুষ্ঠু ও সুন্দরভা...
06/07/2023

♦️লিডারশিপ স্কিল =

লিডারশিপ স্কিল বা নেতৃত্ব দানের যোগ্যটা হল যখন একজন ব্যাক্তি অনেকগুলি মানুষকে একসাথে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা দান করেন এবং তাদেরকে খুব সুন্দরভাবে অনুপ্রেরণার মধ্যে দিয়ে নির্ধারিত কাজটি করিয়ে নেন সুতরাং এখানে ঐ ব্যাক্তির অনেকগুলি মানুষকে সুন্দরভাবে পরিচালনার যে গুনটি দেখতে পাই সেটিই হচ্ছে লিডারশিপ স্কিল।তবে এটি সত্য যে এই গুনটি সবার থাকেনা এবং সবাই এই গুনের অধিকারী হতে পারেনা। এই গুনটি অর্জনের জন্য আমাদের অনেক অনেক সাধনার দরকার হয়। আমাদের সাধনা বা পরিশ্রমের মধ্যে দিয়েই আস্তে আস্তে আমরা এই গুনটি অর্জন করতে পারি। আমার মতে এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ্য আর সেটি হচ্ছে লিডারশিপ স্কিল চর্চা করা। এই চর্চার মাধ্যমেই কিন্তু আমরা আস্তে আস্তে এক সময় অনেক বড় নেতা বা লিডার হিসেবে নিজেদের তৈরী করতে সক্ষম হব। ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া নেতাদের কথা যদি বলি তারাও কেউই হুট করে নেতা হয়ে যাননি। আস্তে আস্তে তারা মানুষকে নেতুত্বদানের মাধ্যমে একসময় অনেক বড় নেতা হয়ে উঠেছেন। অনেকে বিশ্বাস বা ভেবে থাকতে পারেন যে এটি হইত ঈশ্বর, আল্লাহ বা সৃষ্টিকর্তার প্রদত্ত গুন। আমি এটি কোনভাবেই মনে করিনা। আমার ক্ষেত্রে লিডারশিপ গুনটি অর্জনের জন্য যে কাজটি করা প্রয়োজন বা দরকার তা হল নেতৃত্ব চর্চা এবং এখানে এর থেকে অন্য কোন সর্টকাট সাজেসন থাকতে পারে না।

♦️লিডারশিপ স্কিলের প্রয়োজনীয়তা=

আপনার যদি স্বপ্ন থাকে যে কোন কর্পোরেট বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় অঙ্কের বেতনের চাকরি পাওয়ার বা বড় কোন এন.জি.ও বা অব্যাবসায়ী প্রতিষ্ঠানের ভালো মানের একটি চাকরি পাওয়ার। তাহলে আপনাকে অবশ্যই এই গুনের অধিকারী হতে হবে। বর্তমানে চাকরি প্রত্যাশীদের যে স্কিল বা দক্ষতাগুলো অবশ্যই থাকা প্রয়োজন সেগুলির মধ্যে এই স্কিলটি একটি অন্যতম। কারন কর্পোরেট প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে এক সময় তাদের অধস্তন কর্মচারীদেরকে তত্বাবধান বা পরিচালনা দান করতে হয়। এক্ষেত্রে আপনার যদি এই স্কিলটি না থাকে তাহলে আপনি খুব সাবলিলভাবে আপনার অধীনের কর্মচারীদেরকে নেতৃত্ব দান করতে পারবেন না। আর যদি আপনি একজন উদ্যোক্তা হন তাহলে আপনাকে আপনার পুরো প্রতিষ্ঠানের সকল কর্মচারীদেরকে নেতৃত্বদান করতে হবে। আর আপনি যদি ভালোভাবে নেতৃত্বদান করতে না পারেন তাহলে হইত এক সময় আপনি তাদেরকে দিয়ে কাঙ্খিত কাজটি করিয়ে নিতে পারবেন না বা তারাও হইত কোন কারনে আপনার প্রতিষ্ঠান ত্যাগ করে অন্য প্রতিষ্ঠানে চলে যাবে। লিডারশিপ স্কিলের প্রয়োজনীয়তা কিন্তু শুধু আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রেই নই। আমাদের বাস্তব জীবনে কখনো কখনো নেতৃত্বের দায়িত্বটি পালন করতে হয় যেমন রাজনীতি ব্যাক্তিবর্গ থেকে শুরু করে গ্রামের যে মোড়ল থাকেন তাকেও তার গ্রামের সবাইকে পরিচালনা দান করতে হয়। অতএব, লিডারশিপ স্কিলের প্রয়োজনীয়তা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিদ্যমান।

✅ইমেইল মার্কেটিং কি বা কাকে বলে ?ইমেইল মার্কেটিং এর ব্যাপারে জানার আগে আপনার আগে জানতে হবে মার্কেটিং কাকে বলে। মার্কেটিং...
06/07/2023

✅ইমেইল মার্কেটিং কি বা কাকে বলে ?

ইমেইল মার্কেটিং এর ব্যাপারে জানার আগে আপনার আগে জানতে হবে মার্কেটিং কাকে বলে। মার্কেটিং মানে হলো, বিভিন্ন রকমের মাধ্যম, উপায় বা প্রক্রিয়ার দ্বারা নিজের বিসনেস (business), পণ্য (product) বা যেকোনো সার্ভিস (service) এর প্রচার করা বা তাদের বিক্রি করার চেষ্টা করা।

এখন, যেই প্রোডাক্ট (product), অফার (offer), ব্যাবসা (business) বা সেবার (service) প্রমোশন (promotion), প্রচার বা মার্কেটিং আমরা ইমেইল (e-mail) এর মাধ্যমে করি, সেই মার্কেটিং এর প্রক্রিয়াকেই “email marketing” বলা হয়। এবং, এ digital marketing বা internet marketing এর একটি অনেক বিখ্যাত মাধ্যম।

প্রমোশন বা মার্কেটিং এর জন্য আমরা ইমেইল এর ব্যবহার সাধারণ ভাবেই করি। যেভাবে আমরা কাওকে একটি ইমেইল পাঠাই ঠিক সেভাবেই। কিন্তু, এমনিতে আমরা একটি মেইল কেবল একজন কেই one – to – one পাঠাই। অথচ, ইমেইল মার্কেটিং এর মাধ্যমে আমরা একটি ইমেইল অনেক জনকেই একসাথে পাঠিয়ে দেই।

এতে, আপনি একটি ইমেইল (email) এর দ্বারা নিজের প্রোডাক্ট, বিসনেস বা সেবার বিষয়ে হাজার হাজার লোকেদের কাছে একসাথেই প্রচার করতে পারবেন। এই প্রক্রিয়াকে আপনি email broadcasting ও বলতে পারেন।

ছোট ব্লগার বা ছোট ব্যবসায়ী রা ইমেইল মার্কেটিং এ তেমন কোনো ধ্যান দেননা। এবং, এইটা আমাদের অনেক বড় ভুল। কারণ, এর মাধ্যমে অনেক ব্লগ রিডার / ভিসিটর বা কাস্টমার নিজের ব্যবসার জন্য পেয়ে যেতে পারে। যেগুলি এখন পাচ্ছেনা।

কিন্তু, ইন্টারনেটের অনেক বড় বড় ব্লগ, ওয়েবসাইট বা কোম্পানি রয়েছে যেগুলির মধ্যে প্রায় সবাই ইমেইল মার্কেটিং এর এই মাধ্যম ব্যবহার করে নিজেদের business, product বা online service প্রমোট বা প্রচার করছে।
এতে তাদের অনেক লাভ হচ্ছে।

✅ যদি আপনার একটি ব্লগ বা ওয়েবসাইট থেকে থাকে অথবা পাশাপাশি আপনার একটা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে থাকে তাহলে অনলাইন ...
06/07/2023

✅ যদি আপনার একটি ব্লগ বা ওয়েবসাইট থেকে থাকে অথবা পাশাপাশি আপনার একটা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে থাকে তাহলে অনলাইন থেকে ইনকামের মাধ্যমগুলোর মধ্যে এফিলিয়েট মার্কেটিংই আপনার জন্য সেরা হতে পারে।

মার্কেটিং ব্যবসায়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি বিষয়। ব্যবসায়ের জন্য অফলাইন মার্কেটিং এবং অনলাইন মার্কেটিং দুভাবেই করা যায়। অফলাইনে যখন কোনো পণ্য প্রচার করা হয় তখন তাকে ক্লাসিক মার্কেটিং বলা হয়। আর যখন এটা অনলাইনের মাধ্যমে করা হয় তখন তাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়।

ডিজিটাল মার্কেটিং যখন কেউ নিজের প্রোডাক্ট বা ব্যবসায়ের জন্য করে তখন তাকে নিজেস অনলাইন বিসনেস বলে। কিন্তু যখন ডিজিটাল মিডিয়ায় বা অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে অন্য কোন ব্যাক্তি বা অন্য কোন কোম্পানির প্রোডাক্ট প্রমোট করা হয় এবং বিনিময়য়ে কমিশন নেয়া হয়, তখন তাকেই এফিলিয়েট মার্কেটিং বলে।

✅এফিলিয়েট মার্কেটিং কি?

প্রথমেই বলা যায় এফিলিয়েট মার্কেটিং করে অনলাইনে ইনকাম করার এক আধুনিক ও লাভজনক পদ্ধতি। এই পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন কোম্পানির কোন বা সেবা তাদের নিজের প্লাটফর্মে প্রচার করে। এবং তখন যদি কোনো ক্রেতা তার এফিলিয়েট লিংকের মাধ্যমে গিয়ে পণ্য বা সেবা কিনে থাকে, বিনিময়য়ে তখন সে কোম্পানি থেকে কমিশন পাবে, এই কমিশনের মাধমে আয় করাই হলো এফিলিয়েট ইনকাম বা অ্যাফিলিয়েশন করা।

অনুরূপভাবে যখন কোন কোম্পানি তাঁদের ব্যবসায়ে বিক্রয় বৃদ্ধির জন্য এফিলিয়েট প্রোগ্রাম চালু করে এবং মার্কেটিং বা প্রচার করার জন্য বিভিন্ন ব্লগার এবং ইউটিউবারদের ব্যাবহার করে এবং বিনিময়য়ে তাদেরকে একটা কমিশন প্রদান করে এটাকেই বলে এফিলিয়েট মার্কেটিং।

✅ডিজিটাল মার্কেটিং কি?গ্রাহকদের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে বিভিন্ন ডিজিটাল চ্যানেল গুলো ব্যবহার করে পণ্য ও পরিষেবা গুলোকে প...
06/07/2023

✅ডিজিটাল মার্কেটিং কি?

গ্রাহকদের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে বিভিন্ন ডিজিটাল চ্যানেল গুলো ব্যবহার করে পণ্য ও পরিষেবা গুলোকে প্রচার (market) করার প্রক্রিয়াটি হলো ডিজিটাল মার্কেটিং।

এই ধরণের মার্কেটিং এর প্রক্রিয়াতে জড়িত থাকছে, websites, mobile devices, social media, search engines, email এবং আরো অন্যান্য চ্যানেল গুলো।

তাহলে যদি সোজা ভাবে বুঝার চেষ্টা করা হয়, তাহলে ডিজিটাল মার্কেটিং মানে হলো এমন এক আধুনিক মার্কেটিং কৌশল যেখানে মূলত ইলেকট্রনিক প্রযুক্তি জড়িত থাকছে।

এই মার্কেটিং এর মূল উদ্দেশ্য থাকছে, Email, Social Media, Mobile Marketing, Online Customer Communities, Webinars এবং অন্যান্য Video-Based Content গুলোর দ্বারা লক্ষ্যবস্তু গ্রাহকদের কাছে ব্যবসা, পণ্য বা পরিষেবা গুলোকে প্রচার করে সেগুলো বিক্রি করার চেষ্টা করা।

Personal branding ও business branding এর ক্ষেত্রেও এই আধুনিক মার্কেটিং প্রক্রিয়া প্রচুর ব্যবহার করা হচ্ছে।

🔮গুগল ড্রাইভের সুবিধা এবং লাভ: যারা গুগল ড্রাইভ ব্যবহার করেন তারা ভালো করেই এর লাভ এবং সুবিধার ব্যাপারে জানেন। এমনিতে, s...
06/07/2023

🔮গুগল ড্রাইভের সুবিধা এবং লাভ:

যারা গুগল ড্রাইভ ব্যবহার করেন তারা ভালো করেই এর লাভ এবং সুবিধার ব্যাপারে জানেন। এমনিতে, smartphone-এর মাধ্যমে এর ব্যবহার অধিক বেশি হয়ে থাকে এবং মোবাইল ব্যবহারকারীদের ক্ষেত্রে গুগল ড্রাইভের সুবিধা সবথেকে বেশি।

🔮গুগল ড্রাইভের সেরা ১০ টি সুবিধা বা লাভ –

# আপনি যেগুলি ছবি বা ফাইল ড্রাইভে আপলোড করেছেন সেগুলি যেকোনো smartphone বা computer এবং Google ড্রাইভের ওয়েবসাইট ব্যবহার করে আবার ডাউনলোড করা যাবে।

# আপনি যতদিন না ফাইল গুলি নিজের গুগল ড্রাইভ একাউন্ট থেকে ডিলিট করবেন, সেগুলি আপনার গুগল একাউন্টে স্টোর হয়েই থাকবে। আপনার মোবাইল চুরি হয়ে গেলে বা খারাপ হয়ে গেলেও ছবি বা ফাইল গুলি ড্রাইভে নিরাপদ থাকবে।

# ১৫ জিবি (GB) পর্যন্ত free storage space দেওয়া হবে। ১৫ জিবি, ছবি এবং ফাইলস রাখার জন্য অনেক বেশি।

# যেকোনো ছবি বা ফাইল আপনি নিজের একাউন্ট থেকেই সরাসরি বিভিন্ন মাধ্যমে শেয়ার করতে পারবেন। শেয়ার করা লিংক দিয়েই ফাইল গুলো সরাসরি ডাউনলোড করা যাবে।

# Google drive এর app যেকোনো ডিভাইস যেমন, mobile, computer বা laptop এর জন্য ফ্রীতেই উপলব্ধ রয়েছে।

# গুগল ড্রাইভ অনলাইন এবং অফলাইন দুই ধরণের ব্যবহার করতে পারবেন।

# এখানে বিভিন্ন রকমের presentation file, document files, excel sheet files ইত্যাদি বানানো যাবে।

# যদি আপনি একজন blogger তাহলে নিজের ব্লগের full automatic backup এখানে নিতে পারবেন।

# নিজের ড্রাইভের ড্যাশবোর্ডে ফোল্ডার বানানো যাবে এবং ফোল্ডারের ভেতরে যেকোনো ফাইলস বা ছবি আপলোড করতে পারবেন।

# Google এর অনলাইন ক্লাউড ডাটাবেসে ফাইল গুলো স্টোর হওয়ার কারণে, আপনি নিজের স্মার্টফোনের অনেক জায়গা সেভ করে নিতে পারবেন।

"আসসালামু আলাইকুম"। ১৪ই মার্চ ২০২৩  বেসিক ট্রেনিংয়ের চতুর্থ ক্লাস টি করেছি। ক্লাসটির বিষয় ছিলো কনটেন্ট রাইটিং। ক্লাস টি...
03/15/2023

"আসসালামু আলাইকুম"।
১৪ই মার্চ ২০২৩ বেসিক ট্রেনিংয়ের চতুর্থ ক্লাস টি করেছি। ক্লাসটির বিষয় ছিলো কনটেন্ট রাইটিং। ক্লাস টি পরিচালনা করেছিলেন সিনিয়র মার্কেটিং অফিসার এ্যানি প্রভা সুশীল। কনটেন্ট রাইটিং ক্লাসটি ম্যাম খুবই সহজ ভাষায় এবং সাবলীল ভাবে বুঝিয়েছেন যেন আমরা পরিস্কার ধারণা নিতে পারি কনটেন্ট রাইটিং বিষয়ে। তাই ম্যামকে জানাই কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।

ক্লাসের বিষয়বস্তু ছিল :
★কনটেন্ট রাইটিং কি?
★কনটেন্ট রাইটিং কত প্রকার ও কি কি?
★ভালো কনটেন্ট তৈরি করতে কি কি করনীয়?
★কনটেন্ট রাইটিং এর নিয়মাবলি কি?
★সঠিক ভূমিকা নির্ধারন ও তৈরী করা।
★নজরকাড়া হেডলাইন তৈরী করা।

কনটেন্ট রাইটিং সম্পর্কে যে ক্লাসটি করেছি, সেভাবে সব কিছু নিয়ম মতো অনুসরণ করে, নিয়মত অনুশীলন ও ধারাবাহিকতা নিয়ে কাজ করলে, ভবিষ্যতে আমি একজন দক্ষ কনটেন্ট রাইটার হতে পারবো ইনশাআল্লাহ।

Address

Dakota Street
Winnipeg, MB
R2M3K4

Telephone

+12043337620

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rawnak Zahan 2004 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rawnak Zahan 2004:

Share