Amin Family In Canada

Amin Family In Canada Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amin Family In Canada, Digital creator, Welland, ON.
(4)

ইয়া আল্লাহ!আমাকে এতো বেশি ধৈর্য্য দিন যেনো পৃথিবীর কোনো মানুষের কোনো কথায় অন্তর ব্যথিত না হয়। যেনো আমার মন শুধুমাত্র আপন...
10/27/2024

ইয়া আল্লাহ!

আমাকে এতো বেশি ধৈর্য্য দিন যেনো পৃথিবীর কোনো মানুষের কোনো কথায় অন্তর ব্যথিত না হয়।

যেনো আমার মন শুধুমাত্র আপনার কারণে ব্যথিত থাকে।

নিজের পাপের জন্য অনুশোচনা হয়, কর্মের জন্য চিন্তিত থাকতে পারি, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি।

হে আমার রব, যে মানুষগুলো তাদের কথা ও কাজের দ্বারা আমাকে আঘাত করেছে তাদের সবাইকে ক্ষমা করার শক্তি আমায় দিন।

আমাকে এতো বেশি ধৈর্য্য দিন যাতে লোকের কথায় অন্তর পুড়ে গেলেও আমি আপনার পুরস্কারের আশায় হাসতে পারি। আমার খারাপ সময়টা যেনো আমার জীবনে রহমত হয়ে আসে, নতুন করে বাঁচতে শেখায়।

আর যদি আমার কষ্টগুলো আপনার দেয়া পরীক্ষা হয়ে থাকে তবে সেটা সহ্য করার ক্ষমতা আমায় দিন।

হে আমার রব, আমার অন্তরকে এমনভাবে পরিবর্তন করে দিন যেনো আপনার সকল সিদ্ধান্তে আমি সর্বদা সন্তুষ্ট থাকতে পারি। সর্বদা আপনার শুকরিয়া আদায় করতে পারি।

আমিন।

(সংগৃহীত)

We are going to toronto
10/14/2024

We are going to toronto

Baba
09/30/2024

Baba

আমি যাকে ভালোবেসে ছিলাম তার চোখে আমি আমার জন্যে সম্মান দেখেছিলাম, আর যার সাথে আমার এই সম্পর্কটা শেষ হয়েছিল;তার চোখে আমি ...
09/29/2024

আমি যাকে ভালোবেসে ছিলাম তার চোখে আমি আমার জন্যে সম্মান দেখেছিলাম, আর যার সাথে আমার এই সম্পর্কটা শেষ হয়েছিল;তার চোখে আমি আবার নিজেকে তাচ্ছিল্য হতেও দেখেছিলাম!'🌸

বাস্তব বলে,এই দুজন মানুষ নাকি একজনই,কিন্তু আমি মানি না! কারণ প্রথমজনকে আমি আজও ভালোবাসি ;আর দ্বিতীয়জনকে আমি আজও চিনি না!'🖤

🌸হুমায়ুন ফরিদী

08/22/2024
08/19/2024

ফুল গুলো দেখতে খুব সুন্দর।

Ha ha
07/31/2024

Ha ha

100% RIGHT
07/24/2024

100% RIGHT

আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল। সে ভাবেনি পুলিশ তাকে সত্যিই গুলি করবে। তাই প্রথম গুলিটা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁপে উঠল...
07/18/2024

আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল। সে ভাবেনি পুলিশ তাকে সত্যিই গুলি করবে।

তাই প্রথম গুলিটা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁপে উঠল।
তার বিশ্বাস হলোনা , ওই প্রান্তের পুলিশ তার মতই বাংলায় কথা বলে, তার মত দু বেলা ভাত খায়, একই মাটির গন্ধ গায়ে…

কেঁপে উঠেও আবার পা শক্ত করে দাঁড়াল। তা নাহলে
বন্ধুরা কী বলবে! একটা গুলির আঘাতে সে পড়ে গেছে! গায়ে শক্তি নাই।
আড্ডায় বন্ধুদের পরে গর্ব করে বলবে, দেখছিস তোরা কেমন বুক চিতিয়ে বাঘের মত দাঁড়াইছিলাম? হুহ!

আবু সাইদ আবার কেঁপে উঠলো কারন আরেকটি গুলি ছোঁড়া হয়েছে।
এই পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে কষ্ট হয়ে গেল। তবু সে প্রাণপনে চেষ্টা করতে লাগল।
তার রোগা-পাতলা,বাঙাল , অপুষ্ট শরীরে এত শক্তি কোন কালেই ছিলনা।

হঠাৎ মনে পড়ে গেল সে অজপাড়া গাঁয়ের দরিদ্র ঘরের ছেলে যার মাসের টিউশানির টাকা পাঠালে গরীব বাবা মায়ের খাবারের টাকা হয়।
সে ফাইভে বৃত্তি পেয়েছিল, এইটে পেয়েছিল। তার মূর্খ বাবা মা আশা বেঁধেছিলেন আবু সাইদ বড় ভার্সিটিতে টেকার পর তাদের সব কষ্ট দূর হয়ে যাবে।
বোনটা শেষবার আদর করে কী বলেছিল সেটাও বোধ করি মনে পড়ে গেল।

আবু সাইদের ঘরে ফেরার কথা ছিল রাত দশটায়।

দশটা কি বেজে গেছে?
মায়ের গায়ের গন্ধ টা বারুদের মত হয়ে গেল কী করে?

১৬/০৭/২০২৪

শুভ্র
কালেক্টেড

With Bangladesh to Canada – I just got recognized as one of their rising fans! 🎉
07/14/2024

With Bangladesh to Canada – I just got recognized as one of their rising fans! 🎉

যেদিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না,সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি ...
06/18/2024

যেদিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না,
সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে।
আলহামদুলিল্লাহ!

আর হ্যা! শুধু খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক নয়!
জীবনসঙ্গী, সন্তান,পরিবার,সংসার, টাকা পয়সা,পেশাজীবনের সফলতা ও রিজিকের অন্তর্ভুক্ত।
জীবনে অনেক পেয়েছি । অনেক হারিয়েছি । আবার অনেক কিছু পাইনি।

যা কিছু পেয়েছি তার জন্য শুকরিয়া।
জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলোনা বিশ্বাস করেছি এবং সেজন্য কোন আফসোস নেই । আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। 🥰🥰🥰
"রিজিকের ফায়সালা যেখানে হবার হোক”
Amin family blogs

06/14/2024

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ

১.কেউ যন্ত্রণা দিচ্ছে? 👤চুপ হয়ে যান। ২.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি? 👤চুপ হয়ে যান। ৩.কোন মানুষ অনেক অপমান করছে?...
05/15/2024

১.কেউ যন্ত্রণা দিচ্ছে?
👤চুপ হয়ে যান।
২.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি?
👤চুপ হয়ে যান।
৩.কোন মানুষ অনেক অপমান করছে?
👤চুপ হয়ে যান।
৪.কেউ ঠকিয়ে গেছে?
👤চুপ হয়ে যান।
৪.কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে?
👤চুপ হয়ে যান।
৫.কেউ বিশ্বাস ঘাতকতা করছে?
👤চুপ হয়ে যান।

👀এমন নিরব হয়ে যান, সে মানুষগুলো যেনো আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃত হয়ে যান তাদের কাছে।
প্রতিজ্ঞা করুন আর কখনই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস।
আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি।
কিন্তু আপনি জানেন কি?
যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি , আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না।

👀তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন,,
আপনার একজন "সৃষ্টিকর্তা" আছেন।
সকল দুঃখ, কষ্ট, চাওয়া,পাওয়া'র কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছুর সমাধান করবেন।

#সংগৃহীত ( Mohammad Zafar দাদা ভাইয়ের থেকে নেওয়া।)

Alhamdulilla AlhamdulillaAlhamdulilla Sob kisur jonno
04/23/2024

Alhamdulilla
Alhamdulilla
Alhamdulilla
Sob kisur jonno

Old is gold Amin Family In Canada
04/21/2024

Old is gold
Amin Family In Canada

Ha ha ha
04/21/2024

Ha ha ha

Address

Welland, ON

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amin Family In Canada posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share