04/19/2024
মাঝে মাঝে ভাবি ভালবাসা বলতে আসলে কিছু নেই, যদি থাকত তাহলে মানুষ কিভাবে আট দশ বছএর স্বম্পর্ক ভেঙ্গে নতুন মানুষ নিয়ে থাকতে পারে,
আবার ভাবি এই ভালবাসার জন্যই তো মানুষ রাজত্ব পরিবার জাতি সব ছেড়েছে কত!
ভালবাসা জিনিস টা হয়তো আপেক্ষিক আমাদের কারোর কাছে হয়তো দাম নেই,কিন্তু কিছু মানুষ জীবন জাত বর্ণ ধর্ম সব বিলিয়ে দিয়ে প্রমাণ করে ভালবাসা আছ্, ছিল, থাকবে, কিছু মানূষ তার দেখা পাবে কিছু মানুষ বলবে ওসব সব মায়া, যে গেছে তার চেয়েও ভাল কিছু পাওয়া যাবে অনেক,
আসলেও কি তাই? যে যায় তার চেয়ে ভাল কিছু পেলেই কি মানুষের একসাথে বেড়ে ওঠা, নদীর পাড়ে বসে আড্ডা দেওয়া এত শহর গ্রামের অলিগলি ঘুরে বেড়ানো মন খারাপে সংগ দেওয়া এত স্বপ্ন সব ভূলে যাওয়া যায়?
হয়তো যাওয়া যায়, কিছু মানুষ মানুষ খুন করতে পারে, দিব্যি শান্তি তে ১০০ বছর অপরাধ বোধ ছাড়া বাঁচতে পারে, কিছু মানুষ তেমন কিছু না করেও অপরাধ বোধ নিয়ে ঘুমাতে পারে না। ভালবাসা স্মৃতি হত্য ঠিক তেমনই, কিছু মানুষ পারে কিছু মানুষ পারেনা।
লিখতে মন চাইল লিখলাম, আমি এত গুছিয়ে লিখতে পারি না আবার।