09/10/2023
শহর : মন্ট্রিয়ল (Montréal)
দেশ : কানাডা
1976 সালে এই শহরের নাম উঠে এসেছিল সংবাদের শিরোনামে। 1976 সালে কানাডা দেশের কেবেক (Québec) প্রদেশের বৃহত্তম শহর মন্ট্রিয়ল এ অনুষ্ঠিত হয়েছিল Summer Olympics । কানাডা দেশের এই একটিমাত্র শহরে বেড়াতে এসে দেখলাম ফরাসি ভাষার এখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। 56 শতাংশ মানুষ ফরাসি ভাষায় কথা বলেন এবং রাস্তাঘাটে সমস্ত signage Frech ভাষায় লেখা। এই শহরের অধিকাংশ পুরোনো বাড়িগুলি তৈরি পাথর দিয়ে। ইতিহাস ও এখানের museum ঘুরে জানলাম পুরোনো মন্ট্রিয়ল শহর ছিল মাটির নিচে কারণ এখানে ডিসেম্বর থেকে মার্চ মোটা বরফের আস্তরণে ঢাকা পড়ে যায় শহর। বহু শতাব্দী আগে ইউরোপের বহু মানুষ কানাডা দেশের কেবেক্ প্রদেশে এসে বসতি গড়েছিল যাদের মাতৃভাষা ছিল ফরাসি, এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ইউরোপীয় সভ্যতার ছোঁয়া।
মনে হবে কানাডা দেশের মধ্যে এ এক মিনি ভার্সন অফ ইউরোপ।
বেড়াতে গিয়ে আমার ফোন ক্যামেরায় কিছু ছবি তুলেছিলাম সেগুলো আপনাদের সঙ্গে share করলাম
#ট্রাভেল