
02/23/2025
আগামী ২৭ ফেব্রুয়ারি ওন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্ট নির্বাচন। টানা দুইবারের বিজয়ী এবং তৃতীয়বারের মতো জয়ের অপেক্ষায় স্কারবোরো সাউথওয়েষ্টের ডলি বেগম । প্রতিটি নির্বাচনের প্রাক্কালে কানাডার প্রথম চব্বিশ ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভির মুখোমুখি হয়েছেন তিনি। এবারও ব্যতিক্রম নন। সাক্ষাৎকারটি নিয়েছেন বাংলাদেশের একসময়ের খ্যাতিমান ক্রীড়া ধারাভাষ্যকার, এনআরবি টিভির সিনিয়র প্রডিউসার মাসুদ করিম। প্রযোজনায় রেজাউল হক। এই বিশেষ সাক্ষাৎকারটি প্রচার হবে আগামীকাল ২৩ ফেব্রুয়ারি রবিবার রাত ১০টায়।
চোখ রাখুন এনআরবি টিভির পর্দায়...প্রবাসে বাংলার মুখ...