SKT Tunes

SKT Tunes Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SKT Tunes, Music production studio, Gildwood, Toronto, ON.

08/06/2024

#রবীন্দসংগীত ও যে মানে না মানাও যে মানে না মানাআঁখি ফিরাইলে বলে, "না, না, না"ও যে মানে না মানাযত বলি, "নাই র...

07/18/2024

দয়াল
শিল্পী : শহীদ খোন্দকার টুকু
কথা : অনিরুদ্ধ আলম
সুর : সাজেদ ফাতেমী
সংগীত আয়োজন : রোমেল হাসান
ডিওপি ও সম্পাদনা : এস এম কারিম

বেশ কিছুকাল গেল চলে
আপন মনে আশার টানে
খুঁজছি যাকে পাইনি তাকে
কেন আজো কোনোখানে।

দয়াল, আমি চিরদিনই তোমার কাছে ভীষণ ঋণী
বলো আমার মনের মানুষ আছে কোন সে ইস্টিশনে।

ডুবো ডুবো করছে বেলা
হয় কি শেষ রঙের মেলা
হৃদয়জুড়ে চিতার আগুন
খেলছে যেন ছেলেখেলা।

ভবের ট্রেনে চলছি কোথায়
কোথায় পাবো তার যে দেখা
মনের মানুষ ছাড়া বলো
আর কতোদিন থাকবো একা।

07/16/2024

O je mane na mana | ও যে মানে না মানা। Rabindra Sangeet । শহীদ খোন্দকার টুকু

ও যে মানে না মানা
ও যে মানে না মানা
আঁখি ফিরাইলে বলে, "না, না, না"
ও যে মানে না মানা
যত বলি, "নাই রাতি, মলিন হয়েছে বাতি"
যত বলি, "নাই রাতি, মলিন হয়েছে বাতি"
মুখপানে চেয়ে বলে, "না, না, না"
ও যে মানে না মানা
বিধুর বিকল হয়ে খেপা পবনে
ফাগুন করিছে হাহা ফুলের বনে
বিধুর বিকল হয়ে খেপা পবনে
ফাগুন করিছে হাহা ফুলের বনে
আমি যত বলি, "তবে এবার যে যেতে হবে"
আমি যত বলি, "তবে এবার যে যেতে হবে"
দুয়ারে দাঁড়ায়ে বলে, "না, না, না"
ও যে মানে না মানা
আঁখি ফিরাইলে বলে, "না, না, না"
ও যে মানে না মানা

#রবীন্দসংগীত

07/08/2024

বিরহ নদী
শিল্পী: শহীদ খোন্দকার টুকু
কথা: অনিরুদ্ধ আলম
সুর : সাজেদ ফাতেমী
সংগীত : রোমেল হাসান
ডিওপি ও সম্পাদনা : এস এম কারিম

আমাকে যদি বেসেছো ভালো
তাহলে কেন আসো না কাছে
পিরিতি এক জলের মাছ
দেখা না হলে কিভাবে বাঁচে।

ইশারাতে নিয়ত ডাকো
নেইকো নাও নেইকো সাঁকো
ওপারে যাই কেমন করে
কষ্টগুলো কি সুখে নাচে।

সাঁতার জানা থাকতো যদি
দিতাম পাড়ি বিরহ নদী
তোমার চাঁদ বদনখানি
আমার হৃদয়মাঝারে আছে।

07/06/2024



বলেছিলে তুমি
কথা, সুর ও শিল্পী: শহীদ খোন্দকার টুকু
সংগীত: ফারুক আবেদ

বলেছিলে তুমি আসিবে স্বপনে
সে সুখেতে আমি পারিনি ঘুমাতে
বলো ওগো তুমি কি যে করি আমি।

তুমি কাছে এলে ফোটে বনে ফুল
রজনীগন্ধা শিউলী বকুল।
পাখিরও কুজনে হৃদয় ব্যাকুল
তোমার পথপানে চেয়ে থাকি আমি।

মিলনে বিরহে আছো তুমি মনে
মেঘলা আকাশে শরতে ফাগুনে
মিলনে বিরহে আছো তুমি মনে
বরষার মেঘে শরতে ফাগুনে
জোৎস্নায় ভরা রাতের আকাশ
মিলনে কি সুখ জানিতে চাই আমি।
বলেছিলে তুমি আসিবে স্বপনে
সে কথাটি শুনে পারিনি ঘুমাতে।

রিলিজ: ৯ এপ্রিল ২০২৪

New release video link
https://youtu.be/E3R6CnTNIWQ
অনুগামী | শিল্পী: শহীদ খোন্দকার টুকু | কথা: অনিরুদ্ধ আলম | সুর: সাজেদ ফাতেমী

বিরহ নদী | শহীদ খোন্দকার টুকু | Biroho Nodi by Shahid Khandker Tuku | Bangla New SongShahid Khandker Tukuবিরহ নদীশিল্পী:...
05/09/2024

বিরহ নদী | শহীদ খোন্দকার টুকু | Biroho Nodi by Shahid Khandker Tuku | Bangla New Song
Shahid Khandker Tuku
বিরহ নদী
শিল্পী: শহীদ খোন্দকার টুকু
কথা: অনিরুদ্ধ আলম
সুর : সাজেদ ফাতেমী
সংগীত : রোমেল হাসান
ডিওপি ও সম্পাদনা : এস এম কারিম

আমাকে যদি বেসেছো ভালো
তাহলে কেন আসো না কাছে
পিরিতি এক জলের মাছ
দেখা না হলে কিভাবে বাঁচে।

ইশারাতে নিয়ত ডাকো
নেইকো নাও নেইকো সাঁকো
ওপারে যাই কেমন করে
কষ্টগুলো কি সুখে নাচে।

সাঁতার জানা থাকতো যদি
দিতাম পাড়ি বিরহ নদী
তোমার চাঁদ বদনখানি
আমার হৃদয়মাঝারে আছে।

বিরহ নদীশিল্পী: শহীদ খোন্দকার টুকু কথা: অনিরুদ্ধ আলমসুর : সাজেদ ফাতেমীসংগীত : রোমেল হাসানডিওপি ও ....

দয়াল | শহীদ খোন্দকার টুকু | Doyal by Shahid Khandker Tuku | Bangla New Songদয়াল শিল্পী : শহীদ খোন্দকার টুকু কথা : অনিরুদ...
05/09/2024

দয়াল | শহীদ খোন্দকার টুকু | Doyal by Shahid Khandker Tuku | Bangla New Song

দয়াল
শিল্পী : শহীদ খোন্দকার টুকু
কথা : অনিরুদ্ধ আলম
সুর : সাজেদ ফাতেমী
সংগীত আয়োজন : রোমেল হাসান
ডিওপি ও সম্পাদনা : এস এম কারিম

বেশ কিছুকাল গেল চলে
আপন মনে আশার টানে
খুঁজছি যাকে পাইনি তাকে
কেন আজো কোনোখানে।

দয়াল, আমি চিরদিনই তোমার কাছে ভীষণ ঋণী
বলো আমার মনের মানুষ আছে কোন সে ইস্টিশনে।

ডুবো ডুবো করছে বেলা
হয় কি শেষ রঙের মেলা
হৃদয়জুড়ে চিতার আগুন
খেলছে যেন ছেলেখেলা।

ভবের ট্রেনে চলছি কোথায়
কোথায় পাবো তার যে দেখা
মনের মানুষ ছাড়া বলো
আর কতোদিন থাকবো একা।

দয়াল শিল্পী : শহীদ খোন্দকার টুকু কথা : অনিরুদ্ধ আলম সুর : সাজেদ ফাতেমী সংগীত আয়োজন : রোমেল হাসান ডিও...

মুগ্বতা | শহীদ খোন্দকার টুকু | Mugdhota by Shahid Khandker Tuku | Bangla New Songমুগ্ধতাশিল্পী : শহীদ খোন্দকার টুকু কথা ...
05/09/2024

মুগ্বতা | শহীদ খোন্দকার টুকু | Mugdhota by Shahid Khandker Tuku | Bangla New Song

মুগ্ধতা
শিল্পী : শহীদ খোন্দকার টুকু
কথা : অনিরুদ্ধ আলম
সুর : সাজেদ ফাতেমী
সংগীত আয়োজন : রোমেল হাসান
ডিওপি ও সম্পাদনা : এস এম কারিম

বাতাসের কোলে বুনোহাঁস দোলে
আলোর সাগরে সাদা কাশ দোলে
মুগ্ধতা মেলে দেখি দুলছেই
তোমার কানের দুল।
চম্পা পারুল নিরবধি হাসে
ঢেউয়ে ঢেউয়ে কতো নদী হাসে
যেই তুমি হাসো চারিদিক
আহা, খুশিতে হুলুস্থুল
দুলছেই তোমার কানের দুল।

ঘন ঘোর মেঘ রাত গাঢ় কালো
কলমের কালি কাক আরও কালো
তার চেয়ে অধিক কালো কন্যার
দীঘল নিতল চুল।

চাঁদ কি ছড়ালো ঘুম ঘুম মায়া
নীলাকাশ পোষে নিজ্ঝুম মায়া
তোমার মায়াবী মুখ যে আমার
সকল সুখের মূল।

মুগ্ধতাশিল্পী : শহীদ খোন্দকার টুকু কথা : অনিরুদ্ধ আলম সুর : সাজেদ ফাতেমীসংগীত আয়োজন : রোমেল হাসান ...

আকাশে-আকাশে | শহীদ খোন্দকার টুকু | Akashey Akashey by Shahid Khandker Tuku | Bangla New Songআকাশে-আকাশে শিল্পী : শহীদ খো...
05/09/2024

আকাশে-আকাশে | শহীদ খোন্দকার টুকু | Akashey Akashey by Shahid Khandker Tuku | Bangla New Song

আকাশে-আকাশে
শিল্পী : শহীদ খোন্দকার টুকু
কথা : অনিরুদ্ধ আলম
সুর : সাজেদ ফাতেমী
সংগীত আয়োজন : রোমেল হাসান
ডিওপি ও সম্পাদনা : এস এম কারিম

আকাশে আকাশে কুয়াশার ঝাঁক
ভেসে যাক বহুদূরে !
রঙিন হলো কি ফাগুনের দিন
বিজন হৃদয়পুরে ?
তীরে বসে ভাবি এলোনা সে নাও
যার পথ চেয়ে আছি ।

মায়াহরিণীর বিষণ্নতা কে
বাতাসে দিয়েছে ছুঁড়ে
পাড়াহীন এক আয়নার ব্যথা
উতলা এই মনজুড়ে ।

তোমার কাছেতো আমার সকল
ভালবাসা অমলিন
বুনো হাঁসদের কোলাহল হয়ে
পৌঁছাবে একদিন ।

আকাশে-আকাশে শিল্পী : শহীদ খোন্দকার টুকু কথা : অনিরুদ্ধ আলম সুর : সাজেদ ফাতেমীসংগীত আয়োজন : রোমেল হ.....

বলেছিলে তুমি | শহীদ খোন্দকার টুকু | সংগীত: ফারুক আবেদ | Bolechiley Tumi by Shahid Khandker Tuku | ► https://www.youtube....
05/07/2024

বলেছিলে তুমি | শহীদ খোন্দকার টুকু |
সংগীত: ফারুক আবেদ | Bolechiley Tumi by Shahid Khandker Tuku |
https://www.youtube.com/watch?v=nuqGRti_gCM

বলেছিলে তুমি আসিবে স্বপনে
সে সুখেতে আমি পারিনি ঘুমাতে
বলো ওগো তুমি কি যে করি আমি।

তুমি কাছে এলে ফোটে বনে ফুল
রজনীগন্ধা শিউলী বকুল।
পাখিরও কুজনে হৃদয় ব্যাকুল
তোমার পথপানে চেয়ে থাকি আমি।

মিলনে বিরহে আছো তুমি মনে
মেঘলা আকাশে শরতে ফাগুনে
মিলনে বিরহে আছো তুমি মনে
বরষার মেঘে শরতে ফাগুনে
জোৎস্নায় ভরা রাতের আকাশ
মিলনে কি সুখ জানিতে চাই আমি।
বলেছিলে তুমি আসিবে স্বপনে

Bolechiley Tumi New Bangla song 2024
#শহীদ #খোন্দকার #টুকু

বলেছিলে তুমিকথা, সুর ও শিল্পী: শহীদ খন্দকার টুকু সংগীত: ফারুক আবেদবলেছিলে তুমি আসিবে স্বপনেসে সু...

04/25/2024



তুমি হাসলেই
শিল্পী: শহীদ খোন্দকার টুকু
কথা: অনিরুদ্ধ আলম
সুর : সাজেদ ফাতেমী
সংগীত : রোমেল হাসান
ডিওপি ও সম্পাদনা : এস এম কারিম

তুমি হাসলেই মেঘগুলো নেমে
ঘরের উঠোনে দাঁড়ায়
রোদ চৌকাঠজুড়ে
ঝিকিমিকি আয়েসে
পলকে হারায়।

তুমি হেঁটে যাও
রাঙা পায়ে আঁকো বিরহ
ধুলিরও বুকে।
পৃথিবীর সব ভালোলাগা মেশে
নদীরও মদির সুখে।

তুমি যদি আসো
বসো আমার পাশে
সন্ধ্যাতারারও ক্ষণে।
সাজাবো জোনাকির সাড়া
বাতাসের আলাপনে।

04/18/2024

লালন সাঁইজির সঙ্গে কানাডা প্রবাসী শিল্পী শহীদ খন্দকার টুকু ভাইয়ের দেখা হয়নি- এ কথা হলফ।লালন সাঁইজির সঙ্গে কানাডা...

বলেছিলে তুমি | শহীদ খোন্দকার টুকু | সংগীত: ফারুক আবেদ | Bolechiley Tumi by Shahid Khandker Tuku
04/12/2024

বলেছিলে তুমি | শহীদ খোন্দকার টুকু | সংগীত: ফারুক আবেদ | Bolechiley Tumi by Shahid Khandker Tuku

04/12/2024

অনুগামী
শিল্পী: শহীদ খোন্দকার টুকু
কথা: অনিরুদ্ধ আলম
সুর: সাজেদ ফাতেমী
সংগীত আয়োজন: রোমেল হাসান

যে আমাকে বাসলো ভালো
তাকে ভালোবাসলাম না
মুরশিদকে হয়নি জানা
তার কাছে আর আসলাম না।
কাঁটার আঘাত সইতে হবে তাই
ছুঁইনি গোলাপ আমি
দু’দিনের এই দুনিয়াতে
নিজকে ভাবছি দামি!

কে আমাকে দৃষ্টি দিল
বুঝতে বুঝতে পেরোয় বেলা
বৃষ্টি এলে ছাতির কাছে
ঋণ বেড়ে যায় ক্ষণে মেলা।

পাগলা হাওয়ার কাছে কেবল
জমিয়ে রাখা সব সেলামি
থাকিনি কি আনমনে খুব
মুরশিদেরই অনুগামী?

অনিরুদ্ধ আলম

Address

Gildwood
Toronto, ON
M1M1K3

Telephone

+16477738208

Website

Alerts

Be the first to know and let us send you an email when SKT Tunes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SKT Tunes:

Videos

Share