Syloti Canadian

Syloti Canadian A Sylheti individual exploring Canada
(6)

A Sylheti individual exploring Canada, rooted in the rich cultural heritage of Sylhet, a region in Bangladesh known for its natural beauty, tea gardens, and vibrant traditions, while embracing the diverse landscapes and multicultural environment of Canada. As I traverse bustling urban centers like Toronto or Vancouver, they may admire the harmony of diverse communities, which might feel reminiscen

t of the Sylheti diaspora abroad. When exploring Canada's breathtaking wilderness—from the Rockies to Niagara Falls—they might draw parallels to the serene beauty of Sylhet's rolling hills and lush greenery. My journey could also be an exploration of identity, blending Sylheti traditions—like language, cuisine, and storytelling—with new experiences, such as winter sports or indulging in Canadian maple syrup. This dual perspective enriches their understanding of both cultures, fostering a unique narrative of adaptation and appreciation.

01/21/2025

New Traffic regulation/fine for Ontario drivers :

♦Not carrying driver’s license: $250

♦After 6 days without a change of new address with MTO: $230

♦Driving without insurance cause an accident: $ 5000 and license suspended for 5 years

♦ Through a red light Camera: $ 900

♦Crossing two solid yellow lines : $500

♦Turn, U-Turn and turn violation: $350 🔁

♦Speeding (from 1-15km over): $250

♦Speeding (from 16-25km over): $450

♦Driving too slow 🐢: $399

♦Fail to Full stop at Stop Sign ⚠: $270

♦Passing School bus 🚌 when lights are flashing: $885

♦Holding and or using the 📱cell phone while driving (1st time): $1000
Driving license suspended 3 years

♦Parking in Bus Lane or Zone 🚌: $900

♦Fail to turn on head lights (30 minutes) before dark: $200

♦Tint too dark on door glass: $199

♦Failing to wear seat belt: $200

♦👶Children not wearing seat belts or not in accordance with Highway traffic act: $599

♦Car pool Lane violation: $505

01/12/2025

ট্রাম্পকে পাল্টা জবাব দিলেন কানাডার অন্টারিও'র প্রিমিয়ার ডাগ ফোর্ড। কিনে নিতে চেয়েছেন আমেরিকার কয়েকটা অঙ্গরাজ্য!কথায় আছে...
01/09/2025

ট্রাম্পকে পাল্টা জবাব দিলেন কানাডার অন্টারিও'র প্রিমিয়ার ডাগ ফোর্ড। কিনে নিতে চেয়েছেন আমেরিকার কয়েকটা অঙ্গরাজ্য!

কথায় আছে ইট মারলে পাটকেল খেতে হয় ঠিক তেমনটিই এবার হয়েছে আমেরিকার ইলেক্টেড প্রেসিডেন্ট ট্রাম্পের। তিনি ইকোনোমিকস ফোর্স খাটিয়ে কানাডাকে আমেরিকার নামে লিখে নিতে চেয়েছেন তা নিয়ে তাঁর লাগাতার মন্তব্য রীতিমতো বাড়াবাড়ির পর্যায়ে এখন।

এ নিয়ে চটেছেন কানাডার সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। সবাই স্ব-স্ব অবস্থান থেকে ট্রাম্পকে এই মন্তব্যের উপযুক্ত জবাব দিয়ে যাচ্ছেন।

সবচেয়ে কড়া জবাব দিয়েছেন কানাডার অন্টারিও প্রভিন্সের প্রিমিয়ার ডাগ ফোর্ড। এক ইন্টারভিউয়ে Global New এর সাংবাদিকরা ডাগ ফোর্ডকে প্রশ্ন করেন, "ট্রাম্প কানাডাকে আমেরিকা করতে চায়। এটা নিয়ে তুমি বলেছিলে এটা জোক। কিন্তু কী কারণে এখন বলছ যে এটা আর কোনো হাস্যকর বিষয় না?
সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রিমিয়ার ফোর্ড বলেন, " আমরা কখনোই এমনটা আগে দেখি নি। আমাদের আছে greatest country in world." তিনি বলেন, "ঠিক আছে আমরা ট্রাম্পের কাছে Alaska and Minnesota অঙ্গরাজ্য কিনে নেওয়ার অফার দিচ্ছি।' তারপর তিনি বলেন, "তোমরা জানো যে এসব কোনো বাস্তবতা না। আমি জানি ট্রাম্প ভালোবাসে মন্তব্য করতে, জোক করে বেড়াতে। কিন্তু আমি সেসব সিরিয়াসলি নিতে চাই।সে হয়তো জোক করছে কিন্তু এটা কক্ষনো সফল হবে না।"
এখন মনে হচ্ছে কানাডা-আমেরিকার দাবা খেলা জমে উঠেছে।

01/09/2025

ক্রেন দিয়ে দেয়াল ভেঙে নর্থ ইয়র্ক টিডি ব্যাংকের এটিএম মেশিন চুরি!

✅😐
01/08/2025

✅😐

😂
01/07/2025

😂

কানাডার প্রধানমন্ত্রীর পদত্যাগ! লিবারেল লিডার ও প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। Justin Trudeau...
01/06/2025

কানাডার প্রধানমন্ত্রীর পদত্যাগ!

লিবারেল লিডার ও প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন জাস্টিন ট্রুডো।

Justin Trudeau says "this country deserves a real choice" at the next election, after announcing his resignation as prime minister.

Trudeau says it has become clear, if he has to fight "internal battles" that he cannot be the best option on the ballot for Canadians.

01/06/2025
😒💉
01/05/2025

😒💉

কানাডায় আরেকটা ভিসা বন্ধ হলো!আপনারা জানেন যে কানাডায় যদি ছেলেমেয়ে সিটিজেন হন তাহলে তারা তাদের বাবা-মার জন্য কানাডায় পার্...
01/04/2025

কানাডায় আরেকটা ভিসা বন্ধ হলো!

আপনারা জানেন যে কানাডায় যদি ছেলেমেয়ে সিটিজেন হন তাহলে তারা তাদের বাবা-মার জন্য কানাডায় পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন। শুধু বাবা-মা নয়, গ্র‍্যান্ডপ্যারেন্টকেও আনা যেত।

এটাকে বলা হয় parent and grandparent permanent residency sponsorship. প্যারেন্টরা ও গ্র‍্যান্ডপ্যারেন্টরা PR নিয়ে এসে সিটিজেন হয়ে যেতেন একটা নির্দিষ্ট সময়ে মধ্যে।

কানাডার সরকার এই ভিসা বন্ধ করে রাখার ঘোষণা দিয়েছে। গতকাল জানুয়ারি ৩, ২০২৫ রাজধানী অটোয়ায় ইমিগ্রেশন মন্ত্রী Marc Miller এই ঘোষণা দেন।

সুতরাং কানাডায় যেসব ছেলেমেয়ে সিটিজেন, তারা আর বাবা-মাকে স্থায়ী নাগরিকের জন্য স্পন্সর করে আনতে পারবেন না। অন্যদিকে যেসব ছেলেমেয়ে পড়তে এসে PR পাওয়ার পর সিটিজেন হয়ে বাবা-মাকে আনতে পারতেন সেটা আপাতত আর হচ্ছে না। ছেলেমেয়ের হাত ধরে কানাডায় বাবা-মায়ের স্থায়ী বাসিন্দা হওয়া বন্ধ হয়ে গেল।

বলা হয়েছে অন্যান্য ইমিগ্রেশন স্ট্রিমেও নতুন স্পন্সরশীপও বন্ধ রাখা হয়েছে। বিগত বছরগুলোতে এতো বেশি আবেদন করেছে সবাই যে, সেগুলো সেটেল করতেই হিমশিম খাচ্ছে সরকার। তাহলে নতুন আবার কীভাবে নেবেন?

বলা হচ্ছে যে, আন্ডার ইমিগ্রেশনের লেভেল প্ল্যানে সব ধরণের ইমিগ্রেশনের টার্গেট কমানো হয়েছে আগামী তিন বছর।

24,000 মানুষ আবেদন করেছেন প্যারেন্ট-গ্র‍্যান্ডপ্যারেন্ট স্ট্রিমের মাধ্যমে ২০২৪।

কিন্তু নতুন নিয়মে 15,000 আবেদনপত্র processed করা হবে।

সুতরাং ছেলেমেয়ে কানাডায় বিয়ে দিয়ে বাবা-মাও নাগরিক হয়ে চলে আসার আশা আর পূরণ হবে না।

©কাজী হালিমা আফরীন

Canada before Vs after 🥴
01/04/2025

Canada before Vs after 🥴

Ontario government $200 rebate cheques to arrive in mailboxes within weeks!“Our government is putting money back into ta...
01/04/2025

Ontario government $200 rebate cheques to arrive in mailboxes within weeks!

“Our government is putting money back into taxpayers’ pockets with a $200 rebate cheque that is expected to land in mailboxes by late January or early February,” a spokesperson said.

“This would include an additional $200 for each eligible child as we support families and keep costs down.”

The policy is expected to cost the government roughly $3 billion and will see money sent to around 12.5 million adults and 2.5 million children.

01/01/2025

12/31/2024

সিলটীয়ারা হল মঙ্গোলয়েড জাতিগোষ্ঠির মানুষ। মঙ্গোলয়েড জাতির সাথে অস্ট্রোএসিয়াটিক জাতির মিশ্রণের ফলে আধুনিক সিলটীয়া জাতির জন্ম হয়েছিল। তাছাড়াও পরবর্তীতে আরব, তুর্কিস, চীনা, ইরানি, পর্তুগিজদের মতো বিভিন্ন জাতির মানুষের সাথে সিলটীয়াদের মিশ্রণ ঘটে আজ সিলটীয়ারা এক বৈচিত্র্যময় বৈশিষ্ট্য এবং চেহারা পেয়েছে।
সিলটীয়া জাতির DNA ফলাফল থেকে জানা গিয়েছে সিলটীয়া জাতির DNAএর সাথে অসমীয়া জাতির DNA সব থেকে বেশি মিলে। সিলটীয়াদের DNA ফলাফলের নমুনা থেকে দেখা যায় সিলটীয়াদের বেশিরভাগ অংশ Nort East Indian (উত্তর পূর্ব ভারতীয় আদিবাসী) মঙ্গোলয়েড জাতির DNA থেকে আসা। এতে প্রমাণ হয়েছে সিলটীয়াদের পূর্ব পুরুষ মঙ্গোলয়েড জাতির মানুষ ছিল। যারা মূলত উত্তর পূর্ব ভারতীয় সব আদিবাসী জাতিগুলোর পূর্ব পুরুষ। তাছাড়া ৭শত বছর আগেও সিলটীয়া জাতির সাথে প্রচুর বালচ, ইরানি, তুর্কিস, উজবেকিস্তানী, আফগানিস্তানী, তাজিকিস্তানী, ফিলিপাইনী, আরব, চীনা, কলাম্বিয়ান, পর্তুগীজ, ক্যামের, জাপানি, ইন্দোনেশিয়ান জাতির মিশ্রণ ঘটেছে।
সিলটীয়া জাতিকে নিয়ে যত গবেষকরা গবেষণা করেছেন এবং বই লিখেছেন। তাদের সবাই বার বার একটি কথাই বলেছেন। প্রাচীন কালে সিলটীয়া, অসমীয়া, চাটগাঁইয়া, চাকমা, রংপুরীয়া, মারমা, ত্রিপুরী, মণিপুরী, গারো, হাজং, তঞ্চঙ্গা, ডালু, কোচ জাতিগুলো একই জাতি ছিল এবং তারা একই চীনা তিব্বতীয় ভাষায় কথা বলতেন। প্রত্যেক গবেষকদের গবেষণা থেকে বার বার একই তথ্য ওঠে এসেছে, যে সিলটীয়া জাতির সাথে বাঙালি জাতি বা বাংলা ভাষার কোনো সম্পর্ক নেই এবং অতীতেও ছিল না।
সিলট রাজ্য এবং সিলটীয়া জাতির নামকরণের ইতিহাস:
খ্রিষ্টপূর্ব ২০০০ বছর আগে যখন সিলটীয়া জাতির পূর্ব পুরুষরা Sino Tibetian ভাষায় কথা বলতেন। তখন সেই চীনা-তিব্বতীয় ভাষার সির শব্দ থেকে সিরট তথা সিলট নামের উৎপত্তি। সিলটীয়া ভাষায় এখনো রেশমকে "সির" বলা হয়। উত্তর পূর্ব ভারতের আদিবাসী মঙ্গোলয়েড জাতিগোষ্ঠীর কয়েকটি শাখার পেশা ছিল রেশম চাষ ও বস্ত্রবয়ন করা। তাদের একটি শাখা ছিলেন আধুনিক সিলটীয়া জাতির পূর্ব পুরুষ। Sino Tibetian ভাষা পরিবারের বেশিরভাগ ভাষায় রেশমকে সিরকেক বলা হয়। চীনা ভাষায় সী বা সীছৌ, কোরীয়ান ভাষায় সিরকে, গ্রিক ভাষায় সির ও ল্যাটিন ভাষায় সিরিকাম বলা হয়। আন্তবানিজ্যের ক্ষেত্রে এদেশের উত্তর পূর্ব ভারতের রেশম ব্যবসায়ীরা সির বা সিরি জাতি বলে অভিহিত হয়ে শেষ পর্যন্ত এই পরিচয়েই চিহ্নিত হয়ে পড়েন। উক্ত রেশম ব্যবসার বিখ্যাত বিক্রয় কেন্দ্র সিরহাট, সিরিহাট অপভ্রংশ সিরহট > সিরট নামে ব্যাপক পরিচিতি লাভ করে।
পরবর্তীতে বৈদিক ব্রাহ্মণরা সিরিহাট কে সংস্কৃত শ্রীহট্ট রূপে কাগজপত্রে চালু করেন। তবে আমজনতার মুখে সিরট > সিলট বহুল ব্যবহৃত তখনো ছিলো এখনও আছে।
ঐতিহাসিক A***n খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দে সিরট কে sirioto, খ্রিষ্টীয় ২য় শতকে ঐতিহাসিক Ailien তার বিবরণে siratae এবং খ্রিষ্টীয় ১ম শতকে লিখিত Periplus of the Erythrean sea গ্রন্থে siratae লিখিত হয়েছে। খ্রিষ্টীয় পঞ্চদশ শতকে পর্তুগীজ ভৌগলিক Goa do borros কৃত মানচিত্রে Siriot নামে এই অঞ্চলকে চিহ্নিত করা হয়েছে।
Plinny, Ctesius, Girini, Curtias, Hacataeus, Strabo, Dyonysius, Pompenius, Herodotus প্রমুখ ঐতিহাসিক, ভৌগলিক, বণিক ও পর্যটকদের বিবরণে রেশম ব্যবসায়ীরা সের/সির নামে এবং তাদের আবাসভূমি সিরট / সিরিয়ট নামে বহুল বিদিত ছিলো।
আইন ই আকবরি, ফতোয়ায়ে আলমগিরি, তবকাতে নাসিরি, রিয়াজ উস সালাতিন, বাহারিস্তান ই গায়েবি প্রভৃতি গ্রন্থে নাওরা সিলহেট বা সরকারে সিলাহাট উল্লেখ করা হয়েছে। ঢাকা যাদুঘরে রক্ষিত Henry Ernest Stapleton কর্তৃক সংগৃহীত শিলালিপি যাকে সিলেট বিজয়ের প্রামাণ্য দলিল ধরা হয়, তাতেও ফার্সিতে সিরিহট/ সিরিহাট লেখা আছে। ব্রিটিশ শাসকরা ইংরেজিতে Sylhet এবং বাংলায় সিলেট প্রচলন করেন যা অদ্যাবধি প্রচলিত আছে।
সাধারণ জনগণ এখনও তাদের জন্মভূমিকে ছিলট আর নিজেদের ছিলটি বলেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
( সংক্ষেপিত)
তথ্যসূত্র -
সিলটে প্রচলিত পই-প্রবাদ ডাক- ডিটান,
লেখক - দেওয়ান গোলাম মোর্তাজা
প্রকাশক - বাংলা একাডেমি
প্রকাশকাল - ১৯৯৮
( এই আলোচনা থেকে দেখা যাচ্ছে কাগজেকলমে সিরউ> সিরআট> সিরিঅট> সিরট> শ্রীহট্ট> সিলট এসে স্থিতিশীল হয়েছেন।)

ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সর্বশেষ রাস্তা বন্ধ হতে যাচ্ছে!কানাডায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা মহা বিপাকে আছেন তা নতুন কর...
12/29/2024

ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সর্বশেষ রাস্তা বন্ধ হতে যাচ্ছে!

কানাডায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা মহা বিপাকে আছেন তা নতুন করে বলার কিছু বাকি নেই।

প্রথমে সরকার cap জারি করলেন IS এর ওপর। মানে কানাডায় যে পরিমাণ স্টুডেন্ট নেওয়ার টার্গেট ছিল তা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে।

তারপর যেটা করলেন সরকার, জারি করা হলো পোস্ট-গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য eligible হতে হলে তাদের মাস্ট "field of study" লিস্টের প্রোগ্রামে পড়তে হবে।

তারপর বলা হলো যে, কেউ তাদের সিলেক্টেড DLI মানে designated learning institute বদলাতে পারবেন না। যদি বদলান তবে সরকারের কাছ ফের স্টাডি পারমিটের জন্য আবেদন করতে হবে।

যেখানে স্টুডেন্টরা সবচেয়ে বেশি বাঁধায় পড়েছেন তা হলো, তাদের CRS মানে comprehensive ranking system পয়েন্ট ম্যানেজ হচ্ছে না CRS অনেক বেশি হাই থাকার কারণে।

অনেকেই ওয়ার্ক পারমিট শেষ হওয়ার পরেও CRS স্কোর মিট করতে পারেন নি, আবার ওয়ার্ক পারমিটও বাড়াতে পারেন নি। ফলে মহা বিপদে আছেন তারা।

এই শ্রেণীর স্টুডেন্টদের একটা বড়ো অংশ করতেছেন কি, তারা কোনো উপায় না পেয়ে asylum seek করে থাকার চেষ্টা করতেছেন। এবং অনেকেই করেছেন সেটা। করার চিন্তাও আছে অনেকের। এটাই তাদের জন্য কানাডায় থেকে যাওয়ার শেষ রাস্তা মনে করতেছেন।

সরকার এ ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং কঠিন ব্যবস্থা নিচ্ছেন বলে জানা গেছে।

অন্টারিও'র Cambridge MP Bryan May বলেছেন, "the asylum process needs to be reserved for those who need it and those using it as a tool to skip traditional paths to immigration is unacceptable."

অর্থাৎ তিনি বলেছেন, "রিফিউজি ক্লেইম শুধুমাত্র যাদের দরকার তাদের করা উচিত। অন্যদিকে যারা ইমিগ্রেশনের জন্য নির্দিষ্ট রাস্তা বাদ দিয়ে asylum seek একটা উপায় ভাবছেন সেটা গ্রহণযোগ্য না।"

তিনি আরো বলেছেন, "government is also aware of dishonest immigration consultants giving international students bad advice or misinformation, leading to a rise in asylum applications."

অর্থাৎ তিনি এটা বলেছেন যে, "সরকার সেইসব অসৎ ইমিগ্রেশন consultantদের সম্পর্কে অবগত হয়েছেন যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের খারাপ ও ভুল পরামর্শ দিচ্ছেন asylum seek করার জন্য।"

যদি কেউ ফলস asylum seek করে, তাহলে তাদের ফাইল প্রোসেস হবে না বলে জানিয়েছেন এই এমপি।

সুতরাং asylum seek যারা করছেন, বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা, তারা বুঝে-শুনে করবেন। আপনাদের বা যে কারোর জীবনে সময়ের অনেক মূল্য আছে।

আপনারা যে সময়টা asylum seek করে নষ্ট করতে যাচ্ছেন, সে সময়টা অন্য দেশে বা নিজের দেশেও কাজে লাগানো যাবে।

কানাডাই একমাত্র দেশ হতে পারে না যে সবকিছুর বিনিময়ে সেখানে থাকতে হবে। তাই আমার পরামর্শ হলো, আপনারা যারা আসতে চান, আসার আগে সব ধরণের requirements জেনে আসবেন। আর যারা পড়তেছেন তারা requirements অনুযায়ী পড়ার বিষয় বা কাজ বদলে নিন।

যারা সর্বশেষ রাস্তা হিসেবে asylum seek এর কথা ভাবছেন, তারা আরেকবার ভাবুন। সরকার কিন্তু শক্ত হয়েছেন এ ব্যাপারে। জীবনে সময়ের মূল্য অনেক বেশি, কানাডা নয়।
©কাজী হালিমা আফরীন

12/28/2024

বিবেকবোধ আর সুন্দর ব্যবহার ধারণ করতে না পারলে মানুষ হিসাবে আপনার কোনো মূল্য নাই।

LMIA এর বাজার মন্দা যাওয়ায় মার্কেটে নতুন মূলার আমদানি হয়েছে। এই মূলার নাম "স্টার্ট-আপ ভিসা" । কেজি প্রতি এই মূলা কোথাও $...
12/26/2024

LMIA এর বাজার মন্দা যাওয়ায় মার্কেটে নতুন মূলার আমদানি হয়েছে। এই মূলার নাম "স্টার্ট-আপ ভিসা" । কেজি প্রতি এই মূলা কোথাও $৫০,০০০ আবার কোথাও $২০০,০০০ ডলারে বিক্রি হচ্ছে। কেউ কেউ এই মূলা প্রকাশ্যে বিক্রি করছেন লাইভ করে, কেউ বিক্রি করছেন ইনবক্সে, কেউ বিক্রি করছেন ফোন করে , আর কেউ বিক্রি করছেন অফিসে ডেকে।

নাহ, আমি এটা বলছিনা যে "স্টার্ট-আপ ভিসা" নামে কোনো প্রোগ্রাম নেই। স'রকা'রি ভাবে এই প্রোগ্রাম অবশ্যই আছে , তবে সর'কা'র যাকে বলছে করলা বাজারে সেটা বিক্রি হচ্ছে মূলা হিসেবে। সর'কার বলছে করলা ভাজি করে খেতে হবে , আর আমাদের পাইকারি বিক্রেতারা বলছেন মূলার সাথে গুঁড়া চিংড়ি দিয়ে ঝোল তরকারি করে খেলেই নাকি স্বাদ হবে বেশি।

Address

33 Bexhill Avenue
Toronto, ON
M1L3B5

Website

Alerts

Be the first to know and let us send you an email when Syloti Canadian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Syloti Canadian:

Videos

Share