11/26/2024
আপনারা অনেকেই ইউরোপ,আমেরিকা যাওয়ার জন্য পাসপোর্টে ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর চেষ্টা করেন,আসুন জেনে নেওয়া যাক কিভাবে পাসপোর্টের ট্রাভেল হিস্ট্রি বাড়াবেন:
আপনার পাসপোর্টকে স্ট্রং করতে চাইলে প্রথমেই সঠিক পরিকল্পনা করে আপনাকে এগুতে হবে এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করতে হবে। আমরা অনেকেই ভুল করি গ্রুপ ট্যুর করতে কারন অনেকে একসাথে ৪-৫ টা দেশ একসাথে ভিজিট করে অল্প সময় থেকে দেশে ফিরে আসি,এটি আপনার ট্রাভেল হিস্ট্রি তৈরি করেনা বরং আপনার পাসপোর্টের উল্টো ক্ষতি করে এবং টাকাও নষ্ট হয়,
যা যা করবেন:
যে কোন দেশে গেলে চেষ্টা করবেন মিনিমাম সে দেশে ৩ রাত অবস্থান করার, কারন আপনি যে দেশেই যান না কেন অন্তত তিন রাত অবস্থান করলে সেই ট্রাভেল হিস্ট্রি কার্যকর হবে। একদিন গিয়ে পরদিন ফিরে আসা শুধুমাত্র পাসপোর্টে সিল বাড়ায়, কিন্তু কার্যকর ট্রাভেল হিস্ট্রির জন্য যথেষ্ট নয়।
মাল্টি-ডেস্টিনেশন ট্যুর পরিকল্পনা করুন:
মালদ্বীপ, শ্রীলংকা একসাথে ভ্রমণ করতে পারেন। যেহেতু এই দেশ গুলোতে ভিসা করার কোন ঝামেলা নেই, প্রতিটি দেশে তিন রাত করে অবস্থান করার চেষ্টা করুন, এতে আপনার পাসপোর্টের ট্রাভেল হিস্ট্রি স্ট্রং হবে।
অথবা,সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া একসাথে ভ্রমণ করতে পারেন। যেহেতু দেশ গুলা কাছাকাছি সেক্ষেত্রে আপনার বিমান ভাড়াও অনেক কমে আসবে,এই দেশ গুলা ভিজিটের পর মাজারি দেশ যেমন ডুবাই ,সৌদি একসাথে ভিজিট করুন,ইনশাআল্লাহ আপনার পাসপোর্ট যথেষ্ট শক্তিশালী হবে,
গ্রুপ ট্যুরের সঠিক ব্যবহার করুন:
কম খরচে প্যাকেজ ট্যুর খুঁজুন, তবে অবশ্যই নিশ্চিত করুন যে প্যাকেজে অন্তত ৭২ ঘণ্টা করে প্রতিটি দেশে থাকার ব্যবস্থা আছে কিনা,
পরবর্তী ট্যুরের মাঝে সময়ের গ্যাপ রাখুন:
প্রতিটি ট্যুরের মধ্যে ১-২মাসের ব্যবধান রাখুন।তাহলে ভিসা অফিসার বুঝবে আপনি একজন নিয়মিত ট্রাভেলার,সেক্ষেত্রে বড় কোন দেশের ভিজিট ভিসা পেতে আপনার খুব একটা সমস্যা হবেনা, চেষ্টা করবেন যে দেশে যাবেন সে দেশের কিছু দর্শনীয় স্থানগুলোর ছবি মোবাইল ফোনে তুলে রাখার,পরবর্তিতে এগুলা কাজে আসতে পারে,
ডকুমেন্টেশন ঠিক রাখুন:সবসময় চেষ্টা করবেন ডকুমেন্ট গুলা যেন সুন্দর এবং স্মার্ট ভাবে গুছানো থাকে,যাতে বড় কোন দেশে আবেদন করলে ভিসা অফিসার আপনার ফাইল হাতে নিয়েই বুজতে পারে আপনি সত্যি কারের একজন টুরিস্ট, তখন আপনাকে ভিসা দিতে সে কোন সন্দেহ করবেনা,
আপনার ট্রাভেল প্ল্যানিং সঠিকভাবে করলে কম খরচে দারুণ অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আপনার পাসপোর্টে একটি স্ট্রং ট্রাভেল হিস্ট্রি তৈরি করা সম্ভব,এবং পরবর্তীতে আপনার দালাল ছারাই যে কোন বড় দেশের ভিসা পেতে অনেক ইজি হবে, ধন্যবাদ, লেখাটি পছন্দ হলে শেয়ার করে দিবেন।