Syloti Canadian

Syloti Canadian A Sylheti individual exploring Canada
(8)

A Sylheti individual exploring Canada, rooted in the rich cultural heritage of Sylhet, a region in Bangladesh known for its natural beauty, tea gardens, and vibrant traditions, while embracing the diverse landscapes and multicultural environment of Canada. As I traverse bustling urban centers like Toronto or Vancouver, they may admire the harmony of diverse communities, which might feel reminiscen

t of the Sylheti diaspora abroad. When exploring Canada's breathtaking wilderness—from the Rockies to Niagara Falls—they might draw parallels to the serene beauty of Sylhet's rolling hills and lush greenery. My journey could also be an exploration of identity, blending Sylheti traditions—like language, cuisine, and storytelling—with new experiences, such as winter sports or indulging in Canadian maple syrup. This dual perspective enriches their understanding of both cultures, fostering a unique narrative of adaptation and appreciation.

12/10/2024

وَٱللَّهُ أَعْلَمُ بِأَعْدَآئِكُمْ ۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَلِيًّۭا وَكَفَىٰ بِٱللَّهِ نَصِيرًۭا

Allah knows best who your enemies are! And Allah is sufficient as a Guardian, and He is sufficient as a Helper.

4:45

একটি হালকা পাতলা প্রস্তাব : ট্রাম্প সাহেব কানাডাকে আমেরিকার ৫১তম প্রদেশ/রাজ্য হওয়ার জন্য সাজেশন দিয়েছেন 🥱😂 কি দিন আইলো ট...
12/07/2024

একটি হালকা পাতলা প্রস্তাব : ট্রাম্প সাহেব কানাডাকে আমেরিকার ৫১তম প্রদেশ/রাজ্য হওয়ার জন্য সাজেশন দিয়েছেন 🥱😂 কি দিন আইলো ট্রুডো ভাই

12/06/2024

12/06/2024
Such a rich imagination 🫠
12/06/2024

Such a rich imagination 🫠

লাক্কাতুরা চা বাগানে বাংলাদেশ বনাম আইয়ারল্যান্ড মহিলা দলের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন।
12/04/2024

লাক্কাতুরা চা বাগানে বাংলাদেশ বনাম আইয়ারল্যান্ড মহিলা দলের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন।

উবার ড্রাইভারদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে 😶‍🌫️
12/04/2024

উবার ড্রাইভারদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে 😶‍🌫️

ইতালিতে স্টুডেন্টদের সুযোগ-সুবিধা: বর্তমান প্রেক্ষাপট 🇮🇹ইতালিতে বহু আগে থেকেই বাংলাদেশীরা ব্যাচেলর, মাস্টার্স কিংবা পিএই...
12/03/2024

ইতালিতে স্টুডেন্টদের সুযোগ-সুবিধা: বর্তমান প্রেক্ষাপট 🇮🇹

ইতালিতে বহু আগে থেকেই বাংলাদেশীরা ব্যাচেলর, মাস্টার্স কিংবা পিএইচডি করতে যায়। মাঝের কয়েক বছর ইতালির ভিসা পাওয়া কঠিন ছিলো। ১০ জন এপ্লিকেশন করলে ৭-৮ জনকে রিজেক্ট করে দিতো। কিন্তু এখন ডকুমেন্টস, ব্যাংক স্টেটমেন্ট সহ সব কাগজপত্র ঠিক থাকলে ভিসা হচ্ছে।

আপনি খুব কম টিউশন ফি দিয়ে ইতালিতে ব্যাচেলর, মাস্টার্স করতে পারবেন। কিছু কিছু ভার্সিটির টিউশন ফি ১০০০ ইউরো এর থেকেও কম। আর অনেক ভার্সিটি স্কলারশিপও দিয়ে থাকে।

যাদের ইউরোপে পিএইচডি করার ইচ্ছে আছে তারা ইতালি দেখতে পারেন। অন্য অনেক দেশের তুলনায় ইতালিতে পিএইচডি লেভেলে ফান্ডিং পাওয়া সহজ।

ইতালিতে আপনি লেখাপড়ার পাশাপাশি পার্ট-পার্ট-টাইম চাকুরি করে টিউশন ফি দেওয়া সহ নিজের খরচ নিজেই চালাতে পারবেন।

কয়েকটি ভালো ভার্সিটির নাম নিচে দিয়ে দিচ্ছে।

- Politecnico di Milano
- University of Padua
- University of Pisa
- University of Siena
- University of Milan

এগুলো ছাড়াও ইতালিতে আরো অনেক ভার্সিটি পাবেন।

Can'ada hints at fast-tracking refu'gee refusalsঅর্থাৎ, কানা'ডা রিফি'উজি / এসাই'লাম আবেদনগুলো দ্রুত রিফিউজের ইঙ্গিত দিয়ে...
11/29/2024

Can'ada hints at fast-tracking refu'gee refusals
অর্থাৎ, কানা'ডা রিফি'উজি / এসাই'লাম আবেদনগুলো দ্রুত রিফিউজের ইঙ্গিত দিয়েছে।
খবরের সূত্র : Reuters
--------------------
গতবছরের শেষ দিক থেকে যখন একের পর এক স্টাডি পারমিট হোল্ডারদের উপরে করাল আঘাত আসছিল , তখনই আমি আমার বিভিন্ন লেখায় উল্লেখ করেছিলাম যে নেক্সট টার্গেট হতে যাচ্ছে LMIA বেইসড ওয়ার্ক পার্মিট হোল্ডারগণ এবং রিফি'উজি / এসাই'লাম আবেদনকারীরা। LMIA বেইসড ওয়ার্ক পার্মিট এর উপরে ইতিমধ্যেই কয়েকদফা পেরেক ঠুকা হয়েছে , এবার পালা এসাই'লাম আবেদনকারীদের। এখন পর্যন্ত ভবিতব্য গুলো বেশিরভাগই ফলেছে , তাই এসাই'লাম আবেদনকারীদের ব্যাপারেও একটু ভবিতব্য দিচ্ছি , ফলবেই কথা নেই , তবে খুব কাছাকাছি কিছু একটা হবে হয়তো। (নাহ , আমি জোতিষশাস্ত্র চর্চা করিনা, তবে ইমিগ্রেশন শাস্ত্র নিয়ে একটু আধটু পড়াশুনা সবসময়ই করি, আপনি পড়লে আপনিও এই তথ্য গুলো অনায়াসেই জানতে পারবেন। )

কানাডা যেহেতু ফার্স্ট ট্র্যাক মেথডে এসাই'লাম আবেদনগুলো রিফিউজের কথা ভাবছে , আমার ধারণা এর মধ্যে প্রথম কাতারেই থাকবে নিম্নোক্ত শ্রেণীদ্বয় :

১ম শ্রেণী: যারা কানাডাতে স্টাডি পারমিট নিয়ে এসেছেন এবং পড়াশোনা শেষ না করে অথবা শেষ করে অথবা PGWP চলাকালীন সময়ে এসাই'লাম আবেদন করেছেন।

২য় শ্রেণী: যারা কানাডাতে LMIA বেইসড বা অন্য যেকোনো উপায়ে ওয়ার্ক পারমিট নিয়ে এসেছেন , কিন্তু ওয়ার্ক পারমিটের রিনিউয়ালের কোনো সুযোগ না পেয়ে এসাই'লাম আবেদন করেছেন।

যারা ভিসিটর থেকে সরাসরি এসাই'লাম আবেদন করেছেন, তাদেরকে ফার্স্ট ট্র্যাক মেথডে রিফিউজ করা কিছুটা মুশকিল হবে , কারণ সেটাই সাধারণ প্রসেস। তবে student / ওয়ার্কার অবস্থা থেকে এসাই'লাম আবেদন করা কোনো সহজ / সাধারণ প্রসেস নয়। আমি বলবো সাধারণ student / ওয়ার্কারদের এই ব্যাপারে আসলে ধারনাও ছিলোনা / নেই। এই বিষয়গুলো তাদেরকে কিছু ডলারখেকো দু'পেয়ে প্রাণী মাথায় ঢুকিয়েছে , আর student / ওয়ার্কার রাও কোনো উপায়ান্তর না পেয়ে এই ফাঁদে পা দিয়েছেন। সর্বশেষ পরিণতি হয়তো খুব ভালোর দিকে যাবেনা, সেটা বুঝাই যাচ্ছে।

student / ওয়ার্কার থেকে এ'সাই'লাম আইবদনকারীদের বিশেষ অনুরোধ :
যদি কা'নাডা সত্যি সত্যিই ফার্স্ট ট্র্যাক মেথডে এসাই'লাম আবেদনগুলো রিফিউজ করে , তখন ওই ডলারখেকো দু'পেয়ে প্রাণীগুলো আবার আপনাদের কাছে আসবে নতুন প্যাকেজ নিয়ে। এই প্যাকেজের নাম "জুডিশিয়াল রিভিউ" , অন্য কথায় বললে সর'কারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা। সাবধান ! আর একটি ডলার খরচের আগে ভেবে নিবেন , পকেটে ঠিক কি পরিমান পয়সা আছে, বাড়ি ফেরত যাবার পয়সা আছে কিনা। আমি বলছিনা "জুডিশিয়াল রিভিউ" করে কোনো লাভ কারও হয়নি বা হবেনা। তবে আমার অতিক্ষুদ্র ইমিগ্রেশন শাস্ত্রের জ্ঞান থেকে যদি বলি, এই ক্ষেত্রে সফল হবার সম্ভাবনা খুবই কম থাকবে। মাঝখানে থেকে ডলারখেকোরা ডলার খাবে , আর আপনি (ইতিমধ্যেই খেয়েছেন) খাবেন ....... । তাই, যা হয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে পা ফেলবেন দয়া করে

লেখাটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করতে পারেন।

© Md Siddiqur Rahman, RCIC-IRB (R713190)
Authorized representative for
Immigration, Refugees and Citizenship Ca'na'da (IRCC)

No more visa needed. 180 countries waiting! You are all next in line! 🇨🇦
11/29/2024

No more visa needed. 180 countries waiting! You are all next in line! 🇨🇦

কম ইনকামে সমস্যা নেই।কানাডার সরকার প্রতিমাসে $1,800 CAD করে হাউজিং বেনিফিট দেন!হেডিংটা দেখেই তো অনেকেই একেবারে রাগে জ্বল...
11/28/2024

কম ইনকামে সমস্যা নেই।
কানাডার সরকার প্রতিমাসে $1,800 CAD করে হাউজিং বেনিফিট দেন!

হেডিংটা দেখেই তো অনেকেই একেবারে রাগে জ্বলতেছেন। আমাকে কী বলে রাগ মেটাবেন সেটাও ভাবা শেষ হয়তো।

হ্যাঁ, আপানার কথাও ঠিক। চাকরি না থাকলে, ইনকাম না থাকলে চলা মুশকিল। আবার আমি যেটা বলেছি সেটাও কিন্তু ঠিক। ইনকাম কম হলে, চাকরি না থাকলেও সমস্যা নেই। কারণ ঐ যে যতগুলো বেনিফিটস আছে লো ইনকাম হোল্ডারদের জন্য উন্মুক্ত।

ধরেন, আপনার লো ইনকাম। বা আপনার চাকরি নেই। আপনি বাড়ি ভাড়া দেবেন কীভাবে তাই তো? থাকার তো একটা জায়গা লাগবেই।

কানাডার বিভিন্ন প্রভিন্সে housing সুবিধা পাওয়া যায় লো-ইনকামদের জন্য, সেগুলো বলছি আমি যতটুকু জানি।

যাদের লো ইনকাম তারা অন্টারিওতে subsidized housing এর জন্য আবেদন করতে পারেন। ইনকামের ওপর ভিত্তি করে ভাড়া adjust করা হয়। তবে এটার জন্য দীর্ঘদিন waiting list এ থাকতে হয়। এই গেল এক।

দুই নম্বরটা বেশ সুবিধার। সেটা হলো $1,850 Canada housing benefit payment.

এটা হলো কানাডার সরকার প্রতিমাসে $1,850 CAD করে হাউজিং বেনিফিটস দিচ্ছেন যাদের লো ইনকাম, যাদের বাড়ি কেনার সামর্থ্য নেই ও বাসাভাড়া দিতে পারছেন না তাদের।
যাদের লো ইনকাম ও সেই ইনকামের 30% ভাড়ায় দিতে হচ্ছে তারা এই বেনিফিটস পাবেন। সরকারকে সব ডকুমেন্টস জমা দিলে সরকার প্রতিমাসে $1,850 Canada housing benefit payment করেন।

এই বেনিফিট পেতে হলে লো ইমকাম মানে সিঙ্গেল পারসনের বাৎসরিক ইনকাম $20,000 cad এর কম হতে হবে। আর যাদের ফ্যামিলি আছে তাদের বাৎসরিক $30,000 cad এর কম ইনকাম থাকতে হবে।

অবশ্যই tax return করতে হবে।
কানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে।

CRA তে যোগাযোগ করলে সব জানা যাবে। তাছাড়া কানাডিয়ান ওয়েবসাইটে সব তথ্য আছে।

নভেম্বর ২০ তারিখে এই বেনিফিট দেওয়া হবে। ডিসেম্বরে দেওয়া হবে ১৩ তারিখে। প্রতিমাসে দেওয়া হয়।

কানাডার প্রভিন্সগুলোতে হাউজিং বেনিফিট আছে। ভিন্ন হতে পারে। চেক করে নিতে হবে।

বাসা ভাড়া যদি $1,850 CAD প্রতিমাসে পাওয়া যায় তাহলে তো অনেক চিন্তা কমে কী বলেন? সঙ্গে আরো অনেক বেনিফিটস তো থাকেই। ইনকাম কম হলেও সমস্যা নেই। পাবেন ফুল চাইল্ড বেনিফিটস, ডেকেয়ার ফ্রি, ইত্যাদি।

Northern lights 🤩
11/27/2024

Northern lights 🤩

🌈
11/26/2024

🌈

Yonge-Dundas Square 📌
11/26/2024

Yonge-Dundas Square 📌

Downtown Toronto 🌆
11/26/2024

Downtown Toronto 🌆

আপনারা অনেকেই ইউরোপ,আমেরিকা যাওয়ার জন্য  পাসপোর্টে ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর চেষ্টা করেন,আসুন জেনে  নেওয়া যাক কিভাবে পাসপ...
11/26/2024

আপনারা অনেকেই ইউরোপ,আমেরিকা যাওয়ার জন্য পাসপোর্টে ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর চেষ্টা করেন,আসুন জেনে নেওয়া যাক কিভাবে পাসপোর্টের ট্রাভেল হিস্ট্রি বাড়াবেন:

আপনার পাসপোর্টকে স্ট্রং করতে চাইলে প্রথমেই সঠিক পরিকল্পনা করে আপনাকে এগুতে হবে এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করতে হবে। আমরা অনেকেই ভুল করি গ্রুপ ট্যুর করতে কারন অনেকে একসাথে ৪-৫ টা দেশ একসাথে ভিজিট করে অল্প সময় থেকে দেশে ফিরে আসি,এটি আপনার ট্রাভেল হিস্ট্রি তৈরি করেনা বরং আপনার পাসপোর্টের উল্টো ক্ষতি করে এবং টাকাও নষ্ট হয়,

যা যা করবেন:
যে কোন দেশে গেলে চেষ্টা করবেন মিনিমাম সে দেশে ৩ রাত অবস্থান করার, কারন আপনি যে দেশেই যান না কেন অন্তত তিন রাত অবস্থান করলে সেই ট্রাভেল হিস্ট্রি কার্যকর হবে। একদিন গিয়ে পরদিন ফিরে আসা শুধুমাত্র পাসপোর্টে সিল বাড়ায়, কিন্তু কার্যকর ট্রাভেল হিস্ট্রির জন্য যথেষ্ট নয়।

মাল্টি-ডেস্টিনেশন ট্যুর পরিকল্পনা করুন:
মালদ্বীপ, শ্রীলংকা একসাথে ভ্রমণ করতে পারেন। যেহেতু এই দেশ গুলোতে ভিসা করার কোন ঝামেলা নেই, প্রতিটি দেশে তিন রাত করে অবস্থান করার চেষ্টা করুন, এতে আপনার পাসপোর্টের ট্রাভেল হিস্ট্রি স্ট্রং হবে।
অথবা,সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া একসাথে ভ্রমণ করতে পারেন। যেহেতু দেশ গুলা কাছাকাছি সেক্ষেত্রে আপনার বিমান ভাড়াও অনেক কমে আসবে,এই দেশ গুলা ভিজিটের পর মাজারি দেশ যেমন ডুবাই ,সৌদি একসাথে ভিজিট করুন,ইনশাআল্লাহ আপনার পাসপোর্ট যথেষ্ট শক্তিশালী হবে,

গ্রুপ ট্যুরের সঠিক ব্যবহার করুন:
কম খরচে প্যাকেজ ট্যুর খুঁজুন, তবে অবশ্যই নিশ্চিত করুন যে প্যাকেজে অন্তত ৭২ ঘণ্টা করে প্রতিটি দেশে থাকার ব্যবস্থা আছে কিনা,

পরবর্তী ট্যুরের মাঝে সময়ের গ্যাপ রাখুন:
প্রতিটি ট্যুরের মধ্যে ১-২মাসের ব্যবধান রাখুন।তাহলে ভিসা অফিসার বুঝবে আপনি একজন নিয়মিত ট্রাভেলার,সেক্ষেত্রে বড় কোন দেশের ভিজিট ভিসা পেতে আপনার খুব একটা সমস্যা হবেনা, চেষ্টা করবেন যে দেশে যাবেন সে দেশের কিছু দর্শনীয় স্থানগুলোর ছবি মোবাইল ফোনে তুলে রাখার,পরবর্তিতে এগুলা কাজে আসতে পারে,

ডকুমেন্টেশন ঠিক রাখুন:সবসময় চেষ্টা করবেন ডকুমেন্ট গুলা যেন সুন্দর এবং স্মার্ট ভাবে গুছানো থাকে,যাতে বড় কোন দেশে আবেদন করলে ভিসা অফিসার আপনার ফাইল হাতে নিয়েই বুজতে পারে আপনি সত্যি কারের একজন টুরিস্ট, তখন আপনাকে ভিসা দিতে সে কোন সন্দেহ করবেনা,

আপনার ট্রাভেল প্ল্যানিং সঠিকভাবে করলে কম খরচে দারুণ অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আপনার পাসপোর্টে একটি স্ট্রং ট্রাভেল হিস্ট্রি তৈরি করা সম্ভব,এবং পরবর্তীতে আপনার দালাল ছারাই যে কোন বড় দেশের ভিসা পেতে অনেক ইজি হবে, ধন্যবাদ, লেখাটি পছন্দ হলে শেয়ার করে দিবেন।

11/26/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

Address

33 Bexhill Avenue
Toronto, ON
M1L3B5

Website

Alerts

Be the first to know and let us send you an email when Syloti Canadian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Syloti Canadian:

Share


Other Digital creator in Toronto

Show All