বর চাই, কনে চাই

বর চাই, কনে চাই বিয়ের প্রোফাইল আমাদের গ্রুপে পোস্ট করে খুঁজে নিন পছন্দের বর-কনে।We can also help you find a match.

To Whom It May Concern !She’s not just my wife,she’s my home,my peace,my heart,my soulmate,and my safety place.
10/24/2024

To Whom It May Concern !

She’s not just my wife,
she’s my home,
my peace,
my heart,
my soulmate,
and my safety place.

Find someone…..
10/17/2024

Find someone…..

10/16/2024

আমাদের বিভিন্ন গ্রুপ সদস‍্যদের পাত্রপাত্রীর সন্ধানে পোস্ট করার জন‍্য আজ থেকে উন্মুক্ত করা হচ্ছে।আমাদের সাথে থাকুন।

এ যেন এক নতুন বাংলাদেশ !রাতে পাড়া-মহল্লায় দেশের পাহারায় Gen Z ‘রা।Cricket খেলা চলছে গ্রুপ করে, Karaoke চলছে কোথাও কোথাও...
08/10/2024

এ যেন এক নতুন বাংলাদেশ !

রাতে পাড়া-মহল্লায় দেশের পাহারায় Gen Z ‘রা।

Cricket খেলা চলছে গ্রুপ করে, Karaoke চলছে কোথাও কোথাও, আবার কোথাওবা চলছে মজা করে নিজেদের টাকায় খিচুড়ি রেধে খাওয়া।

তবে এদের আছে সদা-সতর্ক দৃষ্টি !

কোন শয়তানী করলে রক্ষা নাই।

সাবাস বাংলাদেশ!

❤️🇧🇩

দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই দুধের চেয়ে দামি। যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে পনিরের মূ...
07/11/2024

দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই দুধের চেয়ে দামি। যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য অনেক বেশি।

আর আঙুরের রস টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয়, যা আঙ্গুর রসের চেয়েও দামী। তুমি খারাপ না কারণ তুমি ভুল করেছ। ভুল হল সেই অভিজ্ঞতা যা আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরো মূল্যবান করে তোলে।

ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছেন যা তাকে আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছে। আলেকজান্ডার ফ্লেমিং এর ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে বাধ্য করেছে। টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন, 'অসংখ্যবার!' তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, 'তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম?' উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন, 'মাথায় বুদ্ধি কম ছিলো কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে!'

ব্যাপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন। এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে।

কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, 'ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা।'

বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, 'কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি।'

'How to change a life' বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে 'How to change a wife' হয়ে বের হয়েছিলো, তারপর তা বেস্ট সেলার!

কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো নাহলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না!

মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমাকে জিন্দেগীতে কমেন্ট করবে না বলে পণ করেছে সে ও কমেন্ট করবে।

বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, 'উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া।'

বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, 'নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়।'

কলিন পাওয়েলের মতে, 'যোগ্য নেতা জন্ম নেয় না তৈরী হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে।'

অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, 'আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেইল করেছি বলে আমি আজ সফল।'

হেনরি ফোর্ড বলেছিলেন, 'ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন।'

এক প্রেমিকের ভাষ্য, 'ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ।'

কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না!

যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না!

পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! মুছা না গেলে চিত্র হয় না!

কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না!

তাই আসুন আমরা ভুল কে ভুলে গিয়ে আবার নতুনভাবে চেষ্টা করে ফুলের মত জীবন গড়ি।
আপনার ভুলগুলিকে আপনাকে নীচে নামাতে দেবেন না। এটি অনুশীলন নয় যা নিখুঁত করে তোলে। আমরা ভুল থেকে শিখি যা নিখুঁত করে তোলে!

(Collected)

আমাদের তিনটি প্রাইভেট গ্রুপের লিংক এখানে দেয়া হলো। আপনি নিজেই এই গ্রুপ গুলোতে প্রয়োজন অনুসারে আপনার সংক্ষিপ্ত বায়োডাটা ত...
04/30/2024

আমাদের তিনটি প্রাইভেট গ্রুপের লিংক এখানে দেয়া হলো।

আপনি নিজেই এই গ্রুপ গুলোতে প্রয়োজন অনুসারে আপনার সংক্ষিপ্ত বায়োডাটা তৈরী করে কিছু ছবি সহ সরাসরি পোস্ট করুন। ভালো লাগলে আগ্রহীরা আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। বায়োডাটা সঠিক হলে অ্যাডমিন অনুমোদন দেবেন। আপনার সাথে যোগাযোগের নাম্বার দিতে ভুলবেন না। ভুয়া প্রোফাইল থেকে পোস্ট করা যাবে না। ধন্যবাদ।

বাংলাদেশঃ

https://www.facebook.com/share/iyJgjUqDv4nKb7kk/?mibextid=K35XfP

উত্তর আমেরিকা এবং ইউরোপঃ

https://www.facebook.com/share/bEwynw1cZpqwmbWG/?mibextid=K35XfP

04/17/2024
"বয়স" - আর্যতীর্থবয়েস বয়েস করে মরিস,বয়েস আবার কি?সময়টা তোর বয়েস বলেমারছে ইয়ারকি।ইচ্ছে হলে খোকা হবইচ্ছে হলে বুড়োসময়টা কো...
04/15/2024

"বয়স"

- আর্যতীর্থ

বয়েস বয়েস করে মরিস,
বয়েস আবার কি?
সময়টা তোর বয়েস বলে
মারছে ইয়ারকি।

ইচ্ছে হলে খোকা হব
ইচ্ছে হলে বুড়ো
সময়টা কোন লাটের বেটা,
বলবে আমায় ফুরো?

ইচ্ছে মত যাচ্ছি বেঁচে
ইচ্ছে হলে উঠব নেচে,
ইচ্ছে হলে একশো হব
ইচ্ছে হলে জিরো।
সময়টা কোন লাটের বেটা
বলবে আমায় ফুরো?

শরীরে নয় বাত ধরেছে
রক্তে বাড়ে চিনি
লাভের গুড়ে পিঁপড়ে ঘোরে
চলছে বিকিকিনি।

তবু মাঝে লুকিয়ে মা কে
চাটবো দুধের গুঁড়ো,
সময়টা কোন লাটের বেটা
বলবে আমায় ফুরো?

চুলে আমার পাক ধরেছে
মন পাকল কই?
এখনো তো চাঁদ দেখিলে
অবাক হয়ে রই।

এখনো তো ফুচকা চাখি
কামড়াই কামরাঙ্গা
রাতের ছাতে নিজের সাথে
খেলি কুমীরডাঙা।

কি যায় আসে পাড়ার ছেলে
বললে জেঠু খুড়ো?
সময়টা কোন লাটের বেটা
বলবে আমায় ফুরো?

এমনভাবেই থাকবো আমি
এমনি কেঁদে হেসে
জীবনটাকে জাপটে ধরে
দারুন ভালোবেসে।

থামবো তখন, মরন যখন
বলবে 'এবার জি'রো ! '

সময়টা কোন লাটের বেটা
বলবে আমায় ফুরো !

Eid Mubarak !
04/10/2024

Eid Mubarak !

সব সময় আপনার সবচেয়ে সেরাটাই উপহার দিন শ্রোতা কম বা বেশী যাই হোক……………………
04/08/2024

সব সময় আপনার সবচেয়ে সেরাটাই উপহার দিন শ্রোতা কম বা বেশী যাই হোক……………………

One smile can begin a friendship!
03/15/2024

One smile can begin a friendship!

03/10/2024

ল্যাটকা খিচুড়ি !

ল্যাটকা খিচুড়ি হল একটি ঐতিহ্যবাহী গ্রামীন বাঙালি খাবার। বিশেষ করে উত্তরবঙ্গে এটি বিশেষ জনপ্রিয়।

ঢাকা শহরে মগবাজারের “খাবোই খাবো”রেঁস্তোরায় দিনব্যাপি ল্যাটকা খিচুড়ি পরিবেশন করা হয়।

https://www.facebook.com/share/v/wjBtAcLWnuF4kGJQ/?mibextid=xkVqcJ

If you want friendship: You’ve first got to give friendship.If you want respect: You’ve first got to give respect.If you...
03/10/2024

If you want friendship: You’ve first got to give friendship.
If you want respect: You’ve first got to give respect.
If you want energy: You’ve got to give energy (exercise).
If you want love: You’ve first got to give love.
If you want happiness: You’ve first got to give happiness to those around you.
If you want money: You’ve first got to give VALUE.

Chase your dream to make it happen..!!
03/06/2024

Chase your dream to make it happen..!!

Bro it’s 3 a.m. Let’s cry! Seriously? বিয়ের ধকল?
02/21/2024

Bro it’s 3 a.m. Let’s cry! Seriously?
বিয়ের ধকল?

Address

Toronto, ON

Website

Alerts

Be the first to know and let us send you an email when বর চাই, কনে চাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বর চাই, কনে চাই:

Videos

Share