কাবুল থেকে ভারতীয় এয়ারফোর্সর বিমানে কলকাতা ফেরার পর এয়ারপোর্টে অপেক্ষমাণ মিডিয়ার কাছে নিমতার বাসিন্দা তমাল ভট্টাচার্যের সাক্ষাৎকার ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল।
ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়া তা-লে-বা-ন সম্পর্কে শিক্ষক তমালের দেয়া ভিন্নবার্তার জের ধরে ভারতীয় বিভিন্ন টিভি চ্যানেলের পর্দায় তিনি এখন এক পরিচিত মুখ।
CN টিভির একটি সাক্ষাৎকারে তমাল কথা বলছেন আফ-গানিস্তানে নিজ চোখে দেখা তা-লে-বা-ন সম্পর্কে।
তা-লে-বা-নে-র কাবুল দখলের পর প্রাণভয়ে আফগানিস্থান থেকে ফেরত আসা দুই ভারতীয় নাগরিকের একজন মুখোমুখি হয়েছেন এয়ারপোর্টে অপেক্ষারত ভারতীয় মিডিয়ার।
তবে যেমনটা আশা করা হচ্ছিল তেমন বক্তব্য না পাওয়ায় বিব্রত ও ক্ষুব্ধ সাংবাদিক এবং ভারতীয় নেটিজেনদের বড় একটা অংশ।
গত ২২ অগাস্ট রাত নাগাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সাক্ষাৎকারের এই ভিডিওটি। আর এতে অসংখ্য অশালীন গালিগালাজ এবং সম্প্রচার অযোগ্য কটু মন্তব্য করেছেন ভারতীয় নাগরিকরা। মেইন্সট্রিম মিডিয়াতেও আফগান ফেরত এই ভারতীয় শিক্ষকের বক্তব্যে কিছুটা বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়েছে।
ডকুফিল্ম "মিনিয়াং - ব্যাক টু দ্য রুটস" আলিকদমের রুরাং পাহাড়ের মিনিয়াং পাড়ায় থাকা মুরংদের নিয়ে বানানো। এটি পরিচালনা করেছেন FOOTAGED Bangladesh এর তরুণ নির্মাতা নুরে আলম নির্ভীক।
সারা বিশ্বের প্রায় দুই হাজার তিনশত নির্মাতা-পরিচালকদের অংশ নেয়া জাপানে অনুষ্ঠিত দ্য থার্ড মেইহোডো ইন্টারন্যাশনাল ইয়ুথ মিডিয়া ফেস্টিভ্যাল এর তৃতীয় আসরে ফিল্মটি "আউটস্ট্যান্ডিং এওয়ার্ড" ক্যাটেগরিতে বিজয়ী হয়।
এছাড়াও ফিল্মটি জনপ্রিয় ইন্টারন্যাশনাল নেচার ফিল্ম ফেষ্টিভ্যাল, তারেক মাসুদ ফিল্মফেস্ট, ইংল্যান্ড ভিত্তিক লিফট অফ ফিল্ম ফেস্ট এ ফাইনালিস্ট তালিকায় নির্বাচিত হয়। সম্প্রতি বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২১ এ "মিনিয়াং" নির্বাচিত হয়েছে।
আসছে ৮ই জুন সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যশালায় প্রামাণ্য চিত্রটি দেখানো হবে