The Dacca Daily - দ্য ডাকা ডেইলি

The Dacca Daily - দ্য ডাকা ডেইলি Bilingual e-daily that feeds you with newsworthy news! Moderation Policy:

We appreciate our readers for expressing their opinions and engaging in discussion.

Respecting and complying with different perspectives and views, we do not allow any form of hate speech. Hence, we sincerely ask our readers and commenters to beware of the following:
• Profanity
• Using language that is offensive to any race, religion, ethnicity, gender or nationality
• Personal attacks on other commenters
• Advertising or spam

***Dacca Daily reserves the right to delete any com

ment posted on any of its social media or website. Our policy is subject to change and update if the necessity arises.

নারায়ণগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ছুরিকাঘাতে চালক খুনগতকাল শুক্রবার আনুমানিক ভোর ৪-৫ টার সময় নারায়ণগঞ্জের ডিসি বাংলোর...
01/14/2022

নারায়ণগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ছুরিকাঘাতে চালক খুন

গতকাল শুক্রবার আনুমানিক ভোর ৪-৫ টার সময় নারায়ণগঞ্জের ডিসি বাংলোর পাশের সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে অটোরিকশা চালক ঘটনাস্থলে খুন হয়েছে বলে স্থানীয় এলাকাবাসী মারফত জানা যায়।

সকালে গলায় এবং পেটে ছুরিকাঘাতে নিহত অবস্থায় রাস্তায় লাশ পরে থাকতে দেখলে এলাকাবাসী পুলিশকে জানায়। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ নিয়ে যায়।

এঘটনায় এপর্যন্ত কোন মামলা হয়েছে কিনা তা জানায় যায়নি। কোন জাতীয় পত্রিকা কিংবা ইলেক্ট্রনিক মিডিয়াতে সংবাদটি প্রচার হয়তে দেখা যায়নি।

Citizens thank Fatullah Model Thana police as a patroling team stop illegal use of sound system in a residential area in...
12/10/2021

Citizens thank Fatullah Model Thana police as a patroling team stop illegal use of sound system in a residential area in Narayanganj city at approximately 11:10 pm on Friday night.

08/23/2021

কাবুল থেকে ভারতীয় এয়ারফোর্সর বিমানে কলকাতা ফেরার পর এয়ারপোর্টে অপেক্ষমাণ মিডিয়ার কাছে নিমতার বাসিন্দা তমাল ভট্টাচার্যের সাক্ষাৎকার ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল।

ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়া তা-লে-বা-ন সম্পর্কে শিক্ষক তমালের দেয়া ভিন্নবার্তার জের ধরে ভারতীয় বিভিন্ন টিভি চ্যানেলের পর্দায় তিনি এখন এক পরিচিত মুখ।

CN টিভির একটি সাক্ষাৎকারে তমাল কথা বলছেন আফ-গানিস্তানে নিজ চোখে দেখা তা-লে-বা-ন সম্পর্কে।

08/22/2021

তা-লে-বা-নে-র কাবুল দখলের পর প্রাণভয়ে আফগানিস্থান থেকে ফেরত আসা দুই ভারতীয় নাগরিকের একজন মুখোমুখি হয়েছেন এয়ারপোর্টে অপেক্ষারত ভারতীয় মিডিয়ার।

তবে যেমনটা আশা করা হচ্ছিল তেমন বক্তব্য না পাওয়ায় বিব্রত ও ক্ষুব্ধ সাংবাদিক এবং ভারতীয় নেটিজেনদের বড় একটা অংশ।

গত ২২ অগাস্ট রাত নাগাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সাক্ষাৎকারের এই ভিডিওটি। আর এতে অসংখ্য অশালীন গালিগালাজ এবং সম্প্রচার অযোগ্য কটু মন্তব্য করেছেন ভারতীয় নাগরিকরা। মেইন্সট্রিম মিডিয়াতেও আফগান ফেরত এই ভারতীয় শিক্ষকের বক্তব্যে কিছুটা বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়েছে।

মঞ্জুরুল হক-কে ধন্যবাদ ডাকাডেইলি অরিজিনাল কনটেন্টে কন্ট্রিবিউট করার জন্য।
06/05/2021

মঞ্জুরুল হক-কে ধন্যবাদ ডাকাডেইলি অরিজিনাল কনটেন্টে কন্ট্রিবিউট করার জন্য।

১৯৪৯ এ জিনজিয়াং যখন চীনের দখলে এলো, তখন সেখানে উইঘুররা ছিলো শতকরা ৭৬ ভাগ, আর বর্তমানে তা মাত্র ৪২ ভাগ! ইতিমধ্যে ১৬.....

05/27/2021

ডকুফিল্ম "মিনিয়াং - ব্যাক টু দ্য রুটস" আলিকদমের রুরাং পাহাড়ের মিনিয়াং পাড়ায় থাকা মুরংদের নিয়ে বানানো। এটি পরিচালনা করেছেন FOOTAGED Bangladesh এর তরুণ নির্মাতা নুরে আলম নির্ভীক।

সারা বিশ্বের প্রায় দুই হাজার তিনশত নির্মাতা-পরিচালকদের অংশ নেয়া জাপানে অনুষ্ঠিত দ্য থার্ড মেইহোডো ইন্টারন্যাশনাল ইয়ুথ মিডিয়া ফেস্টিভ্যাল এর তৃতীয় আসরে ফিল্মটি "আউটস্ট্যান্ডিং এওয়ার্ড" ক্যাটেগরিতে বিজয়ী হয়।

এছাড়াও ফিল্মটি জনপ্রিয় ইন্টারন্যাশনাল নেচার ফিল্ম ফেষ্টিভ্যাল, তারেক মাসুদ ফিল্মফেস্ট, ইংল্যান্ড ভিত্তিক লিফট অফ ফিল্ম ফেস্ট এ ফাইনালিস্ট তালিকায় নির্বাচিত হয়। সম্প্রতি বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২১ এ "মিনিয়াং" নির্বাচিত হয়েছে।

আসছে ৮ই জুন সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যশালায় প্রামাণ্য চিত্রটি দেখানো হবে।

Justice? Don't ask.Credit/DD/A K Azad
04/23/2021

Justice? Don't ask.

Credit/DD/A K Azad

মাওলানা মঞ্জুরুল ইসলাম-কে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ!হেফাজতের সহকারী মহাসচিব, জমিয়তের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরু...
04/14/2021

মাওলানা মঞ্জুরুল ইসলাম-কে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ!

হেফাজতের সহকারী মহাসচিব, জমিয়তের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে ডিবি পরিচয়ে কে বা কারা উঠিয়ে নিয়ে গেছে।

গতকাল রাত আনুমানিক ১১টার দিকে ১৫ থেকে ২০ জন লোক ডিবি পরিচয়ে তার ধানমন্ডির বাসা থেকে তাকে উঠিয়ে নিয়ে যায় বলে জানা গেছে। এসময় আফেন্দির ছেলে জোরজবরদস্তি করে তার বাবার সাথে যেতে চাইলে তাকেও নিয়ে যায় সাদা পোশাকধারী ব্যক্তিরা।

মাওলানা আফেন্দির বাসার সকল ফোন জব্দ করে নিয়ে যায় তারা। জমিয়ত মহাসচিবের ব্যাক্তিগত গাড়িচালক শামিম এসব তথ্য নিশ্চিত করেন।

লকডাউন ঘোষনার পর শহরের আবাসিক এলাকাগুলোর মধ্যে তীব্র যানজট।
04/13/2021

লকডাউন ঘোষনার পর শহরের আবাসিক এলাকাগুলোর মধ্যে তীব্র যানজট।

03/28/2021

আজ রবিবার (২৮ মার্চ) রাজধানী ঢাকার বিভিন্ন এলাকাসহ দেশের বেশকিছু স্থানে ইতিমধ্যে শুরু হয়েছে হেফাজতের হরতাল। শান্তিপূর্ণ হরতাল পালনে প্রশাসনের সহযোগিতার আবেদন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আপাতত লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেই, স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেওয়া হচ্ছে। ...
03/27/2021

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আপাতত লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেই, স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেওয়া হচ্ছে। বুধবার (২৪ মার্চ) সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অনেকেই মনে করছেন, টিকা নিলেই সব ধরনের করোনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। কিন্তু তা আসলে নয়।

টিকা নিলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, কিন্তু এরপরও আপনি করোনায় সংক্রমিত হতে পারেন। তাই দেশের মানুষকে বাঁচাতে, অর্থনীতিকে সচল রাখতে হলে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই।

বি'বাড়ীয়ায় মৃত্যুর মিছিলে যোগ হলো আরও একজন! সারাদেশে নিহতের সংখ্যা বাড়ছে...
03/27/2021

বি'বাড়ীয়ায় মৃত্যুর মিছিলে যোগ হলো আরও একজন! সারাদেশে নিহতের সংখ্যা বাড়ছে...

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) যে ওয়ার্ড সবচেয়ে বেশি পরিচ্ছন্ন থাকবে এবং কম মশা পাওয়া যাবে সে ওয়ার্ডের কাউন্স...
03/27/2021

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) যে ওয়ার্ড সবচেয়ে বেশি পরিচ্ছন্ন থাকবে এবং কম মশা পাওয়া যাবে সে ওয়ার্ডের কাউন্সিলর ও তার টিমকে আগামী ডিসেম্বর মাসে স্বর্ণপদক দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম।

গতকাল শনিবার ডিএনসিসির নগর ভবনে সমন্বিত মশক নিধন কার্যক্রম পরবর্তী এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি। সভায় সদ্য সমাপ্ত সমন্বিত মশক নিধন কার্যক্রম সম্পর্কে ডিএনসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, মশক নিধন কর্মী, পরিচ্ছন্নতা পরিদর্শক, মশক সুপারভাইজাররা তাদের মতামত দেন। মেয়র সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সে অনুযায়ী আসন্ন বর্ষা মৌসুমে মশক নিধন কার্যক্রমের জন্য দিক নির্দেশনা দেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘যতো বেশি আত্মসমালোচনা করা যাবে, ততো বেশি গ্যাপ কমানো যাবে। অভিযান চলাকালে আমি আমাদের ১২শ’ মশক নিধন কর্মীর হাজিরা দেখতে চাই, কিন্তু সেটা পাইনি। তাই প্রত্যেক মশক সুপারভাইজারকে তার নিজ নিজ ওয়ার্ডের মশক নিধন কর্মীদের বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করতে হবে।’

বায়োমেট্রিক হাজিরা ও ট্র্যাকার স্থাপনের জন্য তিনি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেন। এপ্রিলের ২০ তারিখের মধ্যে এই কাজটি শেষ করার জন্য সময় বেধে দেন।

মেয়র বলেন, ‘ট্র্যাকার লাগিয়ে প্রত্যেক মশক নিধন কর্মীকে মনিটরিং করতে হবে। মশক নিধন সুপারভাইজারগণ মনিটরিং করবেন। কাউন্সিলরগণও মনিটরিং করবেন।’ আগামী শনিবারের মধ্যে (২৭ মার্চ) প্রত্যেক ওয়ার্ডের ডোবা, জলাশয়, পরিত্যক্ত জমি ইত্যাদির তালিকা প্রণয়ন করে জমা দিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেন মেয়র। পরের শনিবারের মধ্যে (৩ এপ্রিল) সকল ডোবা, জলাশয়, পরিত্যক্ত জায়গা ইত্যাদির মালিকদের নিজ নিজ ডোবা, জলাশয়, পরিত্যক্ত জমি ইত্যাদি পরিষ্কারের জন্য চিঠি দেয়ার জন্য মেয়র নির্দেশ দেন। যারা পরিষ্কার করতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে এর পরের শনিবার থেকে (১০ এপ্রিল) গণহারে মামলা করারও নির্দেশ দেন।

মেয়র বলেন, ‘যার জায়গা তাকেই দায়িত্ব নিতে হবে। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তি মালিকানাধীন যাই হোক না কেন সবার প্রতি এ নির্দেশনা প্রযোজ্য হবে। যার যার ডোবা তারা নিজেরা পরিষ্কার করবেন, অন্যথায় যেখানেই ময়লা পাওয়া যাবে, সেখানেই মামলা দেয়া হবে।’

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিলের সঙ্গে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সংঘর্ষে চার জন নিহত হয...
03/27/2021

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিলের সঙ্গে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ছাড়া শহরের কান্দিরপাড়া এলাকায় ছাত্রলীগ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ এক শিক্ষার্থী হাসপাতালে মারা গেছে।

কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর গ্রামে শনিবার বিকেলে হেফাজতে ইসলামের মিছিলের সঙ্গে বিজিবি ও পুলিশের সংঘর্ষ ও গুলিবিদ্ধ হয়ে আরও অন্তত ১৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, ‘হাসপাতালে আনার আগেই তিন জন মারা যান। বাকী দুজন হাসপাতালে মারা গেছেন। তারা গুলিবিদ্ধ ছিলেন।’

স্থানীয়দের কাছে জানা যায়, আজ শনিবার বিকেলে সদর উপজেলার বুধল ইউনিয়ন থেকে হেফাজতে ইসলাম একটি মিছিল বের করে কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় পৌঁছলে পুলিশ ও বিজিবির সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চারদিক থেকে ঘেরাও করেন। পরে বিজিবি ও পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায় বলে জানা যায়।

এই হতাহতের ঘটনা সম্পর্কে জানতে বিজিবির মুখপাত্র লেফট্যানেন্ট কর্নেল ফয়জুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শুনেছি সেখানে সংঘর্ষ হয়েছে, তবে আমাদের সঙ্গে হয়নি। হয়েছে পুলিশের সঙ্গে।’

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে কিছুই জানি না।’

এ ঘটনায় নিহতরা হলেন-ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার হারিয়া গ্রামের ওয়ার্কশপ শ্রমিক জোহর আলম (৪০), মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের সুজন মিয়া (২০), বুধল ইউনিয়নের কাউসার মিয়া (২৫) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্রমিক বাদল মিয়া (২৮)।

কান্দিরপাড়া এলাকায় সংঘর্ষে নিহত ছাত্রের নাম জুবায়ের (১৪)।

এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় নুরুল আমিন (৩৫), বাছির মিয়া (২৮), ছাদেক মিয়াসহ ১৪ জন ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

- সূত্রঃ দ্য ডেইলি স্টার

বাংলাদেশ সফরে এসে ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত ও বাংলা উভয়ই নিজেদের বিকাশ ও প্রগতির চ...
03/27/2021

বাংলাদেশ সফরে এসে ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত ও বাংলা উভয়ই নিজেদের বিকাশ ও প্রগতির চেয়ে সারা বিশ্বের বিকাশ ও প্রগতি চায়। দুদেশই বিশ্বে অস্থিরতা ও সন্ত্রাসের পরিবর্তে শান্তি চায়। ভারত ও বাংলাদেশের একসঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করা উচিত। এটা আমাদের কর্তব্য। আমি বাংলাদেশের রাষ্ট্রীয় আয়োজনে ভারতের ১৩০ কোটি ভাইবোনের পক্ষ থেকে প্রেম ও শুভকামনা নিয়ে এসেছি।

গতকাল শনিবার (২৭ মার্চ) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুর মন্দিরে পূজা দেওয়ার পর তিনি এসব কথা বলেন।

মোদি বলেন, ভারত আজ সবার সঙ্গে, সবার বিকাশ, সবার বিশ্বাস—এ মন্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখানে সহযাত্রী। বাংলাদেশ বিশ্বের সামনে বিকাশ ও পরিবর্তনের দৃষ্টান্ত দেখিয়েছে। এখানে ভারত আপনাদের সহযাত্রী।

বক্তব্যে হরিচাঁদ ঠাকুরের বন্দনা করে তিনি বলেন, সারা বিশ্ব যে মানবতা ও মূল্যবোধের স্বপ্ন দেখে, হরিচাঁদ ঠাকুর সে জন্য তার নিজের জীবন ত্যাগ করেছেন।

আজ শনিবার সন্ধ্যায় বি-বাড়ীয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিলে পুলিশ ও বিজিবির গুলিতে মাদরাসা ছাত্রসহ ৫জন নিহত হওয়ার ...
03/27/2021

আজ শনিবার সন্ধ্যায় বি-বাড়ীয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিলে পুলিশ ও বিজিবির গুলিতে মাদরাসা ছাত্রসহ ৫জন নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ।

শনিবার (২৭ মার্চ) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।

ইউনুছ আহমাদ বলেন, সরকার পুলিশ ও বিজিবি দিয়ে মাদরাসা ছাত্র হত্যা করে ক্ষমতায় আজীবন থাকার যে অপরিণামদর্শী খেলায় মেতে উঠেছে তা পুরণ হবে না। এ হত্যাকান্ডের মধ্য দিয়ে সরকারকে চরমভাবে বিদায় নিতে হবে। গতকাল স্বাধীনতা দিবসে ঢাকা, হাটহাজারী ও বি-বাড়ীয়ায়সহ সারাদেশে পুলিশী তান্ডবে ৬জন হত্যার ঘটনায় সারাদেশে যখন মুসলিম উম্মাহর হৃদয়ে ক্ষত সৃষ্টি হয়েছে, তখন পুনরায় বি বাড়ীয়ায় পুলিশ এবং বিজিবির গুলিতে আরো ৫জনের হত্যাকান্ড মুসলিম উম্মাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।

তিনি বলেন, অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের গ্রেফতার ও শাস্তি দিতে হবে। সেইসাথে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদেরকেও কঠোর বিচারের মুখোমুখি না করলে দেশময় আন্দোলনের যে দাবানল জ্বলে উঠেছে তা রোখবার সাধ্য কারো নেই।

সূত্রঃ ইনসাফ২৪

হরতাল করতে দেওয়া হবে না; হেফাজতের তাণ্ডব খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রীস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান...
03/26/2021

হরতাল করতে দেওয়া হবে না; হেফাজতের তাণ্ডব খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, কোনো হরতাল করতে দেওয়া হবে না। ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের বিষয় খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

শুক্রবার (২৬ মার্চ) রাতে তিনি এসব কথা বলেন।

এর আগে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবার বাদ জুম’আ জাতীয় মসজিদ বায়তুল মোকররম, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় আন্দোলনরত ছাত্র, মুসল্লীদের উপর পুলিশ এবং সরকারদলীয় নেতাকর্মীদের বর্বরোচিত হত্যা এবং হামলার প্রতিবাদে সারাদেশে শনিবার (২৭ মার্চ) বিক্ষোভ ও রোববার (২৮ মার্চ) হরতালের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আবদুর রব ইউসুফী।

03/26/2021

চট্টগ্রাম মেডিকেলে বাবুনগরী

হাটহাজারিতে পুলিশের অতর্কিত হামলায় নিহত ৩ ছাত্র এবং ১ পথচারীর লাশ দেখতে উপস্থিত হয়েছেন জুনাইদ বাবুনগরী। এসময় নিহতদের লাশ দেশে কান্নায় ভেঙে পড়েন তিনি।

চট্টগ্রামের হাটহাজারীতে মোদী বিরোধী আন্দোলনে পুলিশের আক্রমণে চারজন নিহত। চট্টগ্রাম মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জ...
03/26/2021

চট্টগ্রামের হাটহাজারীতে মোদী বিরোধী আন্দোলনে পুলিশের আক্রমণে চারজন নিহত। চট্টগ্রাম মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া, এএসআই আলাউদ্দিন, এএসআই শিলব্রত বড়ুয়া সংবাদমাধ্যমকে এ সংখ্যা নিশ্চিত করেছেন।

03/19/2021

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হামলা, ভাংচুর ও লুটপাটের নেতৃত্বে যুবলীগ ওয়ার্ড সভাপতি, ইউপি সদস্য শহীদুল ইসলাম শহীদ ও পক্কন মিয়া। ঘটনার সঙ্গে মামুনুল হকবিরোধী ফেসবুক স্ট্যাটাসের কোনো সম্পর্ক নেই বলে যুগান্তরকে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় গ্রামবাসীরা আরও জানিয়েছে, জলমহাল নিয়ে পূর্ববিরোধের জের ধরে ঝুমন দাশ আপনের আপত্তিকর ফেসবুক স্ট্যাটাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেই এ ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।

গ্রামবাসীরা আরও জানান, স্বাধীন মেম্বার ও পক্কন মিয়ার নেতৃত্বে মাইকে ঘোষণা দিয়ে তারা লোকজনকে সংগঠিত করে গ্রামে তাণ্ডব চালায়।

দেশে আবারও উর্ধ্বমুখী হচ্ছে করোনা ভাইরাস। এ কারণে করোনা সংক্রমণ প্রতিরোধ করতে সর্বস্তরে মাস্ক পরার ওপর বিশেষ গুরুত্ব দিয...
03/17/2021

দেশে আবারও উর্ধ্বমুখী হচ্ছে করোনা ভাইরাস। এ কারণে করোনা সংক্রমণ প্রতিরোধ করতে সর্বস্তরে মাস্ক পরার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে ১১ টি নির্দেশনা দিয়েছে সরকার।

সোমবার (১৫ মার্চ) এক সরকারি তথ্য বিবরণীতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে বাড়ির বাইরে সর্বত্র মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে।

এছাড়া মাস্ক পরার ক্ষেত্রে সরকারের ১১টি নির্দেশনা উল্লেখ করে তা প্রতিপালনের জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে ওই নির্দশনায়।

দেশে আবারও উর্ধ্বমুখী হচ্ছে করোনা ভাইরাস। এ কারণে করোনা সংক্রমণ প্রতিরোধ করতে সর্বস্তরে মাস্ক পরার ওপর বিশেষ গু....

Content brings contentment! 🥲Thanks to the Lift-Off Team at Pinewood Studios in the UK.In case you haven’t watched the d...
03/04/2021

Content brings contentment! 🥲
Thanks to the Lift-Off Team at Pinewood Studios in the UK.

In case you haven’t watched the documentary yet;
https://fb.watch/40zb9ae9I9/

রাতের আধারে কবর খুড়ে ১৬ টি কঙ্কাল চুরি!
02/28/2021

রাতের আধারে কবর খুড়ে ১৬ টি কঙ্কাল চুরি!

আশুলিয়ায় রাতের আধারে কবরস্থান থেকে কবর খুড়ে ১৬ টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এঘটনায় ঘটনাস্থল প....

Address

234 Willow Avenue Toronto ON M4E 3K7
Toronto, ON
66777

Alerts

Be the first to know and let us send you an email when The Dacca Daily - দ্য ডাকা ডেইলি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Dacca Daily - দ্য ডাকা ডেইলি:

Videos

Share

Nearby media companies


Other News & Media Websites in Toronto

Show All