Osman Goni

Osman Goni Save journey,save road and save your life

কানাডার একটা ভালো সুযোগ আসছে যাদের ২-৩ টা দেশ ভিজিট আছে তাদের জন্য,,তারাই যোগাযোগ করবেন যাদের বাজেট আছে যারা ইতিমধ্যে রি...
12/08/2024

কানাডার একটা ভালো সুযোগ আসছে যাদের ২-৩ টা দেশ ভিজিট আছে তাদের জন্য,,
তারাই যোগাযোগ করবেন যাদের বাজেট আছে যারা ইতিমধ্যে রিজেক্ট খাইছেন তারা টেক্সট দিয়েন না ফ্রেশ ফাইল হতে হবে এবং যাদের মনে হবে এটা কোন প্রতারণা না তারাই যোগাযোগ কইরেন,,,
সম্পুর্ন টাকা ভিসা হওয়ার পর,,,
Contact +19029130838

11/28/2024

ব্যাংক সলভেন্সি, স্টেটমেন্ট রিলেটেড তথ্য-

বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক টাকা FDR এর কথা শুনে অনেকেই ভয় পেয়ে যায় বা হাল ছেড়ে দেয়। কিন্তু বাংলাদেশের কিছু ব্যাংক আছে যাদের মাধ্যমে আপনি অল্প কিছু টাকা ডিপোজিট করেই FDR দেখিয়ে দিতে পারবেন।

যেমন ধরেন আপনাকে ৫০ লাখ টাকার FDR দেখাতে হবে সেক্ষেত্রে আপনি (৫% ডিপোজিট) আড়াই লাখ টাকা ডিপোজিট ব্যাংকে রেখে দেখিয়ে দিতে পারবেন। অর্থাৎ আপনি যে পরিমান টাকার FDR দেখাতে চাচ্ছেন সেটার ৫% রাখলেই টাকা টা দেখিয়ে দিতে পারবেন। যখন ভেংগে ফেলবেন তখন কস্ট টা রেখে বাকি টাকা ব্যাংক থেকে তুলে ফেলতে পারবেন।
অনেকেই হয়ত এই বিষয় টা জানেনা।

➡️ অনেক ব্রাঞ্চ আছে যারা স্টুডেন্ট দের কে আলাদা ভাবে সাপোর্ট দিয়ে থাকে এইসব কাজে।
তাই যে সব ব্রাঞ্চে এইসব কাজ বেশি হয় সেখান থেকে করার চেষ্টা করুন। এম্ব্যাসি থেকে ইমেইল পাঠালে যেসব ব্রাঞ্চ দ্রুত ভেরিফাই করে দিবে সেখান থেকে করতে পারেন। কারণ দিনশেষে আপনি সার্ভিস কেমন পাচ্ছেন সেটাই ফ্যাক্ট।

FDR, Solvency অথবা টিউশন ফি পাঠানো নিয়ে কোন তথ্যের দরকার হলে কমেন্ট বা ইনবক্স করতে পারেন। ইনশাআল্লাহ তথ্য দিতে সহযোগিতা করার চেষ্টা করবো।

ধন্যবাদ।

আমাদের কাছে ফাইল জমা দেওয়ার নিয়ম। ভালো লাগলে যোগাযোগ করতে পারেন। ভালো কিছু হবে ইনশাআল্লাহ।------------------------------...
11/25/2024

আমাদের কাছে ফাইল জমা দেওয়ার নিয়ম। ভালো লাগলে যোগাযোগ করতে পারেন। ভালো কিছু হবে ইনশাআল্লাহ।
-------------------------------------------------------------------
১. লয়ার ফি ১৫০ ডলার সহ ফাইল জমা দিতে হবে।
2. ১/২ দিন পরে এ্যাপলিকপশন ফি এবং বায়োমেট্রিক ফি বাবদ ২৪০ ডলার দিতে হবে (এটা চাইলে আপনি নিজেও জমা দিতে পারবেন)
3. বায়োমেট্রিক দিয়ে আসার পরে ১ লক্ষ টাকা দিতে হবে। এরপর আমরা অফার লেটার এবং LMIA পাঠাব। এগুলো আপনি যেখানে ইচ্ছে চেক করতে পারবেন। চেক করার পরে ওয়ার্ক পারমিট ফি বাবদ ১২০০ ডলার দিতে হবে।
4. ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পরে পাসপোর্ট রিকুয়েষ্ট আসবে তারপর আমাদের ৫০% টাকা দিতে হবে।
5. বাকি ৫০% পাসপোর্ট জমা দেওয়ার পরে দিতে হবে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন ⬇️
imo & whatsapp +14318000374

""WE ARE HIRING""জরুরি ভিত্তিতে Farm Worker হিসাবে কানাডায় দুই জন লোক নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগায...
11/23/2024

""WE ARE HIRING""
জরুরি ভিত্তিতে Farm Worker হিসাবে কানাডায় দুই জন লোক নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
বিশেষ দ্রষ্টব্য :
শুধু মাত্র যারা কৃষি কাজ করতে আগ্রহী তারা যোগাযোগ করবেন।

কল করুন +1 431 800-0374

দালাল ছারা কিভাবে কানাডার ভিসা নিজে নিজে আবেদন করবেন আপনি যদি নিজে নিজে কানাডার ভিসা আবেদন করতে চান তবে এই গাইডটি আপনার ...
11/22/2024

দালাল ছারা কিভাবে কানাডার ভিসা নিজে নিজে আবেদন করবেন

আপনি যদি নিজে নিজে কানাডার ভিসা আবেদন করতে চান তবে এই গাইডটি আপনার জন্য। নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

১. প্রাথমিক প্রস্তুতি

প্রথমে, আপনার ব্রাউজার (Chrome, Firefox, Safari) ওপেন করুন এবং সার্চ বারে "IRCC" লিখে সার্চ করুন। IRCC (Immigration Refugees and Citizenship Canada) ওয়েবসাইটে যান এবং GCKey বাটনে ক্লিক করে GCKey একাউন্ট খুলুন। একাউন্ট খোলার সময় আপনাকে ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোশ্চেন সেভ করে রাখতে হবে। একাউন্ট ক্রিয়েট করার পর এই তথ্যগুলো দিয়ে আপনি লগইন করবেন।

২. অ্যাপ্লিকেশন শুরু

আপনার GCKey একাউন্টে লগইন করুন এবং "Start an application" বাটনে ক্লিক করুন। তারপর "Apply to come to Canada" ক্লিক করুন। ভিসা ক্যাটাগরি থেকে "Visitor Visa, Study and Work Permit" সিলেক্ট করুন। তারপর যে প্রশ্ন আসবে তার উত্তর দিন, যেমন "What is your current country/territory of residence?" এখানে "Bangladesh" সিলেক্ট করুন।

৩. প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড

সব প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনাকে ডকুমেন্ট রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে। নিচের তিনটি PDF ফর্ম সঠিক ইনফরমেশন দিয়ে পূরণ করতে হবে:
1. Application Form (IMM5257)
2. Family Information (IMM5245)
3. Schedule 1 (IMM5227)

আপলোড করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট:
1. অ্যাপ্লিকেশন ফর্ম
2. ট্রাভেল হিস্ট্রি (ভিসা ও ইমিগ্রেশন এন্ট্রি এক্সিট সিল)
3. পাসপোর্ট কপি
4. ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সলভেন্সি
5. সাম্প্রতিক ছবি
6. ট্রাভেল ইটিনারি, হোটেল রিজার্ভেশন, ইনভাইটেশন বা স্পন্সরশিপ
7. ফ্যামিলি ইনফরমেশন
8. শিডিউল ১ ফর্ম
9. ক্লায়েন্ট ইনফরমেশন বা কাভার লেটার
10. কর্মচারী সার্টিফিকেট বা অফিস আইডি কার্ড বা NOC

সব ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।

৪. পেমেন্ট

ডকুমেন্ট আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে। ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করুন।
অ্যাপ্লিকেশন ফি: 100 CAD
বায়োমেট্রিক্স ফি: 85 CAD
মোট: 185 CAD

৫. বায়োমেট্রিক্স

পেমেন্ট করার পর বায়োমেট্রিক রিকোয়েস্ট ইমেইল আসবে। বায়োমেট্রিক দেওয়ার জন্য VFS গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিন। অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী VFS আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি নেবে। বায়োমেট্রিক সম্পন্ন হলে আপনাকে পাসপোর্ট ফেরত দেওয়া হবে।

৬. রেজাল্টের জন্য অপেক্ষা

আপনার ইমেইলে নোটিশ আসলে IRCC পোর্টালে GCKey একাউন্ট চেক করুন। ভিসা রিকুয়েস্ট ডাউনলোড করে পুনরায় VFS অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সাবমিট করুন। ভিসা অনুমোদন হলে ২ সপ্তাহের মধ্যে পাসপোর্ট ভিসাসহ ফেরত পাবেন।

৭. রিজেকশন ও পুনরায় আবেদন

যদি কোন কারণে ভিসা রিজেক্ট হয়, তাহলে GCKey একাউন্টে রিজেকশন লেটার আসবে। বায়োমেট্রিক দিলে তা ১০ বছর মেয়াদে রিজার্ভ থাকে। পুনরায় আবেদন করার সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না, শুধু 100 CAD ভিসা ফি দিয়ে আবেদন করতে পারবেন।
লেখাটি পড়ে ভালো লাগলে শেয়ার করে দিবেন,ধন্যবাদ

চারিদিকে ঋতু পরিবর্তনের সাথে সাথে অনেকই খুব অসুস্থ হয়ে পড়েছে ( জ্বর, ঠান্ডা, কাঁশি ইত্যাদি)এই ক্ষেত্রে সবাই একটু সাবধা...
11/20/2024

চারিদিকে ঋতু পরিবর্তনের সাথে সাথে অনেকই খুব অসুস্থ হয়ে পড়েছে ( জ্বর, ঠান্ডা, কাঁশি ইত্যাদি)
এই ক্ষেত্রে সবাই একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, যেন সহজেই ঠান্ডা লেগে না যায়।

বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি সতর্কতা অবলম্বন প্রয়োজন কারণ ওরা অসুস্থ হয়ে পড়লে আমাদের ( মা-বাবা) কষ্ট অস্থিরতা খুব বেড়ে যায়।

ঠান্ডা থেকে রক্ষা পেতে বাচ্চাদের ক্ষেত্রে করণীয় বিষয় সমূহের মধ্যে অন্যতম কয়েকটি হলো -

১) এখন তাদের কে খালি গায়ে/ পায়ে একেবারেই থাকতে দেয়া যাবে না।
২) একটু মধু, কালো জিরা ও ঘি খাওয়ানো অভ্যাস করুন।

৩) সকাল ও সন্ধ্যায় বাচ্চাদের জন্য একটা স্পেশ্যাল চায়ের ব্যবস্থা রাখুন,( হাফ চামুচ লেবুর রস, হাফ চামুচ আদার রস, হাফ চামুচ তুলসী পাতার রস,এক চামুচ মধু ও এক কাপ গরম পানি। আমি আমার বাচ্চাদের খুব ছোট্ট থেকে দিচ্ছি , আলহামদুলিল্লাহ, অনেক উপকারী

৪) ঘুমানোর সময় গলায় গাম জমতে না দেয়া পাতলা সুতি কাপড় দিয়ে গলা মুছে দেয়া।

৫) হালকা কুসুম গরম পানিতে গোসল দিতে হবে এবং খুব অল্প সময়ের মধ্যে গোসল সারতে হবে।

আল্লাহ সুবহানাহু তাআলা ভালো রাখুন আমাদের বাচ্চা গুলোকে, হেফাজতে রাখুন, আমিন। ফী-আমানিল্লাহ

11/19/2024

অরিজিনাল ডকুমেন্টস গুলো দেখতে সম্পুর্ন ভিডিওটি দেখুন। কানাডা ইমিগ্রেশন সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন +14318000374

আসসালামু আলাইকুম, ইউকুন কানাডার উত্তরাঞ্চলের একটি প্রভিন্স, যেখানে ইউকুন পাইলট প্রোগ্রামটি চালু রয়েছে। কোভিডের জন্য বন্ধ...
11/16/2024

আসসালামু আলাইকুম, ইউকুন কানাডার উত্তরাঞ্চলের একটি প্রভিন্স, যেখানে ইউকুন পাইলট প্রোগ্রামটি চালু রয়েছে। কোভিডের জন্য বন্ধ থাকলেও, আবার চালু হয়েছে ও ২০২৫ সাল পর্যন্ত চলবে। ইউকুন সরকারী ওয়েবসাইটে গিয়ে সেখানকার জব ব্যাংকে যে ভেকেন্সিগুলো রয়েছে তাতে সিভি ও কভার লেটারসহ নিজ যোগ্যতায় এপ্লাই করতে পারেন। ইউকুনের ক্যাপিটাল সিটি হোয়াইটহর্সে অনেক জব ভেকেন্সি আছে, গুগলে ইউকুন এমপ্লয়মেন্ট সার্চ দিলেই পাওয়া যাবে। ECA এবং IELTS ৫ স্কোর হলেই এপ্লাই করা যায়। জব পেলেই প্রভিন্সিয়াল এনডোর্সমেন্ট নিয়ে ফ্যামিলিসহ পার্মানেন্ট রেসিডেন্সিতে এপ্লাই করতে পারবেন।
IELTS ও শিক্ষাগত যোগ্যতা ছাড়া কানাডা জব পাওয়া সম্ভব নয়। তবে কিছু কিছু জবের জন্য IELTS ও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। কেয়ারগিভার এপ্লিকেন্টদের কানাডা হেলথ সার্ভিস প্রোভাইডার এজেন্সি থেকে LMIA জব অফার প্রয়োজন, যা পাওয়া অত্যন্ত কঠিন। কোনো এজেন্সি টাকার বিনিময়ে জব অফার জোগাড় করে দিতে পারবে না, নিজ যোগ্যতা অনুযায়ী IELTS স্কোর নিয়ে কানাডা সরকারী জব ব্যাংকে এপ্লাই করুন।
স্টার্ট আপ বিজনেসে ১০০,০০০ ডলার ইনভেস্টে ফ্যামিলিসহ পার্মানেন্ট রেসিডেন্সি এবং অন্ট্রাপ্রিনিয়ার ৫০,০০০ ডলার ইনভেস্টে বিজনেস ওয়ার্ক পারমিট করা যাচ্ছে। কেয়ারগিভার প্রফেশনালদের জন্য কানাডা ফেডারেল পার্মানেন্ট রেসিডেন্সির ফ্যামিলিসহ আলাদা এপ্লিকেশন করা যায়। কানাডা ইমিগ্রেশন, বিজনেস, স্টার্ট আপ, সেলফ এমপ্লয়েড, উদ্যোক্তা, কেয়ারগিভার, জব অফার, ওয়ার্ক পারমিট, ভিজিট ভিসা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করুন, অথবা ইনবক্স করুন উত্তর দেয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকুন, আল্লাহ সবার ভালো করুন।

নতুন গন্তব্য Ontario to Manitoba ❤️
05/30/2024

নতুন গন্তব্য Ontario to Manitoba ❤️

04/29/2024

আমার কানাডার ভিসা হয়ে গিয়েছে শুধু ফিঙ্গার দেয়া বাকি!! আপনারা কে কে মনে করেন ফিঙ্গার মানে বায়োমেট্রিক না দিয়েই কানাডার ভিসা পাওয়া যায়?

বিয়ে বিহীন বাচ্ছা আশা করা আর বায়োমেট্রিক নাদিয়ে কানাডার ভিসা পাওয়ার আশা করা একই বিষয় 🤣🤣🤣

Congratulations Dear Hossain Sarif ❤️❤️Today got a passport request (IRCC)৪৩ দিন পর পাসপোর্ট রিকুয়েষ্ট আসলো। এখন পাসপোর্...
04/24/2024

Congratulations Dear Hossain Sarif ❤️❤️
Today got a passport request (IRCC)

৪৩ দিন পর পাসপোর্ট রিকুয়েষ্ট আসলো। এখন পাসপোর্ট রিকুয়েষ্ট আসতে একটু লেট হচ্ছে। চিন্তিত হবেন না ইনশাআল্লাহ আপনাদের গুলো যথা সময়ে চলে আসবে।

একটি সতর্কতা মুলক পোস্ট। আমার ভিডিওতে অন্য নাম্বার ব্যাবহার করে পোস্ট করা হচ্ছে।প্রতারক হতে সাবধান থাকবেন। কথা বলার সময় ...
04/23/2024

একটি সতর্কতা মুলক পোস্ট।
আমার ভিডিওতে অন্য নাম্বার ব্যাবহার করে পোস্ট করা হচ্ছে।
প্রতারক হতে সাবধান থাকবেন। কথা বলার সময় অবশ্যই ভিডিওতে দেওয়া ভয়েস এবং যার সাথে কথা বলছেন তার ভয়েস মিল আছে কিনা দয়া করে যাচাই করবেন।
এখানে যে পেজটি দেখছেন তার ফলোয়ার সংখ্যা মাত্র ৩ জন। আমাদের ফলোয়ার সংখ্যা ১৭ হাজারেরও বেশি।

আবারো বাড়ানো হলো ওয়ার্ক পারমিট প্রসেসিং টাইম। এখন বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট প্রসেসিং হতে সময় লাগবে ১৯ সপ্তাহ। এতে চিন্...
04/20/2024

আবারো বাড়ানো হলো ওয়ার্ক পারমিট প্রসেসিং টাইম। এখন বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট প্রসেসিং হতে সময় লাগবে ১৯ সপ্তাহ। এতে চিন্তিত হওয়ার কিছু নেই সময় যতো বেশি লাগবে ভিসা হওয়ার চান্স ততো বেশি হবে।
কানাডা ভিসার সকল আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।
বিস্তারিত জানতে কল করুন +18199001314

কানাডায় ‘হালাল মর্টগেজ’ চালু করার সিদ্ধান্ত ট্রুডো-রপ্রবাস ডেস্ক : কানাডায় চালু হচ্ছে হালাল মর্টগেজ। দেশটির বার্ষিক বা...
04/19/2024

কানাডায় ‘হালাল মর্টগেজ’ চালু করার সিদ্ধান্ত ট্রুডো-র
প্রবাস ডেস্ক : কানাডায় চালু হচ্ছে হালাল মর্টগেজ। দেশটির বার্ষিক বাজেটে জাস্টিন ট্রুডো সরকারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

এই পদক্ষেপটি জাস্টিন ট্রুডো সরকারের কয়েকটি উদ্যোগের মধ্যে একটি যা কানাডিয়ানদের সাহায্য করার জন্য যারা একটি বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখেন।

এক্ষেত্রে অবশ্য দেশের মুসলিম সম্প্রদায়কে বিশেষভাবে মাথায় রাখা হয়েছে। কারণ, ইসলামী আইন বা শরিয়াহ আইন অনুযায়ী সুদ খাওয়া হারাম। হালাল বন্ধক অর্থ ঋণের একটি বিকল্প উপায় হতে পারে। এর জন্যই এই ব্যবস্থা।

একই সময়ে, কানাডার বর্তমান বাজেটে বিদেশীদের সে দেশে বাড়ি বা আবাসিক সম্পত্তি কেনার উপর দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কানাডা বাজেট ২০২৪ ঘোষণা করেছে যে ট্রুডো সরকার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে আলোচনা শুরু করেছে, ব্যাংক সহ, এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে কানাডিয়ানদের চাহিদা মেটাতে যারা নিজের বাড়ির মালিক হতে চায়।

তার উল্লেখযোগ্য পদক্ষেপ হল হালাল মর্টগেজ। মর্টগেজ ইসলামী বা শরিয়া আইনের বিরুদ্ধে নয়। ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলো সুদের বিকল্প হিসেবে বন্ধক প্রদান করে।

ক্যনাডার কিছু আর্থিক প্রতিষ্ঠান অবশ্য আগে থেকেই শরিয়ত আইন মেনে মর্টগেজ বা বন্ধকে লোন দিচ্ছে, তারা সুদ নিচ্ছে না মুসলিমদের কাছ থেকে।

তবে সে দেশের সব চেয়ে বড় পাঁচটি ব্যাঙ্ক এ ভাবে এতদিন টাকা ধার দিত না। এবার বাজেটের পর তাদের নীতির বদল হবে, এমনই সম্ভাবনা।

তবে ট্রুডো সরকারের হালাল মর্টগেজ চালু করার এই সিদ্ধান্তকে ক্যানাডার অনেকে ‘বৈষম্যমূলক নীতি’ হিসেবে চিহ্নিত করেছেন। এবারের বাজেট-নথিতে বলা হয়েছে, বিদেশের কোনও নাগরিক ক্যানাডায় আবাসিক সম্পত্তি কিনতে পারবেন না।

ট্রুডো সরকারের দাবি, ক্যানাডিয়ানদের স্বার্থ সুরক্ষা করার জন্যই এই পদক্ষেপ। ২০২৪-’২৫ আর্থিক বছরের এই বাজেটে ৩৯.৮ বিলিয়ন ডলার ঘাটতি দেখানো হয়েছে।

শেয়ারনিউজ, ১৮ এপ্রিল ২০২৪

Vegetables Farm worker হিসাবে কাডানা আসতে আবেদন করুন। Positive LMIA জব। লোক লাগবে ৫০ জন। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। ...
04/18/2024

Vegetables Farm worker হিসাবে কাডানা আসতে আবেদন করুন। Positive LMIA জব। লোক লাগবে ৫০ জন। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। বিস্তারিত তথ্য নিচের ফটোতে দেওয়া আছে। আরো বিস্তারিত জানতে চাইলে জব ব্যাংকে দেখে নিতে পারেন।

কানাডার জব এ্যাপলিকেশন সাপোর্ট নিতে আমাদের সাথে যোগাযোগ করুন।
Contact +18199001314

ঈদ মোবারক। টরন্টোর ডেনটনিয়া পার্কে অনেক বাঙ্গালী ভাইয়েরা মিলে একসাথে ঈদের নামাজের মূহুর্তে। সবাইকে ঈদের শুভেচ্ছা।
04/10/2024

ঈদ মোবারক। টরন্টোর ডেনটনিয়া পার্কে অনেক বাঙ্গালী ভাইয়েরা মিলে একসাথে ঈদের নামাজের মূহুর্তে। সবাইকে ঈদের শুভেচ্ছা।

04/10/2024

কানাডায় বাংলাদেশ থেকে আরো ১ লক্ষ মানুষ আসলেও এখানে বাঙ্গালীর কারো রিযিক একটুও কম পরবেনা।
আল্লাহ পাক সবার রিযিক নির্ধারণ করেই পাঠিয়েছেন। আসুন, নতুনদের প্রতি সহানুভূতি রাখি. সহযোগিতা করি।
দেখবেন জীবন সত্যি অনেক সুন্দর।ভুলে যাবেন না, আপনিও একদিন নতুন ছিলেন।
★★★ ওসমান গনী, টরন্টো, কানাডা।

Total Solar Eclipse: Warning.When the Moon comes between the Earth and the Sun during its transit, the Sun becomes parti...
04/08/2024

Total Solar Eclipse: Warning.

When the Moon comes between the Earth and the Sun during its transit, the Sun becomes partially or completely invisible to an observer on Earth. This event is called a solar eclipse.

There will be a total solar eclipse on Monday. At this time, a very high level of ultra violet radiation is emitted from the sun. It is very harmful to the retina of the eye. Do not look at the sun. It is not right to look with any special sunglasses. Because the merchants will advertise special sunglasses and sell them to you for their profit. And if you still have retinal damage after using it, you will eventually become blind. Remember, there are treatments for the cornea, artificial lenses can be implanted in the eye, but the way to replace the retina has not yet been discovered. So do not try to look at the sun in any way during eclipse.
Looking at the sun with the naked eye during a solar eclipse can cause eclipse blindness or solar retinopathy. Damage is more likely during a partial solar eclipse than when the sun is partially covered than when it is completely covered.

On normal days we cannot normally look directly at the sun, because our eyes cannot absorb so much brightness. But during a solar eclipse, we may underestimate the brightness of the sun and stare at it with bare eyes. It damages our eyes. The sun's ultraviolet rays can destroy the cells of the retina of the eye, burn the cornea. But when this process takes place we will not feel anything, we will reap its benefits after some time. So we can contract many diseases without our knowledge.

In our Toronto, Canada, the partial eclipse will begin at 2:00 PM and the total eclipse at 3:04 PM. Stay at home, don't go out.
Goni, Toronto, Canada.

Address

Canada Toronto
Toronto, ON

Telephone

+8801581804794

Website

Alerts

Be the first to know and let us send you an email when Osman Goni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Osman Goni:

Videos

Share