এমপি আনার হত্যায় জড়ির গ্যাস বাবুকে নিয়ে ফোন উদ্ধারে অভিযানে ডিবি প্রধান
অভিযান নিয়ে ডিবি প্রধানের বক্তব্য। তিনি বলেছেন যে এই অভিযান একটা চলমান প্রক্রিয়া। মোবাইল উদ্ধার হোক আর না হোক আমরা আদালতের নির্দেশ পালন করছি মাত্র। এবং এই মামলার কোন নিরীহ ব্যক্তি হয়রানি হবে না। এবং যে আসামি গুলো এখনো গ্রেফতার হয়নি তাদেরকে গ্রেফতারের জন্য আমরা অভিযান চালাবো।
এমপি আনার হত্যার ঘটনায় ৮ দিনের রিমান্ডে মিন্টু!!!
এমপি আনার হত্যা: মিন্টু ৮ দিনের রিমান্ডে
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর রহমান। শুনানি শেষে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন।
এর আগে মঙ্গলবার (১১ জুন) বিকেলে ধানমন্ডি থেকে মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার দেখানো হয়।
গোয়েন্দা সূত্রের দাবি, আনার হত্যাকাণ্ডের প্রধান হোতা আখতারুজ্জামান শাহি
এমপি আনারের সাথে সঞ্জীবা গার্ডেনে সেদিন কি হয়েছিলো??
দেখুন ভিডিওতে..
শৈলকুপায় থানায় হামলা করেছেন আ.লীগ নেতাকর্মীরা
ঝিনাইদহের শৈলকুপায় থানায় হামলা করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
রোববার (৯ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতারা থানায় এ হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও ফাঁকা গুলি ছুড়ে।
ঝিনাইদহের কালীগঞ্জে এমপি আনার হত্যারকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
ঝিনাইদহের কালীগঞ্জে এমপি আনার হত্যারকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
অনলাইন ডেস্ক:
ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ রবিবার সকালে কালীগঞ্জ শহরের নিশ্চিতপুরে এ কর্মসূচীর আয়োজন করে পৌর আওয়ামী লীগ। ঘন্টাব্যপী চলা এ মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী ও ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, এমপি আনার হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। সেই সাথে হত্যার পেছনে যারা জড়িত তাদেরও শনাক্ত করে গ্রেফতারের দাবী জ
এমপি আনারের দেহাংশ উদ্ধারের দাবি
কলকাতার সঞ্জীবা গার্ডেনসের সেপটিক ট্যাংক থেকে মাংস উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ডিবি। এই ভবনের একটি ফ্ল্যাটে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আনার আজীমকে হত্যা করা হয়েছে ধারণা করছেন তদন্ত কর্মকর্তারা। তবে উদ্ধার হওয়া মাংস ফরেনসিক টেস্ট ছাড়া কার তা বলা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেছেন, ফরেনসিক টেস্ট ছাড়া এটা বলা যাবে না যে উদ্ধার মরদেহের খণ্ডাংশ এমপি আনারের। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় এ তথ্য জানান ডিবিপ্রধান। এর আগে ভারতে বাংলাদেশের গোয়েন্দা দলের প্রতিনিধি উপকমিশনার (ডিসি) মো. আ. আহাদ জানান, আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদে ওই ফ্ল্যাটে বাথরুমে ফ্ল্যাশের মাধ্যমে আনারের মরদেহের খণ্ডাংশ ফেলানোর তথ্য পাওয়া যায়। এরপর ভারতে এসে তারা ওই ফ্ল্যাটট