01/09/2025
Hojoborolo রেডিও পডকাস্ট এ আজকের ইস্পেশাল শোতে #প্রফেশনাল_সিরিজ এ আমাদের গেস্ট হিসেবে আসছেন বাংলাদেশের গর্ব Shahnaz Sultana আপু।
বিথী আপু রিসেন্টলি সিটি কাউন্সিলর (হোয়াইট সিটি) হিসবে ইলেক্টেড হয়েছেন।
একমাত্র বাংলাদেশি হিসেবে পুরো সাস্কাচুয়ান প্রভিন্সে কাউন্সিলর হবার জার্নি নিয়ে কথা বলবো আমরা আজকের শো তে।
এর পাশাপাশি আপু তার প্রফেশনাল লাইফ নিয়েও কথা বলবেন। SPARK এর ফাউন্ডার মেম্বার, JCI এর সাথে সম্পৃক্ততা, BCAR এর পরিচালনা পরিসদে কাজ করা সহ আরো অনেক কর্মকাণ্ডের সাথে জড়িত মানুষ টা কিভাবে এতকিছু করে আসছেন, জানবো সে গল্প।
আপনাদের কিছু জানার থাকলে, প্রশ্ন করতে পারবেন আমাদের লাইভে।
আজ রাত ৯ টা (CST)
শুক্রবার সকাল ৯ টা (BD Time)
🎥 Stay tuned to Hojoborolo for updates and streaming details!